Tag: Lalit Modi

Lalit Modi

  • Lalit Modi: ভানুয়াতুর নাগরিকত্ব বাতিল! ভারতকে এড়াতে পারলেন না ললিত মোদি

    Lalit Modi: ভানুয়াতুর নাগরিকত্ব বাতিল! ভারতকে এড়াতে পারলেন না ললিত মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল আর্থিক তছরুপ মামলায় জড়িত ললিত মোদির পাসপোর্ট বাতিল করে দিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। ললিতের পাসপোর্ট বাতিলের নির্দেশ দিয়েছেন সেখানকার প্রধানমন্ত্রী জোথাম নাপাতু। কিছু দিন আগেই ভানুয়াতুর নাগরিকত্ব পেয়েছিলেন ললিত। তার পর তিনি ভারতীয় পাসপোর্ট ফিরিয়ে দিতে চেয়ে লন্ডনের ভারতীয় দূতাবাসে আবেদন করেন। তার মাঝেই ভানুয়াতু তাঁর পাসপোর্ট বাতিল করে দিল।

    কেন বাতিল পাসপোর্ট

    এক বিবৃতিতে নাপাতু বলেন, ‘আমি নিজে নাগরিকত্ব কমিশনকে ললিত মোদির ভানুয়াতুর পাসপোর্ট বাতিলের নির্দেশ দিয়েছি। তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার হদিশ পাইনি আমরা। তবে সম্প্রতি ইন্টারপোলের তরফে সতর্কবার্তার জেরেই তাঁকে দেওয়া পাসপোর্ট ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসন তরফে।’ এরপরই ললিত মোদির বিরুদ্ধে পলায়নের অভিযোগ এনে সেদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘যথাযথ কারণ ছাড়া ভানুয়াতুর নাগরিকত্ব পাওয়া সম্ভব নয়। কেউ প্রত্যর্পণ এড়ানোর জন্য ভানুয়াতুর শরণাপন্ন হলে, তাঁকে কোনও ভাবে সমর্থন করবে না আমাদের দেশ। সম্প্রতি প্রকাশিত কিছু তথ্য অনুযায়ী, ললিত মোদি সেই প্রত্যাপর্ণ এড়াতেই আমাদের কাছে শরণাপন্ন হয়েছিলেন।’

    ভারতের পাসপোর্টই ভরসা

    ললিতের পাসপোর্ট বাতিল করানোর জন্য উদ্যোগী হয়েছিলেন নিউজিল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত নীতা ভূষণ। গত ৭ মার্চ ভারতীয় পাসপোর্ট ফেরত দেওয়ার আবেদন লন্ডনের দূতাবাসে জানান ললিত। ভারতের বিদেশ মন্ত্রকও সেই খবর নিশ্চিত করেছিল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘ললিত মোদী পাসপোর্ট জমা দেওয়ার আবেদন জানিয়েছেন। আবেদনটি খতিয়ে দেখা হবে। উনি ভানুয়াতুর নাগরিকত্ব পেয়েছেন। আমাদের সে দিকটিও দেখতে হবে। আইন অনুযায়ী ওঁর বিরুদ্ধে যা করা সম্ভব, আমরা করছি।’’

    আইপিএল আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত

    আইপিএলের জনক ললিত মোদি। আইপিএলের শীর্ষপদে থাকাকালীন বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে ললিতের বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রচুর টাকাও তিনি নয়ছয় করেছেন বলে অভিযোগ। ২০১০ সালে ললিত ভারত ছাড়েন। তার পর থেকে লন্ডনেই আছেন। বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে। তবে ললিতকে দেশে ফেরানো যায়নি। উল্লেখ্য, বিপুল অর্থ থাকলে প্রশান্ত মহাসাগরের এই দ্বীপপুঞ্জের নাগরিক হওয়া যায়। ভানুয়াতুর নাগরিকত্ব পাওয়ার পদ্ধতি বেশ সহজ সরল। অত্যন্ত কম নথিপত্র লাগে সেখানে। সেই ফাঁক গলেই ললিত মোদি সেই দেশের নাগরিকত্ব অর্জন করেছিলেন। তবে এরই মধ্যে তাঁর ভানুয়াতুর পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।

     

     

     

     

  • Sushmita – Lalit: ইন্সটাগ্রাম থেকে উধাও ছবি! দেড় মাসেই ললিত-সুস্মিতার সম্পর্ক শেষের পথে? প্রশ্ন উঠছে নেটদুনিয়ায়

    Sushmita – Lalit: ইন্সটাগ্রাম থেকে উধাও ছবি! দেড় মাসেই ললিত-সুস্মিতার সম্পর্ক শেষের পথে? প্রশ্ন উঠছে নেটদুনিয়ায়

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র দেড় মাসেই সম্পর্কের ইতি! অন্তত ললিত মোদির (Lalit Modi) ইন্সটাগ্রাম প্রোফাইল দেখে অনেকে এটাই অনুমান করেছেন যে, তাঁদের সম্পর্ক হয়তো ভেঙে গেছে। মাত্র দেড় মাস আগের কথা, প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের (Sushmita Sen) সঙ্গে প্রেমে পড়ার কথা গর্বের সঙ্গে জানিয়েছিলেন। ট্যুইটারে একাধিক ঘনিষ্ঠ ছবি শেয়ার করে সুস্মিতাকে ‘বেটার হাফ’ বলে স্বীকৃতি দিয়েছিলেন। তবে কী এমন হল যে, হঠাৎ তাঁদের বিচ্ছেদের কথা শোনা যাচ্ছে? আর এই খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার সকাল থেকে হইচই পড়ে গিয়েছে।

    দেখা গিয়েছে, ললিত মোদি তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে সুস্মিতার সঙ্গে নিজের ছবি সরিয়ে অন্য প্রোফাইল পিকচার আপলোড করেছেন। শুধু তাই নয়, ট্যুইটার, ইন্সটাগ্রাম বায়ো দুই থেকেই সুস্মিতার নাম সরিয়ে দিয়েছেন। আর সেই থেকেই নেটিজেনরা কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে, হয়তো তাঁরা এখন আর রিলেশনে নেই। তবে সুস্মিতা ও ললিতের সম্পর্ক ভাঙা নিয়ে তাঁরা কিছুই প্রকাশ করেননি। কিন্তু ললিতের ইন্সটাগ্রামে কিছু পরিবর্তন নেটিজেনদের নজরে আসে এবং তা থেকেই তাঁদের বিচ্ছেদর গুজব রটতে শুরু করে।

    আরও পড়ুন: “আমার বেটার হাফ সুস্মিতা সেন…”, ললিত মোদির ট্যুইটে তোলপাড় নেটপাড়া

    প্রসঙ্গত উল্লেখ্য, ১৪ জুলাই ললিত মোদি ১৯৯৪ সালের মিস ইউনিভার্সের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করে রীতিমতো ঝড় তুলছিলেন। সেসময় তাঁদের অনেক ব্যঙ্গ-বিদ্রুপ, নেতিবাচক মন্তব্যও শুনতে হয়েছিল। এমনকি ললিত যে সুস্মিতার সঙ্গে বিদেশে ঘুরতে গিয়েছিলেন, সেই ছবিও শেয়ার করেছিলেন। তাঁকে ‘বেটার হাফ’ বলে ট্যুইটারে লিখলে অনেকে এও মনে করেছিলেন যে তাঁরা হয়তো বিয়ে করেছেন, কিন্তু এই ঘটনার কিছুক্ষণ পরই ট্যুইট করে ললিত লেখেন, বিয়ে করেননি, কিন্তু সম্পর্কে আছেন। বিয়েটাও হয়তো করবেন। শুধু তাই নয়, ললিত তাঁর ইনস্টা বায়োতে লেখেন, ‘‌অবশেষে পার্টনার ইন ক্রাইমের সঙ্গে নতুন জীবন শুরু করলাম। আমার ভালোবাসা সুস্মিতা সেন।’‌ তবে তাঁদের সম্পর্ক নিয়ে কখনওই মুখ খোলেননি সুস্মিতা। আবার এই সম্পর্ককে প্রত্যক্ষভাবে অস্বীকারও করেননি।

    আর এই গুজব রটে যেতেই আবারও নেটিজেনদের একাংশ একাধিক ‘মিম’ নিয়ে হাজির। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে তাঁদের নিয়ে ঠাট্টা-মশকরা।

    আরও পড়ুন: “কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়”, বিয়ে জল্পনায় নীরবতা ভাঙলেন সুস্মিতা

  • Susmita Sen: “কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়”, বিয়ে জল্পনায় নীরবতা ভাঙলেন সুস্মিতা 

    Susmita Sen: “কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়”, বিয়ে জল্পনায় নীরবতা ভাঙলেন সুস্মিতা 

    মাধ্যম নিউজ ডেস্ক: ললিত মোদির সঙ্গে প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের (Lalit Modi) প্রেমের গুঞ্জনে তোলপাড় বলিউড। ললিত মোদি (Sushmita Sen) দুজনের ছবি প্রকাশ্যে আনার পর থেকে মুখে কুলুপ এঁটে ছিলেন সুস্মিতা। অবশেষে নীরবতা ভাঙলেন।  

    আরও পড়ুন: “আমার বেটার হাফ সুস্মিতা সেন…”, ললিত মোদির ট্যুইটে তোলপাড় নেটপাড়া

    দুই মেয়ে রেনে আর আলিশাকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন সুস্মিতা। ক্যাপশনে লিখেছেন, “আমি আনন্দে আছি। কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়, নিঃস্বার্থ ভালবাসায় আমি পরিবেষ্টিত। অনেক উত্তর দেওয়া হয়েছে। কাজে ফিরতে চাই।” অভিনেত্রী আরও লিখেছেন, অভিনেত্রী আরও লিখেছেন, “আমার সুখ যাঁরা ভাগ করে নেন তাঁদেরকে ধন্যবাদ…এবং যারা করেন না তাঁদেরকে না হয় বাদ দিলাম।”

    [insta]

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Sushmita Sen (@sushmitasen47)


    [/insta]

    গত ১৪ জুলাই রাতে সুস্মিতা সেনের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদি। তারপর থেকেই চর্চায় ললিত-সুস্মিতার প্রেম। সুস্মিতার সঙ্গে নিজের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় স্বীকারও করেন ললিত মোদি। ললিত লিখলেন, “পরিবারের সঙ্গে মলদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়িয়ে লন্ডনে এলাম। আমার অর্ধাঙ্গিনী সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু। দুর্দান্ত উপভোগ করছি।”  

    আরও পড়ুন: গাঁজা কিনে সুশান্তের কাছে পৌঁছে দিতেন রিয়া চক্রবর্তী! চার্জশিটে দাবি এনসিবি-র

    ললিত মোদির সুস্মিতাকে ‘অর্ধাঙ্গিনী’ বলে সম্মোধন করার পরেই দেশজুড়ে হইচই পড়ে যায়। তারপরে ললিত পরের একটি পোস্টে বলেন যে, তাঁরা বিয়ে করেননি, শুধু প্রেম করছেন। তবে বিয়েও একদিন হবে।      

    তবে সুস্মিতা সেন ও তাঁর প্রেম নিয়ে চর্চা এই প্রথম নয়। ১৬ বছরের ছোট প্রেমিক রোহমান শলের সঙ্গে প্রেম, তার পর বিচ্ছেদ নিয়েও শিরোনামে ছিলেন নায়িকা। বেশ কিছু দিন একসঙ্গেও ছিলেন তাঁরা। ডিসেম্বরের শেষে বিচ্ছেদের কথা নিজেই ঘোষণা করেন সুস্মিতা।  

     

     

     

     

LinkedIn
Share