Tag: Land for jobs scam

Land for jobs scam

  • Lalu Yadav: জমির বদলে রেলে চাকরি কেলেঙ্কারিতে আরও বিপাকে লালু, চার্জশিট দাখিল সিবিআইয়ের  

    Lalu Yadav: জমির বদলে রেলে চাকরি কেলেঙ্কারিতে আরও বিপাকে লালু, চার্জশিট দাখিল সিবিআইয়ের  

    মাধ্যম নিউজ ডেস্ক: জমির বদলে রেলে চাকরি (Land for Jobs) কেলেঙ্কারিতে আরও বিপাকে প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব (Lalu Yadav)। শুক্রবার তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। কেবল লালু নন, ওই চার্জশিটে নাম রয়েছে লালুর স্ত্রী রাবড়ি দেবী, তাঁদের কন্যা মিসা ভারতী ও হেমা যাদবেরও। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার অভিযোগ, রেলমন্ত্রী থাকাকালীন লালু, তাঁর স্ত্রী ও দুই মেয়ে রেলে নিয়োগের বিনিময়ে কয়েকজন চাকরি প্রার্থীর কাছ থেকে নিয়েছিলেন জমি। ২০০৪ সাল থেকে ২০০৯ পর্যন্ত ইউপিএ ১ সরকারে রেলমন্ত্রী ছিলেন লালু। সেই সময়ই এই কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল বলে অভিযোগ সিবিআইয়ের। এদিন যে ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে, তার মধ্যে রেলের এক প্রাক্তন জেনারেল ম্যানেজারেরও নাম রয়েছে। সিবিআইয়ের অভিযোগ, রেলে গ্রুপ ডি স্টাফ হিসেবে নিয়োগ করা হয়েছিল চাকরি প্রার্থীদের। তাঁদের প্রথমে নিয়োগ করা হয়েছিল তিনদিনের জন্য। জমি হস্তান্তর হওয়ার পরেই পাকা হয় চাকরি। চার্জশিটে সিবিআই আরও জানিয়েছে, জমির দলিল তৈরি হয়েছে লালুপ্রসাদ যাদবের (Lalu Yadav) স্ত্রী রাবড়ি দেবী এবং তাঁর মেয়ে মিশা ভারতী ও হেমা যাদবের নামে। 

    লালুপ্রসাদ যাদবের (Lalu Yadav) এই কেলেঙ্কারির তদন্ত করতে চলতি বছরের জুলাই মাসে সিবিআই হানা দেয় চার জায়গায়। গ্রেফতার করা হয় ভোলা যাদবকে। এই ভোলা লালুর দল রাষ্ট্রীয় জনতা দলের প্রাক্তন প্রধান। লালু যখন রেলমন্ত্রী ছিলেন, তখন ভোলা ছিলেন অফিসার অন স্পেশাল ডিউটি।

    আরও পড়ুন : চাকরি পেতে জমি লিখে দেওয়ার মামলায় গ্রেফতার হতে পারেন লালু-পুত্র তেজস্বী!

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, রেলে চাকরি দিতে গিয়ে ঘুষ বাবদ লালুপ্রসাদ যাদবের (Lalu Yadav) পরিবার আর্থিক সুবিধা নিয়েছিল। পাটনার বেশ কয়েকজন বাসিন্দা লালু ও তাঁর পরিবারের নিয়ন্ত্রণাধীন এক সংস্থাকে তাঁদের জমি বিক্রি করেছিলেন অথবা উপহার হিসেবে দিয়েছিলেন। সব মিলিয়ে কেবল পাটনায়ই প্রায় ১ লক্ষ ৫ হাজার ২৯২ বর্গফুট জমি অধিগ্রহণ করেছিলেন লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Tejashwi Yadav: চাকরি পেতে জমি লিখে দেওয়ার মামলায় গ্রেফতার হতে পারেন লালু-পুত্র তেজস্বী!

    Tejashwi Yadav: চাকরি পেতে জমি লিখে দেওয়ার মামলায় গ্রেফতার হতে পারেন লালু-পুত্র তেজস্বী!

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি পেতে জমি লিখে দেওয়ার মামলায় (Land for Jobs Scam) গ্রেফতার হতে পারেন বিহারের (Bihar) উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav)। তেজস্বীর বাবা লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) রেলমন্ত্রী ছিলেন ইউপিএ-১ (UPA-1) এর জমানায়। ওই সময়ই দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। সিবিআইসয়ের (CBI) সূত্র উদ্ধৃত করে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা।

    সূত্রের খবর, সিবিআইয়ের তদন্তকারীদের হাতে একটি হার্ড ডিস্ক এসেছে। তাতে রয়েছে একটি তালিকা। ওই তালিকায় ১ হাজার ৪৫৮ জন প্রার্থীর নাম রয়েছে। অভিযোগ, চাকরি পেতে এঁরা যাদবদের জমি লিখে দিয়েছিলেন। যে সময় এই কাণ্ড হয়, সেই সময় রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। তালিকা তৈরি করেছিলেন লালুর পুত্র তেজস্বী। সেই তেজস্বীই এখন বিহারের উপমুখ্যমন্ত্রীর কুর্সিতে। গত মাসে সিবিআই হানা দেয় তেজস্বীর বাড়িতে। তখনই উদ্ধার হয় হার্ড ডিস্ক। তার পরেই প্রকাশ্যে আসে কেলেঙ্কারি।

    সূত্রের খবর, চাকরি প্রার্থীদের দেওয়া জমি লিখে নেওয়া হয়েছিল বন্ধু এবং পরিবারের নামে। তল্লাশি চালানোর সময় তেজস্বীর বাড়ি থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার হয়, তাতে নাম যে হাজারেরও বেশি জনের নাম রয়েছে তার মধ্যে ১৬ জনের ক্ষেত্রে তথ্য যাচাই করা হয়েছে। তার পরেই দ্রুত এগোতে শুরু করেছে সিবিআই তদন্ত। জানা গিয়েছে, সিবিআই এ ব্যাপারে রেলকে চিঠি লিখতে চলেছে। ওই চিঠিতে ওই ১,৪৫৮ জন চাকরি প্রার্থীর সম্পর্কে যাবতীয় তথ্য চাওয়া হবে। এঁরা ভুল নথি এবং শংসাপত্র দিয়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ।

    আরও পড়ুন : দলকে কলঙ্ক মুক্ত রাখতে নয়া ফরমান তেজস্বী যাদবের, জানেন কী কী?

    সূত্রের খবর, এই প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে কী বেআইনি কাজ হয়েছে, তার তদন্ত করতে গিয়ে তেজস্বীকে গ্রেফতার করতে পারে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তেজস্বীর বিরুদ্ধে বেশ কিছু জোরালো প্রমাণ পাওয়া গিয়েছে। সেটাকে হাতিয়ার করেই গ্রেফতার করা হতে পারে বিহারের উপমুখ্যমন্ত্রীকে। ইউপিএ-১ আমলে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলে লালু প্রসাদ। সেই সময়ই দুর্নীতি হয়েছিল বলে সিবিআইয়ের অভিমত। চাকরি পেতে প্রার্থীরা টাকা নয়, জমি লিখে দিয়েছিলেন যাদব পরিবারের সদস্য ও বন্ধুদের নামে। এর পরিবর্তে রেলের বিভিন্ন জোনে এঁরা চাকরি পেয়েছেন গ্রুপ-ডি পদে। সিবিআইয়ের তরফে দায়ের করা এফআইআরেও বলা হয়েছে, চাকরি পেতে পাটনায় থাকা প্রচুর জমি প্রার্থীরা লিখে দিয়েছিলেন লালু প্রসাদের পরিবারের সদস্যদের নামে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

       

LinkedIn
Share