Tag: laser show in eden gardens

laser show in eden gardens

  • Laser Show: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান

    Laser Show: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান

    মাধ্যম নিউজ ডেস্ক:  ইডেন গার্ডেন্সে চার উইকেটে শ্রীলঙ্কাকে (IND vs SL 2nd ODI) হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বল হাতে স্পিনারদের দাপট ও ব্যাট হাতে কেএল রাহুলের অপরাজিত ৬৪ রানের ইনিংস ভারতীয় দলকে জয় এনে দেয়। বিরাট-রোহিতরা দ্রুত ফিরে যাওয়ায় ক্ষণিকের নিস্তব্ধতা ধরা পড়ে ইডেনের গ্যালারিতে। কিন্তু ভারতের জয় ও ম্যাচ শেষে  ইডেনের চোখধাঁধানো লেজার শো দর্শকদের মন জিতে নেয়। বিনোদনের ষোল কলা পূর্ণ করে সিএবি।

    আরও পড়ুন: ভিড়ে ঠাসা ইডেন! দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের

    ভাইরাল ভিডিও

    ভারতের জয় ও লেজার শোয়েই শেষ নয়, বিরাট কোহলির (Virat Kohli) নাচেরও সাক্ষী হয়ে থাকলেন ইডেনের দর্শকরা। দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার ঠিক আগে, ছয় মিনিটের লেজার শোর আয়োজন করা হয়েছিল সিএবির তরফে। যা শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা পৌনে ছটায়। তবে শ্রীলঙ্কার ইনিংস নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায়। ঘড়িতে তখন সাড়ে চারটে। দিনের আলো নিভে যাওয়ার আগেই অল আউট শ্রীলঙ্কা (Ind vs SL)। কিন্তু আঁধার না নামলে লেজার শো হবে কী করে? অগত্যা, লেজার শো পিছিয়ে দিতে হয় সিএবি-কে। ম্যাচ শেষ হওয়ার পরই শুরু হয় মায়াবী আলোর খেলা, আর সুর-তাল-ছন্দ।

    এই লেজার শো চলাকালীনই সাজঘরের সামনে বিরাট ও ঈশান কিষাণকে (Ishan Kishan) মুহূর্তের জন্য নাচতে দেখা যায়। আচমকাই বিরাট, ঈশানের নাচ দর্শকরা ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই প্রথম নয়, এর আগেও বিরাট কোহলিকে দেখা গিয়েছে ম্যাচের মাঝে নাচ করতে। এবার ইডেন গার্ডেন্সে তাঁকে দেখা গেল। তবে এটা ম্যাচ চলাকালীন হল না, ম্যাচের পর নাচলেন তিনি। লেজার শো-তে চলা গানের তালে নাচতে দেখা যায় বিরাট ও ঈশানকে। নাচতে নাচতে তাঁরা ড্রেসিংরুমের দিকে ঢুকে যান। কোনও এক সমর্থক গ্যালারি থেকে এই ভিডিয়োটি করেন। যা এখন ভাইরাল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share