Tag: law enforcement

law enforcement

  • Civic Volunteer: পুলিশের সার্টিফিকেট জাল করে ধৃত দুই গুণধর সিভিক ভলন্টিয়ার

    Civic Volunteer: পুলিশের সার্টিফিকেট জাল করে ধৃত দুই গুণধর সিভিক ভলন্টিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: টাকার বিনিময়ে জাল পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট গছিয়ে দেওয়ার অভিযোগে দুই সিভিক ভলেন্টিয়ারকে (civic volunteer) গ্রেফতার করল দুর্গাচক থানার পুলিশ। অভিযুক্তরা হলেন সঞ্জয় মান্না ও অনির্বাণ দাস। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় (Haldia)।

    কী অভিযোগ

    পুলিশ সূত্রে খবর কারখানায় কাজের জন্য পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন ছিল বাহাদুর চন্দ্র দাসের। সেই মত তিনি দুর্গাচক (Durgachak) থানায় পৌঁছে যান। ওই ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার পর তাদেরকে জাল সার্টিফিকেট গছিয়ে দেয়। পুলিশের জাল শংসাপত্র (Fake certificate) দেওয়ার পাশাপাশি নকল স্ট্যাম্প ব্যবহারের অভিযোগ রয়েছে। সার্টিফিকেট জাল বুঝে বাহাদুর চন্দ্র দাস থানার দ্বারস্থ হন। দুই গুণধর সঞ্জয় মান্না ও অনির্বাণ দাসের নামে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এরপর ওই দুই গুণধরকে গ্রেফতার করে পুলিশ। সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

    আরও পড়ুন: বাইরে তাপপ্রবাহ! সুস্থ থাকতে কী করবেন, কী করবেন না, নির্দেশিকা কেন্দ্রের

    পুলিশ সূত্রে জানা গেছে হলদিয়ায় কোন কারখানায় কাজ করতে গেলে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। সেই সার্টিফিকেটের জন্যই কুমার চকের বাসিন্দা বাহাদুর বাবু দুর্গাচক থানায় গিয়েছিলেন। তার দাবি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় মান্না আধার কার্ডের জেরক্স, দুটি ছবি ও ৫০০ টাকা দাবি করে। এরপর তাকে একটি মোবাইল নম্বর দেওয়া হয়। ওই মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও কেউ ফোন ধরেনি। সঞ্জয় তাকে যে সার্টিফিকেট দেয় যাতে দুর্গাচক থানার স্ট্যাম্প ও আধিকারিকের সই ছিল। কিন্তু থানার সঙ্গে যোগাযোগ করে তিনি জানতে পারেন তাকে যে সার্টিফিকেট গছিয়ে দিয়েছে থানার সিভিক ভলেন্টিয়ার তা জাল। তিনি সঞ্জয় মান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদ করে। অনির্বাণের জড়িত থাকার ঘটনা জানতে পারে পুলিশ তাকেও গ্রেফতার করে। পুলিশ খতিয়ে দেখছে কোথা থেকে এই জাল সার্টিফিকেট এবং ভুয়া স্টাম্প তৈরি করা হয়েছিল। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • SC on Bail Petition: জামিন নিয়ে নয়া আইন! জানুন কী বলল সুপ্রিম কোর্ট

    SC on Bail Petition: জামিন নিয়ে নয়া আইন! জানুন কী বলল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ভরে যাচ্ছে জেল! বন্দিদের জামিন নিয়ে নতুন বিধি ( new Act on bails) আনতে কেন্দ্রের (Central Government) কাছে আহ্বান জানালো শীর্ষ আদালত।  কোনও দিনও যেন দেশ ‘পুলিশ স্টেট’ হয়ে না যায়! এই বার্তা দিয়েই জামিনের বিধি নিয়ে বক্তব্য রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কেন্দ্রীয় সরকার যাতে জামিনের আইন নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করে তার আর্জি জানানো হয়েছে। শীর্ষ আদালতের তরফে, অপরাধীদের সুবিচারের দিকটিও বিবেচনা করার কথা বলা হয়েছে।

    আরও পড়ুন: সুপ্রিম কোর্টে জামিন অল্ট নিউজের মহম্মদ জুবেরের, দিল্লি মামলায় থাকতে হচ্ছে জেলেই

    একটি মামলার রায়দানের সময় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কৌল, এমএম সুন্দরেশ দুঃখের সুরে জানিয়েছেন, দেশে সমস্ত জেল ভর্তি হয়ে যাচ্ছে। আইন ভাঙার দায়ে গ্রেফতার হচ্ছে বিপুল সংখ্যক মানুষ। একথা সরকারকে মাথায় রাখতে হবে।  যাতে দেশে অকারণে গ্রেফতারি এড়ানো যায়, সে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আইনসভায়। বিশেষত যে সমস্ত আইনে সর্বোচ্চ শাস্তি সাত বছর পর্যন্ত জেল রয়েছে, তার ক্ষেত্রে বিধি-সরলীকরণ করা উচিত। তাঁদের মতে দেশের বিভিন্ন আদালতে ‘নেতিবাচক’ ভাবে জামিনের আবেদনের শুনানি হয়। যা কখনওই কাম্য নয়। এভাবে চলতে থাকলে দেশ একদিন ‘পুলিশ স্টেট’ হয়ে যাবে।

    আরও পড়ুন: আম্বানিদের কেন জেড প্লাস নিরাপত্তা? ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে সুপ্রিম-স্থগিতদেশ

    প্রসঙ্গত, দেশে যখন মহম্মদ জুবেরের (Mohammed Zubair) গ্রেফতারি সহ একাধিক ঘটনা ঘটছে, তখন সুপ্রিম কোর্টের এই বক্তব্য বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। আদালতের তরফে বলা হয়েছে, অপরাধমূলক ঘটনায় দেশে ‘দোষী’র সংখ্যা খুবই অল্প। নানা মামলায় ‘অভিযুক্ত’ এর সংখ্যা অনেক বেশি। তাই জামিন সংক্রান্ত বিষয়ে কঠোর এবং সুচিন্তিত মতামত নিতে হবে, বলে মনে করে শীর্ষ আদালত। দেশের সমস্ত কোর্টে অপরাধ নিয়ে সমানভাবে পদক্ষেপ করার কথাও বলা হয়েছে। 

     

LinkedIn
Share