Tag: Loksabha Poll 2024

Loksabha Poll 2024

  • Loksabha Election 2024: ভোটে পরের দিনই প্রয়াত উত্তরপ্রদেশের বিজেপি প্রার্থী সর্বেশ সিং

    Loksabha Election 2024: ভোটে পরের দিনই প্রয়াত উত্তরপ্রদেশের বিজেপি প্রার্থী সর্বেশ সিং

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটে পরের দিনেই প্রয়াত হলেন বিজেপির প্রার্থী। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তরপ্রদেশের মোরাদাবাদ লোকসভা কেন্দ্রের (Loksabha Election 2024) প্রার্থী সর্বেশ সিং। মৃত্যুর সময় তিনি রেখে গেলেন স্ত্রী সাধনা সিং, এক পুত্র এবং এক কন্যাকে। জানা গিয়েছে, প্রয়াত বিজেপি প্রার্থীর বয়স হয়েছিল ৭১ বছর এবং দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। এই অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়। উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি ভূপেন্দ্র চৌধুরী মোরাদাবাদে বিজেপি প্রার্থীর মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে প্রথম জানান। প্রবীণ বিজেপি নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন (Loksabha Election 2024) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

    সংক্ষিপ্ত জীবন

    প্রসঙ্গত, মোরাদাবাদ লোকসভা কেন্দ্রে (Loksabha Election 2024) ২০১৪ সালেই সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি। পরবর্তীকালে ২০১৯ সালে সমাজবাদী পার্টির কাছে পরাস্ত হন তিনি। সর্বেশ সিং-এর জন্ম ১৯৫২ সালে ২৩ ডিসেম্বর। তাঁর বাবা রাজা রামপাল সিং কংগ্রেসের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন বলে জানা যায়। অন্যদিকে ১৯৯১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা পাঁচবারের বিধায়ক ছিলেন সর্বেশ সিং।

    ১৯ এপ্রিল প্রথম দফার ভোট সম্পন্ন হয়

    প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) ভোট শুরু হয়েছে ১৯ এপ্রিল থেকে। সেই দিন ১০২ লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হয়। শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী ১ জুন। মোট সাত দফায় দেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ফলাফল ঘোষণা হবে ৪ জুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Koustav Bagchi Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কৌস্তভ, জানালেন কেন ছাড়লেন কংগ্রেস? 

    Koustav Bagchi Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কৌস্তভ, জানালেন কেন ছাড়লেন কংগ্রেস? 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপিতে যোগ দিলেন আইনজীবী কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। বৃহস্পতিবার বিজেপি কার্যালয়ে গিয়ে পদ্মপতাকা হাতে নেন তিনি। একদিন আগেই কংগ্রেস থেকে ইস্তফা দেন কৌস্তভ। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন বিজেপিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে হাতে তুলে নিলেন পদ্ম-পতাকা। 

    কেন বিজেপিতে

    বিজেপিতে যোগ দিয়েই কৌস্তভ বাগচী বলেন, “মানুষের চাহিদা পূরণ না করলে তো রাজনীতি করার কোনও অর্থ নেই। যেখানে প্রদেশ কংগ্রেসের গুরুত্ব নেই। সেখানে সে দলের সঙ্গে থাকার কোনও অর্থ নেই। সন্দেশখালি নিয়ে কংগ্রেসের উচ্চ নেতৃত্ব চুপ। আমার মনে হচ্ছে দিনের পর দিন কংগ্রেস যেভাবে তৃণমূল নিয়ে নরম মনোভাব দেখাচ্ছে, সেখানে আত্ম মর্যাদা নিয়ে সেই দলে থাকা যায় না।” কৌস্তভের বক্তব্য, “সন্দেশখালিকাণ্ডে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত প্রতিক্রিয়া দিয়েছেন। অথচ কংগ্রেসের কোনও বক্তব্য পাওয়া যায়নি। দলের মধ্যেও এ নিয়ে অসন্তোষের জায়গা আছে। কেউ বলছে কেউ বলছে না। আমার মনে হয় এখানে থাকাটা নিজের আত্মমর্যাদার সঙ্গে সমঝোতা করা। এই তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়ে রাজ্যে তৃণমূলকে উৎখাত করা যাবে না।” সেই লড়াই লড়তেই তিনি বিজেপিতে যোগ দিলেন বলে জানান।

    কংগ্রেস ছাড়লেন কেন

    কৌস্তভ বলেন, “কংগ্রেস কেউই ছাড়ে না, ছাড়তে বাধ্য করা হয়। কংগ্রেস হাইকমান্ডের কাছে রাজ্য তৃণমূলই বেশি গুরুত্বপূর্ণ। প্রদেশ কংগ্রেসের কোনও গুরুত্ব নেই। কংগ্রেস তার রাজনৈতিক সত্তা হারিয়েছে। সেই কারণেই পদত্যাগ বলে দাবি করেছেন কৌস্তভ। অনেক দিন ধরেই দলে কিছু জিনিস ঠিক চলছিল না। বার বার সেগুলি তুলে ধরেছিলাম। কিন্তু দল যে কোনও পরামর্শ চায় না, তা স্পষ্ট হয়ে যায়।” কৌস্তভের প্রশংসা করে এদিন শুভেন্দু বলেন, “গত দু’আড়াই বছরে জ্বলন্ত ইস্যুগুলির ক্ষেত্রে, দলের বাইরে গিয়ে, বাংলার মানুষের আবেগকে মর্যাদা দিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। সশরীরে বিভিন্ন এলাকাতেও গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁকে গ্রেফতার করে, অনেক আইনি লড়াইও করতে হয় তাঁকে। মোদিজি-কে ৪০০-র বেশি আসন দিয়ে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী করব আমরা। গৃহমন্ত্রী যে ৩৫ আসনের লক্ষ্য দিয়েছেন বাংলা থেকে, বাংলার একটা বড় অবদান থাকবে। সেই লক্ষ্যে অবিচল থেকে, দায়িত্বশীল কর্মী হিসেবে কাজ করব আমরা।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share