Tag: LPG Cylinder

LPG Cylinder

  • Rule Changes: রান্নার গ্যাস থেকে ক্রেডিট কার্ড, ১ ডিসেম্বর থেকে একাধিক নিয়মে বদল, আগে জেনে নিন

    Rule Changes: রান্নার গ্যাস থেকে ক্রেডিট কার্ড, ১ ডিসেম্বর থেকে একাধিক নিয়মে বদল, আগে জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বর মাসের শুরুতেই আর্থিক ক্ষেত্রে বেশ কিছু নিয়মে বদল (Rule Changes) আনা হচ্ছে। এই আর্থিক পরিবর্তনের সরাসরি প্রভাব প্রতিটি বাড়িতে দেখা যাবে। নতুন মাসের প্রথম তারিখ (December 1) থেকে এই প্রধান পরিবর্তনগুলির মধ্যে রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দামে সংশোধন। এছাড়া এসবিআই-এর ক্রেডিট কার্ডের (Credit Card) ব্যবহার ও টেলিকম সংস্থার মাধ্যমে আসা ওটিপির ক্ষেত্রেও নিয়ম বদলাচ্ছে। সমস্যা এড়াতে আগে ভাগে এব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিন।

    ফোনে ওটিপির নিয়মে বদল (Rule Changes)

    আগামী ১ ডিসেম্বর (December 1) থেকে এসএমএস পাঠানোর (Credit Card) ক্ষেত্রে এবং ফিশিং আক্রমণ প্রতিহত করতে বড়সড় পদক্ষেপ করতে চলেছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ ট্রাই (TRAI)। সব বেসরকারি টেলিকম সংস্থা যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, এমনকী রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-কেও আগামী ১ ডিসেম্বর থেকে ট্রেসেবিলিটি নিয়ম গুলি (Rule Changes) কার্যকর করতে বলা হয়েছে।

    ট্রাই-এর নিয়ম অনুসারে ১ ডিসেম্বর (December 1) থেকে নতুন নিয়ম কার্যকর করতে পারে টেলিকম সংস্থাগুলি। এই নিয়ম পরিবর্তনের উদ্দেশ্য হল টেলিকম সংস্থাগুলির পাঠানো সমস্ত মেসেজগুলি শনাক্তযোগ্য হবে, যাতে ফিশিং এবং স্প্যামের ঘটনাগুলি বন্ধ করা যায়। নতুন নিয়মের কারণে গ্যাসের গ্রাহকরা ওটিপি ডেলিভারিতে বিলম্বের সম্মুখীন হতে পারেন। তাই, আপনাকে ওটিপি -এর জন্য অপেক্ষা করতে হবে।

    এলপিজির দামে বদল (Rule Changes)

    তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। এর আগে গত অক্টোবর মাসে ১৬ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। তবে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। তবে আগামী ১ ডিসেম্বর থেকে বাড়িতে ব্যবহারকারী সিলিন্ডারের দাম এবার দাম সংশোধিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

    এসবিআই-এর ক্রেডিট কার্ডের নিয়মে বদল (Rule Changes)

    আগামী ১ ডিসেম্বর (December 1) থেকে এসবিআই ক্রেডিট কার্ডের (Credit Card) নিয়মেও বদল আনা হচ্ছে। ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম কিংবা ব্যবসা সম্পর্কিত লেনদেনের জন্য এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করলে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিয়ম মানতে হবে আপনাকেও। জানা গিয়েছে, ৪৮টি ক্রেডিট কার্ড ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম কিংবা ব্যবসায়িক লেনদেনে আর রিওয়ার্ড পয়েন্ট অফার করবে না উপভোক্তাদের। পাশাপাশি, ১ ডিসেম্বর বিমান জ্বালানির দামেও পরিবর্তন দেখা যেতে পারে। এসব পরিবর্তনের সরাসরি প্রভাব দেখা যাবে বিমান যাত্রীদের ওপর।

    ডিসেম্বর মাসে অর্ধেকের বেশি দিন ব্যাঙ্ক ছুটি

    ডিসেম্বর মাসে (December 1) অর্ধেকের বেশি দিন ব্যাঙ্ক ছুটি রয়েছে। আমরা যদি আরবিআই-এর প্রকাশিত ব্যাঙ্ক ছুটির তালিকা দেখি, বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানের ভিত্তিতে এই ব্যাঙ্ক ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের পাশাপাশি রবিবারের সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। আপনি রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে এই ব্যাঙ্ক ছুটির তালিকা দেখতে পারেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Aadhaar And Biometric Verification: গ্যাসের কালোবাজারি রুখতে এবার আধারে বায়োমেট্রিক যোগ!

    Aadhaar And Biometric Verification: গ্যাসের কালোবাজারি রুখতে এবার আধারে বায়োমেট্রিক যোগ!

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্যাসের কালোবাজারি রুখতে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। আসলে গৃহস্থের গ্যাস অনেক সময়ই বানিজ্যিক কাজে ব্যবহার করা হয়। একাধিকবার নানান ক্ষেত্রে উঠেছে এমন অভিযোগ। এবার সেই অভিযোগের সুরাহা করতেই গ্রাহকদের আধার কার্ড নম্বর ও বায়োমেট্রিক যুক্ত (Aadhaar And Biometric Verification) করার কাজ শুরু করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। 

    ঠিক কী জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক? 

    হোটেল-রেস্তরাঁ থেকে শুরু করে ফুটপাতের রোল-চাইমিনের দোকান। দীর্ঘদিন ধরেই যত্রতত্র আম-জনতার রান্না ঘরের এলপিজি সিলিন্ডার (Domestic Lpg Cylinder) দেদার ব্যবহারের রয়েছে অভিযোগ। তাই এবার বাণিজ্যিক ক্ষেত্রে গৃহস্থের এলপিজি রান্নার গ্যাসের ব্যবহার আটকাতে এই বিশেষ পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, বর্তমানে ভর্তুকি প্রাপ্ত উপভোক্তাদের এলপিজি সংযোগের সঙ্গে আধার নম্বর সংযুক্ত (Aadhaar And Biometric Verification) রয়েছে। সেই রান্নার গ্যাস কোথায়, কী ভাবে ব্যবহার হচ্ছে, এবার তা জানতে বায়োমেট্রিক যুক্ত করা হচ্ছে। সব তথ্য হাতে এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।  

    এলপিজি ডিস্ট্রিবিউটরদের মন্তব্য (Domestic Lpg Cylinder) 

    এই ধরনের অভিযোগ বৃদ্ধি পাওয়ার প্রবণতার কারণ হিসাবে নজরদারির অভাবকেই দায়ী করছেন এলপিজি ডিস্ট্রিবিউটরেরা। তাঁদের বক্তব্য, পেট্রোলিয়াম মন্ত্রক ডিজেল, পেট্রল বা এলপিজি বরাদ্দ করে ঠিকই। কিন্তু সেই বরাদ্দ কোন রাজ্যে কীভাবে ব্যবহার করা হচ্ছে, তার উপরে কোনও নজরদারি নেই। ফলে গৃহস্থালির জন্য বরাদ্দ এলপিজি বাণিজ্যিক ক্ষেত্রে যত্রতত্র ব্যবহার করা হচ্ছে। তাই এবার এসমস্ত অভিযোগের কারণেই গ্রাহকদের আধার কার্ড নম্বর-সহ বায়োমেট্রিক যুক্ত (Aadhaar And Biometric Verification) করার কাজ শুরু হয়েছে।

    আরও পড়ুন: অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্ত শেষ, জানাল ইডি

    বেয়াইনি গ্যাস ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা 

    এ প্রসঙ্গে গত ৯ জুলাই নিজের এক্স হ্যান্ডলে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী বলেছেন, ‘‘তেল বিপণন সংস্থাগুলি এলপিজি গ্রাহকদের জন্য ই-কেওয়াইসি আধার যাচাইকরণের উদ্যোগ নিচ্ছে। যাতে ভুয়ো গ্রাহকদের ছাঁটাই করা যায়। এমন এলপিজি সিলিন্ডার সংযোগ সাধারণ গ্রাহকদের নামে নেওয়া আছে, যে সিলিন্ডারগুলি ব্যবহার করা হচ্ছে কোনও বাণিজ্যিক কাজে।’’ গত আট মাস ধরে এই কাজ (Aadhaar And Biometric Verification) চলছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি জানিয়েছেন, এবার থেকে ব্যক্তিগত এলপিজি গ্যাস বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করে ধরা পড়লে সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পেট্রোলিয়াম মন্ত্রক। 
    উল্লেখ্য, আম জনতার হেঁসেলের রান্নার গ্যাসের অপব্যবহার রুখতে পেট্রোলিয়াম মন্ত্রক পদক্ষেপ গ্রহণ করায় সতর্কতা অবলম্বন করছেন ডিস্ট্রিবিউটাররাও। এবার নিজে থেকে উদ্যোগী হয়ে উপভোক্তাদের ডেকে পাঠাচ্ছেন তাঁরা। ডিস্ট্রিবিউটারদের মাধ্যমেই হচ্ছে বায়োমেট্রিকের সংযুক্তিকরণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • LPG Cylinder Price: মাসের শুরুতেই দারুণ খবর! রান্নার গ্যাসের দাম কমল ৯১ টাকা

    LPG Cylinder Price: মাসের শুরুতেই দারুণ খবর! রান্নার গ্যাসের দাম কমল ৯১ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: মূল্যবৃদ্ধির বাজারে এবারে সাধারণ মানুষ একটু হলেও স্বস্তি পাবে। দীর্ঘদিন ধরে জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়েই চলেছে আর এরই মধ্যে এখ খুশির খবর পাওয়া গেল। মাসের প্রথম দিন অর্থাৎ ১ লা সেপ্টেম্বর একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯১ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে।

    আরও পড়ুন: হাজার পার করল রান্নার গ্যাস

    এরফলে এবার থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (১৯ কেজি এলপিজি) ২,০৯৫.৫ টাকা থেকে কমে ১৯৯৫.৫০ টাকা হয়েছে। দিল্লিতে দাম ১৯৭৬ টাকা থেকে কমে ১৮৮৫ টাকা হয়েছে। মুম্বইয়ে ১৯ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১৯৩৬ থেকে কমে ১৮৪৪ টাকা হয়েছে। চেন্নাইয়ে সিলিন্ডারের দাম হয়েছে ২০৪৫ টাকা যা আগে ছিল ২১৪১ টাকা। আজ, ১ সেপ্টেম্বর থেকেই এই দাম কার্যকর হয়েছে। 

    তবে বাড়ির কাজে ব্যবহার করা এলপিজি সিলিন্ডারের দামে (LPG Cylinder Price) কিন্তু কোনও পরিবর্তন হয়নি। ১৪.২ কেজির বাড়ির রান্নার এলপিজি সিলিন্ডারের দাম একই রয়েছে। ৬ জুলাই থেকে এই দামে কোনও পরিবর্তন আসেনি। দিল্লিতে বাড়ির জন্য যে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় তার দাম ১০৫৩ টাকা, কলকাতায় ১০৭৯ টাকা, মুম্বইতে ১০৫২ টাকা ও চেন্নাইয়ে ১০৬৮ টাকা।

    আরও পড়ুন: মধ্যবিত্তের মাথায় হাত, দুধের দাম বাড়াল আমুল এবং মাদার ডেয়ারি

    এর আগে দফায় দফায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন হোটেল, রেঁস্তোরায় খাবারের দামও বৃদ্ধি পেয়েছে। কিন্তু এবারে পুজোর আগেই কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমায় কিছুটা হলেও স্বস্তি ফিরল সাধারণ মানুষের। আশাও করা হচ্ছে যে এবারে হয়তো হোটেল, রেঁস্তোরার খাবারের দামও কিছুটা হলেও কমবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

LinkedIn
Share