Tag: LPG price

LPG price

  • LPG Price Update: বছরের প্রথম দিনেই সুখবর, রান্নার গ্যাসের দাম কমল সিলিন্ডার প্রতি ১৬ টাকা!

    LPG Price Update: বছরের প্রথম দিনেই সুখবর, রান্নার গ্যাসের দাম কমল সিলিন্ডার প্রতি ১৬ টাকা!

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের প্রথম দিনেই সুখবর! রান্নার গ্যাসের দাম বেশ কিছুটা কমল। ২০২৫ সালের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের (LPG Price Update) দাম সিলিন্ডার প্রতি ১৬ টাকা করে কমেছে। তবে, ১৪.২ কেজির গ্যাস যা সাধারণ মানুষ ব্যবহার করেন, তার দামের কোনও পরিবর্তন হয়নি। ১৯ কেজি এলপিজি গ্যাসের দাম কমল ১ জানুয়ারি থেকে। জানা গিয়েছে, দিল্লিতে এই বাণিজ্যিক গ্যাসের দাম কমে বর্তমানে দাঁড়িয়েছে ১,৮১৪ টাকা, কলকাতাতে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম হল ১,৯১১ টাকা। মুম্বইতে দাম হল ১,৭৫৬ টাকা। চেন্নাইতে বাণিজ্যিক গ্যাসের (Commercial Gas Price Down) দাম কমে হয়েছে ১,৯৬৬ টাকা।

    রেস্তোরাঁ এবং হোটেলের মালিকদের খানিকটা স্বস্তি হল

    প্রসঙ্গত, বাণিজ্যিক অর্থাৎ ১৯ কেজি সিলিন্ডার মূলত হোটেল, রেস্তোরাঁয় কাজে লাগে। দাম কমায় কিছুটা হলেও রেস্তোরাঁ এবং হোটেলের মালিকদের স্বস্তি হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিভিন্ন বাণিজ্যিক কাজে ১৯ কেজির সিলিন্ডার ব্যবহার হলেও সবথেকে বেশি হোটেল কিংবা রেস্তোরাঁতেই ব্যবহৃত হয়। এক ধাক্কায় দাম কমায়, এবার খাবারের দামও কমতে পারে বলে আশা করা হচ্ছে। জেনে রাখা দরকার, সারাদেশে কিন্তু একই দাম হয় না। রাজ্য কিংবা শহর ভিত্তিক দাম অনেকটা নির্ভর করে। ফলে দেশের বিভিন্ন মেট্রো শহরে দাম কমেছে আলাদা আলাদা ভাবে।

    লোকসভা ভোটের আগে গৃহস্থের গ্যাসের দাম কমেছিল ২০০ টাকা 

    সাধারণত বাড়িতে ব্যবহার করা হয় ১৪.২ কেজির সিলিন্ডার (LPG Price Update)। সেই গ্যাসের দামের কোনও পরিবর্তন হচ্ছে না। দিল্লিতে এই গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে ৮০৩ টাকা, মুম্বইতে দাম ৮০২.৫০ টাকা। এই আবহে ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার কিনতে কলকাতায় গ্রাহকদের দিতে হবে ৮২৯ টাকা। প্রসঙ্গত,  এর আগে লোকসভা ভোটের আগে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর ঘোষণা করেছিল সরকার। এরপর থেকে টানা অপরিবর্তিত (LPG Price Update) থেকেছে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘রাখিতে আমার বোনেদের উপহার’’, গ্যাসের দাম কমানো প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: ‘‘রাখিতে আমার বোনেদের উপহার’’, গ্যাসের দাম কমানো প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবারই রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাঁর সরকারের নেওয়া এই সিদ্ধান্ত প্রসঙ্গে নরেন্দ্র মোদি (PM Modi) বললেন, ‘‘এটা হল রাখিতে আমার বোনেদের উপহার।’’ প্রসঙ্গত মঙ্গলবারই একটি সাংবাদিক সম্মেলনে রান্নার গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। জানা গিয়েছে, ১৪.২ কেজি গার্হস্থ্য ব্যবহারের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাসের দাম ৪০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার (PM Modi)। এর ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম ১,১২৯ টাকা থেকে কমে হল ৯২৯ টাকা হল। অর্থাৎ হাজারের নিচেই থাকছে রান্নার গ্যাসের দাম। গ্যাসের দাম এক ধাক্কায় এতটা কমে যাওয়ায় খুশির হাওয়া দেখা গিয়েছে মধ্যবিত্তের গৃহস্থের হেঁসেলে (PM Modi)।

    কী বললেন প্রধানমন্ত্রী (PM Modi)

    এদিন নিজের এক্স হ্যান্ডেল (আগের ট্যুইটার) থেকে প্রধানমন্ত্রী (PM Modi) লেখেন, ‘‘রাখিবন্ধন সব পরিবারের কাছেই খুশির দিন। গ্য়াসের দাম কমার ফলে বোনেদের সমস্য়া কমবে, তাঁদের জীবনযাপন আরও সহজ হবে। আমার বোনেরা খুশি থাকুক, সুস্থ থাকুন, সুখী থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।’’

    দেশের প্রতিটি মানুষের কাছে গ্যাস পৌঁছে দিতে ২০১৬ সালে শুরু হয় উজ্জ্বলা যোজনা

    দেশের প্রত্যেক মানুষের কাছে গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতে উজ্জ্বলা যোজনা প্রকল্প শুরু করেছিলেন নরেন্দ্র মোদি (PM Modi)। সেটা ছিল, ২০১৬ সালের ১ মে। লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল যে দেশের পাঁচ কোটি মানুষের কাছে এই গ্যাস সিলিন্ডার প্রাথমিকভাবে পৌঁছে দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে লক্ষ্যমাত্রা ছাপিয়ে ৯ কোটি মানুষের কাছে পৌঁছেছে উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার। এর ফলে উনুনে রান্না করার প্রবণতার যেমন কমেছে তেমনি কমেছে অসুখ-বিসুখ। গ্রামাঞ্চলের মানুষজন নানা রকমের ফুসফুসের রোগে আক্রান্ত হতেন যার বেশিরভাগ ক্ষেত্রেই কারণ থাকতো উনুনের ধোঁয়া। এখন সেসব থেকে মুক্তি মিলেছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • LPG Price: দীপাবলির আগে কল্পতরু কেন্দ্র সরকার, রেল কর্মীদের বোনাস সহ ২২ হাজার কোটি বরাদ্দ কেন্দ্রীয় তেল সংস্থাগুলিকে

    LPG Price: দীপাবলির আগে কল্পতরু কেন্দ্র সরকার, রেল কর্মীদের বোনাস সহ ২২ হাজার কোটি বরাদ্দ কেন্দ্রীয় তেল সংস্থাগুলিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলি আসন্ন। তার দিন দশেক আগেই খুশির খবর দিল কেন্দ্র। আগেই সূত্র মারফত জানা গিয়েছিল, ৭৮ দিনের বেতন অতিরিক্ত পেতে চলেছেন রেলকর্মীরা। এদিন সেই জল্পনাকেই সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পিএলবি (Production Linked Bonus) হিসেবে ১৮৩২ কোটি টাকা মঞ্জুর করল ক্যাবিনেট। এরফলে রেলের ১১ লক্ষ ২৭ হাজার কর্মীর সুবিধা লাভ করবেন বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর তরফে জানানো হয়েছে, কোনও সুবিধাভোগী ব্যক্তি সর্বোচ্চ ১৭ হাজার নয়শো একান্ন টাকা পেতে পারেন। বুধবারেই ক্যাবিনেটের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    দেশজুড়ে থাকা রেলের নন-গেজেটেড কর্মীরা এই বোনাস (Railway Bonus) পান। তবে আরপিএফ  (RPF/RPSF) আধিকারিকরা এক্ষেত্রে ব্যতিক্রম। তাঁরা এই বোনাস (Bonus) পান না। চলতি বছরের হিসেবে এই নিয়ে টানা 12 বছর কালী পুজোর মুখে এই বোনাস পাচ্ছেন রেলকর্মীরা। এদিনের মন্ত্রিসভার ঘোষণায় খুশির হাসি রেলকর্মীদের মুখে।

    গত বছরে এই বোনাসের জন্য রেলের তরফে মোট ১৯৮৫ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। আগে অনুমান করা হয়েছিল চলতি বছরে সেই পরিমাণ বেড়ে ২ হাজার কোটি টাকা হতে পারে। তবে কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই রাস্তায় হাঁটল না। এবারে পিএলবি (Production Linked Bonus) দিতে কেন্দ্রের খরচ হচ্ছে ১৮৩২ কোটি টাকা। যা কিনা আগের বছরের তুলনায় প্রায় ১৫০ কোটি টাকা কম।

    [tw]


    [/tw]

    কেন্দ্রের তরফে রেলকর্মীদের সম্পর্কে বলা হয়েছে, গত তিন বছরে রেল মালবহনের বাজার পুনরুদ্ধার করতে এবং উপযুক্ত উদ্যোগের মাধ্যমে যাত্রী ভাড়া বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। যার জেরে করোনা মহামারীর সময়ে ধাক্কা খেলেও ২০২২-২৩ আর্থিক বছরে রেল আর্থিক দিক থেকে গতি ফিরে পেয়েছে।

    এছাড়াও এদিন কেন্দ্রীয় সরকারের তরফে রাষ্ট্রায়ত্ত তেল বিতরণকারী সংস্থাগুলিকে ২২ হাজার কোটি টাকার অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।সাংবাদিক বৈঠকে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।অনুরাগ বুধবার জানান, গৃহস্থালীতে ব্যবহারের রান্নার গ্যাসের ভর্তুকি (LPG Price Subsidy) দিতে গিয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির উপর বিপুল পরিমাণে আর্থিক বোঝা চেপেছে। তাই এই এককালীন অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘এই পদক্ষেপ আত্মনির্ভর ভারত কর্মসূচির প্রতি দায়বদ্ধ থেকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে নিরবচ্ছিন্ন ভাবে গৃহস্থালীর গ্যাস সরবরাহের সুযোগ করে দেবে।’’

    [tw]


    [/tw]

    প্রসঙ্গত, অতিমারি পরিস্থিতিতে আমজনতার আর্থিক সঙ্কট বাড়লেও উৎপাদন শুল্ক, সেস-সহ তেলের হরেক করের উপর নির্ভর করে মোদী সরকার রাজকোষ সামাল দিয়েছে। সংসদের বাদল অধিবেশনে পেট্রোলিয়াম এবং প্রাকৃতির গ্যাস প্রতিমন্ত্রী রামেশ্বর তেলির এবং অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরির বিবৃতি ও পেশ করা পরিসংখ্যানে তা জানানো হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • LPG Cylinder Price: মাসের শুরুতেই দারুণ খবর! রান্নার গ্যাসের দাম কমল ৯১ টাকা

    LPG Cylinder Price: মাসের শুরুতেই দারুণ খবর! রান্নার গ্যাসের দাম কমল ৯১ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: মূল্যবৃদ্ধির বাজারে এবারে সাধারণ মানুষ একটু হলেও স্বস্তি পাবে। দীর্ঘদিন ধরে জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়েই চলেছে আর এরই মধ্যে এখ খুশির খবর পাওয়া গেল। মাসের প্রথম দিন অর্থাৎ ১ লা সেপ্টেম্বর একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯১ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে।

    আরও পড়ুন: হাজার পার করল রান্নার গ্যাস

    এরফলে এবার থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (১৯ কেজি এলপিজি) ২,০৯৫.৫ টাকা থেকে কমে ১৯৯৫.৫০ টাকা হয়েছে। দিল্লিতে দাম ১৯৭৬ টাকা থেকে কমে ১৮৮৫ টাকা হয়েছে। মুম্বইয়ে ১৯ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১৯৩৬ থেকে কমে ১৮৪৪ টাকা হয়েছে। চেন্নাইয়ে সিলিন্ডারের দাম হয়েছে ২০৪৫ টাকা যা আগে ছিল ২১৪১ টাকা। আজ, ১ সেপ্টেম্বর থেকেই এই দাম কার্যকর হয়েছে। 

    তবে বাড়ির কাজে ব্যবহার করা এলপিজি সিলিন্ডারের দামে (LPG Cylinder Price) কিন্তু কোনও পরিবর্তন হয়নি। ১৪.২ কেজির বাড়ির রান্নার এলপিজি সিলিন্ডারের দাম একই রয়েছে। ৬ জুলাই থেকে এই দামে কোনও পরিবর্তন আসেনি। দিল্লিতে বাড়ির জন্য যে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় তার দাম ১০৫৩ টাকা, কলকাতায় ১০৭৯ টাকা, মুম্বইতে ১০৫২ টাকা ও চেন্নাইয়ে ১০৬৮ টাকা।

    আরও পড়ুন: মধ্যবিত্তের মাথায় হাত, দুধের দাম বাড়াল আমুল এবং মাদার ডেয়ারি

    এর আগে দফায় দফায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন হোটেল, রেঁস্তোরায় খাবারের দামও বৃদ্ধি পেয়েছে। কিন্তু এবারে পুজোর আগেই কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমায় কিছুটা হলেও স্বস্তি ফিরল সাধারণ মানুষের। আশাও করা হচ্ছে যে এবারে হয়তো হোটেল, রেঁস্তোরার খাবারের দামও কিছুটা হলেও কমবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

LinkedIn
Share