Tag: madhom

madhom

  • Myanmar: মোটা বেতনের প্রলোভনের ফাঁদ, করানো হত প্রতারণা, মায়ানমারে উদ্ধার ২৬০ বিদেশি

    Myanmar: মোটা বেতনের প্রলোভনের ফাঁদ, করানো হত প্রতারণা, মায়ানমারে উদ্ধার ২৬০ বিদেশি

    মাধ্যম নিউজ ডেস্ক: মায়ানমারে (Myanmar) অনলাইন জালিয়াতি (Online Scam Center) থেকে উদ্ধারকৃত ২৬০ জনকে বুধবার থাইল্যান্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। সেদেশের এক ঊর্ধ্বতন সামরিক অধিকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, মায়ানমারের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে এধরনের প্রতারণা চক্র ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এই জায়গাগুলিতে প্রথমে বিদেশিদের টার্গেট করা হয়। এরপরে তাঁদের উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখানো হয় ও পরে পাচার করা হয়। সেখানে তাঁদের জোরপূর্বক প্রতারণামূলক কাজে নিয়োজিত করা হয়। বিশেষজ্ঞরা এবিষয়ে জানিয়েছেন, এই অবৈধ শিল্প বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হয়েছে এবং এমন কাজ দীর্ঘদিন চলছে।

    ক্যারেন রাজ্যের কিয়াউক খেত গ্রামে কাজ করতেন

    বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, উদ্ধারকৃত ব্যক্তিরা ক্যারেন রাজ্যের কিয়াউক খেত গ্রামে কাজ করতেন। সেখানেই একটি প্রতারণা কেন্দ্রে তাঁদের নিয়োজিত করা হয়েছিল বলে খবর। প্রসঙ্গত, ডেমোক্রেটিক ক্যারেন বেনেভোলেন্ট আর্মি ওই এলাকার নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার করার পরে ওই বিদেশিদের একটি ছোট নদী পার করে থাইল্যান্ডের ফপ ফ্রা শহরে নিয়ে যাওয়া হয়। মায়ানমারের (Myanmar) উচ্চপদস্থ সেনা আধিকারিক নাথাকর্ন রুয়ানতিপ সংবাদমাধ্যমকে বলেন, উদ্ধারকৃতদের সংখ্যা বর্তমানে ২৬১, তবে এটি চূড়ান্ত সংখ্যা নয়।

    মিথ্যা চাকরির প্রতিশ্রুতি দিয়ে আনা হয় লোক (Myanmar)

    জানা যাচ্ছে, অনলাইন প্রতারণার এ ধরনের কেন্দ্রগুলিতে সাধারণত মিথ্যা চাকরির প্রতিশ্রুতি দিয়ে লোকজনকে এনে এক প্রকার বন্দি করা হয়। তারপর তাঁদের দিয়ে নানা প্রকারের অবৈধ কাজ করানো হয়। এসব অবৈধ কাজের সঙ্গে ড্রাগ চোরাচালান ও জুয়ার মতো অপরাধও রয়েছে। থাইল্যান্ড ও মায়ানমারের (Myanmar) কর্তৃপক্ষ বেশ কয়েকবার এই কেন্দ্রগুলোতে অভিযান চালিয়ে বিদেশিদের মুক্ত করেছে বলে জানা গিয়েছে। থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চলের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, কিয়াউক খেত কেন্দ্রটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এখনও নির্মাণাধীন এখানেই চলছিল বেআইনি কার্যকলাপ। জানা গিয়েছে, মায়ানমার (Myanmar) সীমান্তে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • Bangladesh: শুধু বঙ্গবন্ধু নয়, খুলনায় এবার বাদ পড়লেন সত্যেন বসু, জগদীশচন্দ্র এবং জীবনানন্দ

    Bangladesh: শুধু বঙ্গবন্ধু নয়, খুলনায় এবার বাদ পড়লেন সত্যেন বসু, জগদীশচন্দ্র এবং জীবনানন্দ

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা তাঁর পরিবারের পাশাপাশি মানবতাবাদী লালন সাঁই, বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, কবি জীবনানন্দ দাশদের নামও এবার মুছে দিল ইউনূস সরকার। ঘটনা বাংলাদেশের (Bangladesh) খুলনা বিশ্ববিদ্যালয়ে। ব্রাত্যের তালিকায় রয়েছেন রাজাকার ও পাকিস্তানি বাহিনীর হাতে প্রাণ দেওয়া কয়েক জন বিশিষ্ট অধ্যাপক ও বিদগ্ধ জনও।

    রবীন্দ্রনাথের নামে বিষোদগার

    গত বুধবারই খুলনা বিশ্ববিদ্যালয়ের (Bangladesh) রেজিস্ট্রার এস এম মাহবুবুর রহমান একটি নোটিস দেন। সেখানেই ১৬টি ভবনের নাম বদলের কথা ঘোষণা করা হয়। ওই নোটিসে জানানো হয়, শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে, রেজিস্ট্রার যা কার্যকর করছেন। এর বাইরে তিনটি ভবন (Khulna University) মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের নামাঙ্কিত। এগুলি অবশ্য থেকে গিয়েছে। তবে প্রথম থেকেই ‘ভারতের নাগরিক’ রবীন্দ্রনাথের নামে বিষোদগার করতে শোনা গিয়েছে ইউনূস সরকারকে। কেন এই ‘বিদেশি’ এই কবির লেখা গান বাংলাদেশের জাতীয়সঙ্গীত? তা নিয়েও ক্ষোভের শেষ নেই। ‘জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান হল’ নাম বদলে করা হয়েছে ‘বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হল’। ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ হয়েছে ‘বিজয় ২৪ হল’, ‘জয় বাংলা ভবন’ হয়েছে ‘অ্যাকাডেমিক ভবন ০৪’।

    লালন সাঁইয়ের মতো উদারপন্থীকে নিয়ে প্রবল আপত্তি

    প্রসঙ্গত বাংলাদেশে (Bangladesh) লালন সাঁইয়ের মতো উদারপন্থী মানবতাবাদীকে নিয়ে ইউনূস সরকারের সমর্থকদের ক্ষোভও চরমে উঠেছে। সম্প্রতি টাঙ্গাইলের মধুপুরে ‘লালন স্মরণোৎসব’ বন্ধ করে দিয়েছে হেফাজতে ইসলামি। ইউনূস প্রশাসনও কঠোর ব্যবস্থা নিয়েছে, যাতে কেউ লালন মেলায় বসতে না পারেন। হেফাজতের নেতা মাহমুদুল্লা সংবাদ মাধ্যমকে বলেছেন, “লালনের ভ্রান্ত আদর্শের প্রচার আমরা করতে দেব না।” প্রসঙ্গত, খুলনা বিশ্ববিদ্যালয়ের (Bangladesh) সিন্ডিকেট ‘লালন সাঁই মিলনায়তন’-এর নাম বদলে ‘টিএসসি ভবন’ হয়ে গিয়েছে। একইভাবে আচার্য সত্যেন্দ্রনাথ বসু, আচার্য জগদীশচন্দ্র বসু, জীবনানন্দের নামে ভবনগুলি থেকেও এঁদের নাম সরিয়ে দেওয়া হয়েছে।

    রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট

    সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখা জুলাই-অগস্টে বাংলাদেশের অরাজকতা ও হত্যাকাণ্ড নিয়ে একটি রিপোর্ট সামনে এনেছে। ওই রিপোর্টটিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৭ থ‌েকে ১৫ অগাস্ট, হাসিনার পদত্যাগের পরের ৮ দিনে সব চেয়ে বেশি ৭৫০ জনের প্রাণহানি ঘটেছে। নিহতরা প্রত্যেকেই আওয়ামি লিগের নেতা-কর্মী ও পুলিশ। এর আগে ১ জুলাই থেকে ৬ অগাস্ট পর্যন্ত ৬৫০ জন মারা গিয়েছেন, তাঁরা দাঙ্গাকারী, পুলিশ ও আওয়ামি লিগের কর্মী ছিলেন।

  • PM Modi: ‘‘মোদি ভালো বন্ধু, দরকষাকষিতে আমার থেকেও টাফ’’, দ্বিপাক্ষিক বৈঠক শেষে মত ট্রাম্পের

    PM Modi: ‘‘মোদি ভালো বন্ধু, দরকষাকষিতে আমার থেকেও টাফ’’, দ্বিপাক্ষিক বৈঠক শেষে মত ট্রাম্পের

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠক সম্পন্ন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদির সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের দাবি, ‘‘আলোচনার টেবিলে দরকষাকষির ক্ষেত্রে আমার থেকেও ‘টাফ’ হলেন ভারতের প্রধানমন্ত্রী। দরকষাকষির ক্ষেত্রে তাঁর সঙ্গে টেক্কা দিতে পারেন না। কারণ এক ইঞ্চিও জমি ছাড়েন না মোদি।’’ এদিন মোদিকে নিজের বই ‘আওয়ার জার্নি টুগেদার’-ও উপহার দেন ট্রাম্প (Donald Trump)। এই বইতে রয়েছে ‘হাউডি মোদি’ (আমেরিকায় মোদি ও ট্রাম্পের সভা) এবং ‘নমস্তে ট্রাম্প’-র (ভারতে মোদি ও ট্রাম্পের সভা) ছবি ও বর্ণনা। একইসঙ্গে ২০২০ সালে ভারত সফরে তাজমহলে যাওয়ার ছবিও মোদিকে (PM Modi) উপহার দিয়েছেন ট্রাম্প।

    ‘মোদি খুব ভালো বন্ধু’, বললেন ট্রাম্প

    একইসঙ্গে ট্রাম্প দাবি করেন, ‘‘জো বাইডেনের প্রশাসনের সঙ্গে ভারতের সম্পর্ক তেমন ভালো ছিল না।’’ কিন্তু তাঁর আমলে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কথায়, ‘‘ভারতের প্রধানমন্ত্রী মোদি (PM Modi) আমেরিকায় এসেছেন এটা দুর্দান্ত ব্যাপার। দীর্ঘদিন ধরেই উনি আমার খুব ভালো বন্ধু। আমাদের দারুণ সম্পর্ক ছিল। ওই চার বছরে (আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম শাসনকাল – ২০১৬ সাল থেকে ২০২০ সাল) আমরা সেই দারুণ সম্পর্কটা বজায় রেখেছিলাম। আর আমরা ফের সেটা শুরু করেছি।’’

    কী বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)

    প্রধানমন্ত্রী মোদী জানান ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দুই দেশ। মোদির (PM Modi) কথায়, ‘‘আমেরিকার মানুষ তো খুব ভালোভাবেই MAGA-র কথা জানেন – মেক আমেরিকা গ্রেট এগেন (ট্রাম্পের নির্বাচনী প্রচারের স্লোগান)। আর ভারতীয়রা বিকশিত ভারত ২০৪৭ (মিশনের) দিকে এগিয়ে চলেছেন। আমেরিকার ভাষায় সেটা হল – মেক ইন্ডিয়া গ্রেট এগেন (MIGA)। যখন আমেরিকা এবং ভারত একইসঙ্গে কাজ করে, তখন এই MAGA এবং MIGA জুড়ে হয়ে যায় সমৃদ্ধির জন্য মেগা জোট।’’

  • PM Modi: ‘‘মহাকাশ ও প্রযুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা’’, মাস্কের সঙ্গে বৈঠকের পর লিখলেন মোদি

    PM Modi: ‘‘মহাকাশ ও প্রযুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা’’, মাস্কের সঙ্গে বৈঠকের পর লিখলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর সঙ্গে বৈঠক হল টেসলার সিইও ইলন মাস্কের। এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সপরিবারে দেখা করেন মাস্ক। তাঁর স্ত্রী ও তিন সন্তানও হাজির ছিল। দীর্ঘক্ষণ ধরে কথা হয় দু’জনের। সূত্রের খবর, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সম্পন্ন হয়েছে মাস্ক-মোদি বৈঠকে। ভারতে ‘স্টারলিংক’-এর ব্যবসা শুরু করার বিষয়েও আলোচনা সম্পন্ন হয়েছে হয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, স্টারলিংক শীঘ্রই ভারতে তাদের ব্রডব্যান্ড পরিষেবা চালু করতে পারে। বৈঠকের পরে মোদি এক্স মাধ্যমে পোস্ট করেন। সেখানে তিনি জানিয়েছেন, মহাকাশ ও প্রযুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

    ব্লেয়ার হাউসে সম্পন্ন হয় বৈঠক

    গতকাল বৃহস্পতিবার, টেসলার সিইও ও স্পেস এক্স-এর মালিক, ইলন মাস্ক প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে ব্লেয়ার হাউসে পৌঁছন। মাস্ক ও মোদির এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ অন্যান্য আধিকারিকরাও। প্রায় ৫৫ মিনিট ধরে এই বৈঠক সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠক যে ভালো হয়েছে, সে কথা উল্লেখ করেছেন দুজনেই। প্রসঙ্গত, এদিন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টসের সঙ্গেও দেখা করেছেন প্রধানমন্ত্রী মোদি। সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে এক্স মাধ্যমে জানিয়েছেন মোদি (PM Modi)। আলোচনা হয়েছে প্রতিরক্ষা, প্রযুক্তি এবং নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে।

    বৈঠক নিয়ে কী লিখলেন ভারতের প্রধানমন্ত্রী (PM Modi)?

    প্রসঙ্গত, অনেকদিন ধরেই মাস্কের (Elon Musk) সংস্থা স্টারলিংক ভারতে প্রবেশ করার চেষ্টা করছে। ওই সংস্থার লাইসেন্স অ্যাপ্লিকেশন খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, স্টারলিংক হল স্পেস এক্স-এর অধীন একটি টেলিকম সংস্থা। বিশ্বের অন্তত ১০০টি দেশে এই সংস্থা পরিষেবা দেয়। মাস্কের সঙ্গে বৈঠকের কথা এক্স মাধ্যমে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মোদি (PM Modi) লেখেন, ‘‘ওয়াশিংটনে এলন মাস্কের সঙ্গে অত্যন্ত চমৎকার একটি বৈঠক হয়েছে। নানা বিষয়ে কথা হয়েছে আমাদের। এর মধ্যে যেগুলি সম্পর্কে ওঁর প্যাশন রয়েছে, যেমন মহাকাশ, প্রযুক্তি, আবিষ্কার। আমি কথা বললাম ‘ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন’ প্রতিষ্ঠায় ভারতের প্রচেষ্টা সম্পর্কে।’’

  • Somnath Shivling: মামুদের ভাঙা সোমনাথ মন্দিরের শিবলিঙ্গের ভাঙা অংশ সংরক্ষণ করবেন ধর্মগুরু রবিশংকর

    Somnath Shivling: মামুদের ভাঙা সোমনাথ মন্দিরের শিবলিঙ্গের ভাঙা অংশ সংরক্ষণ করবেন ধর্মগুরু রবিশংকর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাচীন ভারতে হিন্দুদের পীঠস্থান সোমনাথ মন্দিরের (Somnath Shivling) শিবলিঙ্গকে ভেঙে চুরমার করেছিলেন গজনির সুলতান মামুদ। সেই ভাঙা জ্যোতির্লিঙ্গগুলি দীর্ঘদিন ধরেই সংরক্ষিত হয়েছিল। বর্তমানে সেই জ্যোতির্লিঙ্গের ভাঙা অংশগুলি নিজের কাছে রাখতে চলেছেন ভারতবর্ষের অন্যতম আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শংকর। জানা গিয়েছে, গজনির সুলতান মামুদ ওই জ্যোতির্লিঙ্গকে চূর্ণ-বিচূর্ণ করার পরে সেই ভাঙা অংশগুলি ছিল অগ্নিহোত্রী ব্রাহ্মণদের কাছে। বিগত ২১ বছর ধরে এই জ্যোতির্লিঙ্গের ভাঙা অংশগুলি ছিল সীতারাম শাস্ত্রী নামের এক অগ্নিহোত্রী পুরোহিতের কাছে এবং তিনি দেখাশোনা করেছিলেন এগুলি। সীতারাম শাস্ত্রী এগুলিকে হস্তান্তর করে দেন শ্রী শ্রী রবিশঙ্করের (Sri Sri Ravishankar) হাতে।

    কী বললেন সীতারাম শাস্ত্রী?

    সীতারাম শাস্ত্রী জানিয়েছেন (Somnath Shivling), তাঁরা দুই প্রজন্ম ধরে এই জ্যোতির্লিঙ্গের ভাঙা অংশগুলিকে সংরক্ষণ করে আসছেন। শাস্ত্রীর কাকা জ্যোতির্লিঙ্গের ভাঙা অংশগুলিকে সীতারাম শাস্ত্রীর হাতে হস্তান্তর করেছিলেন বলে জানা যায়। সীতারাম শাস্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আমি একুশ বছর আগেই মূর্তিগুলিকে পেয়েছিলাম। এর আগে আমার কাকা এগুলোকে নিজের কাছে রেখেছিলেন। তিনি আমাকে এই মূর্তিগুলিকে দিয়েছিলেন এবং তিনি আমাকে বলেছিলেন এর মধ্যে অন্তত দুটি মূর্তি যেন গুজরাতের সোমনাথ মন্দিরে তুমি স্থাপন করবে। সোমনাথ শাস্ত্রী জানিয়েছেন এই জ্যোতির্লিঙ্গের ভাঙা অংশগুলির বয়স হাজার বছর হয়ে গেছে। প্রায় আমার কাকা তাঁর গুরু প্রবীন্দ্র সরস্বতীর কাছ থেকে এগুলি পেয়েছিলেন। পরবর্তীকালে আমার কাকার কাছ থেকে এগুলি আমি পাই।’’

    কী বললেন শ্রী শ্রী রবিশংকর (Somnath Shivling)

    অন্যদিকে শ্রী শ্রী রবিশংকর এই বিষয়গুলির ওপরে বলেন, ‘‘সীতারাম শাস্ত্রীর কাকা তাঁর গুরু পরবেন্দ্র সরস্বতীর কাছ থেকে শিবলিঙ্গের অংশগুলি পেয়েছেন। ১০০ বছর আগে এই শিবলিঙ্গের অংশগুলি পেয়েছিলেন তিনি। তখন কাঞ্চির শংকরাচার্যের কাছে তিনি এগুলি নিয়ে যান। শংকরাচার্য তাঁকে বলেছিলেন যে সোমনাথ মন্দিরের শিবলিঙ্গ পবিত্র হতে ১০০ বছর সময় লাগবে। তাই তিনি সেই সময় পর্যন্ত অংশগুলিকে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছিলেন।’’ জানা যায়, এক হাজার বছর আগেই শিবলিঙ্গটিকে ধ্বংস করেন গজনির সুলতান মামুদ এবং সোমনাথ মন্দিরের (Somnath Shivling) প্রবেশের সময় মামুদ পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করেছিলেন বলে জানা যায়। মন্দিরে সমস্ত জিনিসপত্র গজনির সুলতান লুট করেছিলেন এবং শিবলিঙ্গকে ধ্বংস করেছিলেন।

  • Kejriwal: মানকে সরিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন কেজরিওয়াল? আপের বৈঠক ঘিরে শুরু জল্পনা

    Kejriwal: মানকে সরিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন কেজরিওয়াল? আপের বৈঠক ঘিরে শুরু জল্পনা

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লিতে ব্যাপক ভরাডুবি হয়েছে আপের। খোদ পরাস্ত হয়েছেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Kejriwal)। এই অবস্থায় জল্পনা শুরু হয়েছে পাঞ্জাবে আপের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে এবং কেজরিওয়াল হতে পারেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপির দাবি, কেজরিওয়াল মানকে (Bhagwant Mann) মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। গেরুয়া শিবিরের এই দাবির পরেই শোরগোল পড়ে গিয়েছে রাজনীতিতে।

    মঙ্গলবার বৈঠক হয় আপের (Kejriwal)

    জল্পনা আরও বাড়ে গত মঙ্গলবার। ওই দিন রাজধানীতে কাপুরথালা হাউসে আপের একটি বিশেষ বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেজরিওয়াল, দলের প্রবীণ নেতা মণীশ সিসোদিয়া, মুখ্যমন্ত্রী মান এবং পঞ্জাবের সমস্ত বিধায়ক ও গুরুত্বপূর্ণ দলীয় নেতারা। এরপরেই বিজেপির প্রবীণ নেতা তথা রাজৌরি গার্ডেনের নবনির্বাচিত বিধায়ক মনজিন্দর সিং সিরসা একটি ভিডিওতে দাবি করেছেন, ‘আপের জাতীয় আহ্বায়ক মানকে ‘অযোগ্য’ বলে চিহ্নিত করে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

    বিজেপির দাবি

    দিল্লির নির্বাচনে হেরে যাওয়ার পরেই এই বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। শোনা যায়, অরবিন্দ কেজরিওয়াল (Kejriwal) দিল্লিতে মানকে অযোগ্য বলে চিহ্নিত করে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মহিলাদের জন্য ১,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়া, মাদকের অপব্যবহার- এই সব কারণের জন্যই নাকি কেজরিওয়াল সরিয়ে দিতে চান মানকে। বৈঠকের পরেই বিজেপি দাবি করে, দিল্লির নির্বাচনে হেরে যাওয়ার পর অরবিন্দ কেজরিওয়াল (Kejriwal) দিল্লিতে পাঞ্জাবের বিধায়কদের একটি সভা ডেকেছেন। শোনা যাচ্ছে, তিনি মানকে অযোগ্য বলে চিহ্নিত করে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি পাঞ্জাবের আপ বিধায়কদের বলতে বাধ্য করছেন যে কেজরিওয়াল একজন ভালো মানুষ এবং মানের পরিবর্তে তাঁকে মুখ্যমন্ত্রী করা উচিত।প্রসঙ্গত, ১১৭ সদস্যের পাঞ্জাব বিধানসভায় আপের ৯৩ জন এবং কংগ্রেসের ১৬ জন বিধায়ক রয়েছে।

  • PM Modi: মার্কিন গোয়েন্দা প্রধান ‘বন্ধু’ তুলসী গাবার্ডের সঙ্গে সাক্ষাৎ মোদির

    PM Modi: মার্কিন গোয়েন্দা প্রধান ‘বন্ধু’ তুলসী গাবার্ডের সঙ্গে সাক্ষাৎ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান হয়েছেন তুলসী গাবার্ড (Tulsi Gabbard)। প্রসঙ্গত, আমেরিকার আইনসভায় মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু সদস্যও ছিলেন তুলসি। সেসময় তিনি ভগবত গীতায় হাত রেখে শপথগ্রহণ করেছিলেন বলে জানা যায়। তুলসী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) বন্ধু বলেই পরিচিত। ক্ষমতায় ফিরে গোয়েন্দা প্রধান হিসেবে তুলসীকে মনোনীত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা সফরে গিয়ে সেই তুলসীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি দুজনের বৈঠকেই ভারত-আমেরিকার সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেওয়া হয়েছে। জানা যায়, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তুলসীর পরিচয় বহুদিনের। আমেরিকায় অনুষ্ঠিত হাউডি মোদি অনুষ্ঠানের সময়ই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তুলসীর। তুলসী এরপর থেকেই ‘হিন্দু জাতীয়তাবাদী’ হিসেবে বিশেষ পরিচিতি পান আমেরিকায়। এবার আমেরিকার গোয়েন্দা প্রধান হয়েই ‘বন্ধু’ মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন তুলসি।

    সাক্ষাৎ নিয়ে কী লিখলেন মোদি (PM Modi)?

    তুলসীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী (PM Modi) লেখেন, ‘‘আমেরিকার গোয়েন্দা বিভাগের ডিরেক্টর তুলসী গাবার্ডের সঙ্গে দেখা হল। এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণের জন্য তাঁকে অভিনন্দন। ওয়াশিংটন ডিসিতে আমরা আলোচনায় বসেছিলাম। ভারত-আমেরিকার মজবুত বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে আমাদের মধ্যে। আগামী দিনে যাতে এই বন্ধন আরও মজবুত হয় সেনিয়ে আমরা একমত হয়েছি। তুলসী সব সময়ই দুদেশের বন্ধুত্বের পক্ষেই কথা বলেছেন।’’

    এক সময়ে ডেমোক্র্যাটিক পার্টিতেই ছিলেন তুলসী

    জানা যায়, এক সময়ে ডেমোক্র্যাটিক পার্টিতেই ছিলেন তুলসী। ২০২০ সালে আমেরিকার প্রেসিডেন্ট পদের দৌড়ে সামিলও হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে ছিটকে যান। তার পর বাইডেন সরকার ও দলীয় সহকর্মীদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে আনেন তিনি। বাইডেনের বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল, বর্তমান সরকার প্রতিটি ইস্যুতে বর্ণ বিচার করে কাজ করে। শ্বেতাঙ্গ-বিরোধী প্রতিবাদ, বিক্ষোভকে ইন্ধন জোগায়। ডেমোক্র্যাটিক পার্টিকে ‘যুদ্ধবাজ ও বর্ণবিদ্বেষী’ বলেও তোপ দেগেছিলেন।

  • Uttarakhand: ইউসিসি রেজিস্ট্রেশনে ব্যাপক সাড়া উত্তরাখণ্ডে, সরকারি ওয়েবসাইটগুলিতে বেড়েই চলেছে ভিড়

    Uttarakhand: ইউসিসি রেজিস্ট্রেশনে ব্যাপক সাড়া উত্তরাখণ্ডে, সরকারি ওয়েবসাইটগুলিতে বেড়েই চলেছে ভিড়

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ২৭ জানুয়ারি উত্তরাখণ্ডে (Uttarakhand) কার্যকর হয় অভিন্ন দেওয়ানি বিধি (UCC Registration)। তারপর থেকে এনিয়ে সারা রাজ্যের মানুষের মধ্যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। অভিন্ন দেওয়ানি বিধির নিয়মে কী কী পরিবর্তন এসেছে, সে সংক্রান্ত সবকিছু জানতে বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন সরকারি দফতরের ওয়েবসাইটগুলিতে প্রবেশ করছেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, অভিন্ন অভিন্ন অনুযায়ী একত্রবাসের ক্ষেত্রেও একাধিক নিয়মে বদল আনা হয়েছে এবং রেজিস্ট্রি করার পরে পরে লিভ-ইন করা যাবে উত্তরাখণ্ডে।

    সরকারি ওয়েবসাইটগুলিতে ব্যাপক ভিড়

    এই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে সে রাজ্যের মানুষ ব্যাপকভাবে প্রবেশ করছেন সরকারি ওয়েবসাইটগুলিতে। উত্তরাখণ্ডের (Uttarakhand) আধিকারিকরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে অভিন্ন দেওয়ানি বিধি পোর্টালে যাঁরা প্রবেশ করছেন এই সংখ্যা ব্যাপক। ২৭ জানুয়ারি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হওয়ার পর থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ১,০০৬ জন এই পোর্টালে প্রবেশ করেছেন এবং তাঁরা নিজেদের বিবাহকে রেজিস্ট্রি করেছেন।

    কী বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী?

    ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি সংবাদমাধ্যমকে বলেন, যে সমস্ত মানুষ অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করছিলেন, তাঁরাও বর্তমানে বুঝতে পারছেন যে এই নিয়ম বিধির আমাদের রাজ্যের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আমরা এই আইন কারও বিরুদ্ধে আনিনি, কাউকে হয়রানি করতেও আনিনি। এই আইন আনা হয়েছে উত্তরাখণ্ড (Uttarakhand) জনগণের সুবিধার জন্য।

    প্রতিদিন ওয়েবসাইটে শত শত মানুষ বিবাহ রেজিস্ট্রি করছেন

    প্রসঙ্গত, উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি হলেন প্রথম ব্যক্তি যিনি ইউসিসি পোর্টালে গিয়ে নিজের বিবাহকে নিবন্ধন করিয়েছেন। তারপর থেকেই প্রতিদিন কয়েকশো মানুষ তাঁদের বিবাহ নিবন্ধন করিয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে এখনও পর্যন্ত ওই পোর্টালে কোনওরকমের বিবাহ বিচ্ছেদের বিষয় কেউ নিবন্ধন করেনি বলে জানিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন। উত্তরাখণ্ডের অভিন্ন দেওয়ানি বিধিকে দেখার পরেই গুজরাতে বিজেপির সরকার কমিটি তৈরি করেছে। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি গুজরাতেও চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি।

  • RSS: দিল্লিতে নির্মিত আরএসএস-র সদর দফতর, সবমিলিয়ে ৩০০ কক্ষ, রয়েছে হাসপাতালও

    RSS: দিল্লিতে নির্মিত আরএসএস-র সদর দফতর, সবমিলিয়ে ৩০০ কক্ষ, রয়েছে হাসপাতালও

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (RSS) সদর দফতর নির্মাণের কাজ সম্পূর্ণ হল। রাজধানীর ঝন্ডেবালানে ‘কেশব কুঞ্জ’ (Keshav Kunj) নামের আরএসএস-র নয়া সদর দফতরটির নির্মাণ হয়েছে। মোট তিনটি টাওয়ার রয়েছে আরএসএস-র নয়া সদর দফতরে। প্রতিটি টাওয়ার ১২ তলা করে। তিনটি টাওয়ারের নাম হল, ‘সাধনা’, ‘প্রেরণা’ এবং ‘অর্চনা’। জানা গিয়েছে, ৩.৭৫ একর জুড়ে বিস্তৃত রয়েছে আরএসএস-র সদর দফতরটি। সবমিলিয়ে এই কার্যালয়ে ৩০০ কক্ষ রয়েছে বলে জানা গিয়েছে। আরএসএস-র তরফে জানানো হয়েছে মোট ১৫০ কোটি টাকা খরচ করা হয়েছে সদর দফতর নির্মাণে। দেশজুড়ে ৭৫ হাজারের বেশি মানুষের আর্থিক অনুদানেই তৈরি হয়েছে এই দফতর। যেকোনও রকমের বড় অনুষ্ঠান এবার থেকে এই সদর দফতরেই হবে বলে জানিয়েছেন সংঘ নেতারা।

    রয়েছে ৫ শয্যার হাসপাতাল (RSS)

    গোটা ভবনে প্রাচীন এবং আধুনিক স্থাপত্যের নিদর্শনও চোখে পড়ছে। প্রসঙ্গত, ২০১৮ সাল থেকেই শুরু হয় নির্মাণকাজ। মূল অডিটোরিয়ামটি বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিংঘলের স্মৃতিতে তৈরি হয়েছে। অযোধ্যায় রামমন্দির আন্দোলনের অন্যতম নেতা ছিলেন অশোক সিংঘল। দফতরে ঢোকার মুখেই রয়েছে আরএসএস প্রতিষ্ঠিত কেশব বলিরাম হেডগেওয়ারের একটি মূর্তি। ১৩৫টি গাড়ি দাঁড় করানোর পার্কিং-ও রয়েছে আরএসএস-র দফতরে। নয়া সদর দফতরে রয়েছে সৌরবিদ্যুতের জোগানও। এরসঙ্গে রয়েছে একটি বড় গ্রন্থাগার (RSS), সেখানে রয়েছে ৮৫০০ বই। গবেষণার জন্য বিনামূল্যে সেখানে প্রবেশ করা যাবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে নয়া দফতরে রয়েছে পাশাপাশি, একটি ক্লিনিক এবং পাঁচ শয্যার একটি হাসপাতাল।

    ‘পাঞ্চজন্য’ ও ‘অর্গানাইজার’-এর দফতরও থাকছে এখানে

    জানা গিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি নয়া দফতরে উপস্থিত হবেন সরসংঘচালক মোহন ভাগবত এবং সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে। সেখানেই হবে একটি সম্মেলন হবে। সংঘের তরফে জানানো হয়েছে, দিল্লির ওই সদর দফতর থেকেই আরএসএস-র (RSS) যাবতীয় কাজকর্ম সম্পাদিত হবে। জানা গিয়েছে, গুজরাতের বাসিন্দা অনুপ দাভে এই নয়া সদর দফতরের নকশা তৈরি করেছেন। সংঘের মুখপত্র ‘পাঞ্চজন্য’ ও ‘অর্গানাইজার’-এর দফতরও থাকছে এখানে। এর পাশাপাশি, ‘সুরুচি প্রকাশনে’র দফতরও থাকছে নয়া সদর দফতরে।

  • Assam: অসমে মৌলবাদীদের হামলার শিকার হিন্দু পরিবার, বিক্ষোভে সামিল হাজারেরও বেশি গ্রামবাসী

    Assam: অসমে মৌলবাদীদের হামলার শিকার হিন্দু পরিবার, বিক্ষোভে সামিল হাজারেরও বেশি গ্রামবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: অসমে (Assam) এক হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে সে রাজ্যের গরুমারা দলনি গ্রামে। জানা গিয়েছে, এই গ্রামটি গুয়াহাটি শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং তা ময়ং পুলিশ স্টেশনের অন্তর্ভুক্ত। ইতিমধ্যে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হাজার হাজার গ্রামবাসী পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন গতকাল ১২ ফেব্রুয়ারি। তাঁরা দাবি জানান যে যারা এই ঘটনার অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করতে হবে। অর্গানাইজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ঝামেলার সূত্রপাত গত ৯ ফেব্রুয়ারি। যেখানে একটি গোষ্ঠী জোর করে এক হিন্দু পরিবারের মাঠের ঘাস কেটে নিতে থাকে।

    বিক্ষোভ গ্রামবাসীদের (Assam)

    এর পরেই ওই হিন্দু পরিবার (Assam) প্রতিবাদ জানালে আরও বড় সংখ্যায় গোষ্ঠী জড়ো হয় এবং তারা ওই পরিবারের ওপর হামলা চালায়। জানা যায়, ওই পরিবারের পাঁচজনকেই ব্যাপকভাবে আহত করা হয়। যাঁদের মধ্যে মহিলা এবং শিশুরাও ছিল। এর পরবর্তীকালে আহতদের গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। আহত ওই পরিবার ময়ং পুলিশ থানাতে অভিযোগপত্র দায়ের করেছে বলে জানা গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। সে রাজ্যের পুলিশ প্রশাসনের এমন গড়িমসিভাব গ্রামবাসীদের মধ্যে প্রবল বিক্ষোভ তৈরি করেছে। গ্রামবাসীদের বিক্ষোভ সামলাতে আসে বিরাট পুলিশ বাহিনী।

    কী জানালেন পুলিশ কর্তা

    অসমের (Assam) উচ্চপদস্থ এক পুলিশ অফিসার সংবাদ মাধ্যমকে বলেন যে আমরা জনতাকে আশ্বস্ত করছি যে বা যারা অভিযুক্ত তাদেরকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে এবং এই ঘটনার তদন্ত চলছে। প্রসঙ্গত, এই ঘটনা নতুন বা প্রথম কিছু নয়। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে অসমে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সৌজন্যে খবরের শিরোনামেও এসেছে ওই ঘটনাগুলি। ঐদিন হিন্দু জনতা যে বিক্ষোভ দেখায়, সেখানে তারা স্লোগান তোলে যে যদি কঠিন শাস্তি না দেওয়া হয় দোষীদের, তাহলে (Assam) এই ধরনের ঘটনা বেড়েই চলবে এবং এর পরেও কোনও না কোনও পরিবার আবার আক্রান্ত হবে।

LinkedIn
Share