Tag: Madhyamik

Madhyamik

  • Madhyamik Result 2024: মাধ্যমিকের ফল প্রকাশ বৃহস্পতিবার, কোথায়, কীভাবে দেখবেন রেজাল্ট?  

    Madhyamik Result 2024: মাধ্যমিকের ফল প্রকাশ বৃহস্পতিবার, কোথায়, কীভাবে দেখবেন রেজাল্ট?  

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik Result 2024)। ২ মে, বৃহস্পতিবার সকাল ৯টায় মধ্য শিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করবে। তবে পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবেন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। ওই দিন একাধিক ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে ছাত্র-ছাত্রীরা। ইতিমধ্যেই যার তালিকা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। বোর্ড সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘লোকসভা ভোটের মধ্য়ে এই ফল প্রকাশের ক্ষেত্রে কোনও আইনগত বাধা নেই।’

    কোথায় দেখবেন রেজাল্ট

    এই বছর যারা মাধ্যমিক (Madhyamik Result 2024) পরীক্ষা দিয়েছেন, তারা সরাসরি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পরীক্ষার ফলাফল দেখতে পাবেন। wbbse.wb.gov.in এবং Wbresults.Nic.In -এ ক্লিক করে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এছাড়া মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন দুটি অ্যাপ। এগুলি হল মাধ্যমিক রেজাল্ট ২০২৪ ও মাধ্যমিক রেজাল্ট। ওই সময় তাঁদের হাতের কাছে রাখতে হবে অ্যাডমিট কার্ড। ফল জানার সময় পরীক্ষার্থীকে লিখতে হবে রোল নম্বর। তবেই স্ক্রিনে ফুটে উঠবে মার্কশিট।

    কবে হাতে মার্কশিট

    উল্লেখ্য, ওই দিনই বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কিশট ও শংসাপত্র স্কুলগুলিকে বিলি করবে পর্ষদ। যা শুরু হবে সকাল ১০ টা নাগাদ। কলকাতার স্কুলগুলি পর্ষদের দফতর থেকে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবে।ফলে বৃহস্পতিবার দুপুর থেকেই স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা জীবনের প্রথম বড় পরীক্ষার মার্কশিট পেতে পারবে। চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Result 2024)। যা শেষ হয় ওই মাসের ১২ তারিখে। পরীক্ষা শেষের সঙ্গে সঙ্গেই ৯০ দিনের মধ্যে রেজাল্ট বেরনোর কথা জানিয়ে দেওয়া হয়। আগামী ১২মে সেই ডেড লাইন পূরণ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রেজাল্ট প্রকাশ করছে পর্ষদ। 

    আরও পড়ুন: তাপপ্রবাহের কবলে একের পর এক জেলা, মঙ্গলবার রাজ্যের কোথায় তাপমাত্রা কত ছিল?

    কীভাবে রেজাল্ট দেখবেন 

    ওয়েবসাইটে লগ-ইন ক্রেডেনসিয়ালে রোল নম্বর, ডেট অব বার্থ দিয়ে পরীক্ষার্থীর ফলাফল দেখা যাবে

    — অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in ক্লিক করুন

    — WBBSE মাধ্যমিক ক্লাস ১০ রেজাল্ট লিঙ্ক-এ ক্লিক করুন

    — রোল নম্বর, জন্ম তারিখ লাগবে লগ-ইন করতে

    —লগ-ইন করলেই দেখা যাবে রেজাল্ট

    — এখান থেকে মার্কশিটের পিডিএফ নেওয়া যাবে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Purba Bardhaman: বাবার দোকান সামলে, চাষের কাজ করেও মাধ্যমিকে উজ্জ্বল গৌরাঙ্গ রুদ্র!

    Purba Bardhaman: বাবার দোকান সামলে, চাষের কাজ করেও মাধ্যমিকে উজ্জ্বল গৌরাঙ্গ রুদ্র!

    মাধ্যম নিউজ ডেস্ক: পারিবারের অভাবকে জয় করে বার বার প্রান্তিক এলাকার মেধাবীরা শীর্ষ তালিকায় বিশেষ জায়গা করে নিচ্ছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় তেমনই একটি নাম পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার গৌরাঙ্গ রুদ্র। বাবার সঙ্গে মুদির দোকান চালাত সে। একই সঙ্গে মাঠে চাষের কাজেও হাত লাগাতে হত তাকে। এতকিছু প্রতিকূলতার মধ্যেও মাধ্যমিকে ৬৭৭ নম্বর পেল নাদনঘাট থানার অন্তর্গত রামপুরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র গৌরাঙ্গ।

    গৌরাঙ্গ হতে চায় ডাক্তার

    মাধ্যমিকে এই নম্বর পেয়ে অত্যন্ত আনন্দিত সে। জানিয়েছে, তার আশা যেমনটা ছিল, ফলাফল ঠিক তেমনই হয়েছে। সে বাড়িতে ১৫ ঘণ্টা করে পড়াশুনা করত। পড়াশুনার ফাঁকে ফাঁকে বাবার দোকানে সময় দিতে হত। এমনকী প্রয়োজনে জমির (Purba Bardhaman) কাজ করতে যেতে হত। অভাব নিত্যদিনের সঙ্গী। কিন্তু প্রতিকূলতাকে জয় করে এবছর মাধ্যমিক পরীক্ষায় সাফল্য পেয়েছে সে। গৌরাঙ্গ আগামী দিনে পড়াশুনা করে ডাক্তার হতে চায়। তবে আর্থিক অভাবের কারণে ডাক্তারি পড়া এখন কতটা সম্ভব হয়ে ওঠে, সেটাই দেখার। কারণ পরিবারের সেই রোজগার নেই যে তাকে ডাক্তারি পড়াবে।

    পরিবারের আশা কি পূরণ হবে?

    গৌরাঙ্গের বাবা বলেছেন, পরীক্ষার ফলাফলে গৌরাঙ্গকে নিয়ে আমি খুবই খুশি। আমার ছেলের জন্য আমি প্রণাম জানাই সকলকে। গুরুজনদের আশীর্বাদ পেয়েছে ছেলে, তাই সকলকে নমস্কার। গৌরাঙ্গের বাবা আরও বলেন, মাস্টারমশাইরা বলেই ছিলেন যে, ছেলের মাধ্যমিকে ৫০ এর মধ্যে র‍্যাঙ্ক থাকবে। আমি এতটা আশা করিনি, মাধ্যমিকের র‍্যাঙ্ক ১৫ হবে! গৌরাঙ্গের পড়াশুনায় এতদিন আমার দাদা ও পরিজনরা সাহায্য করছেন। পাশাপাশি স্কুলের (Purba Bardhaman) শিক্ষকরাও সহযোগিতা করেছেন। আগামী দিনে গৌরাঙ্গের উচ্চ শিক্ষার জন্য সরকারের কাছে বিশেষ সাহায্যের আবেদন করবেন বলে জানিয়েছেন তাঁর বাবা। দুঃস্থ পরিবারের এই আশা কতটা পূরণ হয়, তাই এখন দেখার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে, বেড়েছে ভোটার”, রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: “মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে, বেড়েছে ভোটার”, রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার ট্যুইট করে তিনি অভিযোগ করেন যে, “পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় কি বেনো জল ঢুকছে?” ট্যুইটে তিনি পশ্চিমবঙ্গের ভোটারদের সঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যারও তুলনা করেন৷ পোস্ট করেছেন একটি কার্টুনও৷ ওই কার্টুনের মাধ্যমেই তিনি ভোটার তালিকায় বেনোজল ঢোকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন৷ প্রসঙ্গত, এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় আশঙ্কা প্রকাশ করেছে হাইকোর্টও৷ বোর্ডকে পাঠ্যক্রম বদলানোর উপদেশও দিয়েছেন বিচারপতি। ফি বছরই মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বাড়তে দেখা যায়৷ বিশেষজ্ঞরা এই ধরনের পরিসংখ্যানকে ইতিবাচক হিসেবেই দেখেন ৷ কিন্তু ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ব্যাপকহারে কমেছে৷ প্রায় ৪ লক্ষ পরীক্ষার্থী কমে গিয়েছে এবার৷ ‘স্কুল ড্রপআউট সংখ্যা’ প্রসঙ্গে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি৷ এ বিষয়ে সরকারকেই দুষেছেন বিরোধীরা।

     

    এবার এ নিয়েই তৃণমূল সরকারকে নিশানা করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ ট্যুইটে তিনি লেখেন, ‘‘২০২২ সালে পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫৷ ২০২৩ সালে – ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪৷” আর এখানেই টেনে আনেন রাজ্যের ক্রমবর্ধমান ভোটার সংখ্যার প্রসঙ্গ৷ সম্প্রতি যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে দেওয়া ভোটারের সংখ্যার কথা উল্লেখ করেছেন নন্দীগ্রামের বিধায়ক৷ পাশাপাশি তুলে ধরেছেন ২০১৮ সালে এই রাজ্যের ভোটারের সংখ্যা৷ তিনি লিখেছেন, “২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার ৷ ২০২৩ সালে সেই সংখ্যা ৫ কোটি ৬৬ লক্ষ ৮৬ হাজার৷”

    আরও পড়ুন: জেলের মধ্যেই কুন্তল-তাপসকে শাসানি পার্থর! আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী

    শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, “মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ শতাংশ কমছে আর পঞ্চায়েত নির্বাচনে ভোটারের সংখ্যা ১১.৫ শতাংশ বাড়ছে !” ট্যুইটে জড়িয়ে দিয়েছেন একটি কার্টুনও৷ সেখানেই ভোটার তালিকায় বেনো জল ঢোকার বিষয়টি বলেছেন৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Madhyamik: আজ শুরু মাধ্যমিক পরীক্ষা, একগুচ্ছ নির্দেশিকা বোর্ডের, অতিরিক্ত পরিষেবা রেলের

    Madhyamik: আজ শুরু মাধ্যমিক পরীক্ষা, একগুচ্ছ নির্দেশিকা বোর্ডের, অতিরিক্ত পরিষেবা রেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ থেকে শুরু মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। চলবে ৪ মার্চ পর্যন্ত। সুষ্ঠভাবে সমগ্র পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করতে একগুচ্ছ নির্দেশিকা ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। অন্যদিকে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। গত বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ১০ লাখ ৯৮ হাজার ৭৭৫ জন। এবছর সেই পরীক্ষার্থীর সংখ্যা কমে হয়েছে ৬ লাখ ৯৮হাজার ৬২৮ জন। এ বছর মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৫৬হাজার ২১ জন।

    প্রশ্নফাঁস রুখতে সিসিটিভির নজরদারি চলবে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে

    জানা গেছে, প্রশ্নফাঁস রুখতে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত পরীক্ষার্থীদের প্রবেশপথ, প্রধান শিক্ষকের ঘর এবং যে ঘরে প্রশ্নপত্র রাখা থাকবে এই তিনটি জায়গায় সিসিটিভি বসাতেই হবে।  অ্যাপের মাধ্যমেও এবার বিশেষভাবে নজরদারি করবে মধ্যশিক্ষা পর্ষদ।

    পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা ঘটলে স্থগিত রাখা হবে গোটা স্কুলের রেজাল্ট

    পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীরা বেরিয়ে যেতে পারলেও প্রশ্নপত্র নিয়ে বের হতে পারবেন না। এই মর্মে ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলিকে নির্দেশিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা  ঘটলে সেই স্কুলের ছাত্র-ছাত্রীদের ফলাফল স্থগিত রাখা হবে বলেও পর্ষদের তরফে জানানো হয়েছে।

    বিশেষ কিছু পরীক্ষাকর্তা ছাড়া ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

    বোর্ডের তরফে জানানো হয়েছে মোবাইল থাকবে শুধুমাত্র সেন্টার সেক্রেটারি, অফিসার ইনচার্জ, ভেন্যু সুপারভাইজার এবং অতিরিক্ত ভেন্যু সুপারভাইজারদের কাছে। বাকি সকল শিক্ষক ও কর্মীদের মোবাইল বা স্মার্ট ঘড়ি নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কেন্দ্রের ভিতরে থাকা স্বাস্থ্য ও পুলিশকর্মীরা শুধুমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহার করতে পারবেন ফোন।

    পরীক্ষাকেন্দ্রে থাকবে ১৪৪ ধারা

     নকল রুখতে পরীক্ষাকেন্দ্রে জারি থাকবে ১৪৪ ধারা। ৫০০ মিটারের মধ্যে জেরক্সের দোকানগুলিও বন্ধ থাকবে। অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের ভিতরে প্রবেশ নিষিদ্ধ। পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন সাড়ে দশটা থেকেই।

    পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ৮টি ট্রেন চালাবে মেট্রো

    ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে অতিরিক্ত ৮টি ট্রেন তারা চালাবে। পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো এবং বাড়ি ফেরার সময়ই রাখা হয়েছে ট্রেনের সময় সারণী। অন্যদিকে পূর্ব রেল পরীক্ষার্থীদের কথা ভেবে অতিরিক্ত স্টপেজ দেবে, বিশেষ বিশেষ জায়গায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Madhyamik Result 2022: প্রকাশিত মাধ্যমিকের ফল, জেনে নিন কী করে দেখবেন? 

    Madhyamik Result 2022: প্রকাশিত মাধ্যমিকের ফল, জেনে নিন কী করে দেখবেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল (Madhyamik Results 2022)। মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাচ্ছে সকাল ১০টা থেকে। করোনার কারণে দুবছর বিঘ্নিত হয়েছে বোর্ডের পরীক্ষা। করোনা অতিমারীতে বিঘ্নিত হওয়ার দীর্ঘ দুবছর পর ২০২২ সালে অফলাইন পরীক্ষা হয় মাধ্যমিকের। প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী এবার অংশ নিয়েছেন মাধ্যমিকে। ফল ঘোষণা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট wbbse.wb.gov.in থেকে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫০ হাজারেরও বেশি। 

    আরও পড়ুন: জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল ঘোষণা! উচ্চমাধ্যমিক, জয়েন্টের রেজাল্ট কবে? জানুন

    দুবছর বাদে পুরোনো ছন্দে শিক্ষা ব্যবস্থা। প্রকাশিত হয়েছে মেধা তালিকা। সেই পুরোনো উদ্দীপনা। পরের বছরের মাধ্যমিক পরীক্ষার সময়সূচী আজকেই ঘোষণা করা হয়।   

    এবার জেনে নিন কীভাবে দেখবেন মাধ্যমিকের ফলাফল: 

    ফলাফলের সরাসরি লিঙ্কে যান।
    এখন WBBSE ফলাফলের লিঙ্ক খুলতে হবে।
    আপনার রোল নম্বর লিখুন এবং জমা দিন।
    মার্কশিট অবিলম্বে পর্দায়

    কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে?

    www.wbbse.wb.gov.in
    http://wbresults.nic.in
    www.exametc.com
    www.indiaresults.com
    www.results.siksha
    www.schools9.com
    www.fastresult.in

    পরীক্ষার ৭৮ দিনের মাথায় এবার প্রকাশিত হল ফলাফল। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ। পরীক্ষা শেষ হয় ১৬ মার্চ। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ৮৬ শতাংশের বেশি পড়ুয়া এবারে পাশ করেছেন।  ৯ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী এবার পাশ করেছেন। এবার ছাত্রদের পাশের হার ৮৮ শতাংশ, ছাত্রীদের মধ্যে পাশের হার ৮৫ শতাংশ। 

    পাশাপাশি আজই জানিয়ে দেওয়া হল আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ। এদিন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, যে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। রীতি অনুযায়ী ‘প্রথম ভাষা’ দিয়েই শুরু হবে পরীক্ষা। আগামী বছরের শেষ পরীক্ষা হব ৪ মার্চ।  

    মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এদিন ফলাফল ঘোষণা করেন। এবার অনলাইনেই মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনির আবেদন জানানো যাবে পর্ষেদর কাছে। এদিন মাধ্যমিকের ফল প্রকাশ করার সময় এমনটাই জানালেন পর্ষদ সভাপতি।

  • Madhyamik Results 2022: জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল ঘোষণা! উচ্চমাধ্যমিক, জয়েন্টের রেজাল্ট কবে? জানুন

    Madhyamik Results 2022: জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল ঘোষণা! উচ্চমাধ্যমিক, জয়েন্টের রেজাল্ট কবে? জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী জুন মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Results 2022) ফল। সব ঠিক থাকলে ৩ জুন মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। চলতি বছরের ১৬ মার্চ মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা শেষ হয়েছে। প্রতি বছরের মত এবারও তিনমাসের মাথায় ফল প্রকাশিত হতে চলেছে। মাধ্যমিকের পরই জুনের মাঝামাঝি সময়ে উচ্চমাধ্যমিকের (HS Results 2022) ফলপ্রকাশ হওয়ার কথা রয়েছে। তারপরই বেরোবে জয়েন্টের রেজাল্টও।
      
    সূত্রের খবর, আগামী ৩১ মে, ১ ও ২ জুন ফলপ্রকাশের বিষয়টি নিয়ে সংসদ বৈঠকে বসবে। সেখানেই স্থির হবে চূড়ান্ত দিনক্ষণ। উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার কথা জুনের ১৫ তারিখের মধ্যে। সেই লক্ষ্যেই এগোচ্ছে সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যও বলেছিলেন আগামী জুন মাসের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে। তবে এখনও জেলা শিক্ষা আধিকারিকদের সঙ্গে কথা হবে, বলে সূ্ত্রের খবর।  এরপর শিক্ষাদফতরের চূড়ান্ত অনুমোদন মিললেই ফলঘোষণার দিনক্ষণ জানাবে সংসদ।

    কোভিডের (COVID-19) কারণে বহুদিন ক্লাস না হওয়ায় চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে সিলেবাস কমানো হয়েছিল। ২০২০ সাল থেকে শুরু হয় কোভিডের দাপট। টানা বন্ধ ছিল স্কুল। পরের বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দু’টি পরীক্ষাই হয়নি। কিছুদিন ক্লাস হলেও শেষ হয়নি সিলেবাস। সেই কারণে চলতি বছরে দু’টি পরীক্ষাতেই সিলেবাসের বোঝা কমানো হয়। পর্ষদ এবং সংসদ প্রায় ৩০ শতাংশ করে কম সিলেবাসে পরীক্ষা নিয়েছে এবার। ২০২৩-এ রাজ্যের দুই মেগা পরীক্ষা পূর্ণ সিলেবাসেই হওয়ার কথা। তারই প্রস্তুতি নিচ্ছে পর্ষদ এবং সংসদ। কিন্তু চলতি বছরে জানুয়ারির জায়গায় ক্লাস শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে। গরমের ছুটি ২২ দিনের জায়গায় বেড়ে হয়েছে ৪৫ দিন। এর মধ্যে হোম সেন্টারে উচ্চমাধ্যমিক হওয়ায় ক্লাস হয়নি কিছুদিন। এর ফলে দশম এবং দ্বাদশের ক্লাস প্রায় তিনমাস অতিরিক্ত বন্ধ থেকেছে। সিলেবাস আদৌ শেষ করা যাবে কি না তা নিয়ে সন্দিহান শিক্ষকরা।

LinkedIn
Share