Tag: Madhyamik Result 2022

Madhyamik Result 2022

  • Madhyamik Merit List: মাধ্যমিকের ফল প্রকাশিত, কোন জেলা জিতে নিল প্রথমের খেতাব?

    Madhyamik Merit List: মাধ্যমিকের ফল প্রকাশিত, কোন জেলা জিতে নিল প্রথমের খেতাব?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হয়েছে ২০২২ সালের মাধ্যমিকের ফলাফল (Madhyamik Results 2022)। দুবছর অতিমারীর অভিশাপ কাটিয়ে আবার পুরনো ছন্দে মাধ্যমিক হয়েছে এবছর। এই বছর ৬৯৩ নম্বর পেয়ে রাজ্যে যুগ্মভাবে প্রথম হয়েছেন বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই (Arnab Ghorai) এবং বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল (Raunak Mandal)। দ্বিতীয় স্থানেও রয়েছে ২ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯২। মালদার (Malda) কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) রৌনক মণ্ডল। কৌশিকী মালদার গাজোলের আদর্শবাণী অ্যাকাডেমি হাইস্কুলের ছাত্রী ও রৌনক ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের ছাত্র।

    তৃতীয় স্থানেও ২ জন। পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১। আসানসোল উমারানী ঘরাই মহিলা কল্যাণ গার্লস হাইস্কুলের অনন্যা দাশগুপ্ত ও চোরেপালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠের দেবশিখা প্রধান। চতুর্থ হয়েছেন ৪ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯০। পঞ্চম হয়েছেন ১১ জন।  প্রাপ্ত নম্বর ৬৮৯। ষষ্ঠ স্থানেও জায়গা করে নিয়েছেন পাঁচজন। প্রাপ্ত নম্বর ৬৮৮। ১০ জন জায়গা করে নিয়েছেন সপ্তম স্থানে। প্রাপ্ত নম্বর ৬৮৭। অষ্টম স্থানে ৬৮৬ নম্বর পেয়ে রয়েছেন ২২ জন। নবম স্থানাধিকারী ১৫ জনের প্রাপ্ত নম্বর ৬৮৫। প্রায় ৪০ জন রয়েছেন দশম স্থানে। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৪।   

    আরও পড়ুন: প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, জেনে নিন কী করে দেখবেন?       

    এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। প্রায় ১১ লক্ষ পড়ুয়া এবার পরীক্ষায় বসেন। এবছর পাশের হার ৮৬.৬ শতাংশ৷ অর্থাৎ ৯ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী এবার পাশ করেছেন। ছাত্রদের পাশের হার ৮৮ শতাংশ, ছাত্রীদের মধ্যে পাশের হার ৮৫ শতাংশ। পাশের হারের নিরিখে এবার শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর৷ তারপরেই কালিম্পং৷ এরপর রয়েছে যথাক্রমে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও মালদা৷ পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পং,পশ্চিম মেদিনীপুর, কলকাতায় পাশের হার ৯৪ শতাংশর বেশি। ঝাড়গ্রামে পাশের হার ৯২.৫৯ শতাংশ। উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯১.৯৮ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার ৮৯.০৮ শতাংশ। 

    এ বার মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায়। এবছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১১ শতাংশ বেশি। ছাত্রদের তুলনায় ১ লক্ষ ২০ হাজার ৯৬১ জন বেশি ছাত্রী এবছর পরীক্ষায় বসেছিলেন।  

     

  • Madhyamik Result 2022: প্রকাশিত মাধ্যমিকের ফল, জেনে নিন কী করে দেখবেন? 

    Madhyamik Result 2022: প্রকাশিত মাধ্যমিকের ফল, জেনে নিন কী করে দেখবেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল (Madhyamik Results 2022)। মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাচ্ছে সকাল ১০টা থেকে। করোনার কারণে দুবছর বিঘ্নিত হয়েছে বোর্ডের পরীক্ষা। করোনা অতিমারীতে বিঘ্নিত হওয়ার দীর্ঘ দুবছর পর ২০২২ সালে অফলাইন পরীক্ষা হয় মাধ্যমিকের। প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী এবার অংশ নিয়েছেন মাধ্যমিকে। ফল ঘোষণা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট wbbse.wb.gov.in থেকে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫০ হাজারেরও বেশি। 

    আরও পড়ুন: জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল ঘোষণা! উচ্চমাধ্যমিক, জয়েন্টের রেজাল্ট কবে? জানুন

    দুবছর বাদে পুরোনো ছন্দে শিক্ষা ব্যবস্থা। প্রকাশিত হয়েছে মেধা তালিকা। সেই পুরোনো উদ্দীপনা। পরের বছরের মাধ্যমিক পরীক্ষার সময়সূচী আজকেই ঘোষণা করা হয়।   

    এবার জেনে নিন কীভাবে দেখবেন মাধ্যমিকের ফলাফল: 

    ফলাফলের সরাসরি লিঙ্কে যান।
    এখন WBBSE ফলাফলের লিঙ্ক খুলতে হবে।
    আপনার রোল নম্বর লিখুন এবং জমা দিন।
    মার্কশিট অবিলম্বে পর্দায়

    কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে?

    www.wbbse.wb.gov.in
    http://wbresults.nic.in
    www.exametc.com
    www.indiaresults.com
    www.results.siksha
    www.schools9.com
    www.fastresult.in

    পরীক্ষার ৭৮ দিনের মাথায় এবার প্রকাশিত হল ফলাফল। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ। পরীক্ষা শেষ হয় ১৬ মার্চ। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ৮৬ শতাংশের বেশি পড়ুয়া এবারে পাশ করেছেন।  ৯ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী এবার পাশ করেছেন। এবার ছাত্রদের পাশের হার ৮৮ শতাংশ, ছাত্রীদের মধ্যে পাশের হার ৮৫ শতাংশ। 

    পাশাপাশি আজই জানিয়ে দেওয়া হল আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ। এদিন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, যে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। রীতি অনুযায়ী ‘প্রথম ভাষা’ দিয়েই শুরু হবে পরীক্ষা। আগামী বছরের শেষ পরীক্ষা হব ৪ মার্চ।  

    মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এদিন ফলাফল ঘোষণা করেন। এবার অনলাইনেই মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনির আবেদন জানানো যাবে পর্ষেদর কাছে। এদিন মাধ্যমিকের ফল প্রকাশ করার সময় এমনটাই জানালেন পর্ষদ সভাপতি।

LinkedIn
Share