Tag: Madhyamik Result 2023

Madhyamik Result 2023

  • Madhyamik Results 2023: মাধ্যমিকে একে পরীক্ষার্থী কমেছে ৪ লক্ষ, তার ওপর ফেল ১.১ লক্ষ!

    Madhyamik Results 2023: মাধ্যমিকে একে পরীক্ষার্থী কমেছে ৪ লক্ষ, তার ওপর ফেল ১.১ লক্ষ!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হল মাধ্যমিক (Madhyamik Results 2023) পরীক্ষার ফল। এদিন সকাল দশটায় পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করেন মেধা তালিকা। তাতে দেখা যাচ্ছে চলতি বছরের মাধ্যমিকে ফেল করেছে ১.১ লক্ষ ছাত্রছাত্রী। মাধ্যমিক শুরু হওয়ার সময়ই জানা গিয়েছিল এ বছরের পরীক্ষার্থী সংখ্যাও ব্যাপক কমেছে গতবারের তুলনায়। প্রায় ৪ লক্ষ কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik Results 2023) সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ এবারে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮। একে পরীক্ষার্থী কমেছে ৪ লক্ষ, তার ওপর ফেল ১.১ লক্ষ! বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন শিক্ষাবিদদের একাংশ।

    বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর ফেল করার কারণ নিয়ে কী বলছেন পর্ষদ সভাপতি?

    পরিসংখ্যান বলছে, শেষবারের মতো মাধ্যমিকের পাশের হার কমেছিল ছয় বছর আগে ২০১৭ সালে। ২০২২ সালের মাধ্যমিকের পাশের হার ছিল ৮৬.৬০ শতাংশ, এ বছরে তা কমেছে ০.৪৫ শতাংশ। দেখা যাচ্ছে মোট ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। অকৃতকার্য হওয়া ছাত্র ছাত্রীদের নতুন করে পড়াশোনা করতে বলেছেন পর্ষদ সভাপতি কিন্তু এই বিপুল সংখ্যায় ফেল করার কারণ তিনি স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করতে পারেননি। তাঁর মতে, ‘‘হয়তো পরীক্ষার দিন সেই পরীক্ষার্থীর কোন সমস্যা হয়েছে! বিষয়টি এক এক পরীক্ষার্থীর ক্ষেত্রে এক এক রকম! এটিকে এমন ভাবে বিশ্লেষণ করা যায় না।’’ বিশেষজ্ঞ মহল অবশ্য এ বিষয়ে রাজ্যের সরকারি শিক্ষার ব্যবস্থার বেহাল দশাকেই দায়ী করছেন। 

    রাজ্যের স্কুল শিক্ষা থেকে মুখ ফেরাচ্ছেন অভিভাবকরা!

    সাধারণ ভাবে প্রতি বছরের পরীক্ষার্থী সংখ্যার হেরফের খুব একটা হয়না। তবে চলতি বছরের মাধ্যমিকে (Madhyamik Results 2023) গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ। ওয়াকিবহাল মহলের মতে, ‘‘রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছেন অভিভাবকরা। তাই বিপুল সংখ্যায় পরীক্ষার্থী কমতে দেখা যাচ্ছে।’’ তাঁদের আশঙ্কা, আগামী বছরগুলিতে এই সংখ্যা আরও কমবে। অভিভাবক মহলের একাংশের মতে, ‘‘রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান যথেষ্ট পড়ে গেছে। তাই বেশিরভাগ জনেরই এখন পছন্দ কেন্দ্রীয় বোর্ডগুলি। ভিড় দেখা যাচ্ছে সিবিএসই, আইসিএসই বোর্ডগুলোতে।’’ এবিষয়ে অভিভাবকদের একাংশের মতামতেই পরোক্ষভাবে সিলমোহর দিতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে। মাস কয়েক আগে রাজ্য সরকার প্রকাশিত এক রিপোর্টে দেখা গেছিল রাজ্যে বন্ধ হতে চলেছে ৮ হাজারেরও বেশি স্কুল। যারমধ্যে প্রাথমিক স্কুলের সংখ্যাই সর্বাধিক ছিল। তবে হাইস্কুলও ছিল ওই তালিকায়। মূলত ছাত্রের অভাবকেই তখন এর মূল কারণ বলেছিল রাজ্য সরকার। ওয়াকিবহাল মহল বলছে, ‘‘কেন রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থা থেকে অভিভাবকরা মুখ ফেরাচ্ছেন তার কারণ অনুসন্ধান করা দরকার।’’ নিয়োগ দুর্নীতিও এর একটা বড় কারণ বলে মনে করছেন  অভিজ্ঞ মহলের একাংশ। যেভাবে অযোগ্য শিক্ষকরা স্কুলে চাকরিতে ঢুকছেন তাদের হাতে ছাত্রদের দিতে চাইছেন না অনেক অভিভাবক, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। অন্যদিকে, জেলাভিত্তিক পাশের হারে দেখা যাচ্ছে সব থেকে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর যেখানে ৯৬.৮১ শতাংশ পাশ করেছে, সবচেয়ে পিছিয়ে রয়েছে জলপাইগুড়ি যেখানে পাশ করেছে ৬৭.৭৩ শতাংশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Madhyamik Result 2023: ১৯ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল, ঘোষণা পর্ষদের

    Madhyamik Result 2023: ১৯ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল, ঘোষণা পর্ষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Result 2023)। এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১৯ মে সকাল ১০ টা থেকে ফল ঘোষণা শুরু হবে। প্রথমে মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করবে, সেখানে ঘোষণা করা হবে মেধাতালিকার প্রথম ১০ স্থানাধিকারীর নাম। তারপরেই ফলাফল ঘোষণা শুরু হবে স্কুলগুলিতে। প্রসঙ্গত, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Result 2023) শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ৪ মার্চ। মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়েছিল যে মে মাসে ফল প্রকাশ করা হবে সেইমতো ১৯ মে এই ফল প্রকাশিত হতে চলেছে। শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের শেষের দিকেই প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলও।

    চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে

    চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন, মধ্যশিক্ষা পর্ষদের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ লক্ষ কম। এই বিপুল পরিমাণে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় অনেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান বেহাল অবস্থাকেই দায়ী করছেন। ওয়াকিবহাল মহলের মতে, বেশিরভাগ অভিভাবকই রাজ্যের সরকারি স্কুলগুলি থেকে মুখ ফেরাচ্ছেন এবং তাঁদের সন্তানদের যেকোনও কেন্দ্রীয় বোর্ডের স্কুলে ভর্তি করাতে চাইছেন। প্রশ্ন ফাঁসের দিক থেকেও এ বছরের মাধ্যমিক পরীক্ষা বিতর্কের মধ্যে থেকেছে। মাধ্যমিকের দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা শুরুর পর, প্রশ্নপত্রের তিনটি পাতার ছবি সঙ্গে সঙ্গে ট্যুইট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের সাংসদ তখন দাবি করেন, যে প্রশ্নপত্র এভাবেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অঙ্ক পরীক্ষার দিনে গ্রাফ পরীক্ষার্থীদের গ্রাফ করতে হয়। কিন্তু মাধ্যমিকের প্রশ্নপত্রে থাকা সত্ত্বেও কোন গ্রাফ পেপারই পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়নি বলে অভিযোগ করে পরীক্ষার্থীরা। এর ফলে পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ড্যামেজ কন্ট্রোল করতে পর্ষদ বলে যে পরীক্ষার খাতাতেই ছক এঁকে করতে হবে গ্রাফ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kandi: এক মিনিটের ছোট ভাইয়ের থেকে মাধ্যমিকে ২ নম্বর বেশি পেয়ে জেলায় সম্ভাব্য প্রথম অরুনাভ

    Kandi: এক মিনিটের ছোট ভাইয়ের থেকে মাধ্যমিকে ২ নম্বর বেশি পেয়ে জেলায় সম্ভাব্য প্রথম অরুনাভ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে মাধ্যমিকে রাজ্যের সম্ভাব্য মেধা তালিকায় নাম নেই মুর্শিদাবাদ জেলার। তবে, এই জেলার শীর্ষস্থানে রয়েছে কান্দির (Kandi) যমজ ভাই। জন্মের সময়ে পার্থক্য মাত্র ১ মিনিটের। আর মাধ্যমিকে নম্বরের পার্থক্য মাত্র ২। ২০২৩ শে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সম্ভাব্য প্রথম দশের মেধা তালিকায় এই জেলার কেউ নেই। তবে, এই জেলার মেধা তালিকার নিরিখে সম্ভাব্য প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে কান্দির (Kandi) এই যমজ ভাই। তাদের একজনের নাম অরুনাভ দাস। তার প্রাপ্ত নম্বর ৬৮২। সে জেলার সম্ভাব্য প্রথম। আর তার এক মিনিটের ছোট ভাইয়ের নাম অভিষেক দাস। তার প্রাপ্ত নম্বর ৬৮০।

    দুই সন্তানের সাফল্য নিয়ে কী বললেন মা?

    কান্দি (Kandi) রাজ উচ্চ বিদ্যালয়ের ছাত্র দুজনে। ছোট থেকে দুজনেই পড়াশুনায় ভালো ছিল। দুজনেই ক্লাসে প্রথম কিংবা দ্বিতীয় হত। ফলে, মাধ্যমিকে তারা এবার ভাল ফল করবে স্কুলের শিক্ষক থেকে পরিবারের লোকজন সকলেরই আশা ছিল। এমনকী রাজ্যের মেধা তালিকায় স্থান পাওয়ার অনেকেই আশা করেছিলেন। তবে, রাজ্যের মেধা তালিকায় না এলেও জেলার সম্ভাব্য প্রথম ও দ্বিতীয় হওয়ায় খুশি পরিবারের লোকজন। দুই সন্তানের সাফল্যে খুবই আনন্দিত বাবা অমিতাভ দাস ও মা সারদা দাস। অমিতাভবাবু পশু চিকিত্সক হওয়ায় তিনি কাজের সূত্রে বাইরে থাকতেন। সারদাদেবীই মূলত দুই সন্তানের পড়াশুনা দেখভাল করতেন। তিনি বলেন, ওরা কখনও কথার অবাধ্য হত না। ছোট থেকে নিজেদের পড়াশুনা নিয়ে ওরা মনোযোগী ছিল। ফলে, দুজনের এই রেজাল্টে আমি খুশি। তবে, মেধা তালিকায় স্থান পেলে আরও ভাল লাগত।

    নিজেদের সাফল্য নিয়ে কী বললেন দুই কৃতী?

    অরুনাভর বক্তব্য, আমার এই সাফল্যের জন্য মায়ের ভূমিকা সব থেকে বেশি। তবে, আমার বাংলায় আরও ভাল রেজাল্ট হওয়ার কথা। তাই রিভিউ করব। আশা করি নম্বর বাড়বে। মেধা তালিকায় থাকতে পারলে ভাল লাগত। আর বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে। টিউশন ছাড়া বাড়িতে পাঁচ-ছয় ঘণ্টা পড়াশুনা করতাম। যেটুকু পড়তাম, মন দিয়ে পড়তাম। বাকী সময় টিভি দেখতাম। খেলাধূলা করতাম। আর ভাই অভিষেকও দাদার মতো বড় হয়ে ডাক্তার হতে চায়। তার বক্তব্য, আরও ভাল ফলের আশা করেছিলাম। ইতিহাস, বাংলায় আমি রিভিউ করব। আশা করি নম্বর বাড়বে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share