Tag: Mafia

Mafia

  • Jharkhand Police Murder: হরিয়ানার পর এবার ঝাড়খণ্ডে মাফিয়াদের হাতে খুন পুলিশকর্মী

    Jharkhand Police Murder: হরিয়ানার পর এবার ঝাড়খণ্ডে মাফিয়াদের হাতে খুন পুলিশকর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: কাল হরিয়ানার পর আজ ঝাড়খণ্ড। ফের মাফিয়ার হাতে প্রাণ হারালেন কর্তব্যরত পুলিশ কর্মী। মঙ্গলবার রাতে পশু পাচার রুখতে গাড়ি চেকিংয়ের সময় ঝাড়খণ্ডের (Jharkhand) রাঁচিতে সাব ইন্সপেক্টর সন্ধ্যা টপনোকে চোরাচালানকারীর গাড়ি ধাক্কা মারে। রাঁচির (Ranchi) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই মহিলা সাব ইন্সপেক্টরকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ।  

    আরও পড়ুন: খনি মাফিয়ার দাপট, হরিয়ানায় পিষে মারা হল কর্তব্যরত ডিএসপি-কে

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    সূত্রমতে, একটি চোরাচালানকারী গাড়ির পিছু নিয়েছিলেন ওই পুলিশ সাব ইন্সপেক্টর। পশু পাচার করা হচ্ছিল ওই গাড়িতে বলে অভিযোগ। গাড়িটিকে দাঁড়াতেও বলেন তিনি। কিন্তু গাড়িটি আচমকাই উল্টো দিকে ঘুরে ওই মহিলা পুলিশ সাব ইন্সপেক্টরকে পিষে দেয়। 

    আরও পড়ুন: সিবিআইয়ে নিয়োগ, পদ সংখ্যা চার, পারিশ্রমিক ৪০ হাজার  

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিগার খান নামের এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গাড়িতে থাকা অপর এক অভিযুক্ত পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়েছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। 

    রাঁচির এসএসপি কৌশল কিশোর সংবাদমাধ্যমকে জানান, “সন্ধ্যার কাছে খবর ছিল যে, একটি গাড়িতে পশু পাচার হচ্ছে ৷ তিনি গাড়িটিকে বাধা দিতে গেলে গাড়িচালক তাঁকে পিষে দেয় ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে এসআইকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ ঘটনার তদন্ত চলছে।”

    এটাই মাফিয়াদের হাতে পুলিশ খুনের প্রথম ঘটনা নয়। গতকাল হরিয়ানার নুহতে একটি অবৈধ খনি পরিদর্শনের সময় ডিএসপি তাউরু সুরিন্দর সিং-কেও একইভাবে পিষে মারে মাফিয়ারা। 

     

LinkedIn
Share