Tag: Maha Shivratri 2025

  • Maha Shivratri 2025: আজ মহা শিবরাত্রি, স্বপ্নে শিব দর্শন করলে কী লাভ হয় জানেন?

    Maha Shivratri 2025: আজ মহা শিবরাত্রি, স্বপ্নে শিব দর্শন করলে কী লাভ হয় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দুদের অন্যতম পবিত্র উৎসব হল মহা শিবরাত্রি (Maha Shivratri 2025)। শোনা যায়, এই দিনে ভগবান শিব (Lord Shiva) ও দেবী পার্বতীর মিলন হয়েছিল। তাই বিশ্বাস করা হয় যে, এই রাতে ভগবান শিবের শক্তি তার সর্বোচ্চ শিখরে থাকে। যে কারণে এই রাত্রি আধ্যাত্মিক উন্নতি ও স্বর্গীয় আশীর্বাদ লাভের জন্য অনন্য। প্রশ্ন হল, এই বিশেষ রাত্রিতে যদি মহাদেব স্বপ্নে আপনার সামনে উপস্থিত হন? হিন্দু বিশ্বাস অনুযায়ী, এমন স্বপ্নের গভীর তাৎপর্য রয়েছে। এটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ঘটনার ইঙ্গিত হতে পারে।

    মহা শিবরাত্রি (Maha Shivratri 2025)

    হিন্দু পঞ্জিকা অনুসারে, মহা শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এ বছর উৎসবটি পালিত হবে আজ ২৬শে ফেব্রুয়ারি। এদিন ভক্তরা দিনভর উপোস করেন। সন্ধেয় মন্দিরে ভগবান শিবের জলাভিষেক করেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভের জন্য সারা রাত ধরে চার প্রহরের পূজা করেন। স্বপ্নকে প্রায়ই ঐশ্বরিক বার্তা হিসেবে দেখা হয়। মহা শিবরাত্রিতে যদি আপনি স্বপ্নে ভগবান শিবকে দেখেন, তাহলে এটি একটি বিরল ও অত্যন্ত শুভ ঘটনা হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন দর্শনের অর্থ কী হতে পারে তা নিয়েই আজকের আলোচনা।

    স্বপ্নে ভগবান শিবকে হাসিমুখে দেখা

    মহা শিবরাত্রিতে (Maha Shivratri 2025) যদি আপনি স্বপ্নে মহাদেবকে আনন্দিত বা হাসিমুখে দেখেন, তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এই স্বপ্ন ইঙ্গিত করে যে ভগবান শিবের আশীর্বাদ আপনার ওপর রয়েছে এবং শীঘ্রই আপনার জীবনে সুখবর ও সমৃদ্ধি আসতে চলেছে। স্বপ্নে যদি আপনি একটি শিব মন্দির দেখতে পান, তাহলে এটি বিবেচিত হয় আধ্যাত্মিক জাগরণ ও ঈশ্বরীয় সুরক্ষার প্রতীক হিসেবে। এটি নির্দেশ করে যে মহাদেব আপনার প্রতি প্রসন্ন হয়েছেন। আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে।

    স্বপ্নে যদি আপনি শিবলিঙ্গের দর্শন পান কিংবা দেবী পার্বতীর সঙ্গে শিবকে দেখেন, তা অত্যন্ত শক্তিশালী ও শুভ লক্ষণ। স্বপ্ন শাস্ত্র অনুযায়ী, এই ধরনের দর্শন ইঙ্গিত দেয় যে সামনে কোনও বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। এটি আপনার জীবনে সুখ, সাফল্য ও পরিপূর্ণতা বয়ে আনতে পারে।

    স্বপ্নে ভগবান শিবের পূজা করা

    স্বপ্নে যদি আপনি নিজেকে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে বা পুজো করতে দেখেন, তবে এটি অত্যন্ত বিরল ও দৈবী দর্শন বলে মনে করা হয়। এটি ইঙ্গিত দেয় যে মহাদেবের বিশেষ আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হচ্ছে। এটি আপনার জীবনের সমস্ত বাধা দূর করে (Maha Shivratri 2025) শান্তি, সমৃদ্ধি ও সুখের পথ খুলে দেবে (Lord Shiva)।

  • Maha Shivratri 2025: আজ মহা শিবরাত্রি, উপোস থেকে পুজো, জেনে নিন নিয়মবিধি

    Maha Shivratri 2025: আজ মহা শিবরাত্রি, উপোস থেকে পুজো, জেনে নিন নিয়মবিধি

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার শিবরাত্রি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটা অতি পবিত্র একটা দিন। হিন্দু শাস্ত্র মতে, এই দিনেই শিব ও পার্বতী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ভক্তরা তাই মনে করেন, এই দিন যদি শিব-পার্বতীর পুজো করা হয় তা হলে সংসারে শান্তি বজায় থাকে। এ ছাড়াও এই দিন শিবের পুজো করলে মোক্ষলাভ হয় বলেও কথিত রয়েছে, এমনটাই বিশ্বাস। প্রসঙ্গত, শিবরাত্রির (Maha Shivratri 2025) পুজো মহিলা ও পুরুষ নির্বিশেষে সকলেই করতে পারেন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। শিবরাত্রির (Shivratri) পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই সঠিক ভাবে পালন করতে হবে।

    মহা শিবরাত্রির তাৎপর্য (Maha Shivratri 2025)

    সাধারণভাবে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়, কিন্তু ফাল্গুন মাসের শিবরাত্রি, মহা শিবরাত্রি (Maha Shivratri 2025) নামে প্রসিদ্ধ। হিন্দু ধর্ম অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন মহাদেব। এই ব্রতে ভক্তরা শিবলিঙ্গে দুধ নিবেদন করেন এবং মোক্ষ প্রার্থনা করে। সারা রাত ধরে চলে ভক্তদের প্রার্থনা। শিবলিঙ্গকে স্নান করানোর জন্য মূলত গঙ্গাজল বা গঙ্গাজল মেশানো জল ব্যবহার করা হয়। শিবলিঙ্গের মাথায় অর্পণ করা হয় তিনটি পাতাযুক্ত যৌগিক বেলপাতা।

    আগের দিন থেকেই খান নিরামিষ (Maha Shivratri 2025)

    শিবরাত্রির আগের দিন থেকেই নিরামিষ আহার গ্রহণ করতে বলছেন শাস্ত্রবিদরা। অর্থাৎ মঙ্গলবার থেকেই কোনও প্রকার আমিষ আহার গ্রহণ করা যাবে না। তার পর শিবরাত্রির দিন থেকে পরের দিন সকাল পর্যন্ত উপবাস করতে বলছেন শাস্ত্রবিদরা। যাঁরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তাঁরা শিবরাত্রির রাত না ঘুমিয়ে কাটান। শাস্ত্রবিদরা বলছেন, চেষ্টা করুন শিবরাত্রির রাতে একেবারে না ঘুমিয়ে জেগে কাটাতে। পরের দিন পুজো করে প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করুন।

    চার প্রহরের পুজো

    প্রসঙ্গত, শিবরাত্রির পবিত্র দিনে রাত জেগে চার প্রহরে শিবের পুজো করতে হয়। প্রথম প্রহরে জল দিয়ে পুজো হয়, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবের অভিষেক করার রীতি দেখা যায়। শিবরাত্রির পুণ্যতিথিতে পুজো করার সময় শিবলিঙ্গে কাঁচা দুধ এবং গঙ্গাজল অবশ্যই অর্পণ করতে বলছেন শাস্ত্রবিদরা। এই পুজোয় অপরাজিতা, ধুতরো ফুল এবং বেলপাতা ব্যবহার করা উচিত। পুজোর শেষে শিবের নাম ১০৮বার জপ করতে বলছেন বিশেষজ্ঞরা। পরের দিন পর্যন্ত যদি উপবাস না রাখা যায়, অথবা সারা রাত জেগে কাটাতে না পারলে শিবরাত্রির দিন সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে পুজো করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরপর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করা যেতে পারে। তারপর ফল ও দুধ খেতে পারেন।

    মহা শিবরাত্রির পুজোর নিয়ম

    শিবরাত্রিতে (Maha Shivratri 2025)  ব্রহ্ম মুহূর্তে উঠে শিব ও পার্বতীকে প্রণাম করে পুজোর সংকল্প গ্রহণ করুন। এর পর গঙ্গায় স্নান করুন। গঙ্গা দূরে থাকলে গঙ্গাজল মেশানো জলে স্নান করুন। নতুন ও পরিষ্কার পোশাক পরে সূর্যকে অঞ্জলি দিন। মন্দিরে গিয়ে দুধ, গঙ্গাজল দিয়ে শিবের অভিষেক করুন। এ ছাড়াও বাড়িতে একটি চৌকিতে লাল কাপড় বিছিয়ে দিন। তার উপর রাখুন শিব মূর্তি। দুধ-গঙ্গাজল দিয়ে সেই প্রতিমার অভিষেক করুন। এর পর পঞ্চোপচার নিয়মে শিব ও পার্বতীর অভিষেক করুন।

    কেন শিবলিঙ্গের ওপর জল ঢালা হয় জানেন?

    পুরাণ অনুসারে, দেবতা এবং অসুররা যখন অমৃত পাওয়ার জন্য সাগর মন্থন শুরু করেন, তখন সেখান থেকে উঠেছিল বিষ বা হলাহল। মহাবিশ্বের সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত সেই হলাহল। দেবতা এবং দানবরা মিলে ভগবান শিবকে বিষ পান করার জন্য অনুরোধ করেন। মহাবিশ্বকে রক্ষা করতে মহাদেব দেবতা ও অসুরদের অনুরোধ মেনে নেন। এবং সেই বিষ পান করেন। এই বিষ মহাদেবের শরীর জুড়ে ছড়িয়ে পড়লে তীব্র পীড়া হতে পারতো। তাই, ভোলানাথকে যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য দেবী পার্বতী তাঁর গলায় হাত রাখেন। বিষ শরীর জুড়ে ছড়িয়ে পড়ার আগেই তা রোধ হয়ে যায়। শরীর জুড়ে হলাহল ছড়িয়ে না পড়লেও ভগবান শিবের গলায় থাকার কারণে তা তাঁর গলাকে নীল করে দিয়েছিল। একারণেই তাঁকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে। বিষের কারণে প্রচন্ড উত্তপ্ত হয়ে ওঠে মহাদেবের শরীর। তাই ভগবান বিষ্ণু সেই তাপ কমানোর জন্য দেবতাদের (Maha Shivratri 2025) নির্দেশ দেন শিবের মাথায় জল ঢালতে। ভক্তদের এই বিশ্বাস থেকেই আজও শিবের মাথায় জল ঢালার রীতি দেখা যায়।

  • Maha Shivratri 2025: আজ মহাশিবরাত্রি, কখন লাগছে তিথি? থাকবে কতক্ষণ?

    Maha Shivratri 2025: আজ মহাশিবরাত্রি, কখন লাগছে তিথি? থাকবে কতক্ষণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার ২৬ ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি (Maha Shivratri 2025)। শাস্ত্র অনুযায়ী, দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ে হয়েছিল এই তিথিতেই। আবার শিবপুরাণ অনুযায়ী, মহাদেব যেদিন শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। সেই দিনই ছিল ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি। প্রসঙ্গত, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহা শিবরাত্রির (Shivratri) ব্রত। দলে দলে ভক্তরা পুণ্য ও মোক্ষ লাভের আশায় শিবের মাথায় জল ঢালেন। শাস্ত্রবিদরা বলছেন, যত ব্রত আছে সকল ব্রতের শ্রেষ্ঠ হল মহাশিবরাত্রি (Maha Shivratri 2025)। ভক্তদের বিশ্বাস, এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনায় অজ্ঞতা, অন্ধকার দূর হয়। পূরণ হয় মনের সকল বাসনা।

    কখন শুরু হচ্ছে তিথি? থাকবে কতক্ষণ?

    বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-

    চতুর্দশী তিথি আরম্ভ: ২৬ ফেব্রুয়ারি বা ১৩ ফাল্গুন, বুধবার

    সময়: সকাল ১১টা ১০ মিনিট

    চতুর্দশী তিথি শেষ: ১৪ ফাল্গুন বা ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার

    সময়: সকাল ৮টা ৫৫ মিনিট

    গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-

    চতুর্দশী তিথি আরম্ভ: ১৩ ফাল্গুন বা ২৬ ফেব্রুয়ারি, বুধবার

    সময় সকাল: ৯টা ৪১ মিনিট ৮ সেকেন্ড

    চতুর্দশী তিথি শেষ: ১৪ ফাল্গুন বা ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার

    সময়: সকাল ৮টা ২৯ মিনিট ৩১ সেকেন্ড

    ব্রত পালনের রয়েছে বিশেষ কিছু নিয়ম

    শিবরাত্রির (Maha Shivratri 2025) ব্রত পালনের রয়েছে বিশেষ কিছু নিয়ম। এই ব্রত পালন শুরু করা হয় ঠিক শিবরাত্রির আগের দিন। ব্রত শেষ হয় শিবরাত্রির পরের দিন। শাস্ত্রবিদরা জানাচ্ছেন, ব্রত শুরু হওয়ার আগের দিন থেকেই ভক্তদের নিরামিষ খেতে হবে। এরপর মহাশিবরাত্রির দিন উপবাস থাকতে হবে। গঙ্গাজল, দুধ, ঘি এবং মধু মাখিয়ে শিবলিঙ্গকে চার প্রহরে চার বার স্নান করাতে হবে। ব্রতের নিয়ম অনুযায়ী, মহাদেবকে অর্পণ করতে হবে বেলপাতা, ধুতরো ফুল, আকন্দ ফুল, অপরাজিতা (নীল) ফুল এবং ফল-মিষ্টি। শিবরাত্রির (Maha Shivratri 2025) পরের দিন কোনও ধর্মপ্রাণ মানুষকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে ভোজন করিয়ে এই ব্রত উদ্‌যাপন করা হয়।

LinkedIn
Share