Tag: Mahakal priest

Mahakal priest

  • Zomato Ad Controversy: ‘মহাকাল’ থেকে থালি অর্ডার হৃত্বিক রোশনের! বিতর্কের মধ্যে বিজ্ঞাপন প্রত্যাহার জোম্যাটোর

    Zomato Ad Controversy: ‘মহাকাল’ থেকে থালি অর্ডার হৃত্বিক রোশনের! বিতর্কের মধ্যে বিজ্ঞাপন প্রত্যাহার জোম্যাটোর

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে হৃত্বিক রোশনের (Hrithik Roshan) বিজ্ঞাপন ঘিরে শুরু হল বিতর্ক,  সোশ্যাল মিডিয়ায় উঠল ‘বয়কট জ্যোমাটো’ ট্রেন্ড। শনিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের (Ujjain’s Shree Mahakaleshwar Temple) দু’জন পুরোহিত এই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার একটি বিজ্ঞাপনের প্রচার বন্ধ করার দাবি জানান৷ তাঁরা অভিযোগ জানিয়েছেন, হৃত্বিক রোশন অভিনীত এই বিজ্ঞাপন হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে। অন্যদিকে জোম্যাটোর তরফেও একটি বিবৃতি জারি করে সাফাই দেওয়া হয়েছে।

    [tw]


    [/tw]

    আসলে বিজ্ঞাপনটিতে দেখা যায়, হৃত্বিক রোশনের ‘থালি’ খেতে ইচ্ছে হয়েছে৷ তাই খাবারটি পেয়ে তিনি বাকিদের জানাচ্ছেন, উজ্জয়িনীর ‘মহাকাল’ থেকে ‘থালি’ অর্ডার করেছেন৷ আর এরপরেই এই বিজ্ঞাপন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এদিকে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দির অবস্থিত। ওই দুই পুরোহিত মহেশবাবু ও আশিসবাবু হৃত্বিকের জ্যোমাটো বিজ্ঞাপনের প্রসঙ্গ টেনে বলেন, “মহাকাল মন্দিরে দীর্ঘদিন ধরে ভক্তদের প্রসাদ দেওয়া হচ্ছে। এই প্রসাদের জন্য কোনও অর্থ দিতে হয় না এবং প্রসাদ কোনওভাবেই ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে অর্ডার করা যায় না।” মহেশবাবু আরও বলেন, এই ফুড ডেলিভারি সংস্থা মহাকাল মন্দিরের বিষয়ে ভুল তথ্য প্রচার করছে। এমন ধরণের বিজ্ঞাপন বানানোর আগে তাদের চিন্তা ভাবনা করা উচিত। ফলে মন্দিরের দুই পুরোহিত দাবি করেন, অবিলম্বে এই বিজ্ঞাপন প্রত্যাহার করা উচিত ও জ্যোমাটোর ক্ষমা চাওয়া উচিত।

    [tw]


    [/tw]

    অন্যদিকে জোম্যাটোর তরফে জানানো হয়েছে, উজ্জয়িনীর মহাকাল রেস্তোরাঁকে বিজ্ঞাপনে ‘মহাকাল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাতে পবিত্র শ্রী মহাকালেশ্বর মন্দিরের কথা বলা হয়নি। তারা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী ও তাদের কখনও কারও বিশ্বাস ও ভাবাবেগে আঘাতের উদ্দেশ্য ছিল না। এও জানানো হয়েছে যে, তারা এই বিজ্ঞাপনটিকে প্রত্যাহার করা হয়েছে।

    [tw]


    [/tw]

    এদিকে এই বিজ্ঞাপনটি নিয়ে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। উজ্জ্বয়িনীর জেলা শাসকের কাছেও দায়ের হয়েছে অভিযোগ। বিষয়টি মধ্যপ্রদেশ পুলিশকে খতিয়ে দেখতে বলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। 

     

LinkedIn
Share