Tag: mahakumbh 2025

  • Mahakumbh 2025: মহাকুম্ভেও সাধু-সন্তরা পালন করলেন প্রজাতন্ত্র দিবস, উড়ল জাতীয় পতাকা

    Mahakumbh 2025: মহাকুম্ভেও সাধু-সন্তরা পালন করলেন প্রজাতন্ত্র দিবস, উড়ল জাতীয় পতাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ৭৬তম প্রজাতন্ত্র দিবসের উদযাপন হল মহাকুম্ভে (Mahakumbh 2025)। রবিবার ২৬ জানুয়ারি যে ছবি ধরা পরল তাতে দেখা গেল সাধু সন্তরা দেশের জাতীয় পতাকা উত্তোলন করছেন। মহকুম্ভের একাধিক জায়গাতে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায় এদিন। সাধু-সন্তদের আখড়াগুলি দেশপ্রেমের অন্যতম কেন্দ্রে পরিণত হয়। এর পাশাপাশি, এদিন উপস্থিত সাধু-সন্তরা সমবেত কণ্ঠে গাইতে থাকেন জাতীয় সঙ্গীত। দেশের সাধু-সন্তদের এমনভাবে প্রজাতন্ত্র দিবস পালন করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে। মহকুম্ভের যে সমস্ত স্থানে রয়েছে গৈরিক ধ্বজ, তার সঙ্গে ত্রিবর্ণ রঞ্জিত পতাকাও উড়তে দেখা যায় এদিন।

    প্রজাতন্ত্র দিবসের উদযাপন শুরু দণ্ডি স্বামীনগর থেকে (Mahakumbh 2025)

    প্রথম প্রজাতন্ত্র দিবসের উদযাপন শুরু হয় দণ্ডি স্বামীনগর থেকে। যেখানে হাজারেরও বেশি সন্তরা জড়ো হয়েছিলেন দেশের প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে। প্রসঙ্গত, দণ্ডি স্বামীনগরের সভাপতি রয়েছেন জগৎগুরু স্বামী মহেশ্বরম। তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। তাঁদের সংগঠনের নাম সর্বভারতীয় দণ্ডি স্বামী পরিষদ। প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের পর স্বামী মহেশ্বরম অন্যান্য সন্ন্যাসীদের উদ্দেশ্যে দেশের প্রতি কী কী কর্তব্য তা বলেন। এর পাশাপাশি জাতীয় সংহতি, অখণ্ডতা এবং ঐক্যের জন্য আমাদের কী কী করতে হবে, সে কথাও তিনি বলেন। এর পাশাপাশি তিনি একটি পরিকল্পনারও কথা বলেন যে, দেশের প্রত্যেক গ্রামে একজন করে দণ্ডি স্বামী তিনি পাঠাতে চান। যেখানে তাঁরা দুর্বল হিন্দুদের উন্নয়নের জন্য কাজ করবেন। এর পাশাপাশি সনাতন ধর্মের (Mahakumbh 2025) প্রচারও করবেন তাঁরা।

    দিকে দিকে শোনা যায় জাতীয় সঙ্গীত (Republic Day)

    প্রজাতন্ত্র দিবসের মহাকুম্ভে (Mahakumbh 2025) দিকে দিকে জাতীয় সঙ্গীত গাইতে থাকেন সাধুরা। একইসঙ্গে ধ্বনি শোনা যায় হর হর গঙ্গে, হর হর মহাদেব ধ্বনি। গঙ্গা-যমুনার তীর এই ধ্বনিতে মেতে ওঠে। অন্যদিকে শ্রী নিরঞ্জনি আখড়াতে জাতীয় পতাকা উত্তোলন করেন অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী। সেখানেও অসংখ্য সন্ন্যাসী এবং ভক্ত হাজির ছিলেন। তাঁরা সমবেত কণ্ঠে গাইতে থাকেন জাতীয় সঙ্গীত। একই সঙ্গে নাগা সাধুদের মহিলা সংগঠন শ্রী পঞ্চদশ নাম সন্ন্যাসী আখড়াও প্রজাতন্ত্র দিবস পালন করে এদিন।

  • Viral IIT Baba: “যোগী প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি নরেন্দ্র মোদি”, ভবিষ্যদ্বাণী আইআইটি বাবার

    Viral IIT Baba: “যোগী প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি নরেন্দ্র মোদি”, ভবিষ্যদ্বাণী আইআইটি বাবার

    মাধ্যম নিউজ ডেস্ক: “যোগী প্রধানমন্ত্রী হবেন। নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি হতে পারেন। এটাই হওয়া উচিত। টাইমলাইন বদলেও যায়।” কথাগুলি বললেন মহাকুম্ভ দর্শনে আসা আইআইটি বাবা (Viral IIT Baba)।

    আইআইটি বাবা (Viral IIT Baba)

    এবার মহাকুম্ভ মেলায় (Mahakumbh 2025) সবার নজর কেড়েছেন আইআইটি বাবা। তাঁর আসল নাম অভয় সিং। আইআইটি থেকে এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করে মহাকাশ গবেষণা নিয়ে কাজও করেছিলেন কিছু দিন। পরে সব ছেড়ে সন্ন্যাসী হয়ে যান। জীবনের অর্থ বুঝতেই বেরিয়ে পড়েছেন বলে জানান তিনি। অল্প সময়ের মধ্যেই তাঁর কাহিনি ভাইরাল হয়ে যায়। দ্রুত বিতর্কেও জড়িয়ে পড়েন তিনি। জুনা আখড়া থেকে তাঁকে বের করে দেওয়া হয়। আশ্রম কর্তৃপক্ষের দাবি, আইআইটি বাবা মাদকাসক্ত। যদিও তাঁর দাবি, পাছে তিনি গোপন কথা ফাঁস করে দেন, তাই তাঁকে বের করে দেওয়া হয়েছে আখড়া থেকে।

    কী বললেন আইআইটি বাবা

    এহেন আইআইটি বাবা (Viral IIT Baba) সম্প্রতি মুখ খোলেন সংবাদ মাধ্যমে। দেশের রাজনীতির ভবিষ্যৎ কী জানতে চাইলে, তিনি বলেন, “আগামিদিনে যোগীই হবেন দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী না থাকলেও, অন্তরালে যাওয়ার সম্ভাবনা নেই মোদির। তিনি আগামিদিনে রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করবেন। তাঁর এহেন ভবিষ্যদ্বাণীর জেরে নতুন করে সাড়া পড়ে গিয়েছে।”

    মাথায় বড় জটা, ছেঁড়া মলিন পোশাকে আইআইটি বাবাকে দেখে অনেকেই চমকে গিয়েছেন। টিভিতে তাঁকে দেখতে পেয়ে তাঁর বাবাও ফিরে আসতে কাতর অনুরোধ জানান। কিন্তু তিনি যে আর ফিরতে চান না, সে কথাও স্পষ্ট জানিয়েছেন আইআইটি বাবা।

    প্রসঙ্গত, জুনা আখড়া থেকে বহিষ্কার করা হয় আইআইটি বাবাকে। তাঁকে আখড়া থেকে বের করার কারণ প্রসঙ্গে জুনা আখড়ার প্রধান পৃষ্ঠপোষক মহন্ত গিরি বলেছিলেন, অভয় সিংয়ের কাজগুলি পবিত্র গুরু-শিষ্য ঐতিহ্য ও সন্ন্যাসের মূল নীতিগুলি লঙ্ঘন করে। নিজের গুরুকে অসম্মান করা সনাতন ধর্ম ও আখড়ার দ্বারা সমুন্নত মূল্যবোধের প্রতি গভীর অবজ্ঞা (Viral IIT Baba)।

    মহন্ত সোমেশ্বর পুরীকেও আক্রমণ শানিয়েছিলেন অভয়। বলেন, “আমি আগেই তাকে বলেছিলাম আমাদের মধ্যে গুরু-শিষ্যের সম্পর্ক নেই। এখন যেহেতু আমি বিখ্যাত হয়েছি, সে নিজেকে আমার গুরু বানিয়েছে (Mahakumbh 2025)।”

LinkedIn
Share