Tag: Mahesh Bhatt

Mahesh Bhatt

  • Kangana vs Mahesh: ‘মহেশ ভাটের আসল নাম আসলাম, তবে লুকিয়ে রাখেন কেন?’ প্রশ্ন করলেন কঙ্গনা

    Kangana vs Mahesh: ‘মহেশ ভাটের আসল নাম আসলাম, তবে লুকিয়ে রাখেন কেন?’ প্রশ্ন করলেন কঙ্গনা

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও খবরের শিরোনামে কঙ্গনা-মহেশ (Kangana – Mahesh)। ফের নতুন বিতর্কে জড়ালেন বলিউড কুইন কঙ্গনা রানাউত (Kangana ranaut)। এবারে কঙ্গনার নিশানায় বিখ্যাত পরিচালক-প্রযোজক মহেশ ভাট (Mahesh Bhatt)। তিনি দাবি করলেন, মহেশ ভাটের আসল নাম আসলাম (Aslam), তাই তিনি প্রশ্ন করেছেন কেন  তিনি এই নাম বদল করেছেন এবং কেন তিনি এই নাম সবার থেকে গোপন রেখেছেন? কঙ্গনা তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে মহেশ ভাটের একটি পুরনো ভিডিও শেয়ার করে এই প্রশ্ন করেন।

    এরপরেই তাঁর এই সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। শুধু নামের কথাই নয়, তিনি তাঁর ধর্ম নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর ভিডিও শেয়ার করে কঙ্গনা লিখেছেন, “মহেশজি খুব কাব্যিকভাবে হিংসার জন্য উস্কানি দিচ্ছেন।“ ভিডিও-এর আরেকটি অংশ শেয়ার করে তিনি বলেন, “আমায় বলা হয়েছিল, মহেশ ভাটের আসল নাম আসলাম। দ্বিতীয় স্ত্রী সোনি রাজদানকে বিয়ে করার জন্য তিনি ধর্ম পরিবর্তন করেছিলেন। নামটা সুন্দর, তবে লুকিয়ে রাখেন কেন?” তিনি  আরও একটি মন্তব্য করে বলেন, “নিজের আসল নাম ব্যবহার করা উচিত। আর উনি যখন ধর্ম পরিবর্তন করেছেন, তখন আর নির্দিষ্ট কোনও ধর্মের হয়ে কথা না বলাই উচিত।”

    আরও পড়ুন: ‘ব্রহ্মাস্ত্র’-এর নতুন রেকর্ড! অগ্রিম বুকিং-এ ২৪ ঘণ্টারও কম সময়ে ২০০০ টি টিকিট বিক্রি!

    এইবারই প্রথম নয়, এর আগেও তিনি মহেশ ভাটকে অনেক বিষয়ে আক্রমণ করেছেন। উল্লেখ্য ২০২০ সালে কঙ্গনা মহেশের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। কঙ্গনা দাবি করেছিলেন, মহেশ ভাটের মেয়ে পূজা ভাটের ছবি ‘ধোঁকা’-তে একটি বিশেষ দৃশ্যে কঙ্গনা অভিনয় করতে রাজি না হওয়ায় কঙ্গনার মুখে নাকি জুতো ছুঁড়ে মেরেছিলেন মহেশ। এছাড়াও চলতি বছরের প্রথমের দিকে মহেশ কন্যা আলিয়াকেও নিশানা করেছিলেন কঙ্গনা। আলিয়াকে কটাক্ষ করে ‘পাপা কী পরি’ বলেন ও মহেশকে ‘মুভি মাফিয়া’ বলেন।

    উল্লেখ্য়, মহেশ ভাটের ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমেই কঙ্গনা বলিউডে তাঁর যাত্রা শুরু করেছিলেন। কিন্তু বর্তমানে তাঁর সঙ্গে মহেশের সঙ্গে সম্পর্ক আর আগের মত নেই। তাই বার বার কঙ্গনার নিশানায় আসতে হয়েছে মহেশ ভাটকে। এবার আবারও তাঁর নাম ও ধর্ম নিয়ে মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে।

LinkedIn
Share