Tag: Malda accident

Malda accident

  • Malda Bus accident: মালদায় রাস্তার পাশে বাস উল্টে জখম অন্তত ২০ পড়ুয়া, ঠিক কী ঘটেছে?

    Malda Bus accident: মালদায় রাস্তার পাশে বাস উল্টে জখম অন্তত ২০ পড়ুয়া, ঠিক কী ঘটেছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মর্মান্তিক স্কুলবাস দুর্ঘটনায় (School Bus Accident ) জখম অন্তত ২০। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে মালদহের (Malda) ইংরেজবাজার থানার (English Bazar PS) লক্ষ্মীপুর এলাকায়। বাসটির যাত্রীরা সবাই স্থানীয় একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়া (Students)। আহত (Injured) পড়ুয়াদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদহ জেলা হাসপাতালে। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।  

    স্থানীয় সূত্রে খবর, এদিন স্কুল ছুটির পরে ৭১ জন পড়ুয়াকে নিয়ে ফিরছিল বাসটি। মালদহ মানিকচক রাজ্য সড়কের লক্ষ্মীপুর এলাকায় আচমকাই কেন্দ্রীয় বিদ্যালয়ের ওই বাসটিকে পিছলাতে দেখেন স্থানীয় বাসিন্দাদের কয়েকজন। এর পরেই রাস্তার পাশে উল্টে যায় বাসটি। ভয়ে চিৎকার করতে থাকে পড়ুয়ারা। তাদের আর্ত চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। শুরু হয় উদ্ধার কার্য। খবর পেয়ে দ্রুত চলে আসে পুলিশও। দুর্ঘটনাগ্রস্ত বাসটি থেকে একে একে বের করা হয় সব পড়ুয়াকেই। এদের মধ্যে অন্তত ২০ জন জখম হয়েছে। মাথায় আঘাত লেগেছে কয়েকজনের। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনকও। আহত পড়ুয়াদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অ্যাম্বুলেন্সের পাশাপাশি টোটো করেও পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বর্ষার নরম মাটি নাকি চালকের ভুলে এই ঘটনা তা জানতে শুরু হয়েছে তদন্ত।

    আরও পড়ুন : শুভেন্দুর কনভয়ে লরির ধাক্কা, কী হল জানেন?

    এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন ডিএসপি সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। রাজু মোহন্ত নামে স্থানীয় এক বাসিন্দার কথায়, বাড়ি থেকে বেরিয়ে দেখতে পেলাম বাসটি আস্তে আস্তে উল্টে যাচ্ছে। বাসটি সেই সময় আস্তেই যাচ্ছিল। কী করে যে হল, তা বুঝতে পারছি না। জানা গিয়েছে, এই এলাকায় রয়েছে একটি পেট্রোল পাম্প। স্বাভাবিকভাবেই জ্বালানি নিতে রাস্তা দিয়েই চলাচল করে ভারী যানবাহনও। বর্ষার ভিজে মাটিতে রাস্তাটির ক্ষতি হওয়ার কারণেই দুর্ঘটনা, নাকি চালকের ভুলে এই ঘটনা, তা জানার চেষ্টা করছে পুলিশ।

    আরও পড়ুন : শুভেন্দুকে নেতাই যেতে বাধা কেন? ডিজি, এসপির বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের

     

LinkedIn
Share