Tag: Marriage Rumour

Marriage Rumour

  • Susmita Sen: “কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়”, বিয়ে জল্পনায় নীরবতা ভাঙলেন সুস্মিতা 

    Susmita Sen: “কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়”, বিয়ে জল্পনায় নীরবতা ভাঙলেন সুস্মিতা 

    মাধ্যম নিউজ ডেস্ক: ললিত মোদির সঙ্গে প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের (Lalit Modi) প্রেমের গুঞ্জনে তোলপাড় বলিউড। ললিত মোদি (Sushmita Sen) দুজনের ছবি প্রকাশ্যে আনার পর থেকে মুখে কুলুপ এঁটে ছিলেন সুস্মিতা। অবশেষে নীরবতা ভাঙলেন।  

    আরও পড়ুন: “আমার বেটার হাফ সুস্মিতা সেন…”, ললিত মোদির ট্যুইটে তোলপাড় নেটপাড়া

    দুই মেয়ে রেনে আর আলিশাকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন সুস্মিতা। ক্যাপশনে লিখেছেন, “আমি আনন্দে আছি। কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়, নিঃস্বার্থ ভালবাসায় আমি পরিবেষ্টিত। অনেক উত্তর দেওয়া হয়েছে। কাজে ফিরতে চাই।” অভিনেত্রী আরও লিখেছেন, অভিনেত্রী আরও লিখেছেন, “আমার সুখ যাঁরা ভাগ করে নেন তাঁদেরকে ধন্যবাদ…এবং যারা করেন না তাঁদেরকে না হয় বাদ দিলাম।”

    [insta]

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Sushmita Sen (@sushmitasen47)


    [/insta]

    গত ১৪ জুলাই রাতে সুস্মিতা সেনের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদি। তারপর থেকেই চর্চায় ললিত-সুস্মিতার প্রেম। সুস্মিতার সঙ্গে নিজের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় স্বীকারও করেন ললিত মোদি। ললিত লিখলেন, “পরিবারের সঙ্গে মলদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়িয়ে লন্ডনে এলাম। আমার অর্ধাঙ্গিনী সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু। দুর্দান্ত উপভোগ করছি।”  

    আরও পড়ুন: গাঁজা কিনে সুশান্তের কাছে পৌঁছে দিতেন রিয়া চক্রবর্তী! চার্জশিটে দাবি এনসিবি-র

    ললিত মোদির সুস্মিতাকে ‘অর্ধাঙ্গিনী’ বলে সম্মোধন করার পরেই দেশজুড়ে হইচই পড়ে যায়। তারপরে ললিত পরের একটি পোস্টে বলেন যে, তাঁরা বিয়ে করেননি, শুধু প্রেম করছেন। তবে বিয়েও একদিন হবে।      

    তবে সুস্মিতা সেন ও তাঁর প্রেম নিয়ে চর্চা এই প্রথম নয়। ১৬ বছরের ছোট প্রেমিক রোহমান শলের সঙ্গে প্রেম, তার পর বিচ্ছেদ নিয়েও শিরোনামে ছিলেন নায়িকা। বেশ কিছু দিন একসঙ্গেও ছিলেন তাঁরা। ডিসেম্বরের শেষে বিচ্ছেদের কথা নিজেই ঘোষণা করেন সুস্মিতা।  

     

     

     

     

LinkedIn
Share