মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে শেষ টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেল। এর ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম টি-২০ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। এই অবস্থায় তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচটি নিউজিল্যান্ডের কাছে সিরিজ বাঁচানোর লড়াইয়ে পরিণত হয়েছিল।
আজকের খেলা
এদিন নেপিয়ারে বৃষ্টির কারণে টস দেরিতে হয়। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক টিম সাউদি। প্রথমে ব্যাটিং করে ১৯.৪ ওভারের মাথায় ১৬০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের টার্গেট ছিল ১৬১। ৯ ওভারের পর বৃষ্টির কারণে আর ম্যাচ শুরু করা যায়নি। শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে ম্যাচ টাই হয়। ভারত-নিউজিল্যান্ড ৩ ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচের সেরার পুরস্কার পেলেন মহম্মদ সিরাজ। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেওয়া মহম্মদ সিরাজ ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন সূর্যকুমার যাদব। ২টি ইনিংসে ১টি শতরান-সহ ১২৪ রান রয়েছে সূর্যের ঝুলিতে।
Match abandoned here in Napier.
Teams level on DLS.#TeamIndia clinch the series 1-0.#NZvIND pic.twitter.com/tRe0G2kMwP
— BCCI (@BCCI) November 22, 2022
নিউজিল্যান্ডে সাফল্যের খতিয়ান
টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি টিম ইন্ডিয়া (Team India)। ক্রিকেটের মেগা টুর্নামেন্টের পর নিউজিল্যান্ড (New Zealand) সফরে গিয়েছে ভারতীয় দল। সফরটা এখনও পর্যন্ত সুখের হার্দিকদের কাছে। কিউই সফরে টানা ২টি আন্তর্জাতিক টি-২০ সিরিজ জিতল টিম ইন্ডিয়া। কেননা ২০১৯-২০ মরশুমের শেষ নিউজিল্যন্ড সফরে ৫-০ ব্যবধানে টি-২০ সিরিজ জিতেছিল ভারতীয় দল। এবারও তাঁদের সামনে ২-০ করার সুযোগ ছিল। কিন্তু বৃষ্টিতে এদিন খেলা বন্ধ হয়ে গেল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।