মাধ্যম নিউজ ডেস্ক: মাঘ মাসের অমাবস্যা তিথিকে বলা হয় মৌনী অমাবস্যা (Mauni Amavasya)। চলতি বছরের মৌনী অমাবস্যা অত্যন্ত শুভ। মৌনী অমাবস্যায় মহাকুম্ভে অমৃত স্নানে রেকর্ড ভক্ত সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, আজ মঙ্গলবার ২৮ জানুয়ারি ০৭ টা ৩৫ মিনিট থেকে মৌনী অমাবস্যার তিথি পড়ছে। এই তিথি শেষ হবে আগামীকাল বুধবার ২৯ জানুয়ারি সন্ধে ৬ টা ০৫ মিনিটে। এর ফলে মৌনী অমাবস্যার ব্রত ২৯ জানুয়ারিই পালিত হবে। মৌনী অমাবস্যার ব্রাহ্ম মুহূর্ত থাকবে ২৯ জানুয়ারি ভোর ৫টা ২৫ মিনিট থেকে ভোর ৬টা ১৮ মিনিট পর্যন্ত।
মহাকুম্ভে রেকর্ড ভিড় হতে চলেছে ভক্তদের
প্রসঙ্গত, বর্তমানে ১৪৪ বছর পর প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। মহাকুম্ভমেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অমৃতস্নান মৌনী অমাবস্যাকেই ধরা হচ্ছে। মনে করা হয়, এই দিন গঙ্গার জল অমৃতে পরিণত হয়। সেই কারণে হিন্দুধর্ম অনুসারে মৌনী অমাবস্যায় পূ্ণ্যস্নান (Mauni Amavasya) বিশেষ গুরুত্ব রয়েছে। কোটি কোটি পূণ্যার্থী আগামিকাল বুধবার মহাকুম্ভে পূণ্যস্নান করবেন।
মৌনী অমাবস্যা (Mauni Amavasya) নাম কেন
পৌরাণিক কাহিনি অনুযায়ী, ঋষি মনু এই তিথিতেই জন্মেছিলেন। তাই এই দিনের নাম মৌনী অমাবস্যা। আবার অনেকেই বলেন, এই তিথিতে মৌনব্রত পালন করলে অশুভ শক্তির বিনাশ হয়। তাই এই তিথির নাম হয়েছে মৌনী অমাবস্যা। আবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মনের দেবতা হলেন চন্দ্রদেব। অন্য অমাবস্যার তুলনায় এই অমাবস্যার রাত অনেক বেশি ঘন কালো হয়। চন্দ্রদেব আকাশে থাকেন না। তাই মানুষের মন বিচলিত ও অশান্ত হয়ে ওঠে। মনকে শান্ত করার জন্য মৌনব্রত পালন করা হয়ে থাকে বলে জানাচ্ছেন অনেকে। তাই এই অমাবস্যার নাম মৌনী (Mauni Amavasya 2025)।
মৌনী অমাবস্যার মাহাত্ম্য (Mauni Amavasya)
শাস্ত্রমতে মৌনী অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে বলে জানাচ্ছেন শাস্ত্রবিদরা। সমস্ত অমাবস্যার মধ্যে মৌনী অমাবস্যারই বিশেষ মাহাত্ম্য রয়েছে, এমনটাই বলা হয়ে থাকে। এই তিথিতেই নিজের পূর্বপুরুষদের স্মরণে তর্পণ ও অনুষ্ঠান করার রীতিও চালু রয়েছে।
কীভাবে পালন করবেন মৌনী অমবস্যা?
শাস্ত্র অনুযায়ী, মৌনী অমাবস্যার সন্ধ্যায় অশ্বত্থগাছের নীচে প্রদীপ জ্বালানো উচিত। একইসঙ্গে এইদিন শনিদেবের মন্ত্র জপ করতে বলছেন অনেকে। এতে শনিদেব সন্তুষ্ট হন ও জীবনে নেতিবাচক প্রভাব কেটে যায়। এই তিথিতে দরিদ্র মানুষদের কালো বস্ত্র দিলে তুষ্ট হন শনিদেব। শাস্ত্র বিশেষজ্ঞরা এই দিনটি গঙ্গা বা কোনও নদীর জলে স্নান করে শুরু করতে বলছেন। এদিন দুধ, কালো তিল, তিলের তেল, তিলের নাড়ু দান করা উচিত। এছাড়াও সূর্যদেবকে দুধ ও তিলের বীজের অর্ঘ্য অর্পণ করলে মনের সব ইচ্ছে পূরণ হয় বলেই জানাচ্ছেন শাস্ত্রবিদরা। মৌনী অমাবস্যায় নারায়ণের পুজো করতে পারেন।
মৌনী অমাবস্যায় মৌনতা পালন
এদিন উপবাস রেখে স্নান করার রীতিও প্রচলিত রয়েছে। ভক্তদের বিশ্বাস, মৌনী অমাবস্যায় মৌনতা বজায় রাখলে মানসিক শান্তি লাভ করা সম্ভব হয়। সূর্যদেব ও প্রয়াত পূর্বপুরুষদের নামে পুজো করার জন্যই এই দিনটি মাহাত্ম্যপূর্ণ।
মৌনী অমাবস্যার মাহাত্ম্য
মৌনী অমাবস্যায় গঙ্গাস্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন গঙ্গার জল অমৃতে পরিণত হয়। এদিন মনুর জন্ম হয় বলে পুরাণে উল্লেখ আছে। মনুর নাম থেকেই এই তিথি মৌনী অমাবস্যা নামে পরিচিত বলে অনেকের ধারণা। এদিন উপবাস রেখে সারাদিন মৌনতা পালন করলে বাকসিদ্ধি অর্জন করা যায় বলে মনে করা হয়।
সকাল থেকে করণীয় কাজ
মৌনী অমাবস্যার দিন ব্রাহ্ম মুহূর্তে বিছানা থেকে উঠে পড়ুন। এরপর গঙ্গাস্নান করতে পারলে সবথেকে ভালো হয়, তবে সেটা সম্ভব না হলে নিজের স্নানের জলে একটু গঙ্গাজল মিশিয়ে নিন। স্নানের পর সূর্যদেবতাকে প্রণাম করুন ও ১০৮ বার তুলসী গাছকে প্রদক্ষিণ করুন। এরপর দরিদ্রদের নিজের ক্ষমতা অনুযায়ী খাদ্য বস্ত্র দান করুন। মৌনী অমাবস্যায় মৌনতা বজায় রাখতে পারলে খুব শুভ ফল পাওয়া যায় বলে জানাচ্ছেন সবাই। গোটা দিন পুরোপুরি মৌন থাকা যদি সম্ভব না হয়, তা হলে এদিন কাউকে খারাপ কথা বলবেন না বা কারও ওপর চেঁচামেচি করবেন। এদিন যতটা সম্ভব কম ও আস্তে কথা বলতে বলছেন শাস্ত্র বিশেষজ্ঞরা।
কী রকম পোশাক পরবেন?
শাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে মৌনী অমাবস্যায় হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং নিজের পূর্বপুরুষের নামে ধ্যান জপ করুন। ব্রতপালনের দিন সকাল বেলায় একটু হলুদ গুলে নিয়ে তা বাড়ির মূল দরজায় ছিটিয়ে দিন। তার আগে বাড়ির দরজার চৌকাঠ ভালো করে পরিষ্কার করুন। এর ফলে ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করবে।
জ্যোতিষ শাস্ত্রেও খুব গুরুত্বপূর্ণ মৌনী অমাবস্যা
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ২৯ জানুয়ারি তিন গ্রহ মিলে ত্রিবেণী যোগ তৈরি করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই তিথিতেই মকর রাশিতে সূর্য, চন্দ্র ও বুধ একসঙ্গে উপস্থিত থাকবে। যার প্রভাবে ত্রিবেণী যোগ তৈরি হবে। একইসঙ্গে বৃহস্পতির সঙ্গে এই তিন গ্রহের নবমপঞ্চম যোগও তৈরি হবে।