মাধ্যম নিউজ ডেস্ক: ৩৯৭ রান তুলেও জয়ের কড়ি জোগাড় করতে গিয়ে অনেক কালঘাম ছুটল ভারতীয় দলের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে উত্তেজনার পারদ চড়িয়ে যদিও শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে ‘মেন ইন ব্লু’। স্বাভাবিকভাবেই চওড়া হাসি অধিনায়ক রোহিত শর্মার মুখে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই মাঠে খেলে বড় হয়েছি। এখানে কখনওই স্বস্তিতে থাকা যায় না। আমরা জানতাম চাপ আসবে। আর তা মোকাবিলার জন্য আমাদের বিশেষ কিছু করতেই হতো। পরিকল্পনা মাফিক আমরা নিজেদের সেরা অস্ত্রগুলিকে সঠিক সময়ে ব্যবহার করেছি। দলের প্রত্যেকেই চেষ্টা করেছে। মহম্মদ শামি অনবদ্য। শ্রেয়সও দুর্দান্ত সেঞ্চুরি হাঁকাল। শুভমান গিল সাহসের সঙ্গে ব্যাট করছে। ও ভালো খেলার ফলে পরের দিকের ব্যাটসম্যানদের কাজটা সহজ হচ্ছে। বিরাট কোহলিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। ও এরকম একটা ম্যাচে মাইলস্টোন স্পর্শ করল। সব মিলিয়ে আমি খুশি। তবে আমাদের উপর একটা সময় প্রবল চাপ ছিল। সেটা অস্বীকার করার কোনও উপায় নেই। তবে নিজেদের উপর আস্থা ছিল। বাকি ন’টা ম্যাচ আমরা যেভাবে খেলে জিতেছি, সেটা আজও করার চেষ্টা করেছি সকলে। এটা যথেষ্ট স্বস্তির যে, আমাদের পরিকল্পনা সফল হচ্ছে।’
Raw emotions & pure joy post a special win at Wankhede 🏟️
Thank you to all the fans for the unwavering support 💙
WATCH 🎥🔽 – By @28anand#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ | @yuzi_chahal https://t.co/8fhKUtO1Ae
— BCCI (@BCCI) November 16, 2023
কী বললেন রোহিত
গত বিশ্বকাপে সেমি-ফাইনালে নিউজিলান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হারতে হয়েছিল কিউইদের কাছে। তাই একটা আশঙ্কা ছিল ভারতীয় সমর্থকদের মনে। তবে ঘরের মাঠে অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়াকে থামাতে পারেনি কেন উইলিয়ামসনের দল। তবে তাঁদের চোয়ালচাপা লড়াই প্রশংসীত হয়েছে সব মহলে। রোহিত বলেন, ‘মিচেল(ড্যারিল) এবং উইলিয়ামসন (কেন) দুর্দান্ত ব্যাটিং করেছে। আমরা ওই সময়টা ধৈর্য্য রেখেছি। দর্শকরাও সেই সময়ে কার্যত নিশ্চুপ হয়ে গিয়েছিল। আর এটাই খেলাটার বৈশিষ্ট্য। আমরা জানতাম আমাদেরকে কিছু একটা স্পেশাল পারফরম্যান্স করতেই হবে। আমরা সবকিছু চেষ্টা করি। কিন্তু তাতে লাভ হয়নি। তবে শামি এদিন অনবদ্য পারফরম্যান্স করেছেন বল হাতে।’
কী বললেন উইলিয়ামসন
অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘প্রথমত, ভারতকে অভিনন্দন। তারা পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ক্রিকেট খেলেছে, এবং সম্ভবত তারা আজ রাতে তাদের সেরা খেলাটি খেলেছে। লড়াই করার জন্য ছেলেদের কৃতিত্ব দেব। সেমিতে হেরে ছিটকে যাওয়াটা হতাশাজনক, কিন্তু গত সাত সপ্তাহ ধরে যে প্রচেষ্টা চলছে তার জন্য অত্যন্ত গর্বিত আমরা। আমাদের দল এই প্রতিযোগিতায় ভাল খেলেছে।’
শ্রেয়সের প্রশংসা
ব্যাটারদের প্রশংসা করে রোহিত বলেন, “আমাদের প্রথম ৫-৬ ব্যাটার বেশ ভালো খেলেছে। ফলে বড় রান করেছে ভারতীয় দল। এই টু্র্নামেন্টে আইয়ার (শ্রেয়স) তা খেলেছে তাতে আমি ভীষন খুশি। প্রথমদিকে গিল দারুন ব্যাট করেছে। এদিন স্বাভাবিকভাবেই অনবদ্য ব্যাটিং করেছে কোহলি। সে মাইলফলক স্পর্শ করেছে। সবমিলিয়ে আমাদের ব্যাটিংটা খুব ভালো হয়েছে। ইংল্যান্ডের ম্যাচেও আমরা মাত্র ২৩০ রান করেছিলাম। আমাদের বোলাররা ওই ম্যাচে প্রথম থেকেই উইকেট তুলে নিয়ে আমাদেরকে ম্যাচ জিতিয়েছিল। এদিনও ওরা তাই করেছে। আমি এটা বলব না যে আজ আমাদের চাপ ছিল না। তবে চাপ সামলে ছেলেরা অনবদ্য খেলেছে। আগের নটা ম্যা চে আমরা যা করেছি এই ম্যাচেও এক কাজ করেছি। সৌভাগ্যবশত আজ সবকিছু ঠিকঠাকভাবে হয়েছে।”