Tag: Mdhyom

Mdhyom

  • Murshidabad: ভোটের মুখে আরও এক ডিআইজি বদল, বিরোধীদের অভিযোগ তৃণমূল-ঘনিষ্ঠ!

    Murshidabad: ভোটের মুখে আরও এক ডিআইজি বদল, বিরোধীদের অভিযোগ তৃণমূল-ঘনিষ্ঠ!

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘তৃণমূলের হয়ে কাজ’ করছেন আইপিএস অফিসার (IPS Officer), সম্প্রতি এমনই অভিযোগ করেছিলেন বহরমপুরের বিদায়ী কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Adhir Ranjan  Chowdhury)। আর কাকতালীয় ভাবে তার পরেই মুর্শিদাবাদের ডিআইজিকে (DIG) অপসারণ করল নির্বাচন কমিশন। লোকসভা ভোটের মুখে বাংলার আরও এক অফিসার ডিআইজি মুকেশ কুমারকে সরালো নির্বাচন কমিশন। সোমবার বিকেল ৫টার মধ্যে মুর্শিদাবাদের (Murshidabad) ডিআইজি পদের জন্য তিন জনের নাম বাছাই করে কমিশনকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। তাঁদের মধ্যে থেকে এক জনকে নতুন ডিআইজি পদে নিয়োগ করবে কমিশন।

    নির্বাচন কমিশনের নির্দেশ (Murshidabad)

    কমিশনের তরফে আইপিএস অফিসার মুকেশ কুমারকে ভোটের সঙ্গে যোগ নেই, পুলিশের এমন পদে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সেই নির্দেশ কার্যকর করার কথাও বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীরের অভিযোগ, “মুকেশ মুর্শিদাবাদের (Murshidabad) এসপি থাকাকালীন থানায় যে কজন ওসি বা আইসি ছিলেন, ডিআইজি হওয়ার পর সেই অফিসারদেরই তিনি আবার থানায় নিয়ে এসেছেন। ওই সব পুলিশ আধিকারিকেরা তৃণমূল কংগ্রেসের হয়ে দিনের পর দিন কাজ করে গিয়েছেন। এই গোটা ঘটনার নেপথ্যে ছিলেন এই আইপিএস মুকেশ কুমার।” এই বিষয়টি নির্বাচন কমিশনের (Election commission ) নজরে এনে আগেই অভিযোগ জানিয়েছিলেন অধীর। তাঁর মতে, হয়তো তাঁর অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

    আরও পড়ুন: সন্দেশখালির পথেই কি নন্দীগ্রাম? তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ মহিলাদের

    আগে চার জেলার জেলাশাসককে সরানো হয়েছিল

    উল্লেখ্য ২০১৯ সালে মুকেশ কুমার মুর্শিদাবাদ (Murshidabad) জেলার এসপি ছিলেন। পরবর্তী সময়ে তাঁকে মুর্শিদাবাদ এবং নদিয়া রেঞ্জের ডিআইজি করা হয়। তবে ঠিক কী কারণে ভোটের মুখে আইপিএস মুকেশ কুমারকে নির্বাচন কমিশন সরাল, তা এখনও স্পষ্ট নয়। যদিও এমন ঘটনা প্রথম নয়, লোকসভা ভোটের মুখে (Lok Sabha Vote 2024) এর আগে রাজ্যের চার জেলার জেলাশাসককেও সরিয়ে দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। আর এবার সরানো হল মুর্শিদাবাদের ডিআইজিকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Commission: বিবেক-বিকাশ, দেশে প্রথমবার বাংলা ও গুজরাটের ডিজিপি দুই ভাই

    Election Commission: বিবেক-বিকাশ, দেশে প্রথমবার বাংলা ও গুজরাটের ডিজিপি দুই ভাই

    মাধ্যম নিউজ ডেস্ক: দুই রাজ্য পুলিশের ডিজিপি-র দায়িত্বে এবার দুই ভাই। পূর্ব ভারত ও পশ্চিম ভারতকে এভাবেই জুড়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। পশ্চিমবঙ্গ ও গুজরাট দুই রাজ্য। নির্বাচন কমিশন দুই রাজ্যে ডিজির পদে বসাল দুই ভাইকে। গুজরাট পুলিশের ডিজিপি-র দায়িত্বে আগেই ছিলেন বিকাশ সহায়। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি পদে এলেন বিকাশ সহায়ের নিজের ভাই বিবেক সহায়। জানা গিয়েছে, বিবেক বড় এবং বিকাশ ছোট। বিবেক সহায় হলেন ১৯৮৮ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার। অন্যদিকে বিকাশ ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার। দুই ভাইয়ের জন্ম ও পড়াশোনা বিহারে বলেই জানা যায়।

    গুজরাট পুলিশের ডিজিপি বিকাশ সহায়

    সোমবার নির্বাচন কমিশনের (Election Commission) এমন নির্দেশের পরে দেশের ইতিহাসে প্রথমবার রক্তের সম্পর্কের দুই ভাই দুই রাজ্য পুলিশের ডিজিপির দায়িত্বে এলেন। সোমবারই জাতীয় নির্বাচন কমিশন রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। ডিজিপি পদে আনা হয় বিবেক সহায়কে। সূত্রের খবর, বিবেক ও বিকাশ দুই জনই, দুই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন। বিকাশ সহায় গুজরাট পুলিশের সিআইডি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। রাষ্ট্রপতির হাত থেকে নিয়েছেন পুলিশ পদকও।

    পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি বিবেক সহায়

    তেমনই, বিবেক সহায়ও পশ্চিমবঙ্গ পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সঙ্গে কাজ করেছেন বলে জানা যায়। সিবিআইতেও সাফল্যের সঙ্গে কাজ করেছেন বিবেক। সিবিআইয়ে ইকোনমিক অফেন্স উইং, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে এসপি পদে থেকেছেন বিবেক। দায়িত্ব সামলেছেন দুর্নীতি দমন শাখারও। পরে আবার রাজ্য পুলিশে ফেরানো হয় তাঁকে। ডাইরেক্টরেট অব সিকিউরিটি বিভাগে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব সামলাতেন তিনি। বিকাশ সহায় ২০২৩ সালের ২ মার্চ গুজরাট পুলিশের ডিজিপি পদের দায়িত্বে আসনে। বিবেক বাংলার দায়িত্ব নিলেন ২০২৪ সালের মার্চে। বলতে গেলে এক বছর পরেই। মে মাসের ৩১ তারিখ বিবেকের অবসর নেওয়ার কথা রয়েছে, তার আগে তাঁকে বসানো হল পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL Auction 2024: স্টার্কের পিছনে বিপুল অর্থ বিনিয়োগ! কী ভাবছে কেকেআর?

    IPL Auction 2024: স্টার্কের পিছনে বিপুল অর্থ বিনিয়োগ! কী ভাবছে কেকেআর?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল নিলামে (IPL Auction 2024) মিচেল স্টার্ককে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনা তোলপাড় ফেলেছে ক্রিকেট মহলে। কারণ, আইপিএলে এর আগে কখনও একজন ক্রিকেটারের পিছনে এত টাকা ঢালেনি কোনও ফ্র্যাঞ্চাইজি। তাই প্রশ্ন উঠছে, স্টার্কের পিছনে বিপুল অর্থ বিনিয়োগ কি সঠিক সিদ্ধান্ত? এর উত্তর দেবে সময়। তবে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ একটু বেশিই আগ্রাসী হয়ে উঠেছিলেন নিলামের টেবিলে। 

    ম্যাচ উইনার স্টার্ক

    স্টার্ক একজন দক্ষ পেসার। উইকেট নিয়ে ম্যাচ ঘোরাতে পারে। বলা ভালো ম্যাচ উইনার। তাছাড়া ইডেনের পিচে যেহেতু বিগত কয়েক বছর ধরে পেসাররা সুবিধা পাচ্ছেন, তাই ঘরের মাঠে পয়েন্ট বাড়িয়ে নেওয়ায় চোখ নাইট রাইডার্সের। সেই পরিকল্পনা বাস্তবায়িত করতেই বাঁহাতি স্টার্ককে পেতে মরিয়া হয়ে উঠেছিল শাহরুখ খানের দল। স্টার্ক নিজেও বেশ উত্তেজিত। তিনি ভিডিও বার্তায় নাইট রাইডার্স সমর্থকদের মুখে হাসি ফোটানোর প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু অতীতে দেখা গিয়েছে, যে প্রত্যাশা নিয়ে ক্রিকেটারদের পিছনে মোটা অর্থ খরচ করা হয়, তা বাস্তবে সফল হয় না। স্টার্ক এক্ষেত্রে ব্যাতক্রমী হতে পারেন কিনা সেটাই দেখার। 

    পেস আক্রমণকে ঢেলে সাজানোই লক্ষ্য

    নিলামের টেবিলে শাহরুখ খানের দল বসেছিল ৩২ কোটি টাকা নিয়ে। যার ৮০ শতাংশই চলে গিয়েছে স্টার্ককে কিনতে। চেতন সাকারিয়া সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়েছে নাইট রাইডার্স। যা খুবই কম দামে। তবে স্টার্কের পিছনে এত অর্থ ঢালার পিছনে অনেকগুলি কারণ রয়েছে। আসলে, গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসার পরেই দলের পেস আক্রমণকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছিলেন। তাই ছেড়ে দেওয়া হয়েছিল শার্দূল ঠাকুর, টিম সাউদির মতো পেসারদের। তার বদলে ম্যাচ উইনার পেসার খুঁজছিল কেকেআর। স্টার্ককে নিয়ে সেই লক্ষ্য কিছুটা সফল। কেকেআর সিইও বেঙ্ক মাইসোরের কথায়, ‘হাতে যে টাকা থাকে তা খরচ করার লক্ষ্য থাকে সকলের। তবে সেটা কীভাবে খরচ করা হবে তা একেবারেই ফ্র্যাঞ্চাইজিদের নিজস্ব বিষয়। আমারা একটা পরিকল্পনা নিয়ে এগোচিছলাম। অনেক ক্রিকেটার টার্গেট ছিল। কিন্তু সেগুলি হয়নি। তাই স্টার্ককে আমরা হাতছাড়া করতে চাইনি। হাতে এখন ৬ কোটি আছে। আর কিছু ক্রিকেটারকে নেওয়া হবে।’

    আরও পড়ুন: রেকর্ড মূল্যে কলকাতায় স্টার্ক! আইপিএল নিলামে আর কোন দলে কে?

    পেস আক্রমণ শুধুই স্টার্ক নির্ভর

    তবে মনে রাখতে হবে কেকেআরের পেস আক্রমণ শুধুই স্টার্ক নির্ভর হয়ে পড়ল। পাশে তেমন কোনও বড় নাম নেই। যাঁরা অন্য প্রান্ত থেকে সাপোর্ট দিতে পারবেন নতুন বলে। তাই স্টার্কের উপর চাপ থাকবে। প্রবল চোট প্রবণ অজি ক্রিকেটারটি। নিলামের টেবিলে ঝড় তুলে অন্য ফ্র্যাঞ্চাইজিদের মুখে ঝামা ঘষে দিতে সফল কেকেআর। তবে আইপিএলের পর হিসাব মেলাবেন শাহরুখ খান। এর পরেও তাঁর দল খেতাব জিততে না পরেলও সেই ফাটা রেকর্ড বাজানো হবে, ‘হার কে ভি জিতনে বালো কো বাজিগর ক্যাহ তা হ্যায়।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Malda: মালদার ২ মহিলাকে নির্যাতন! রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

    Malda: মালদার ২ মহিলাকে নির্যাতন! রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় এবার রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। ২ সপ্তাহের মধ্যে জেলা পুলিশ সুপারকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  জেলার এসপি-র পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব ও ডিরেক্টর জেনারেল অফ পুলিশকেও বিষয়টি লিখিতভাবে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

    জামিনে মুক্ত দুই নির্যাতিতা

    গত ১৮ জুলাই মালদার বামনগোলার পাকুয়াহাটে চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করার অভিযোগ ওঠে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে নালাগোলা ফাঁড়ি ভাঙচুরকাণ্ডে নির্যাতিতাদেরই গ্রেফতার করে পুলিশ। যদিও ঘটনার দিন তারা ফাঁড়ির এলাকায় যাননি, ভাঙচুরেও যুক্ত ছিলেন না বলে দাবি করেন তাঁরা। ৭দিন পর গতকাল জামিনে জেল থেকে ছাড়া পান ২ নির্যাতিতা। ওই ঘটনায় গত ২৩ জুলাই জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেন উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তথা মালদা জেলা আদালতের আইনজীবী উজ্জ্বল দত্ত। সেই অভিযোগের ভিত্তিতেই এবার জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন।

    আরও পড়ুন: পিংলায় ছাত্রীকে ধর্ষণ করে খুন! দোষীদের ফাঁসির সাজা ঘোষণা করল আদালত

    আজ, বুধবার সকালে জামিনে মুক্ত দুই নির্যাতিতাকে মুক্তি দেয় জেল কর্তৃপক্ষ। জেল থেকে বেরিয়েই দুই নির্যাতিতার দাবি, ১৮ জুলাই ভরা হাটে চুরির মিথ্যা অপবাদে তাঁদের মারধর করা হয়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে দুই নির্যাতিতার পরিবার। তাঁদের দাবি, ঘটনার দিন হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় চোর সন্দেহে তাঁদের মারধর ও জুতোপেটা করা হয়। ভিডিয়োতে অনেকে মিলে ওই দুই মহিলাকে মারধর করতে দেখা যায়। সেই মারধরের সময়ই ওই দুই মহিলার শরীর থেকে পোশাক খুলে যায়। কিন্তু তাতেও বন্ধ হয়নি শারীরিক হেনস্থা। পরে ওই দুই মহিলাকে মারধরে অভিযোগে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম মনোরঞ্জন মন্ডল, বিজয় মন্ডল, মিনতি টুডু, বাসন্তী মার্ডি এবং রেবতী বর্মন। আদালতে পেশ করা হলে তাদের পুলিশ হেফাজতে পাঠান বিচারক।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Modi In France: ‘বন্ধু’ মাক্রঁকে কী উপহার দিলেন মোদি? পেলেনই বা কী কী? দেখে নিন

    Modi In France: ‘বন্ধু’ মাক্রঁকে কী উপহার দিলেন মোদি? পেলেনই বা কী কী? দেখে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রান্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi In France)! পেলেন সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘লিজিয়ন অব অনার’। এছাড়াও সেদেশের প্রেসিডেন্টের কাছ থেকে গ্রহণ করলেন একাধিক উপহার। সূত্রের খবর, প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ, তাঁর স্ত্রী ব্রিজিট মাক্রঁ, প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নে, ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়ায়েল ব্রাউন পিভেট এবং ফরাসি সেনেটের প্রেসিডেন্ট জেরার লারচারকে এমন কিছু উপহার দিয়েছেন মোদি, যাতে রয়েছে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া।

    কী কী উপহার দিলেন প্রধানমন্ত্রী?

    সূত্রের খবর, প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁর জন্য ভারতীয় প্রধানমন্ত্রী (Modi In France) উপহার স্বরূপ নিয়ে গিয়েছিলেন বাদ্যযন্ত্র সেতারের একটি রেপ্লিকা, যেটি পুরোপুরি চন্দনকাঠ দিয়ে তৈরি। ছোট্ট সেতারে খোদাই করা রয়েছে একটি সরস্বতী মূর্তি। দেবীর হাতেও রয়েছে একটি সেতার। এছাড়া ভগবান গণেশ এবং ভারতের জাতীয় পাখি ময়ূরের নকশা খোদাই করা রয়েছে সেটিতে। ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিটকে মোদি উপহার দিয়েছেন পোচমপল্লী সিল্ক ইক্কত শাড়ি। উজ্জ্বল গোলাপি রঙের সেই শাড়ি রয়েছে একটি দুর্দান্ত কারুকার্য খচিত চন্দনকাঠের বাক্সে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নে মোদির তরফ থেকে পেয়েছেন একটি মার্বেল ইনলে কাজ করা টেবিল। ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়ায়েল ব্রাউন পিভেটকে ভারতের প্রধানমন্ত্রী একটি হাতে বোনা কাশ্মীরি কার্পেট উপহার দিয়েছেন। ফরাসি সেনেটের প্রেসিডেন্ট জেরার লারচারকে হাতির মূর্তি উপহার দিয়েছেন নরেন্দ্র মোদি। মূর্তিটি পুরোটাই চন্দনকাঠের তৈরি। ভারতীয় সংস্কৃতিতে হাতিকে শক্তি, প্রজ্ঞা এবং সৌভাগ্যের প্রতীক বলে ধরা হয়।

    কী কী উপহার পেলেন প্রধানমন্ত্রী?

    প্রধানমন্ত্রী মোদিকে (Modi In France) ফরাসি সরকারের তরফ থেকে একাধিক উপহার দেওয়া হয়েছে। এরমধ্যে ফরাসি শিল্প-সাহিত্যের ছোঁয়া যেমন রয়েছে তেমনি দুই দেশের ঐতিহাসিক সম্পর্কও স্থান পেয়েছে।

    ১) প্রথম বিশ্বযুদ্ধের ছবি

    প্রধানমন্ত্রীকে এদিন উপহার দেওয়া হয় প্রথম বিশ্বযুদ্ধের একটি ছবি। প্রসঙ্গত, প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় সেনার একটি অংশ ফ্রান্সের পক্ষে যুদ্ধ করেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে এক ফরাসি মহিলা শিখ জওয়ানকে ফুল উপহার দিচ্ছেন। ১৪ জুলাই ১৯১৬ সালে এই ছবিটি প্যারেডের সময় তোলা হয়েছিল। উল্লেখ্য প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল ১৯১৪-১৯১৮ পর্যন্ত।

    ২) একাদশ শতকের দাবার ঘুঁটি

    শার্লেমেন এর দাবার ঘুঁটিও এদিন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, এটা দুই দেশের কয়েকশো বছরের বাণিজ্যিক সম্পর্কের প্রতীক বলে মনে করা হয়। প্রদানমন্ত্রী মোদি নিজে একজন দাবা খেলার অনুরাগী।

    ৩) সাহিত্যের উপহার

    বিখ্যাত ফরাসি সাহিত্যিক মার্শেল প্রোউস্ট এর লেখা একটি উপন্যাসের সিরিজ প্রধানমন্ত্রীর (Modi In France) হাতে। ১৯১৩ থেকে ১৯২৭ সালের মধ্যে এই উপন্যাসগুলি প্রকাশিত হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share