Tag: mdp

mdp

  • Mohamed Muizzu: চিন থেকে ঋণ নেওয়াই কি কাল হল দেশটির? কী বললেন মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি

    Mohamed Muizzu: চিন থেকে ঋণ নেওয়াই কি কাল হল দেশটির? কী বললেন মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: একরোখা মনোভাব ত্যাগ করে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করতে পরামর্শ মালদ্বীপের রাষ্ট্রপতিকে। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুকে (Mohamed Muizzu) তাঁর পূর্বসূরি রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ তাঁর অবস্থানের দৃঢ়তা ত্যাগ করার এবং দেশের আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিবেশী দেশগুলির সাথে বার্তালাপ করার পরামর্শ দিয়েছেন। সেইসঙ্গে তিনি প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কথাবলার জন্য অনুরোধ করেছেন। মালদ্বীপের এই আর্থিক সমস্যা মোকাবেলার জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।

    কী বললেন প্রাক্তন রাষ্ট্রপতি?

    এদিন প্রাক্তন রাষ্ট্রপতি সোলিহ ভারতের সাথে ঋণ পুনর্গঠন নিয়ে আলোচনায় জন্য বর্তমান রাষ্ট্রপতি মুইজ্জুকে (Mohamed Muizzu) পরামর্শ দেন। সোলিহ যুক্তি দিয়েছেন যে মালদ্বীপের আর্থিক চ্যালেঞ্জগুলি প্রাথমিকভাবে চীনের পাওনা ঋণ থেকেই মূলত তৈরি হয়েছে। তিনি বলেছেন, “ভারতের তুলনায় মালদ্বীপের ঋণ চীনের কাছে দ্বিগুণেরও বেশি। মালদ্বীপকে সাহায্য করার জন্য মধ্যপ্রাচ্যের প্রতিবেশী ইসলামিক দেশগুলির ইচ্ছার প্রতিও আস্থা প্রকাশ করে কথাবার্তার প্রয়োজনীয়তা রয়েছে।” এই প্রসঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্য থেকে প্রাপ্ত সীমিত সহায়তা বলতে ৫০ টন খেজুর মাত্র। আর কিছুই লাভ হয়নি। আমাদের একগুঁয়ে হওয়া বন্ধ করে সংলাপের জন্য চেষ্টা করতে হবে। অনেক দেশ আছে, যারা আমাদের সাহায্য করতে পারে। কিন্তু মুইজ্জু আপোস করতে চান না। আমি মনে করি বর্তমান সরকার এখন এই পরিস্থিতি বুঝতে শুরু করেছে। তাই পদক্ষেপ জরুরি দেশের জন্য।”

    ভারতের সঙ্গে সম্পর্কে অবনতি

    মুইজ্জু (Mohamed Muizzu) রাষ্ট্রপতি নির্বাচনের সময়ে এবং পরে ভারত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে। ভারতীয় সামরিক সেনা নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্যে করেছিলেন তিনি। চার মাস আগে দায়িত্ব নেওয়া সত্ত্বেও, মুইজ্জু এখনও ভারত সফর করেননি। মালদ্বীপের রাষ্ট্রপতিদের ভারতে প্রথম বিদেশ সফরের ঐতিহ্যকে ভেঙে মুইজু তার প্রথম সফর উপলক্ষে জানুয়ারি মাসে চীন গিয়েছিলেন। তার ভারত বিরোধী বক্তব্য সত্ত্বেও, মালদ্বীপকে ভারত ঘনিষ্ঠ মিত্র হিসাবে স্বীকার করে ঋণ-ত্রাণ দেওয়ার জন্য আহ্বান জানায়। গত বছরের শেষ নাগাদ মালদ্বীপকে ভারত প্রায় ৪০০.৯ মিলিয়ন ঋণ দিয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Maldives: ভারত বিরোধিতাই কাল, মলদ্বীপে মেয়র নির্বাচনে পরাজিত মুইজ্জুরের দল

    Maldives: ভারত বিরোধিতাই কাল, মলদ্বীপে মেয়র নির্বাচনে পরাজিত মুইজ্জুরের দল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত বিরোধিতার কারণে মলদ্বীপের (Maldives) মেয়র নির্বাচনে হেরে গেল প্রেসিডেন্ট মহম্মদ মইজ্জুরের দল পিএনসি। জয়যুক্ত হলেন ভারতপন্থী দলের নেতা। শনিবার রাজধানী মালের স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছে মলদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) নেতা অ্যাডাম আজিম। সম্প্রতি মোদি লাক্ষাদ্বীপ সফরে যেতেই মলদ্বীপের তিন মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিরূপ মন্তব্য করেন। এরপর ভারত মলদ্বীপের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করলে ব্যাপক শোরগোল তৈরি হয়।

    ভারত বিদ্বেষী দলের পরাজয় (Maldives)

    মলদ্বীপের (Maldives) গুরুত্বপূর্ণ নির্বাচনে ভারত বিদ্বেষী পিপলস ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ পিএনসি মেয়র নির্বাচনে পরাজিত হয়েছে এবং সেই সঙ্গে ভারতপন্থী মলদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টির নেতা অ্যাডাম আজিম জয়যুক্ত হয়েছেন। এমডিপি নেতা ইব্রাহিম সোলি অবশ্য মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। তিনি যতদিন ক্ষমতায় ছিলেন, ভারতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখেছিলেন। সম্প্রতি তাঁকে পরাজিত করে প্রেসিডেন্টের চেয়ারে বসেছিলেন পিএনসি দলের নেতা মহম্মদ মুইজ্জুর। এমডিপি নেতা অ্যাডাম যে পদে নির্বাচিত হয়েছেন, সেই পদে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিলেন মুইজ্জু। মুইজ্জু অবশ্য নির্বাচনের আগে ভারতের বিরুদ্ধে অপপ্রচার করে ক্ষমতায় ছিলেন বলে জানা যায়। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগে মেয়রের পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। এবার সেই পদে মেয়র হিসেবে বিপুল ভোটে জয়যুক্ত হন অ্যাডাম আজিম।

    ৫ হাজারের বেশি ভোট ভারতপন্থীর

    জানা গিয়েছে, ভারতপন্থী মলদ্বীপের (Maldives) এমডিপি নেতা অ্যাডাম আজিম মেয়র নির্বাচনে ৫ হাজারের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দিকে ভারত বিরোধী পিএনসি দলের মুইজ্জরের সমর্থিত প্রার্থী ছিলেন আইশাঠ আজিমা। মেয়র নির্বাচনে হার ভারত বিদ্বেষী ভাবনার পাল্টা মলদ্বীপের প্রভাব ফলে মনে করেছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

    হুঙ্কার বৃথাই গেল প্রেসিডেন্ট মুইজ্জুর

    সম্প্রতি মলদ্বীপের (Maldives) প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ৫ দিনের চিন সফর করে এসেছেন। ঠিক তারপরই শনিবার এক সাংবাদিক সম্মলেন করে বলেন, “হতে পারি আমরা ক্ষুদ্র। কিন্তু তাই বলে কাউকে চমকানোর ছাড়পত্র দিয়ে দিইনি আমরা।” এই প্রসঙ্গে নাম না করে ভারতের উদ্দেশে বলেন, “ভারত মহাসাগর কোনও নির্দিষ্ট দেশের অংশ নয়। যদিও এই সাগরের দ্বীপে আমাদের ছোট ছোট অংশ রয়েছে। আমাদের কাছে আছে ৯০০,০০০ বর্গকিমির একটি বিরাট অর্থনৈতিক ক্ষেত্র। আমরা কারও এলাকার মধ্যে নেই। আমাদের দেশ সার্বভৌম দেশ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share