Tag: mens cricket world cup 2023

mens cricket world cup 2023

  • Australia Wins ICC CWC 2023: বিশ্বকাপ হাতছাড়া করে কাঁদলেন রোহিত-সিরাজ, বিহ্বল কোহলি, ক্ষিপ্ত জাডেজা

    Australia Wins ICC CWC 2023: বিশ্বকাপ হাতছাড়া করে কাঁদলেন রোহিত-সিরাজ, বিহ্বল কোহলি, ক্ষিপ্ত জাডেজা

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বপ্নভঙ্গ ভারতীয় দলের। স্বপ্নভঙ্গ ১৪০ কোটি ভারতবাসীর। স্বপ্নভঙ্গ ভারতের। এই হারের ধাক্কায় বেসামাল টিম ইন্ডিয়া। ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। (Australia Wins ICC CWC 2023)  হারের পর কেউ মাঠেই কেঁদে ফেললেন। কারও বা রাগের বহিঃপ্রকাশ পেল অন্যভাবে।

    ঘরের মাঠে বিশ্বকাপ হাতছাড়া করে কেঁদে ফললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। অনেক কষ্টে কান্না চাপা দিলেন বিরাট কোহলি। চূড়ান্ত হতাশ দেখাল মহম্মদ সিরাজকে। মাঠেই কেঁদে ফেলেন তিনি। মাঠে হাঁটু মুড়ে বসে গ্লাভস দিয়ে মুখ লুকিয়ে ফেলেন রাহুল। ক্ষিপ্ত জাডেডজা স্টাম্পই ভেঙে দিলেন (ICC CWC World Cup 2023)।

    ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    ঘরের মাঠে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের জন্য একদিনের বিশ্বকাপ ঘরে তুলল অস্ট্রেলিয়া (Australia Wins ICC CWC 2023) । গত তিন-চার বার আয়োজক দেশই বিশ্বকাপ জিতে এসেছে। এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতকে হারিয়ে সেই ধারায় ইতি টানলো প্যাট কামিন্সের ব্রিগেড। এবারের বিশ্বকাপে ফাইনালের আগে পর্যন্ত অপ্রতিরোধ্য ছিল ভারত। ১০টি ম্যাচে ১০টিতেই জয়। ফলে, প্রত্যাশার পারদ ছিল আকাশছোঁয়া। কিন্তু, এদিন অস্ট্রেলিয়া দেখিয়ে দিল কেন তারা ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। 

     

     

     

    পাশে থাকলেন প্রধানমন্ত্রী

    এদিন মাঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দল হারার পর এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘প্রিয় ভারতীয় দল, তোমাদের প্রতিভা ও সংকল্প ছিল লক্ষণীয়। তোমরা গোটা প্রতিযোগিতায় (ICC CWC World Cup 2023) দারুন খেলেছো। দেশকে গর্বিত করেছো। আমরা আজ এবং সর্বদা তোমাদের সঙ্গে আছি।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC CWC 2023 Final: মোতেরার মন্থর পিচে অস্ট্রেলিয়ার সামনে ২৪১ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত

    ICC CWC 2023 Final: মোতেরার মন্থর পিচে অস্ট্রেলিয়ার সামনে ২৪১ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে (ICC CWC 2023 Final) অস্ট্রেলিয়ার সামনে ২৪১ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত (India vs Australia World Cup Final)। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। নির্ধারিত সময়ে মাত্র ২৪০ রান তুলতে সক্ষম হয় রোহিত বাহিনী। এদিন ভারতের হয়ে ব্যাটে অবদান রেখেছেন বিরাট কোহলি ও কেএল রাহুল। বিরাট করেন ৫৪ রান। রাহুল করেন ৬৬ রান। এছাড়া উল্লেখযোগ্য অবদান বলতে অধিনায়ক রোহিত শর্মার ৪৭। অস্ট্রেলিয়ার পক্ষে তিন উইকেট নেন মিচেল স্টার্ক। দুটি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স। একটি করে উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা। যত সময় গড়াচ্ছে, পিচ মন্থর হচ্ছে। এই পুঁজি নিয়ে কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে ভারত? গোটা টুর্নামেন্টের মতো, আজও কি জ্বলে উঠবেন শামি-বুমরারা? পিচে কি ভেলকি দেখাতে পারবেন কুলদীপ-জাডেজা?

    এদিন শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল (ICC CWC 2023 Final)। ৪ ওভারে ৩০ রান উঠে গিয়েছিল। কিন্তু, তার পরেই ঘটে ছন্দপতন। ব্যক্তিগত ৪ রান করে আউট হন শুভমান। গুজরাট তাঁর দ্বিতীয় ঘর। কারণ, আইপিএলে গুজরাট লায়ন্সের হয়ে খেলেন ভারতীয় ক্রিকেটের নতুন যুবরাজ। তবে, এদিন তিনি ব্যর্থ হন। এরপর এক অবিশ্বাস্য ক্যাচে ম্যান্ডাটরি পাওয়ার প্লে-র শেষ লগ্নে ফেরেন রোহিত। গ্লেন ম্যাক্সওয়েলের বলে সময়ের হেরফের ঘটে রোহিতের শটে। বল কভার অঞ্চলের ওপর উঠে যায়। পিছনে দৌড়ে দুরস্ত ক্যাচ ধরেন ট্র্যাভিস হেড।

    ৪৭ রান কের রোহিত আউট হন দশম ওভারে। তাঁর জায়গায় আসেন শ্রেয়স আইয়ার। গত ২ ম্যাচে দুরন্ত ছন্দ দেখান শ্রেয়স। পর পর ২ ম্যাচে শতরান করলেও তিনিও এদিন ব্যর্থ হন। মাত্র ৪ রান করেই ফিরে যান শ্রেয়স। ৮১ রানে তিন উইকেট হারিয়ে ভারত তখন ব্যাকফুটে। সেখান থেকে ইনিংস পুনর্গঠন করার কাজে মন দেন বিরাট কোহলি ও কেএল রাহুল। পিচ ধীরগতির ছিল। ব্যাটে বল আসছিল না। এই সময় ভারতের রানের গতিও অনেকটাই স্লথ হয়ে গিয়েছিল। তবে, দুই ব্যাটারের লক্ষ্য ছিল, একটা সময় পর্যন্ত উইকেটে টিকে থাকা। এক-দুই করে রান নিয়ে স্কোরবোর্ডকে সচল রাখার কাজটাই করেছিলেন কোহলি ও রাহুল (India vs Australia World Cup Final)। পরের ১৮ ওভারে ধরে ধরে খেলেন দুই ব্যাটার। এই সময় ওঠে ৬৩ রান।

    কিন্তু, ২৯ ওভারে ফের ছন্দপতন। ১ লক্ষ ৩০ হাজার নীল ঢেউ তোলা গোটা স্টেডিয়ামকে (ICC CWC 2023 Final) স্তব্ধ করে ব্যক্তিগত ৫৪ রান করে ফিরে যান কোহলি। কামিন্সের বল তাঁর ব্যাটে ছুঁয়ে উইকেট গিয়ে লাগে। বিশ্বাস করতে পারেননি কোহলিও। খানিক থমকে দাঁড়িয়ে পড়েন।  বিরাট ফেরত যাওয়ার পর ক্রিজে আসেন রবীন্দ্র জাডেজা। সূর্যকুমার যাদবের আগে জাডেজাকে পাঠানো হয়। কিন্তু, তিনিও রাহুলকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন। ৯ রান করেই ফিরে যান তিনি। রাহুল-জাডেজার পঞ্চম উইকেটে ওঠে ৩০ রান (India vs Australia World Cup Final)। অনেকেই মনে করেছিলেন রাহুল আজ পরের দিকে ধুন্ধুমার খেলবেন। কিন্তু, অস্ট্রেলিয়া বোলাররা ক্রমাগত গতির তারতম্য ঘটাচ্ছিলেন। অবেশেষে ব্যক্তিগত ৬৬ রান করে ৪২ ওভারে আউট হন রাহুল। এর পর ভারতের ব্যাটিংয়ের শেষ ভরসা ছিলেন সূর্যকুমার। কিন্তু, তিনি কিছু করে উঠতে পারেননি। রান করার তাড়ায় শেষ লগ্নে তিনিও মাত্র ১৮ রান করেই আউট হন। এর বাইরে আর ভারতের ব্যাটিংয়ে কোনও কিছুই উল্লেখযোগ্য কিছুই ছিল না।

    এখন ম্যাচের ভাগ্য নির্ভর করছে ভারতীয় বোলারদের ওপর। ব্যাটাররা অর্ধেক কাজ করেছেন। বাকি অর্ধেক দায়িত্ব পালন করতে হবে শামি-বুমরা-সিরাজ পেস ত্রয়ীকে। মোতেরার মন্থর পিচে স্পিনের ভেলকি কি দেখাতে পারবেন কুলদীপ-জাডেজা? সেটাই দেখার অপেক্ষায় তামাম ভারতবাসী। শুধু মাঠে উপস্থিত ১ লক্ষ ৩০ হাজার নয়, গোটা দেশের ১৪০ কোটি ভারতবাসীও তাঁদের হয়ে প্রার্থনা করছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Vs Netherlands: টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের, ভারতীয় দল অপরিবর্তিত

    India Vs Netherlands: টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের, ভারতীয় দল অপরিবর্তিত

    মাধ্যম নিউজ ডেস্ক: নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও পূর্ণ শক্তি নিয়ে নামল ভারত। সুযোগ থাকলেও, পরিবর্তনের পন্থা অবলম্বন করল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি অধিনায়ক রোহিত শর্মা। এর থেকেই একটা বিষয় পরিষ্কার। তা হল, এই পর্যায়ে দাঁড়িয়ে কোনও প্রকার পরীক্ষা-নিরীক্ষার পথে যেতে নারাজ দল। আগামী ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। তার আগে তাঁরা যাতে প্রয়োজনীয় ম্যাচ প্র্যাকটিস পেয়ে যান, সেটা নিশ্চিত করতে চাইছে টিম ইন্ডিয়া। 

    কী বললেন রোহিত

    এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক। সেই সময় তিনি বলেন, ‘‘এই সিদ্ধান্তের কোনও বিশেষ কারণ নেই। এই প্রতিযোগিতায় আমরা প্রথম ব্যাট করেও জিতেছি। আবার প্রথমে বল করেও জিতেছি। বেঙ্গালুরুতে রান হয়। প্রথমে ব্যাট করে বড় রান করতে চাইছি আমরা। আরও একটা সুযোগ পাচ্ছি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং দেখে নেওয়ার।’’

    ভারতীয় একাদশ— রোহিত শর্মা (অভিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, জসপ্রিত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

    নেদারল্যান্ডস প্রথম একাদশ: ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), ব্যাস ডি লিড, তেজা নিদামানুরু, লগান ভ্যান বিক, ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেন।

    কোথায়, কখন হবে ম্যাচ? কীভাবে দেখবেন?

    আজ বিশ্বকাপের (ICC CWC 2023) শেষ গ্রুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি ভারত বনাম নেদারল্যান্ডস। ম্যাচটি (India Vs Netherlands) হচ্ছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাচ্ছে স্টার স্পোর্টস চ্যানেলে এবং লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে। 

     

  • India Vs Netherlands: লক্ষ্য সেমিফাইনাল, আজ ডাচদের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে বিশ্রামে শুভমান, বুমরা?

    India Vs Netherlands: লক্ষ্য সেমিফাইনাল, আজ ডাচদের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে বিশ্রামে শুভমান, বুমরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে (ICC CWC 2023) অপ্রতিরোধ্য রোহিত শর্মার ভারত। এখনও পর্যন্ত গ্রুপ পর্যায়ের ৮টি ম্যাচ খেলে ৮টিতেই জয়ী টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের জায়গা পাকা করেছে মেন ইন ব্লু। আজ, দীপাবলির দুপুরে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ (India Vs Netherlands) খেলতে নামছেন রোহিতরা।

    একদিকে, জয়ের ধারা অব্যাহত রাখার দিকেও যেমন নজর থাকবে ভারতের, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ হলো সেমিফাইনালের আগে দলের সতেজ থাকা। যে কারণে, আজ বেঙ্গালুরুতে ডাচদের (India Vs Netherlands) বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে হয়ত একাধিক বদল করতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অন্তত এমনই একটা ইঙ্গিত গতকালই দিয়ে রেখেছিলেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়।

    একাধিক ক্রিকেটারকে বিশ্রাম?

    ভারতীয় শিবির সূত্রে খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহা-গুরুত্বপূর্ণ সেমিফাইনালের (ICC CWC 2023) আগে দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া যেতে পারে। যা জানা যাচ্ছে, এদিনের ম্যাচে (India Vs Netherlands) তিনটি বদল হতে পারে। বিশ্রাম দেওয়া যেতে পারে শুভমান গিল, রবীন্দ্র জাডেজা ও জসপ্রিত বুমরাকে। সেই জায়গায় বেঞ্চের কিছু ক্রিকেটারকে খেলিয়ে দেখে নিতে পারেন রোহিতরা। প্রথম একাদশে আসতে পারেন ঈষাণ কিসান, শার্দূল ঠাকুর ও রবিচন্দ্রন অশ্বিন।

    ভারতের সম্ভাব্য একাদশ

    রোহিত শর্মা (অভিনায়ক), ঈষাণ কিসান, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

    কোথায়, কখন হবে ম্যাচ? কীভাবে দেখবেন?

    আজ বিশ্বকাপের (ICC CWC 2023) শেষ গ্রুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি ভারত বনাম নেদারল্যান্ডস। ম্যাচটি (India Vs Netherlands) হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে দুপুর ২টো নাগাদ। তার আগে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ টস হবে। ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে এবং লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • India Vs Sri Lanka: আজ জিতলেই সেমির টিকিট নিশ্চিত ভারতের, প্রথম ব্যাটিং করবেন রোহিতরা

    India Vs Sri Lanka: আজ জিতলেই সেমির টিকিট নিশ্চিত ভারতের, প্রথম ব্যাটিং করবেন রোহিতরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচ হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যে মাঠে দুই দলের একটা ইতিহাস রয়েছে বৈকি। ২০১১ বিশ্বকাপের ফাইনালে শেষবার এই মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার, লঙ্কাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। তার পর পেরিয়ে গিয়েছে ১২ বছর। ফের একবার বিশ্বকাপের ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। 

    এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। ভারতের প্রথম একাদশে কোনও পরিবর্তন হয়নি। রোহিত জানান, টসে জিতলে তিনি প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন। ফলে, টস হারাটা ফ্যাক্টর নয়। পিচ ব্যাটিং সহায়ক। অন্যদিকে, শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন হয়েছে। ধনঞ্জয় ডি সিলভার জায়গায় দুশন হেমন্ত এসেছেন প্রথম একাদশে।  

    দুই দলের দুই লক্ষ্য

    দুই দল আজ নিজ নিজ পৃথক লক্ষ্য নিয়েই মাঠে নামছে। একদিকে, এই প্রথম ভারত এবং শ্রীলঙ্কা ওয়াংখেড়ের মাঠে মুখোমুখি হচ্ছে। বৃহস্পতিবার দুই দল নামবে দু’টি আলাদা লক্ষ্য নিয়ে। ৬ ম্যাচ খেলে ৬টিতেই জয়ী ভারতীয় দল এখন দারুন ফর্মে রয়েছে। ভারতের মোট পয়েন্ট এখন ১২। তাও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেনি টিম ইন্ডিয়া। ফলে, রোহিতরা চাইবেন আজকের ম্যাচ জিতে সেমিফাইনালের জায়গা পাকা করে ফেলতে। অন্যদিকে, শ্রীলঙ্কা চাইবে এই ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে। এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলে তারা পেয়েছে মাত্র ৪ পয়েন্ট। আফগানিস্তানের বিরুদ্ধে হেরে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে তারা। একদিনের বিশ্বকাপের মঞ্চে মোট ৯ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। এতে দুই দলের সাফল্যই সমান। ৪ বার জয় পেয়েছে মেন ইন ব্লু। শ্রীলঙ্কাও তাই। ৪ ম্যাচে জয় পেয়েছে তারা।

    দুদলের একাদশ…

    ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ।

    শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, দুশন হেমন্ত, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মাহেশ থিক্সানা, কাসুন রাজিথা, দুষ্মন্ত চামিরা, দিলশান মধুশঙ্কা।

    ফর্ম নিয়ে সতর্ক রোহিত

    গতকাল সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দেন, তাঁরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন। প্রথম একাদশ নির্ধারণ করবেন পিচ দেখেই। রোহিত বলেন, ‘‘এই মুহূর্তে সব বোলারই ভালো ছন্দে রয়েছেন। সকলেই খেলতে মুখিয়ে রয়েছেন। ওদের বিশ্রামের দরকার নেই। ওদের শরীর ভালো জায়গায় রয়েছে। তবে, পিচ দেখে চূড়ান্ত কম্বিনেশন ঠিক করব।’’ চলতি বিশ্বকাপে ভালো ফর্মে রয়েছেন ব্যাটার রোহিত শর্মাও। ৬টা ম্যাচে ৩৯৮ রান করেছেন। তা সত্ত্বেও তাঁর গলায় ধরা পড়ল সতর্কতার ছাপ। তিনি বললেন, ‘‘সবকিছু ক্লিক করাতেই তিনি সাফল্য এনে দিতে পারছি। তবে যদি আমি একটি খারাপ খেলা খেলি তখন আমি হঠাৎ করেই একজন খারাপ অধিনায়ক হয়ে যাব।’’

    কোথায়, কখন হচ্ছে ম্যাচ?

    আজ, ২ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টোয়।

    কীভাবে দেখবেন ম্যাচ?

    ভারতে ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসে। অনলাইনে ম্যাচ দেখতে পাবেন ডিজনি + হটস্টার অ্যাপে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Afghanistan vs Sri Lanka: এবার শ্রীলঙ্কা-বধ আফগানিস্তানের, সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখলেন রশিদরা

    Afghanistan vs Sri Lanka: এবার শ্রীলঙ্কা-বধ আফগানিস্তানের, সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখলেন রশিদরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ড-পাকিস্তান-শ্রীলঙ্কা। তিনটেই বিশ্ব ক্রিকেটের সমীহ জাগানো নাম। তিনজনই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। এই তিন দলকে আফগান-দূর্গে এসে পরাজয়ের মুখ দেখতে হলো। পরপর তিন প্রাক্তন বিশ্বল চ্যাম্পিয়ন দলকে হেলায় হারিয়ে বিশ্ব ক্রিকেটে তাক লাগিয়ে দিয়েছে আফগানিস্তান। সবচেয়ে বড় কথা, একই বিশ্বকাপে (ICC World Cup 2023) এই তিন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়ে নজির গড়ল আফগান দল (Afghanistan vs Sri Lanka)।

    সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা!

    ইংল্যান্ডকে হারনোর পর, মাধ্যম জানিয়েছিল, আফগানিস্তানের জয়কে আর যাই হোক, অঘটন বলে খাটো করা যাবে না। সোমবার সেটাই প্রমাণ করলেন রশিদ খান-রা। এদিন প্রায় হেলায় শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে দেয় আফগানিস্তান (Afghanistan vs Sri Lanka)। এই জয়ের ফলে, বিশ্বকাপের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এল তারা। বর্তমানে ৬ ম্যাচে তাদের ৬ পয়েন্ট রয়েছে। এখনও তাদের তিন ম্যাচ বাকি। ফলে, সেমিফাইনালে পৌঁছনোর রাস্তা খোলা রয়েছে। সেই স্বপ্ন দেখতেই পারেন রশিদ-নবি-মুজিব-রা। যদিও, সেই রাস্তা অনেক অনেক কঠিন। কিন্তু, স্বপ্ন সেই সফল করে, যে স্বপ্ন দেখে। 

    সাত উইকেটে সহজ জয়

    সোমবার পুণেতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। প্রথমে বল হাতে শ্রীলঙ্কাকে ২৪১ রানে অল আউট করে আফগানরা। বল হাতে দুরন্ত ছিলেন ফজলহক ফারুকি। ৩৪ রানের বিনিময়ে তুলে নেন বিপক্ষের চার উইকেট। এছাড়া, মুজিব নেন ২ উইকেট। এর পর ব্যাট হাতেও পরিপক্কতার ছাপ। শূন্য রানে ওপেনার গুরবাজ আউট হলেও, কখনই নিজেদের ওপর চাপ বসতে দেয়নি আফগান ব্যাটাররা (Afghanistan vs Sri Lanka)। তিন ব্যাটার অর্ধশতরান করেন। রহমত শাহ করেন ৬২, অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি (অপরাজিত ৫৮) ও আজমাতুল্লা ওমরজাই (অপরাজিত ৭৩)। মাত্র তিন উইকেটেই প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানরা।

    নজর কাড়ছে আফগানদের টিমওয়ার্ক

    গত বিশ্বকাপ ভালো কাটেনি আফগানদের। একটিও ম্যাচ জিততে পারেননি। কিন্তু, ২০২৩ সালের বিশ্বকাপে, এক অন্য আফগান বাহিনীকে দেখছে গোটা ক্রিকেট-বিশ্ব। যে দল এবারের বিশ্বকাপের (ICC World Cup 2023) অনেক হিসেব-নিকেষ উল্টে দিচ্ছে। বদলে দিচ্ছে সমীকরণ (Afghanistan vs Sri Lanka)। যে দলটা ২০১৯ ওডিআই বিশ্বকাপের একটি ম্যাচও জেতেনি, চার বছর পর তারাই রোমাঞ্চকর প্রত্যাবর্তন করেছে। সকলকে চমকে দিয়ে বিশ্বকাপের হিসাব-নিকেষই বদলে দিয়েছে আফগানিস্তান। আফগানদের থেকে এত পরিণত ক্রিকেটের আশা কেউ করেননি। আর সেটাই করে দেখাচ্ছে তারা। প্রতিটা ম্যাচে টিমওয়ার্ক বা দলগত অবদান ধরা পড়ছে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Vs England: শামি, বুমরার বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী ইংল্যান্ড, কার্যত সেমিফাইনালে ভারত

    India Vs England: শামি, বুমরার বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী ইংল্যান্ড, কার্যত সেমিফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যাহ্ন বিরতির সময় ভারতের অতি বড় সমর্থকও ভাবতে পারেননি, ভারত এই ম্যাচ জিতে যাবে। যেখানে এখন টি২০ ম্যাচে ২০০-র বেশি রান ওঠে, সেখানে ৫০ ওভারে ২৩০ রানের টার্গেট যে সহজেই পার করা সম্ভব, তা বলা বাহুল্য। কিন্তু, শামি-বুমরা সমৃদ্ধ ভারতীয় দলের বোলিং লাইন আপ দেখিয়ে দিল, এভাবেও ফিরে আসা যায়। এই রানের পুঁজি নিয়েও ম্যাচ জেতা যায়। এদিন লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়নদের দুরমুশ করে জিতল ভারত। এই জয়ের ফলে কার্যত বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল মেন ইন ব্লু-রা। 

    এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংরেজরা। অন্য দিনের মতো, স্বভাবচিত আক্রমণাত্মক ঢঙেই শুরু করেছিলেন অধিনায়ক রোহিত। কিন্তু, চতুর্থ ওভারেই ছন্দপতন ঘটে। প্রথম উইকেট হারায় ভারত। ক্রিস ওকসের বলে বোল্ড হন শুভমান গিল। এক রান পরই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান কোহলি। এক পর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। একদিকে তখন দাঁড়িয়ে রোহিত। অন্যদিকে, একের পর এক তাঁর পার্টনার বদল হতে থাকে। 

    এদিন ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন রোহিত। ১০১ বলে ৮৭ রান করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার ও একটি ছক্কায়। এছাড়া, কে এল রাহুল করেন ৩৯ (৫৮ বল) এবং সূর্যকুমার যাদব করেন ৪৯ (৪৭ বল)। ৬ জন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২২৯ রান করে ভারত। 

    জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ডের ডেভিড মালান ও জনি বেয়ারস্টো জুটি। এদিনও ছন্দে ছিলেন না মহম্মদ সিরাজ। একদিকে, যখন জসপ্রিত বুমরা চাপ সৃষ্টি করছিলেন, তখন অন্যদিকে, তিনি রান দিচ্ছিলেন। ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন বুমরাই। বিপজ্জনক হয়ে ওঠা ডেভিড মালানকে ফেরান তিনি। পরের বলেই ফের আঘাত হানেন বুমরা। প্রথম বলেই তাঁর বলে লেগ বিফোর হয়ে ফিরে যান জো রুট। 

    বুমরা যেখানে শেষ করেন, সেখান থেকেই যেন শুরু করলেন শামি। যেন ব্যাটনটা হস্তান্তর হয়ে যায়। শামির আগুনে বোলিংয়ের কোনও জবাব ছিল না ইংল্যান্ড ব্যাটারদের কাছে। এক সময় শামির বোলিং ফিগার ছিল ৫ ওভার- ২ মেডেন-৫ রান-৩ উইকেট। এই ছোট্ট পরিসংখ্যানই বলে দিচ্ছে, আজ বাইশ গজে কী তাণ্ডব ঘটিয়েছেন তিনি। সবচেয়ে বড় কথা, যখনই ইংল্যান্ড ব্যাটাররা কোনও পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করেছেন, তখনই বল করতে এসে, তা ভেঙে দিয়েছেন শামি। এদিন শামি ৪ উইকেট নেন। বুমরা নেন তিনটি।

    ভারতের পেস আক্রমণের কথা বলার পাশাাপাশি স্পিন আক্রমণের কথা ভুলে গেলে চলবে না। এদিনও দুর্ধর্ষ ফর্মে ছিলেন কুলদীপ যাদব। জস বাটলারকে তিনি যে বলে আউট করেছেন, সেটা এই বিশ্বকাপের সেরা ডেলিভারির তালিকায় থাকতে বাধ্য। এদিনের ম্যাচে ২ উইকেট নেন কুলদীপ। একইভাবে, বরাবরের মতো মিতব্যয়ী ছিলেন রবীন্দ্র জাডেজা। বুদ্ধিদিপ্ত বোলিং করে ইংল্যান্ড ব্যাটারদের ওপর তিনি এতটাই চাপ সৃষ্টি করেন, যার ফল ক্রিস ওকসের স্টাম্পিং।

    ফলস্বরূপ, ২৩০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৩৪.৫ ওভারে ১২৯ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ১০০ রানের ব্যবধানে জয়ী হয় ভারত। এই জয়ের ফলে, ফের একবার পয়েন্ট তালিকার শীর্ষ পৌঁছে গেল মেন ইন ব্লু। ৬ ম্যাচ খেলে ভারতের পয়েন্ট এখন ১২। ফলে, সেমিফাইনালে এক পা বাড়িয়ে রাখল রোহিত-বাহিনী। অন্যদিকে, ৬ ম্য়াচে পাঁচটা হেরে বিশ্বকাপে বিদায় ঘণ্টা বাজল গতবারের চ্যাম্পিয়নদের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Team Dravid Triund Trek: বিশ্বকাপের মাঝে এক সপ্তাহের ‘ব্রেক’ টিম ইন্ডিয়ার, কোচিং স্টাফদের নিয়ে ট্রেকিংয়ে দ্রাবিড়

    Team Dravid Triund Trek: বিশ্বকাপের মাঝে এক সপ্তাহের ‘ব্রেক’ টিম ইন্ডিয়ার, কোচিং স্টাফদের নিয়ে ট্রেকিংয়ে দ্রাবিড়

    মাধ্যম নিউজ ডেস্ক: গত রবিবার ধর্মশালায় ছিল ভারতের ম্যাচ। সেখানে নিউজিল্যান্ডকে পরাস্ত করে টিম ইন্ডিয়া। বর্তমানে পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয়ী হয়েছে রোহিত-বাহিনী। বিশ্বকাপের (ICC World Cup 2023) পয়েন্ট তালিকাতেও ভারত রয়েছে শীর্ষে। ভারতের পরের ম্যাচ আগামী রবিবার, লখনউতে। বিপক্ষ ইংল্যান্ড। তার আগে, একদিনের ছুটি নিয়ে ঝটিকা সফরে পাহাড়ে ঘুরে এলেন কোহলি-রোহিতদের হেড কোচ রাহুল দ্রাবিড় সহ টিম ইন্ডিয়ার গোটা কোচিং ও সাপোর্ট স্টাফ (Team Dravid Triund Trek)।

    বিশ্বকাপের মাঝে এক সপ্তাহের ব্রেক

    ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে এক সপ্তাহ ‘ব্রেক’ পেয়েছে টিম ইন্ডিয়া। তাই বিশ্বকাপের মাঝে ছোট ছুটির মেজাজে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মাঝে ট্রেকিং অভিযানে যাওয়ার বিষয়ে ক্রিকেটারদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও কোচ-সাপোর্ট স্টাফদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মন তরতাজা করতে একদিনের পর্বতারোহণে গিয়েছিল টিম দ্রাবিড় (Team Dravid Triund Trek)। সাপোর্ট স্টাফদের সঙ্গে নিয়ে পর্বতারোহণে রেরিয়ে পড়েন মেন ইন ব্লু-দের হেড-স্যর। গন্তব্য হিমাচল প্রদেশের ত্রিউন্ড ট্রেক। ওই অভিযানে দ্রাবিড়ের সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সহ বাকি কোচ ও সাপোর্ট স্টাফের সদস্যরা। 

    টিম দ্রাবিড়ের পর্বতারোহণের ভিডিও

    পর্বতারোহণের সেই ভিডিও নিজেদের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে শেয়ার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ছবির মতো সুন্দর নৈসর্গিক দৃশ্যের জন্য বিখ্যাত হলো ত্রিউন্ড। সেখান থেকে ধৌলাধর পর্বতমালা স্পষ্ট দেখা যায়। ৯ কিলোমিটার দৈর্ঘ্যের সেই ট্রেক করতে ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। ভিডিওতে দেখা গিয়েছে, ধর্মশালার ঠান্ডা আবহে ট্রেকিংয়ের স্বাদ চুটিয়ে উপভোগ করছেন রাহুল দ্রাবিড় এবং তাঁর সঙ্গীরা (Team Dravid Triund Trek)। সেখানেই দ্রাবিড়কে বলতে শোনা যায়, ‘‘ট্রেক করে পাহাড়ে ওঠাটা দারুণ চ্যালেঞ্জিং। এখানে এলেই বুঝতে পারবেন কত সুন্দর এই দৃশ্য। সাপোর্ট স্টাফদের কাছেও এটা দারুণ মুহূর্ত।’’ ভারতের হেড-স্যর আরও বলেন, ‘‘আপনি একবার যদি এখানে আসেন, তবে দেখবেন, দৃশ্যগুলো সব শ্বাসরুদ্ধকর এবং দর্শনীয়। সাপোর্ট স্টাফদের জন্য এখানে আসতে পারাটা অবিশ্বাস্য। একটা দারুণ দিন কাটছে।’’

    ‘‘ক্রিকেটারদের আনাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেত”

    রোহিত-কোহলিদের না আনতে পারার আফশোসও ধরা পড়েছে দ্রাবিড়ের গলায়। তবে একইসঙ্গে, তিনি জানিয়ে দেন, কেন তাঁরা আসেননি। দ্রাবিড়ের মতে, কোনও ক্রিকেটারকে এখন ট্রেকে নিয়ে আসাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেত (Team Dravid Triund Trek)। বিশ্বকাপের (ICC World Cup 2023) মাঝে কোনও ক্রিকেটারের কোনও ভাবে চোট লাগুক, সেটা তিনি চান না। দ্রাবিড় বলেন, ‘‘দুর্ভাগ্যবশত ছেলেদের এখানে আনতে পারছি না। এই পাথরগুলোর উপর দিয়ে হাঁটা একটু বেশি ঝুঁকিপূর্ণ ছিল। তবে আশা করি, একদিন যখন ওরা খেলবে না, আমি ওদের এখানে নিয়ে আসতে চাই।’’ ঝুঁকির কথা স্বীকার করেছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও। তিনি জানান, শেষ আধ ঘণ্টার ট্রেকটি একটু কঠিন। তবে, জায়গার প্রশংসায় তিনিও পঞ্চমুখ।

    পাহাড়ি নদীতে স্নান দুই রাহুলের

    তবে, ট্রেকিংয়ে না নিয়ে গেলেও, একজন ক্রিকেটারকে নিয়ে পাহাড়ি নদীতে স্নান সারেন দ্রাবিড় স্যর। নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন ক্রিকেটার লোকেশ রাহুল। দেখা যায়, পাহাড়ি নদীতে গা ভেজাচ্ছেন দ্রাবিড়, রাঠোর ও রাহুল। সেই ছবি পোস্ট করে রাহুল লেখেন, “প্রকৃতির বুকে ঠান্ডা জলে ডুব দেওয়ার থেকে ভাল কিছু হতেই পারে না।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Afghanistan Beats Pakistan: কাবুলে অকাল দেওয়ালি! শূন্যে গুলি ছুড়ে, বাজি ফাটিয়ে জয়োল্লাস আফগানদের

    Afghanistan Beats Pakistan: কাবুলে অকাল দেওয়ালি! শূন্যে গুলি ছুড়ে, বাজি ফাটিয়ে জয়োল্লাস আফগানদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার রাতে চেন্নাইয়ের মাঠে পাকিস্তানকে পরাস্ত করে ঐতিহাসিক জয় (Afghanistan Beats Pakistan) লাভ করে আফগান ক্রিকেট দল। আর এই জয়ের পরই উৎসবে মেতে ওঠে গোটা আফগানিস্তান। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে সেই উৎসব উদযাপনের। যদিও সেই ভিডিওর সত্যতা যাটাই করেনি মাধ্যম। 

    ভাইরাল সেলিব্রেশনের ভিডিও

    একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক আফগান নিজের বন্দুক থেকে শূন্যে গুলি ছুড়ে উৎসব পালন করছেন। রাতের আকাশ ঝলসে উঠছে আতসবাজির রোশনাইয়ে। প্রথমবার পাকিস্তানকে পরাস্ত করল আফগানিস্তান। তাও একেবারে বিশ্বকাপের মঞ্চে। এর আগে, পাকিস্তানের বিরুদ্ধে ৭টি একদিনের ম্যাচ খেলেছে আফগানিস্তান। একটিও জিততে পারেনি। ফলে, এই জয় আফগানদের কাছে ভীষণই স্পেশাল। বাচ্চা থেকে বুড়ো— সকলেই রাস্তায় নেমে পড়ে আফগানিস্তানের পাকিস্তান-বধ (Afghanistan Beats Pakistan) উদযাপন করেন। কাবুলের রাস্তাতেই চলে গোটা রাত সেলিব্রেশন। 

     

    ইংরেজ-বধের পর পাক-বধ

    চলতি বিশ্বকাপে, দুরন্ত ফর্মে রয়েছে আফগান দল। পাকিস্তানকে দুরমুশ করার আগে গতবারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকেও হারিয়েছে তারা। এই প্রথম বিশ্বকাপে, দুটো ম্যাচ জিতলেন রশিদ-নবিরা। ইংল্যান্ড-জয় দিয়ে যে উৎসব শুরু হয়েছিল, তা যেন অন্য উচ্চতায় পৌঁছে গেল পাকিস্তান-বধের (Afghanistan Beats Pakistan) দিনে। এই জয়ের ফলে, পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এল আফগানিস্তান। এই জয় প্রমাণ করল, আফগানিস্তান আর কোনও ছোট দল নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে জয় যে কোনও ফ্লুক বা অঘটন ছিল না, তা সোমবার প্রমাণিত হল। 

    চেন্নাই যেন মিনি-কাবুল!

    সোমবার ম্যাচ দেখতে চিদম্বরম স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বহু আফগান সমর্থক। ম্যাচের পর চেন্নাইয়ের রাস্তায় উৎসবে মেতে ওঠেন তাঁরা। নাচতে শুরু করেন। দেখে বোঝার উপায় ছিল না, এটা ভারত না আফগানিস্তান। এমনিতে, ভারতে যথেষ্ট পরিমাণ আফগান বাস করেন। ফলে, সোমবার চেন্নাইতে আফগানদের বিজয়োৎসব পালন সকলকে তাক লাগিয়ে দেয়। এমনকী, কয়েকজন ভারতীয়ও আফগানদের সঙ্গে নাচে মেতে ওঠেন। 

    ভারতীয় সমর্থকদের প্রশংসায় রশিদ

    এদিন পাক-বধ (Afghanistan Beats Pakistan) করার পর ভারতীয়দের সমর্থনের কথা বিশেষ করে উল্লেখ করেন আফগান তারকা স্পিনার রশিদ খান। তিনি বলেন, “ম্যাচে আমাদের সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদ জানাতে চাই। জয়ের জন্য ভারতীয়দের সমর্থন অনুঘটকের কাজ করেছে। সমর্থকরা সবসময়েই আমাদের পিছনে ছিলেন। ভারতে যে জনসমর্থন পাচ্ছি, তা ব্যাপক উপভোগ করছি আমরা।”

    আফগান টিম বাসে ‘লুঙ্গি ড্যান্স’

    ম্যাচের পর হোটেলে ফেরার সময়ও টিম বাসের মধ্যেই একপ্রস্থ আনন্দ উদযাপন (Afghanistan Beats Pakistan) করেন আফগান ক্রিকেটাররা। শাহরুখ খানের বিখ্যাত ‘লুঙ্গি ড্যান্স’ গানে বাসের মধ্যেই নাচতে থাকেন আফগান ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় ম্যাচের পরেই এক ভিডিও ভাইরাল হয়, যেখানে রশিদ খানদের দেখা যাচ্ছে টিম বাসেই বলিউডি গানে লাগামছাড়া উদযাপন পর্ব চলছে। 

    ধারাভাষ্য ছেড়ে নাচ শুরু ইরফানের

    তার আগে, মাঠে খেলা শেষে ধারাভাষ্য দেওয়ার ফাঁকেই রশিদ খানের সঙ্গে নাচতে শুরু করেন প্রাক্তন ভারতীয় পেসার ইরফান খান। সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে পোস্ট করে ইরফান লেখেন, ‘‘রশিদ তাঁর কথা রেখেছে। আমিও আমার কথা রাখলাম। ভালো খেলেছ তোমরা!’’

    সোমবার, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮২ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Ibrahim Zadran: ‘‘এই জয় উৎসর্গ করলাম…’’! পাক-বধ করে ‘বোমা’ ফাটালেন ম্যাচের নায়ক জাদরান

    Ibrahim Zadran: ‘‘এই জয় উৎসর্গ করলাম…’’! পাক-বধ করে ‘বোমা’ ফাটালেন ম্যাচের নায়ক জাদরান

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানকে হারানোর পর (Afghanistan Beats Pakistan) একেবারে সরাসরি পাক সরকারকে আক্রমণ করলেন আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

    ম্যাচের সেরা জাদরান

    সোমবার, চেন্নাইয়ে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে আফগানিস্তান (Afghanistan Beats Pakistan)। এই প্রথম একদিনের ম্যাচে পাকিস্তানকে পরাস্ত করল আফগানরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮২ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানরা। এই জয়ে বড় ভূমিকা পালন করেন জাদরান। ওপেন করতে নেমে ১১৩ বলে ৮৭ রান করেন ইব্রাহিম জাদরান। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০টি বাউন্ডারিতে। গুরবাজের সঙ্গে প্রথম উইকেটে ১৩০ রানের পার্টনারশিপ করে আফগানিস্তানের জয়ের ভিত তৈরি করে দেন জাদরান (Ibrahim Zadran)। ফলস্বরূপ ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি।

    কী ‘বোমা’ ফাটালেন আফগান ব্যাটার?

    খেলার পর ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ‘বোমা’ ফাটান এই আফগান ব্যাটার। কোনওরকম রাখঢাক না করেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার রামিজ রাজার প্রশ্নের প্রেক্ষিতে জাদরান স্পষ্টত বলে দেন, আফগানিস্তানের যে শরণার্থীদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে পাকিস্তান, তাঁদের ম্যাচের সেরা পুরস্কার উৎসর্গ করছেন। জাদরান (Ibrahim Zadran) বলেন, “আমি এই পুরস্কার সেই সব মানুষকে উৎসর্গ করতে চাই, যাঁদের পাকিস্তান থেকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

    বহু আফগান শরণার্থীকে বের করে দিচ্ছে পাকিস্তান?

    প্রসঙ্গত, পাকিস্তান থেকে অনেক আফগানকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, ২১ অক্টোবর ৩২৪৮ জন আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। মোট ৫১ হাজার আফগান উদ্বাস্তুকে পাকিস্তান থেকে এখনও পর্যন্ত বার করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ১ নভেম্বরের মধ্যে সমস্ত নথিবিহীন শরণার্থীদের পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। যে সিদ্ধান্তের ফলে পাকিস্তানে বসবাসকারী প্রায় ১৭ লাখ আফগান শরণার্থীদের জীবন প্রভাবিত হবে। বিষয়টির তুমুল বিরোধিতা করেছে আফগানিস্তানের তালিবান সরকার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share