Tag: Meta

Meta

  • Google TikTok: টিকটককে কেনার প্লানিং করছে গুগল! দেখুন বিস্তারিত

    Google TikTok: টিকটককে কেনার প্লানিং করছে গুগল! দেখুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে(TikTok) কেনার ভাবনাচিন্তা করছে টেক জায়ান্ট কোম্পানি গুগল(Google)। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) উপর অল্টার (Alter) নামে একটি স্টার্টআপ কোম্পানি কোন ব্যক্তির ছবি নিয়ে তা হুবহু একটি কার্টুন চরিত্রে বদল করে দিতে পারে। এই কার্টুনের মতো দেখতে ছবি গুলিকে বলা হয় অবতার (Avatar)। গুগল এই কোম্পানিকে অধিগ্রহণ করেছে। যদিও ১০০ মিলিয়ন দিয়ে কেনা এই কোম্পানির অধিগ্রহণের বিষয়টি গুগলের কেনার ২ মাস পর প্রকাশ্যে এসেছে।

    [tw]


    [/tw]

    অল্টার কে সহ-সংস্থাপক নেও লিংকন তার সোস্যাল মিডিয়া প্রোফাইলে ‘building avatars at Google’ আপডেট করার পরেই বিশেষজ্ঞরা অল্টার ও তাদের অবতারকে ভবিষ্যতে গুগলের  একটি গুরুত্বপূর্ণ  অংশ হিসেবে মনে করছেন।
    মেটা মালিকানাধীন  মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামের প্ল্যাটফর্মে অবিলম্বে এই অবতার ফিচারটি আনার চেষ্টা করছে, ফেসবুকে বর্তমানে অবতার ফিচারটি থাকলেও  তার উন্নতি সাধনের চেষ্টা চালাচ্ছে ফেসবুক।

    AI প্রযুক্তিটি ভবিষ্যতে ব্যবসার জন্য একটি উজ্জ্বল  সম্ভাবনা পথ দেখাচ্ছে। ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে চিত্র তৈরী, সঙ্গীত এবং এমনকি শিল্পকারুকার্য  তৈরি করা যাবে। এই AI-ভিত্তিক অবতারগুলি Google ভালরকম ব্যবহার করতে পারবে। গুগলের ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি অ্যাপলের ফেস আইডির মতো উন্নত নয়। এই AI প্রযুক্তির অবতারগুলি গুগলের ফেস রিকগনিশন প্রযুক্তির উন্নতি ঘটাতে পারবে। ইউটিউব শর্টসের সাথেও অবতারগুলি একত্রিত করা যেতে পারে।

    গুগল এই শর্টস ভিডিওর বাজারকে ধরতে টিকটক অ্যাপটিকে কিনতে পারে বলে জানা গিয়েছে। গুগল সম্প্রতি স্টার্টআপ কোম্পানি অল্টারের (Alter) সমস্ত কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়।

    প্রসঙ্গত, শর্টস ভিডিও এই অ্যাপ টিকটক প্রতিদিন, কোনও বিজ্ঞাপন ছাড়াই আড়াই মিলিয়ন ডলার আয় করে টিকটক। হিসেব করলে দেখা যায়, ঘণ্টায় এই সংস্থার আয় ১ লাখ ৪ হাজার ডলার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Facebook’s new feature: ভুয়ো খবর ঠেকাতে ফেসবুকের গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন ফিচার

    Facebook’s new feature: ভুয়ো খবর ঠেকাতে ফেসবুকের গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুয়া খবর ছড়ানো ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক (Facebook)। এ লক্ষ্যে বেশ কয়েকটি নতুন টুল চালু করেছে মেটার মালিকানাধীন কোম্পানিটি। নতুন ফিচার (Facebook’s new feature) ভুয়া তথ্য শনাক্তে সহায়তা করবে শুধু তাই নয়; ফেসবুক গ্রুপের অ্যাডমিনদের কাজের চাপও কমিয়ে দেবে। এতে করে গ্রুপের কর্মযজ্ঞ আরও ভালোভাবে সম্পাদন করতে পারবেন অ্যাডমিনরা। গ্রুপে কোনও তথ্য পোস্ট করার আগে ওই তথ্যটির সত্যতা সম্পর্কে ফ্যাক্ট চেকার টুল (Fact Checker Tool) সেই তথ্যটির সত্য বা মিথ্যা সম্পর্কে গ্রুপটির আডমিনের কাছে সঠিক তথ্য তুলে ধরবে।এমনকি যদি তথ্যটি মিথ্যে হয় সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পোস্টটিকে সরিয়ে ফেলা হবে তবে সেক্ষেত্রে অ্যাডমিনের অনুমতি নেওয়া হবে।

    চলতি বছরের মার্চ মাস থেকেই ফেসবুক ভুল তথ্য সম্বলিত পোস্টগুলিকে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলছে।

    ফেসবুকের পরিসংখ্যান অনুযায়ী প্রতিমাসে, ১.৮ বিলিয়নের ও বেশী মানুষ রাজনীতি থেকে শুরু করে সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এই গ্রুপগুলিতে জড়ো হয়।

    ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) জানিয়েছেন, প্রতিদিন পৃথিবীর প্রায় ১০০ মিলিয়নের বেশী ফেসবুক ব্যবহারকারী নতুন গ্রুপে সদস্যতা গ্রহণ করে চলেছে।

    এ ছাড়াও হালনাগাদ ডেস্কটপ সংস্করণের জন্য ‘অ্যাডমিন হোম’ ডিজাইন টুলও যুক্ত করা হয়েছে। মোবাইল ফোনের জন্য নতুন বিন্যাস যুক্ত হয়েছে। অ্যাডমিনদের জন্য ফেসবুক গ্রুপের বিজ্ঞাপনে স্বয়ংক্রিয়ভাবে কিআর কোড যুক্ত হয়েছে। এতে করে ব্যবহারকারীরা কিআর কোড স্ক্যান করে গ্রুপ সম্পর্কে সহজেই বিস্তারিত জানতে পারবেন।

    ভুয়ো খবর বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে মেটা (Meta)। হোয়াটসঅ্যাপেও (Whatsapp) বিশেষ ফিচার ব্যবহার করা হবে। যার মাধ্যমে কোনও একটি চ্যাট শুধুমাত্র একটি গ্রুপেই ফরোয়ার্ড করা সম্ভব হবে। আগে 5জনকে ফরোয়ার্ড করা হলেও কিছুদিনের মধ্যে সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন ব্যবহারকারীরা।

    বর্তমানে এই ফেসবুক গ্রুপ বা ফেসবুকে ফেক আইডি খুলে কোন সম্প্রদায় বা গোষ্ঠীর বিরুদ্ধে আকছার বিষোদগার করে চলেছে একদল কুচক্রী মানুষ। মুখোশের পিছনে থেকে সমাজে অশান্তি বাধিয়ে চলেছে। বর্তমানে ভারতের বেশ কিছু সাম্প্রদায়িক অশান্তি সোস্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে হয়েছে। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে ২০২১ সালে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দূর্গাপুজোর সময় অশান্তি ঘটেছিল। তাই বর্তমানে সোস্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে হাতিয়ার করে যাতে পুনরায় অশান্তি না ঘটে তার জন্য সোস্যাল মিডিয়া কোম্পানি গুলি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে এক্ষেত্রে আমাদের সকলে সচেতন না হই। সেক্ষেত্রে সমাজে সোস্যাল মিডিয়ার উপকারিতা দেখা যাবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Facebook Meta News: রাতারাতি কমল ফেসবুক প্রতিষ্ঠাতা জুকারবার্গের ফলোয়ার 

    Facebook Meta News: রাতারাতি কমল ফেসবুক প্রতিষ্ঠাতা জুকারবার্গের ফলোয়ার 

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০ কোটি থেকে কমে ফলোয়ারের সংখ্যা দাঁড়ালো ১০ হাজারেরও কম। মঙ্গলবার রাত পর্যন্ত জনপ্রিয় সোস্যাল মিডিয়া ফেসবুকের স্রস্টা (Facebook Meta News) মার্ক জুকারবার্কের (Mark Zuckerberg) যেখানে ফলোয়ারের সংখ্যা ছিল ১০০ মিলিয়ন তা কমে  দাঁড়িয়েছে ৯ হাজার ৯৯৩ এ। 

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের ক্লোন অ্যাপ ভারতীয়দের ব্যক্তিগত তথ্য চুরি করছে

    একই অভিজ্ঞতা লেখিকা তসলিমা নাসরিনেরও (Taslima Nasreen)। তিনি টুইটে জানিয়েছেন যে, তাঁর ফেসবুকে ৯০ হাজার ফলোয়ার ছিল। এখন মাত্র ৯ হাজার ফলোয়ার রয়েছে।

    [tw]


    [/tw] 

    আরও পড়ুন: সাবধান! আপনার ফোনে এই অ্যাপগুলো নেই তো? নয়তো চুরি হয়ে যেতে পারে আপনার ফেসবুকের পাসওয়ার্ড 

    টলিউড অভিনেতা জিতু কামাল অবশ্য ব্যঙ্গ করে লিখেছেন, বেশ হয়েছে আমার।। খুব অহং না, দেখ কেমন লাগে..”

    [fb][/fb]

    টলিউডের এক অভিনেত্রী শ্রীলেখা বলছেন, “আমার কত ছিল, কত কমেছে তা জানি না। এযুগে বড়ই অচল আমি। কী-ই বা যায়-আসে?.. টাকাও পাই না। কাজও দেয় না। সবই তো মায়া।” 

    [fb][/fb]

    অন্যদিকে টলিউডের আরও এক অভিনেত্রী  স্বস্তিকা দত্তর মন্তব্য, “৪ লক্ষ ফলোয়ার কমে গিয়ে কিনা শেষে ৯ হাজার।

    [fb][/fb]

    অনিন্দ্য বলছেন, “শুনছি ফেসবুকে অনেকের ফলোয়ার্স কমে যাচ্ছে। ভাগ্যিস ইনস্টাগ্রামে ডিজিটাল ক্লেনসিং হয়নি। অনেকে ফুলটু কেস খেতো তাহলে।”

    [fb][/fb]

    বিদ্যুৎগতিতে ফলোয়ার কমে যাওয়ায় নাস্তানাবুদ সকল তারকা থেকে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।যদিও ফেসবুকের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি তবে মনে করা হচ্ছে অতীতের মতো ফের প্রযুক্তি বিভ্রাট দেখা দিয়েছে মেটার (Facebook Meta News) নেতৃত্বাধীন এই জনপ্রিয় সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে।  মেটার (Facebook Meta News) কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট (Enforcement) রিপোর্ট বলছে চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন সন্দেহজনক ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার আগের তিন মাসে প্রায় ১.৬ বিলিয়ন ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
    ফেসবুকের (Facebook Meta News) অনেক ব্যবহারকারীর হঠাৎ ফলোয়ার সংখ্যা হারানোর অভিযোগ পাওয়ায় ফলে ধারণা করা হচ্ছে যে ভুয়ো অ্যাকাউন্টগুলো বন্ধ করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন তাই প্রশ্ন উঠছে মার্ক জুকারবার্গের সমস্ত অনুসারীরাও কী ভুয়া ছিল?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
     
  • Best Place to Work: কাজ করার জন্য সেরা কোম্পানির তালিকায় পিছিয়ে গেল গুগল, মাইক্রোসফট

    Best Place to Work: কাজ করার জন্য সেরা কোম্পানির তালিকায় পিছিয়ে গেল গুগল, মাইক্রোসফট

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের জনপ্রিয় তিন কোম্পানি গুগল, মাইক্রোসফট এবং মেটা। এমন কেউ নেই যাঁরা এই কোম্পানিগুলির উপভোক্তা নন। প্রত্যেক মানুষকে প্রতিদিনই এই তিনটে কোম্পানির সাহায্য (Best Place to Work) নিতে হয়।  কিন্তু, সম্প্রতি গ্লাসডোরের সমীক্ষায় সেরা কোম্পানির তালিকায় পিছিয়ে গেল এই তিন কোম্পানি। গুগল, মেটা পিছিয়ে গেলেও তালিকায় ৩৯ তম স্থান পেয়েছে অ্যাপল।

    ১৮ ধাপ পিছিয়ে গেল মাইক্রোসফট

    ‘টপ ১০০ কোম্পানি টু ওয়ার্ক ইন ২০২৪ ’ অর্থাৎ ২০২৪ সালে কাজ করার জন্য সেরা ১০০ কোম্পানির তালিকায় (Best Place to Work) বর্তমানে ১৮ ধাপ পিছিয়ে গিয়েছে গুগল। অষ্টম স্থান থেকে পিছিয়ে বর্তমানে ২৬ নম্বরে নেমে গিয়েছে সার্চ জায়েন্ট। সমীক্ষা বলছে অবস্থা ভালো নয় মাইক্রোসফটেরও। বিল গেটসের সংস্থা ১৩ থেকে নেমে ১৮-তে চলে গিয়েছে। অন্যদিকে জুকেরবার্গের মেটার মতো বিখ্যাত টেক কোম্পানি টানা দ্বিতীয় বছর এই তালিকায় জায়গা করতে পারেনি। গ্লাসডোরের এই সমীক্ষা বলছে, এই কোম্পানিগুলো কাজ করার জন্য সেরা জায়গা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সেরা ১০০টি কোম্পানির তালিকাও তুলে ধরেছে গ্লাসডোর।

    পিছিয়ে যাওয়ার কারণ কী

    পরিসংখ্যান বলছে, গত বছর ২,৬০,০০০ কর্মী ছাঁটাই (Best Place to Work) করেছে বিভিন্ন টেক সংস্থাগুলো। ২০২৪ সালের ১০ জানুয়ারি এই সমীক্ষা প্রকাশ হয়েছে। দেখা যাচ্ছে ২০২৪ সালের প্রথম ৯ দিনেই, ইতিমধ্যে ২,০০০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। গ্লাসডোরের সমীক্ষা অনুযায়ী, কর্মী ছাঁটাই, একটানা কাজ, এবং খারাপ ম্যানেজমেন্টের কারণে পিছিয়ে গিয়েছে গুগল, মেটা, জুমের মতো সংস্থাগুলি। গ্লাসডোরের প্রধান ইকোনমিস্ট ড্যানিয়েল হাও সংবাদ মাধ্যমকে বলেছেন, “বড় স্থিতিশীল কোম্পানির কর্মীরাও তাদের কোম্পানির ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বিগ্ন।” 

    গ্লাসডোরের সমীক্ষা অনুযায়ী কাজ করার জন্য বিশ্বের সেরা ২০ কোম্পানি

    ১. ব্রেন অ্যান্ড কোম্পানি
    ২. এনভিডিয়া
    ৩. সার্ভিসনাও
    ৪. ম্যাথওয়ার্কস
    ৫. প্রোকোর টেকনলোজিস
    ৬. ইন-অ্যান-আউট বার্গার
    ৭. ভিএমওয়্যার
    ৮. ডেলটেক
    ৯. ২০২০ কোম্পানিস
    ১০. ফিডেলিটি ইনভেস্টমেন্ট
    ১১. ক্রিউ কারওয়াশ
    ১২. কেলার উইলিয়ামস
    ১৩. ডেল্টা এয়ার লাইন
    ১৪. রেমন্ড জেমস ফিনান্সিয়াল
    ১৫. অ্যাডোবে
    ১৬. হিলটি নর্থ আমেরিকা
    ১৭. টোস্ট ইন্ক
    ১৮. মাইক্রোসফট
    ১৯. প্রোটিভিটি
    ২০. অটোডেস্ক

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Deepfake: আগেই উদ্বেগ প্রকাশ মোদির, ডিপফেক নিয়ে মেটা, গুগলকে ডেকে পাঠাচ্ছে কেন্দ্র

    Deepfake: আগেই উদ্বেগ প্রকাশ মোদির, ডিপফেক নিয়ে মেটা, গুগলকে ডেকে পাঠাচ্ছে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি, এক জাল ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরবা নাচছেন। ডিপফেক (Deepfake) প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়া এই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী জানান যে স্কুল জীবনের পর তিনি কখনও গরবা নাচেননি। এই প্রযুক্তি নিয়ে তখনই উদ্বেগও প্রকাশ করতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। এবার ডিপফেক (Deepfake) প্রযুক্তি নিয়ে এক উচ্চপর্যায় বৈঠককে বসতে চলেছে কেন্দ্র। এখানে ডেকে পাঠানো হয়েছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের পরিচালক সংস্থা মেটা, গুগল সহ অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থাকে।

    তিন অভিনেত্রী শিকার ডিপফেক প্রযুক্তির

    জানা গিয়েছে, বৈঠকটি ডেকেছে কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। এই বৈঠকে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রাজীব চন্দ্রশেখরের। প্রসঙ্গত, ডিপফেক (Deepfake) প্রযুক্তি ক্রমশই শালীনতার মাত্রাকেও লঙ্ঘন করছে। এই প্রযুক্তিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে যে কোনও জনের শরীরে জনপ্রিয় সেলিব্রিটির মুখ বসিয়ে দেওয়া হচ্ছে। এরপরই তৈরি করা হচ্ছে ভুয়ো ভিডিও। সম্প্রতি বলিউডে তিন অভিনেত্রী ডিপফেক প্রযুক্তির শিকার হয়েছেন। দিন কয়েক আগেই বলিউড অভিনেত্রী কাজলের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে ক্যামেরার সামনেই পোশাক বদলাতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এনিয়ে হৈচৈ শুরু হওয়ার পরে ইন্টারনেটের ফ্যাক্ট চেকিং সংস্থাগুলি ওই ভিডিওটি (Deepfake) পরীক্ষা করে এবং তারা জানায় যে ওটি আসলে এক টিকটিক তারকার ভিডিও। তার মুখে জুড়ে দেওয়া হয়েছে কাজলের মুখ। একই ঘটনা ঘটতে দেখা যায় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং দক্ষিণ ভারতের নায়িকা রশ্মিকা মান্দানার সঙ্গেও। বিষয়টি নিয়ে সে সময় সোচ্চার হন অমিতাভ বচ্চনও।

    ডিপফেক নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

    গত ১৭ অক্টোবর দিল্লিতে বিজেপির সদর দফতরে দীপাবলির এক অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ডিপফেক (Deepfake) ভিডিও নিয়ে তিনি উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ‘‘আমাদের হাতে এখন কৃত্রিম মেধার মতো উন্নত প্রযুক্তি রয়েছে। আমাদের উচিত দায়িত্ববোধের সঙ্গে সেই প্রযুক্তি ব্যবহার করা। কেউ যেন এই ধরনের প্রযুক্তি অপব্যবহার না করেন, তার জন্য এ ব্যাপারে উপযুক্ত শিক্ষার প্রসার ঘটানো জরুরি।’’ এনিয়ে চ্যাট জিপিটির সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Whatsapp Chat Transfer: কিউআর কোড দিয়ে স্থানান্তর করা যাবে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি

    Whatsapp Chat Transfer: কিউআর কোড দিয়ে স্থানান্তর করা যাবে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি

    মাধ্যম নিউজ ডেস্ক: হেয়াটসঅ্যাপে আবারও নতুন ফিচার। মেটা’র (Meta) সিইও মার্ক জুকেরবার্গ ঘোষণা করেছেন এবার থেকে ব্যবহারকারীরা দুটি ডিভাইসের মধ্যে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি ট্রান্সফার (Whatsapp Chat History) করার সুবিধা পাবেন। এক্ষেত্রে একদম নিরাপদ থাকবে ইউজারদের চ্যাট হিস্ট্রি। নিজের অফিশিয়াল ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করে জুকেরবার্গ  লিখেছেন, ‘আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট নতুন একটি মুঠোফোনে স্থানান্তর করতে চান, তাহলে চ্যাট না হারিয়েই আরও গোপনীয়তার সঙ্গে আপনি তা করতে পারবেন।’

    অ্যাপ থেকে বের না হয়েই সংরক্ষণ

    হোয়াটসঅ্যাপ (Whatsapp Chat History) টিমের বিবৃতি অনুযায়ী, এই প্রথম একজন ব্যবহারকারী অ্যাপ থেকে বের না হয়েই সম্পূর্ণ চ্যাট ও মিডিয়া হিস্ট্রি সংরক্ষণ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ দাবি করছে যে তৃতীয় পক্ষের কোনো অ্যাপ বা ক্লাউড সেবা ব্যবহারের চেয়ে এটি হবে আরও নিরাপদ। কারণ, দুইটি ডিভাইসের মধ্যে হিস্ট্রি স্থানান্তরের সময় একটি কিউআর কোড অথেনটিকেটর (এক ধাপ বাড়তি নিরাপত্তা) হিসেবে কাজ করে এবং প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে এনক্রিপ্টেড। ফলে ডেটা শুধুমাত্র উক্ত দুই ডিভাইসের মধ্যে স্থানান্তরিত হবে।

    ইউজারদের যাবতীয় তথ্য সুরক্ষিত

    এর ফলে ব্যবহারকারীরা পূর্বে যেভাবে ‘ব্যাকআপ’ ও ‘রিস্টোর’ এর মাধ্যমে কাজটি করতেন, এখন তার চেয়ে দ্রুত করতে পারবেন। এর মাধ্যমে বড় আকারের ফাইল ও অ্যাটাচমেন্ট স্থানান্তর করা যাবে। বর্তমানে যে ফিচার চালু হয়েছে সেখানে দুটো ডিভাইসে একই অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকা প্রয়োজন। তবেই ট্রান্সফার করা যাবে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি (Whatsapp Chat History)। আর যে ডিভাইস থেকে চ্যাট ট্রন্সফার করা হবে সেখানেও থেকে যাবে চ্যাট হিস্ট্রি। কিউআর কোড অথেনটিফিকেশনের মাধ্যমে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি স্থানান্তর করার ফলে ইউজারদের যাবতীয় তথ্য নিরাপদে এবং সুরক্ষিত থাকবে।

    আরও পড়ুুন: নিরাপত্তার বজ্র আঁটুনি, তুষার লিঙ্গ দর্শনে অমরনাথের পথে পাড়ি দ্বিতীয় দলেরও

    এর জন্য মুঠোফোনে ওয়াইফাই ও লোকেশন অপশন চালু রাখতে হবে। হোয়াটসঅ্যাপের (Whatsapp Chat History) সেটিংস থেকে চ্যাটস অপশনের অধীনে এই সুবিধা রয়েছে। একটু নিচের দিকে আসলেই ‘ট্রান্সফার চ্যাটস’ অপশনটি পাওয়া যাবে। যে ডিভাইসে স্থানান্তর করতে হবে সেখানে হোয়াটসঅ্যাপ নামিয়ে নিয়ে একটি ফোন নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে। এরপর সেখানে দেখানো কিউআর কোডটি পূর্বের ডিভাইসের সাহায্যে স্ক্যান করলেই স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Facebook: ট্যুইটারের পথে মেটা! বড় কর্মী-ছাঁটাইয়ের পথে মার্ক জুকারবার্গের সংস্থা?

    Facebook: ট্যুইটারের পথে মেটা! বড় কর্মী-ছাঁটাইয়ের পথে মার্ক জুকারবার্গের সংস্থা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারের পর এবার ফেসবুক। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের  (Wall Street Journal) প্রতিবেদন অনুযায়ী,  খুব তাড়াতাড়ি তারা সংস্থার বহু কর্মীকে ছাঁটাই করতে পারে ফেসবুকের মালিক সংস্থা মেটা। ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে পারে বুধবার থেকেই। সংস্থার তরফে এ সপ্তাহের শুরুতে কর্মীদের কোথাও অপ্রয়োজনীয় ভ্রমণে যেতে বারণ করা হয়েছে। সম্প্রতি ট্যুইটার (Twitter) থেকে কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক (Elon Musk)। একই পথে হাঁটতে চলেছে ফেসবুকের (Facebook) প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও (Mark Zuckerberg)।

    আরও পড়ুন: ‘‘ভুল হয়েছে, ফিরে আসুন…’’! বহু সদ্যপ্রাক্তন কর্মীকে পুনরায় কাজে যোগ দেওয়ার আবেদন ট্যুইটারের

    অক্টোবর মাসে মেটার তরফে  বলা হয়েছিল, আগামী বছর স্টক মার্কেট ভ্যালু ৬৭ বিলিয়ন ডলার কমে যেতে পারে। এ বছর ইতিমধ্যেই এক ট্রিলিয়ন ডলারের অর্ধেক ভ্যালু নষ্ট হয়েছে। এই দুর্দশার কারণ দুনিয়াজুড়ে অর্থনীতি মন্থর হয়ে পড়ছে।  জুনে, মেটার প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স কর্মীদের ‘গুরুতর সময়ের’ বিষয়ে সতর্ক করেছিলেন। সেই সময়ে তিনি জানান যে কর্মীদেরকে অবশ্যই ‘ধীরগতির বৃদ্ধির পরিবেশে নির্ভুলভাবে কর্মসম্পাদনা করতে হবে’। মেটার সিইও মার্ক জুকারবার্গ একই সময়ে কর্মীদের উপর চাপ বৃদ্ধি করতে শুরু করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে ‘সম্ভবত কোম্পানিতে এমন এক গুচ্ছ লোক রয়েছেন যাদের এখানে থাকা উচিত নয়’। জুকারবার্গ পরবর্তীতে সেপ্টেম্বরে নিয়োগ স্থগিত করে এবং সতর্ক করে দেন যে অদূর ভবিষ্যতে কোম্পানির আকার কমতে পারে। 

    আরও পড়ুন: কর্মী ছাঁটাই শুরু করেছে ট্যুইটার, ভয় বাড়ছে H1B ভিসাধারীদের

    প্রসঙ্গত, গত জুন মাসেই ইঞ্জিনিয়ারদের চাকরিতে নিয়োগ ৩০ শতাংশ কমিয়ে দিয়েছিল মেটা। বর্তমানে  ৮৭,০০০ এরও বেশি কর্মচারী রয়েছে মেটায়। কিন্তু এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হলে কর্মীদের একটি উল্লেখযোগ্য অংশ কমে যাবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে এই ছাঁটাই ট্যুইটারে ব্যাপক ছাঁটাইয়ের তুলনায় মেটাকে আরও বেশি প্রভাবিত করতে পারে। ট্যুইটারের ছাঁটাই কোম্পানির ৭,৫০০ কর্মচারীর মধ্যে প্রায় অর্ধেককে প্রভাবিত করেছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Meta India Head: জুকারবার্গের ‘মেটা’ ছাড়লেন ভারতীয় প্রধান অজিত মোহন, যোগ দিতে চলেছেন প্রতিদ্বন্দ্বী সংস্থায়!

    Meta India Head: জুকারবার্গের ‘মেটা’ ছাড়লেন ভারতীয় প্রধান অজিত মোহন, যোগ দিতে চলেছেন প্রতিদ্বন্দ্বী সংস্থায়!

    মাধ্যম নিউজ ডেস্ক: পদত্যাগ করলেন ভারতে ফেসবুক তথা মেটার প্রধান অজিত মোহন (Meta India Head)। সম্প্রতি ট্যুইটারের মালিকানা নিজের অধীনে নিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক (Elon Mask)। আর এর মধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ্যে এসেছে। গতকাল মেটা-র গ্লোবাল বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট নিকোল মেন্ডেলসন একটি বিবৃতিতে জানিয়েছেন, অজিত মোহন মেটা কোম্পানিতে নিজের পদ থেকে সরে আসতে চেয়েছেন। তবে শোনা গিয়েছে, শুধুমাত্র জুকারবার্গের মেটা থেকে পদত্যাগই করেননি, তিনি পরবর্তীতে মেটার কোনও প্রতিদ্বন্দ্বী সংস্থাতেই যোগ দিতে চলেছেন।

    সূত্রের খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়া কোম্পানি স্ন্যাপ- এ যোগ দিতে চলেছেন অজিত মোহন (Meta India Head)। সূত্রের খবর, স্ন্যাপ- এর APAC business- এর প্রেসিডেন্টের পদে আসীন হতে চলেছেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফেসবুকে যোগ দিয়েছিলেন। এর পাশাপাশি মেটা-র ইন্ডিয়া বিজনেসের এমডি বা ম্যানেজিং ডিরেক্টর পদেও যুক্ত হয়েছিলেন তিনি। অর্থাৎ তাঁর ফেসবুকে যুক্ত হওয়ার ৪ বছর সম্পন্ন হওয়ার ২ মাস আগেই পদত্যাগ করলেন তিনি। তিনি থাকাকালীন ফেসবুকে একাধিক পরিবর্তন হয়েছে। এমনকি ফেসবুকের পেরেন্ট অর্গানাইজেশনও বদলে গিয়েছে। নতুন পেরেন্ট কোম্পানিই হল মেটা। নিজের কর্মকালে মেটা পরিবারে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। শুধু ফেসবুক নয়, অজিত মোহন নজর দিয়েছিলেন মেটা-র অন্যান্য সংস্থা যেমন ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও। ভারতে ২০০ মিলিয়নের বেশি ইউজার এই দুই মাধ্যমে যুক্তও হয়েছে তাঁরই আমলে।

    আরও পড়ুন: ট্যুইটারের দায়িত্ব পেয়েই ৩৭০০ কর্মী ছাটাইয়ের পথে ইলন মাস্ক

    তবে শুধুমাত্র মেটা নয়, এই সংস্থায় যোগ দেওয়ার আগে তিনি হটস্টারেও ছিলেন। তিনি ৪ বছর হটস্টারের সিইও হিসাবে দায়িত্ব সামলেছেন। স্টার ইন্ডিয়াকে হটস্টার চালু করার জন্য তিনি রাজি করিয়েছিলেন। অর্থাৎ হটস্টারের ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর (Meta India Head) এই পদত্যাগের কথা জানিয়ে নিকোল মেন্ডেলসন অজিত মোহনের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমরা অজিতের নেতৃত্ব এবং অবদানের জন্য কৃতজ্ঞ এবং ভবিষ্যতের জন্য তাঁর মঙ্গল কামনা করি।’ আবার অন্যদিকে অজিতকে নিয়ে স্ন্যাপের সিইও ইভান স্পিগেল বলেন, ‘আমি এটা জানাতে পেরে খুশি যে অজিত মোহন আমাদের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নতুন প্রেসিডেন্ট হিসেবে স্ন্যাপ-এ যোগ দেবেন। তিনি ফেব্রুয়ারিতে আমাদের সঙ্গে যোগ দেবেন। অজিত মেটা থেকে আমাদের সংস্থায় আসছেন।’

  • Cyber Security: সাবধান! আপনার ফোনে এই অ্যাপগুলো নেই তো? নয়তো চুরি হয়ে যেতে পারে আপনার ফেসবুকের পাসওয়ার্ড

    Cyber Security: সাবধান! আপনার ফোনে এই অ্যাপগুলো নেই তো? নয়তো চুরি হয়ে যেতে পারে আপনার ফেসবুকের পাসওয়ার্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: মেটা সংস্থার তরফে এবারে এক সতর্কতা জারি করা হল। মেটা বিশেষ করে ফেসবুক ব্যবহারকারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। কারণ সম্প্রতি মেটা প্রায় ৪০০টি অ্যান্ড্রয়েড এবং আইওএস ম্যালিশিয়াস অ্যাপ শনাক্ত করতে পেরেছে। যা ফেসবুক ব্যবহারকারীদের লগ-ইন সম্পর্কিত তথ্য চুরি করছে। অর্থাৎ আপনি যদি সেই অ্যাপগুলি ব্যবহার করেন, তাহলে আপনার ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরির সম্ভাবনা রয়েছে। তাই ফেসবুক ব্যবহারকারীদের বেশি করে সজাগ থাকার ও এই অ্যাপগুলোর থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে।

    ব্যবহারকারীদের সতর্ক করার জন্য সেই সকল অ্যাপের তালিকাও প্রকাশ করেছে মেটা। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন ধরনের ফটো এডিটিং টুলস এবং ভিপিএন সার্ভিসের অ্যাপ। শুধু তা-ই নয়, এর মধ্যে আবার বেশ কিছু গেমিং অ্যাপ, বিসনেস অ্যাপও রয়েছে। যা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চেয়ে থাকে। মেটা-র তরফে জানানো হয়েছে যে, এই সকল ম্যালিসিয়াস অ্যাপগুলো বিভিন্ন অ্যাপের নামে গুগল প্লে স্টোরে রয়েছে। আর বেশির ভাগ অ্যাপেই ব্যবহারকারীদের আইডি এবং পাসওয়ার্ড চুরি করার জন্য ‘লগইন উইথ ফেসবুক’ নোটিফিকেশন পাঠায়। এরপর ইউজারদের লগ-ইন ডিটেলস খুব সহজেই চুরি হয়ে যায়। আর তার মানেই বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্যও এমনকি পরিবার সম্পর্কিত তথ্য কিংবা গোপন চ্যাটও ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের ক্লোন অ্যাপ ভারতীয়দের ব্যক্তিগত তথ্য চুরি করছে

    জানা গিয়েছে, গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে এই ম্যালিশিয়াস অ্যাপগুলির রয়েছে বলে মেটার তরফে গুগল ও অ্যাপলকে উভয় সংস্থাকেই সতর্ক করা হয়েছে। ফলে এই দুই সংস্থাই অ্যাপ স্টোর থেকে এই ধরনের ক্ষতিকারক অ্যাপগুলিকে সরিয়ে নিয়েছে। মেটার ব্লগ পোস্টে আরও লেখা হয়েছে, তারা এমন ব্যবহারকীদেরও সতর্ক করছে, যাঁরা এই অ্যাপগুলি ডাউনলোড করেছে। ফলে তাঁরা কীভাবে তাঁদের তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত ও নিরাপদ রাখবে তার জন্য সহায়তা করা হচ্ছে।

    তাই মেটা থেকে কিছু উপায় বলা হয়েছে, যার সাহায্যে ব্যবহারকারীরা এই ম্যালিশিয়াস অ্যাপগুলো থেকে রেহাই পেতে পারে। মেটা বলছে, ব্যবহারকারীদের শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকেই অ্যাপস ডাউনলোড করতে হবে এবং নতুন অ্যাপ ডাউনলোড করার আগে যাচাই করতে হবে। এছাড়াও কোনও ব্যবহারকারীর যদি মনে হয় সে ম্যালিশিয়াস অ্যাপ ভুলবশত ডাইনলোড করেছে, তবে অবিলম্বে সেই অ্যাপ ডিলিট করে দেওয়া উচিত। এবং যাতে ফেসবুকের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড হ্যাকারদের কাছে না যায়, তাই যত দ্রুত সম্ভব তাঁদের ফেসবুক পাসওয়ার্ড রিসেট করা উচিত।

  • Whatsapp: ইউজাররা সাবধান! হ্যাক করা হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ

    Whatsapp: ইউজাররা সাবধান! হ্যাক করা হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের খবরের শিরোনামে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp)। তবে এবার শিরোনামে এসেছে ভিন্ন কারণে। সম্প্রতি মেটা (Meta) কোম্পানি তার ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপের পুরানো ভার্সানে গুরুতর নানা সমস্যার কথা তুলে ধরেছে। পূর্বে ইনস্টল করা অ্যাপটিকে কোম্পানি আপডেট করার কথা বলেছে।

    আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    হোয়াটসঅ্যাপ তার সিক্যুইরিটি অ্যাডভাইসারি (Advisory) পেজে সর্বপ্রথম এই দুর্বলতার কথা জানায় সেপ্টেম্বর মাসের প্রথম দিকে। হোয়াটসঅ্যাপের তরফে আরও জানানো হয়েছিল, অ্যান্ড্রয়েডের (Android) জন্য হোয়াটসঅ্যাপ ভার্সন v2.22.16.12, অ্যন্ড্রয়েড ফর বিজনেস হোয়াটসঅ্যাপ ভার্সন v2.22.16.12″, আইওএস-এর জন্য হোয়াটসঅ্যাপ ভার্সন v2.22.16.12 এবং বিজনেস ফর আইওএস ভার্সন v2.22.16.12-এ রিমোট কোড এক্সিকিউশনে হ্যাকাররা দূর থেকে কারও কম্পিউটিং ডিভাইসে কমান্ড চালাতে পারে। এবং শেষে ডিভাইসের দায়িত্বও নিতে পারে। ব্যবহারকারীদের সমস্ত ব্যক্তিগত ডেটাও অ্যাক্সেস করতে পারে।

    আরও পড়ুন: ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন? আপনার জন্য আসছে বিশেষ সুবিধা 

    মেটা আরও জানিয়েছে, তারা তাদের লেটেস্ট অ্যাপে এই সমস্যাগুলির সমাধান করেছে। তাই ব্যবহারকারীদের অ্যাপটি আপডেট করতে বলা হয়েছে। যদি আপনার হ্যান্ডসেটটিতে অ্যাপটি নিজে থেকে আপডেট না হয়, তাহলে অ্যাপেল ব্যবহারকারীরা অ্যাপেল স্টোর থেকে আপডেট করতে পারেন। আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগুল প্লে (Google Play store) স্টোরে গিয়ে আপডেট করতে পারবেন।

    আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ব্যক্তিগত ছবি, ভিডিও! এই পরিস্থিতিতে কী করা উচিত? 

    নতুন ভার্সনে নয়া বৈশিষ্ট্যটি হল কল লিঙ্ক। সর্বশেষ কল লিঙ্ক বৈশিষ্ট্যটি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীদের কেবল কল ট্যাবের মধ্যে উপলব্ধ ‘কল লিঙ্কস’(Call links) অপশন ট্যাপ করতে হবে। পরে অডিও বা ভিডিয়ো কলের (Video call) জন্য একটি লিঙ্ক তৈরি করতে হবে। এ ভাবে পরিবার ও  বন্ধুদের সঙ্গে সহজেই ভাগ করে নেওয়া যাবে ভিডিও দেখার মজা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share