Tag: Meteorite

Meteorite

  • Meteorite: গুজরাটে পাওয়া গেল উল্কাপিণ্ড, এর আগে এমন ঘটনা ভারতে ঘটেছিল ১৮৫২ সালে

    Meteorite: গুজরাটে পাওয়া গেল উল্কাপিণ্ড, এর আগে এমন ঘটনা ভারতে ঘটেছিল ১৮৫২ সালে

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরের ১৭ অগাস্টের ঘটনা।  গুজরাটে রাভেল নামের ছোট্ট গ্রামে একজন মহিলা তাঁর বারান্দা পরিষ্কার করছিলেন, তখন হঠাৎই  একটি পাথরের টুকরো তাঁর পাশে ভেঙে পড়ে। পাশের গ্রাম রান্টিলার বাসিন্দারা সেদিন দেখলেন, একই রকম পাথরের টুকরো একটি নিম গাছের ডালের ওপর পড়ল। পাথর খণ্ডের (Meteorite) বেশ কিছু টুকরো রান্টিলা গ্রামের চাষের ক্ষেতেও ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যায়, গ্রামবাসীরা সেগুলো কুড়োতেও যায়। 
    ঘটনায় চারিদিকে হইচই শুরু হলে, ছুটে আসে ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি (পিআরএল)। 

    আরও পড়ুন: শনিকে টপকে সবথেকে বেশি উপগ্রহের মালিক এখন বৃহস্পতি

    পাথর (Meteorite)  দুটি পর্যবেক্ষণ করে কী বললেন গবেষকরা

    পাথর(Meteorite)  খণ্ডগুলি গবেষকরা সংগ্রহ করেন। বৃহত্তম টুকরোটির ওজন ছিল প্রায় ২০০গ্রাম এবং আকারে ১২ সেমি × ৬ সেমি  × ৪ সেমি।

    আরও পড়ুন: সৌর অভিযানে প্রস্তুত হচ্ছে ইসরোর আদিত্য এল-১ , জানুন বিস্তারিত

    গবেষকরা পাথর দুটি পরীক্ষা করে জানতে পারলেন যে সেটি একধরনের উল্কা খণ্ড। পাথর (Meteorite)  দুটি থেকে তীব্র ঝাঁঝালো গন্ধও পাওয়া যাচ্ছিল। গবেষকরা বলেন এটি হল অউব্রিটের নমুনা, গত মাসে কারেন্ট সায়েন্স জার্নালে প্রকাশিত রিপোর্ট বলছে, খণ্ডগুলিতে প্রধানত এনস্টাটাইট নামের উপাদান রয়েছে, যা পাওয়া যায় বুধগ্রহের পৃষ্ঠে।

    আরও পড়ুন: মহাকাশ গবেষণায় নয়া দিশা! ৮৮০ কোটি বছর পুরনো রেডিও-সংকেত ধরলেন ভারতীয় বিজ্ঞানীরা

    অউব্রিট কী 

    অউব্রিট  হল একধরনের উল্কা। এগুলির নামকরণ করা হয়েছে আউব্রেস উল্কাপিণ্ডের নামে। এই ধরনের উল্কাপাত ১৮৩৬ সালে ফ্রান্সে দেখা গিয়েছিল। 

    আরও পড়ুন: চলতি বছরের ডিসেম্বরে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান-৩

    বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় উপমহাদেশে উল্কাপাত অতীতেও দেখা গিয়েছে। উত্তরপ্রদেশের গোরখপুরে ১৮৫২ সালে উল্কাপাত হয়েছিল। তারপর গত বছরে তা দেখা গেল গুজরাটে।

     

    আরও পড়ুন: উল্টোদিকে ঘুরতে শুরু করেছে পৃথিবীর কেন্দ্রস্থল! এর প্রভাব কী হতে পারে?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Meteorite: পৃথিবীতে প্রাণের উৎপত্তি কীভাবে, জানাবে অসমে খসে পড়া উল্কাপিণ্ড!

    Meteorite: পৃথিবীতে প্রাণের উৎপত্তি কীভাবে, জানাবে অসমে খসে পড়া উল্কাপিণ্ড!

    মাধ্যম নিউজ ডেস্ক: সাত বছর আগের এক রাতের নিকষ কালো আকাশের বুকে দেখা গিয়েছিল উজ্জ্বল আলোকখণ্ড। পরে সেটি দ্রুত গতিতে নীচের দিকে এসে সজোরে আছড়ে পড়ে মাটিতে। আসলে সেটি একটি উল্কাপিণ্ড (Meteorite)। অসমের (Assam) গোলাঘাট জেলার কামারগাঁও শহরের উপান্তে খসে পড়েছিল ওই উল্কাপিণ্ড।

    উল্কাপিণ্ড…

    সেই উল্কাপিণ্ড সংগ্রহ করে শুরু হয় গবেষণা। সেই গবেষণা থেকেই জানা গিয়েছে এই উল্কাপিণ্ডের মধ্যেই লুখিয়ে রয়েছে পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছিল কীভাবে। এই উল্কাপিণ্ডে থাকা রাসায়নিক কম্পোজিশনগুলিই সমস্যার সমাধানে বড়সড় ইঙ্গিত দেবে বলে আশা গবেষকদের। অসমের মাটিতে আছড়ে পড়া ওই উল্কাপিণ্ডের মধ্যে থাকা রাসায়নিক বিশ্লেষণ করেন জানা যাবে নক্ষত্র থেকে কীভাবে জীবনের সূচনা হয়েছিল।

    আরও পড়ুন: উচ্চশিক্ষার দরজা বন্ধ! মেয়েদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি তালিবানের

    উল্কাপিণ্ডটি নিয়ে কাজ করছেন খড়্গপুর আইআইটির একদল গবেষক। তাঁদের দাবি, ভিন সৌরজগৎ থেকে আসা উল্কাপিণ্ড বিশ্লেষণ করে জানা গিয়েছে খনিজের মধ্যে ভেসিক্যালস রয়েছে। এই প্রথম এটা জানা গেল। এটা থেকেই জানা যেতে পারে জগতে কীভাবে প্রাণের সঞ্চার হয়েছিল। কেবল খড়্গপুর আইআইটি (IIT) নয়, আইআইটির সঙ্গে যৌথভাবে এই গবেষণা করছে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় এবং আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিও। এই গবেষণালব্ধ তথ্য প্রকাশিত হয়েছে জার্নাল অফ জিওগ্রাফিক্যাল রিসার্চ প্ল্যানেটসে।

    আরও পড়ুন: হয় কোভিড-বিধি মানুন, নয়তো ভারত জোড় যাত্রা বন্ধ করুন, রাহুলকে চিঠি মাণ্ডব্যর

    গবেষকরা জেনেছেন, অসমে যে উল্কাপিণ্ডটি (Meteorite) খসে পড়েছিল, সেটা এসেছে মঙ্গল ও বৃহস্পতির অ্যাস্টোরয়েড বেল্ট থেকে। দ্রুত গতিতে ভূপৃষ্ঠে আছড়ে পড়ার সময় সেটির সঙ্গে ধাক্কা হয় কোনও গ্রহাণুর। জানা গিয়েছে, এই যে উল্কাপিণ্ডের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষ, তার ফলে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল গ্রহাণু। এরই কয়েকটি টুকরো আছড়ে পড়েছে ভূপৃষ্ঠে। অসমের কামারগাঁওয়ে যে উল্কাপিণ্ডটি আছড়ে পড়েছিল, সেটি যে গ্রহাণু থেকে এসেছিল, সেটি আকারে ৬.৪ কিলোমিটার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share