Tag: Microsoft

Microsoft

  • Microsoft Outage: মাইক্রোসফটের বিভ্রাটের জেরে বিপর্যস্ত বিশ্ব, আঁচ লাগেনি চিনে!

    Microsoft Outage: মাইক্রোসফটের বিভ্রাটের জেরে বিপর্যস্ত বিশ্ব, আঁচ লাগেনি চিনে!

    মাধ্যম নিউজ ডেস্ক: মাইক্রোসফটের (Microsoft Outage) বিভ্রাটের জেরে বিপর্যস্ত বিশ্ব। শুক্রবার বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত জরুরি পরিষেবা। আইটি, বিমান, ব্যাঙ্ক সর্বত্র সার্ভার ডাউন হয়ে যায়। শনিবার থেকে অবশ্য অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হয়েছে পরিষেবা। মাইক্রোসফটের বিপর্যয়ের আঁচ গোটা বিশ্বের সর্বত্র লাগলেও, বাদ ছিল চিন (China)। সে দেশের সংবাদপত্র ‘সাউথ চায়না পোস্টে’র দাবি, মাইক্রোসফটের প্রযুক্তিগত এই সমস্যার কোনও প্রভাব পড়েনি চিনের এয়ারলাইন এবং ব্যাঙ্কিং ক্ষেত্রে।

    বিপর্যয়ের আঁচ লাগেনি চিনে (Microsoft Outage)

    কী কারণে বৈশ্বিক বিপর্যয়ের পরেও সচল রইল চিনের পরিষেবা? চিনা সংবাদপত্রের ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিনের বিভিন্ন কাজ পরিচালনার জন্য বহির্বিশ্বের পরিকাঠামোর ওপর নির্ভর করে না চিন। সংবাদ সংস্থার দাবি, বেজিং বিমানবন্দরে মাইক্রোসফটের এই বিপর্যয়ের কোনও প্রভাব পড়েনি। সাংহাইয়ে একটি বিদেশি কোম্পানিতে চাকরি করেন এক মহিলা। তিনি বলেন, “আমাদের অফিসের লোকজন ব্লু-স্ক্রিন এরর নিয়ে অভিযোগ জানাচ্ছিল। আমার স্ক্রিনেও মেসেজ দিচ্ছিল। লেখা হয়েছিল, রিকভারি। ইট লুকস লাইক উইন্ডোজ ডিডন’ট লোড কারেক্টলি।”

    কী বলছেন চিনের সাধারণ মানুষ?

    চিনের সাধারণ মানুষও বলছেন, ইন্টারন্যাশনাল হোটেলগুলিতেও প্রভাব পড়েছিল মাইক্রোসফটের বিপর্যয়ের (Microsoft Outage)। চিনের সোশ্যাল মিডিয়ায় জমা হচ্ছিল একের পর এক অভিযোগের পাহাড়। প্রসঙ্গত, মাইক্রোসফটের এই বিপর্যয়ের ব্যাপক প্রভাব পড়েছে ভারতে। বিমানমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাতিল হওয়া উড়ান ও চেক ইন কাউন্টারগুলিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। তবে ভোর তিনটে থেকে মানবন্দরজুড়ে এয়ারলাইন সিস্টেমগুলি স্বাভাবিকভাবে কাজ শুরু করেছে। শুক্রবার পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে একটি ব্যাকলগ রয়েছে।

    আরও পড়ুন: “রামদেবের সমস্যা না থাকলে, রহমানের কেন?”, কানওয়ার বিতর্কে প্রশ্ন যোগগুরুর

    কী কারণে এই বিপর্যয়? জানা গিয়েছে, ক্রাউডস্ট্রাইক নামে ইউএস ভিত্তিক একটি সাইবার সিকিউরিটি ফার্ম মাইক্রোসফটের একটি সফটওয়্যার আপডেট করেছিল। তার জেরেই নামে বিপর্যয়। ব্যাঘাত সৃষ্টি হয় দৈনন্দিন কাজকর্মে। জানা গিয়েছে, এই আপডেট হওয়ায় ক্রাউডস্ট্রাইকের ক্লায়েন্টস সিস্টেম অনেক বেশি সুরক্ষিত হল। হ্যাক করা আরও কঠিন হয়ে গেল। এই আপডেট করতে গিয়েই নামে বিপর্যয়। আইটি সিস্টেম সম্মুখীন হয় ‘ব্লু স্ক্রিন অফ ডেথ এররে’র। যার জেরে আচমাকাই সিস্টেম (China) শাটডাউন হয়ে যায়। কাউকে কাউকে আবার রিস্টার্টও করতে হয় (Microsoft Outage)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: ‘এআই’ দিয়ে লোকসভা ভোটে কলকাঠি নাড়তে চায় চিন, সতর্কবার্তা মাইক্রোসফটের

    Lok Sabha Elections 2024: ‘এআই’ দিয়ে লোকসভা ভোটে কলকাঠি নাড়তে চায় চিন, সতর্কবার্তা মাইক্রোসফটের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশে নির্বাচন বানচাল করতে ওত পেতে রয়েছে চিনা হ্যাকাররা। এবার লোকসভা নির্বাচন যাতে বিঘ্নহীন হয়, সেজন্য এআই প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আর এই এআই প্রযুক্তি ব্যবহার করেই হ্যাক করার ছক কষছে ড্রাগনের দেশের হ্যাকাররা।

    মাইক্রোসফ্টের সতর্কতা

    ভারত সরকারকে এই মর্মে সতর্ক করে দিয়েছে টেক জায়েন্ট মাইক্রোসফ্ট। ব্লগ পোস্টে মাইক্রোসফ্টের প্রধান ফোকাসই হল, এআই প্রযুক্তি ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনেও ভোটারদের প্রভাবিত করতে চলেছে চিনা হ্যাকাররা। প্রসঙ্গত, চলতি বছরের শেষেই নির্বাচন (Lok Sabha Elections 2024) হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ভাগ্য নির্ধারণ হবে জো বাইডেনের। পোস্টে মাইক্রোসফ্টের তরফে লেখা হয়েছে, ‘চলতি বছর বিশ্বের যেসব দেশে নির্বাচন রয়েছে, বিশেষত ভারত, সাউথ কোরিয়া এবং আমেরিকা, আমরা জেনেছি, চিন এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সুফল কুড়নোর চেষ্টা করতে পারে।’

    হ্যাকারদের কাছে এআই প্রযুক্তিই প্রধান হাতিয়ার

    হ্যাকারদের কাছে এআই প্রযুক্তি যে ক্রমেই প্রধান হাতিয়ার হয়ে উঠছে, তাও জানিয়েছে টেক জায়েন্ট। তারা এও জানিয়েছে, এআই প্রযুক্তি ব্যবহার করে হ্যাকাররা অনায়াসেই ভিডিওর রূপদান করতে পারে, বদলে দিতে পারে বিখ্যাত ব্যক্তিত্বের কণ্ঠস্বর, সেগুলিকে জনসমক্ষে শেয়ারও করে। বিকৃত এই ভিডিও ভাইরাল করে দেয়। ভিউয়ার হয় লক্ষ লক্ষ। চিনের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের। ২০২০ সাল থেকে চিনের সঙ্গে বাণিজ্যেও নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। তার পর থেকেই মাইক্রোসফ্টের থ্রেট অ্যানালিসিস সেন্টার নিয়মিত তাদের পাওয়া তথ্য শেয়ার করে চলেছে।

    আরও পড়ুুন: “মুখ্যমন্ত্রীর নির্দেশেই এনআইএ-র উপর হামলা হয়েছে”, ভূপতিনগরের ঘটনায় সরব সুকান্ত-শুভেন্দু

    সেখান থেকেই জানা গিয়েছে, এআই প্রযুক্তি ব্যবহার করে ভারত ও আমেরিকার ভোটে নাক গলাতে চাইছে চিনের হ্যাকাররা। মাইক্রোসফ্টের পোস্টে বলা হয়েছে, ‘ভোটারদের প্রভাবিত করতে চিন জাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করছে। মানুষের মধ্যে বিভাজনের বিষবৃক্ষ রোপন করছে। এভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটারদেরও প্রভাবিত করতে চাইছে।’ প্রসঙ্গত, ভারতে এবার লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) হবে সাত দফায়। প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

     

  • Microsoft: মাইক্রোসফটে নতুন ‘বস’! উইন্ডোজের মাথায় আইআইটি মাদ্রাজের প্রাক্তনী পবন দাবুলুরি

    Microsoft: মাইক্রোসফটে নতুন ‘বস’! উইন্ডোজের মাথায় আইআইটি মাদ্রাজের প্রাক্তনী পবন দাবুলুরি

    মাধ্যম নিউজ ডেস্ক: সুন্দর পিচাই কিংবা সত্য নাদেলার পর এবার পবন দাবুলুরি (Pavan Davuluri)। সারা পৃথিবীতে বড় বড় সংস্থার মাথায় রয়েছেন বেশ কয়েকজন ভারতীয়। এবার টেক জায়ান্ট মাইক্রোসফটের নতুন ‘বস’ হলেন এক ভারতীয়। আইআইটি মাদ্রাজের প্রাক্তনী পবন দাবুলুরি মাইক্রোসফটের (Microsoft) উইন্ডোজ ও সারফেসের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন। এর আগে পবন সারফেস সিলিকনের কাজের দেখাশোনা করতেন। ২৩ বছর ধরে বিল গেটস এর সংস্থা মাইক্রোসফটে রয়েছেন পবন। তাই এই ভারতীয়ের উপর ভরসা দেখাল মাইক্রোসফট।

    পবনের নয়া দায়িত্ব

    মাইক্রোসফট (Microsoft) আগেই উইন্ডোজ ও সারফেসকে আলাদা করে দিয়েছিল। এবং দুটির জন্য ভিন্ন নেতৃত্বের কথাও জানিয়েছিল। এর আগে পবন সারফেস সিলিকনের কাজের দেখাশোনা করতেন। যেখানে মিখাইল পারাখিন নেতৃত্ব দিতেন উইন্ডোজ বিভাগকে। মিখাইল এবার নতুন ভূমিকাকে এক্সপ্লোর করতে চান। আর তার পরই পবনকে দুই বিভাগেরই প্রধান হিসেবে বেছে নেওয়া হয়। এর আগে এই পদে ছিলেন পানোস পনয়। তিনি মাইক্রোসফট ছেড়ে আমাজনে যোগ দেওয়ায় ওই দুই পদে এলেন পবন।

    আরও পড়ুুন: “ভারত এমন দেশ নয়, যাকে অন্যের উপদেশ নিতে হবে”, বললেন ধনখড়

    কী কী কাজ করতে হবে

    ভারতে আইআইটি মাদ্রাজ থেকে পড়া পবন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বিভাগের পড়াশোনা শেষ করেন। এর পরই তিনি রিলেবিলিটি কম্পোনেন্ট ম্যানেজার হিসেবে মাইক্রোসফটে (Microsoft) যোগ দেন। আইআইটি মাদ্রাজ থেকে স্নাতক হয়েছিলেন পবন।  তাঁর এই নতুন দায়িত্ব বিশ্বের শীর্ষস্থানীয় নানা সংস্থায় ভারতীয়দের সঙ্গে তাঁকে একসারিতে বসিয়ে দিল।

    মাইক্রোসফটের (Microsoft) এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিভাইস বিভাগের প্রধান রাজেশ ঝা-বলেছেন, ‘‘পবন এখন নতুন দলের নেতৃত্বে থাকছেন এবং আমাকে সব তথ্য জমা দেবেন। শিল্পা রঙ্গনাথন, জেফ জনসন এবং তাঁদের দল সরাসরি পবনের নেতৃত্বে কাজ করবেন। উইন্ডোজ দল মাইক্রোসফ্‌টের কৃত্রিম মেধার দলের সঙ্গে কাজ করবে।”  এবার থেকে রাজেশকেই ‘রিপোর্ট’ করবেন পবন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Dolly chaiwala: ডলি ভাইয়ের দোকানে চা খেলেন খোদ মাইক্রোসফট-কর্তা বিল গেটস, কে এই ডলি?

    Dolly chaiwala: ডলি ভাইয়ের দোকানে চা খেলেন খোদ মাইক্রোসফট-কর্তা বিল গেটস, কে এই ডলি?

    মাধ্যম নিউজ ডেস্ক: কেউ ভালোবেসে নাম রেখেছেন নাগপুরের জ্যাক স্প্যারো। কেউবা আবার জনি ডিপ। ঠিক ধরেছেন, এখানে ভারতের ভাইরাল চাওয়ালা ডলি ভাইয়ের কথাই বলা হচ্ছে। অভিনব কায়দায় চা বিক্রি করে বিগত কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়াতে আইকন চাওয়ালা (Dolly chaiwala) হিসেবেই বিখ্যাত ডলি। হঠাৎ আবার সমস্ত সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে  রাতারাতি শিরোনামে ডলি ভাই। কারণ একটাই, এবার ডলি ভাইয়ের চায়ের দোকানে চা খেলেন খোদ মাইক্রোসফট-এর মালিক বিল গেটস। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বিল-ডলির চায়ে পে চর্চা এখন ইন্টারনেট জগতে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে।

    কী দেখা গিয়েছে ভিডিওটিতে? (Dolly chaiwala)

    ডলি ভাইকে পুরনো ছন্দেই দেখা মেলে ভিডিওতে। মাথায় লম্বা চুল, কানে হেডফোন, চোখে সানগ্লাস আর দুর্দান্ত স্টাইল নিয়ে অভিনব কায়দায় চা বানাচ্ছেন তিনি। পাশে দাঁড়িয়ে বিল গেটস। আর তিনি ডলিকে বলছেন, “এক কাপ চায়ে প্লিজ”। আর ডলি তাঁর জন্য চা বানাতে শুরু করলেন। গরম দুধ-চায়ে চুমুক দিতেই এক রাশ আনন্দের ছাপ দেখা গেল বিলের মুখে, আর বলেই উঠলেন “আহা!”। ডলির স্টাইল, কায়দা বেশ মজার সাথেই উপভোগ করতে দেখা যায় বিল গেটসকে।

    এই ব্যাপারে ডলি কী জানালেন? (Dolly chaiwala)

    প্রথমত, ডলি জানতেন না তিনি কার সাথে তাঁর বিখ্যাত এই চা শেয়ার করতে চলেছেন। তিনি সামান্য এক বিদেশি অতিথি ভেবেছিলেন বিল গেটসকে। কিন্তু পরে তিনি জানতে পারেন, তিনি আর কেউ নন, স্বয়ং মাইক্রোসফট-এর প্রতিষ্ঠাতা বিল গেটস। নিজেকে নিয়ে এখন গর্ববোধ করছেন ডলি। এতদিন ডলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছিলেন। তবে এই সুযোগ পেয়ে তিনি আরও আনন্দে উচ্ছসিত হয়ে পড়েছেন। এক সংবাদ মাধ্যমের তরফ থেকে তাঁকে (Dolly chaiwala) জিজ্ঞাসা করা হয়, তিনি এর পর আর অন্য জনপ্রিয় কাকে তাঁর এই চা খাওয়াতে চান? সঙ্গে সঙ্গে তিনি উত্তর দেন “আমি এবার নরেন্দ্র মোদিজিকে এই চা খাওয়াতে চাই, আর আমি এটি করেই ছাড়বো।”

    বিল গেটস-এর ভারত ভ্রমণ 

    সম্প্রতি বিল গেটস এসেছিলেন ভারত ভ্রমণে। তিনি ভারতের নানা রাজ্য ঘুরে দেখেন, নবীন পট্টনায়কের উদ্বোধন করা মিশন শক্তি বাজার ঘুরে দেখেন। ভুবনেশ্বরের আদর্শ নগরের কলোনিতে বাসিন্দাদের সঙ্গে অনেকক্ষণ আলাপচারিতাও করেন। সেখানের বাসিন্দাদের ভালো-মন্দের খোঁজখবরও নেন তিনি।মহারাষ্ট্রের নানা জায়গাতেও ঘুরছেন বিল। এরপরে দেখা হয় বিখ্যাত চাওয়ালা ডলির (Dolly chaiwala) সাথে। বিল জানান, “ভারত এমনিতেই এক অভিনব জায়গা, এখানে প্রত্যেক জায়গাতেই অভিনব কিছু দেখা যায়। আর ডলি তার একটা উদাহরণ। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ডলি চাওয়ালার সঙ্গে ভিডিওটি পোস্ট করেন তিনি। আর সেখানে লিখেছেন ““ভারতের যে দিকেই যাও না কেন, নতুনত্ব পাবেই। সে এক কাপ চা বানানোর পদ্ধতিও অভিনব!”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bill Gates-PM Modi: ‘‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করলে আমি অনুপ্রাণিত হই’’, বললেন বিল গেটস

    Bill Gates-PM Modi: ‘‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করলে আমি অনুপ্রাণিত হই’’, বললেন বিল গেটস

    মাধ্যম নিউজ ডেস্ক: মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস রয়েছেন ভারত সফরে। দেশের বিভিন্ন রাজ্যে ঘুরছেন তিনি। বৃহস্পতিবার রাতেই তিনি সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে (Bill Gates-PM Modi)। তাঁদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠক শেষে সমাজ মাধ্যমের পাতায় বিল গেটস জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে তিনি অনুপ্রাণিত হন। প্রসঙ্গত, এদেশে এসে প্রথমেই বিল পৌঁছান ভুবনেশ্বরের আদর্শ নগরের কলোনিতে। সেখানকার বাসিন্দাদের সঙ্গে গল্পগুজবও করতে দেখা যায় তাঁকে। মার্কিন ধনকুবেরকে আদর্শ কলোনির মা মঙ্গলা বস্তিতে দেখে উচ্ছ্বসিত হন বাসিন্দারা (Bill Gates-PM Modi)। 

    কোন কোন ইস্যুতে আলোচনা?

    মোদি-গেটস বৈঠকে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। পাশাপাশি নারী সুরক্ষা থেকে নারী সশক্তিকরণ, স্বাস্থ্য প্রভৃতি বিষয় নিয়েও কথা হয়েছে দুজনের। এমনটাই জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের সাক্ষাৎকার নিয়ে পোস্ট করেছেন মোদি-গেট দুজনেই।

    মোদির ট্যুইট

    প্রধানমন্ত্রী মোদি (Bill Gates-PM Modi) তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘ভীষণ ইতিবাচক বৈঠক হয়েছে। যারা বিশ্বকে আরও শক্তিশালী করতে পারে এবং কোটি কোটি মানুষকে দিশা দেখাতে পারে, তাঁদের সঙ্গে যে কোনও বিষয় নিয়ে আলোচনাই খুব গুরুত্বপূর্ণ।’’

    গেটসের ট্যুইট

    মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা এক্স হ্যান্ডেলে (Bill Gates-PM Modi) লেখেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করলে প্রতিবারই ভালো লাগে। আমি অনুপ্রাণিত হই। ভারতের থেকে কীভাবে বিশ্ব শিক্ষা নেবে সেই বিষয়ে খুব ভালো আলোচনা হয়েছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Best Place to Work: কাজ করার জন্য সেরা কোম্পানির তালিকায় পিছিয়ে গেল গুগল, মাইক্রোসফট

    Best Place to Work: কাজ করার জন্য সেরা কোম্পানির তালিকায় পিছিয়ে গেল গুগল, মাইক্রোসফট

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের জনপ্রিয় তিন কোম্পানি গুগল, মাইক্রোসফট এবং মেটা। এমন কেউ নেই যাঁরা এই কোম্পানিগুলির উপভোক্তা নন। প্রত্যেক মানুষকে প্রতিদিনই এই তিনটে কোম্পানির সাহায্য (Best Place to Work) নিতে হয়।  কিন্তু, সম্প্রতি গ্লাসডোরের সমীক্ষায় সেরা কোম্পানির তালিকায় পিছিয়ে গেল এই তিন কোম্পানি। গুগল, মেটা পিছিয়ে গেলেও তালিকায় ৩৯ তম স্থান পেয়েছে অ্যাপল।

    ১৮ ধাপ পিছিয়ে গেল মাইক্রোসফট

    ‘টপ ১০০ কোম্পানি টু ওয়ার্ক ইন ২০২৪ ’ অর্থাৎ ২০২৪ সালে কাজ করার জন্য সেরা ১০০ কোম্পানির তালিকায় (Best Place to Work) বর্তমানে ১৮ ধাপ পিছিয়ে গিয়েছে গুগল। অষ্টম স্থান থেকে পিছিয়ে বর্তমানে ২৬ নম্বরে নেমে গিয়েছে সার্চ জায়েন্ট। সমীক্ষা বলছে অবস্থা ভালো নয় মাইক্রোসফটেরও। বিল গেটসের সংস্থা ১৩ থেকে নেমে ১৮-তে চলে গিয়েছে। অন্যদিকে জুকেরবার্গের মেটার মতো বিখ্যাত টেক কোম্পানি টানা দ্বিতীয় বছর এই তালিকায় জায়গা করতে পারেনি। গ্লাসডোরের এই সমীক্ষা বলছে, এই কোম্পানিগুলো কাজ করার জন্য সেরা জায়গা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সেরা ১০০টি কোম্পানির তালিকাও তুলে ধরেছে গ্লাসডোর।

    পিছিয়ে যাওয়ার কারণ কী

    পরিসংখ্যান বলছে, গত বছর ২,৬০,০০০ কর্মী ছাঁটাই (Best Place to Work) করেছে বিভিন্ন টেক সংস্থাগুলো। ২০২৪ সালের ১০ জানুয়ারি এই সমীক্ষা প্রকাশ হয়েছে। দেখা যাচ্ছে ২০২৪ সালের প্রথম ৯ দিনেই, ইতিমধ্যে ২,০০০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। গ্লাসডোরের সমীক্ষা অনুযায়ী, কর্মী ছাঁটাই, একটানা কাজ, এবং খারাপ ম্যানেজমেন্টের কারণে পিছিয়ে গিয়েছে গুগল, মেটা, জুমের মতো সংস্থাগুলি। গ্লাসডোরের প্রধান ইকোনমিস্ট ড্যানিয়েল হাও সংবাদ মাধ্যমকে বলেছেন, “বড় স্থিতিশীল কোম্পানির কর্মীরাও তাদের কোম্পানির ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বিগ্ন।” 

    গ্লাসডোরের সমীক্ষা অনুযায়ী কাজ করার জন্য বিশ্বের সেরা ২০ কোম্পানি

    ১. ব্রেন অ্যান্ড কোম্পানি
    ২. এনভিডিয়া
    ৩. সার্ভিসনাও
    ৪. ম্যাথওয়ার্কস
    ৫. প্রোকোর টেকনলোজিস
    ৬. ইন-অ্যান-আউট বার্গার
    ৭. ভিএমওয়্যার
    ৮. ডেলটেক
    ৯. ২০২০ কোম্পানিস
    ১০. ফিডেলিটি ইনভেস্টমেন্ট
    ১১. ক্রিউ কারওয়াশ
    ১২. কেলার উইলিয়ামস
    ১৩. ডেল্টা এয়ার লাইন
    ১৪. রেমন্ড জেমস ফিনান্সিয়াল
    ১৫. অ্যাডোবে
    ১৬. হিলটি নর্থ আমেরিকা
    ১৭. টোস্ট ইন্ক
    ১৮. মাইক্রোসফট
    ১৯. প্রোটিভিটি
    ২০. অটোডেস্ক

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Microsoft Layoffs: ফের গণ ছাঁটাই! আজই ১১ হাজার কর্মী বরখাস্ত করতে চলেছে মাইক্রোসফট?

    Microsoft Layoffs: ফের গণ ছাঁটাই! আজই ১১ হাজার কর্মী বরখাস্ত করতে চলেছে মাইক্রোসফট?

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটার, মেটা, অ্যামাজনের পর এবার মাইক্রোসফট। এই সংস্থাগুলি সম্প্রতি বিপুল সংখ্যায় কর্মী ছাঁটাই করেছে। এবারে একই পথে হাঁটতে চলেছে মাইক্রোসফটও। সূত্রের খবর অনুযায়ী, আজ, বুধবার প্রায় হাজার কর্মী বরখাস্ত করা হবে। গতবছর থেকেই হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে মার্কিন বহুজাতিক সংস্থাটি। জানা গিয়েছে, আগামী দিনে এই সংস্থাটি প্রায় ১১ হাজারের মত কর্মী ছাঁটাই করতে চলেছে। মাইক্রোসফটের হিউম্যান রিসোর্চ ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকেই আজ বেশিরভাগ কর্মী বরখাস্ত করা হবে বলে জানা গিয়েছে।

    মোট কর্মীর ৫ শতাংশ ছাঁটাইয়ের পথে বিল গেটস

    সূত্রের খবর অনুযায়ী, কর্মী ছাঁটাইয়ের ফলে কাজের জায়গায় নেই অর্ধেক কর্মীও। যারা আছেন তাঁরাও বেশিরভাগই ‘ওয়ার্ক ফ্রম হোম’ (Work From Home) কাজ করছেন। সম্প্রতি জানা গিয়েছে, ২০২৪ সালের জুন মাসে বেলভিউয়ের ২৬ তলা সিটি সেন্টার প্লাজার অফিসের লিজ আরও বাড়ানো হবে না বলে এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মাইক্রোসফট। আবার এরই মধ্যে প্রকাশ্যে এসেছে টেকনোলজি জায়েন্ট সংস্থাটি প্মোট কর্মীর প্রায় ৫ শতাংশ ছাঁটাই করতে চলেছে। অর্থাৎ প্রায় ১১ হাজার কর্মী বরখাস্ত হতে চলেছে চলতি বছরেই।

    আরও পড়ুন: চলতি মাসেই ফের কর্মী ছাঁটাই করবে আমাজন, এই দফায় কত জানেন?

    রিপোর্ট অনুযায়ী, গত বছরের জুন মাস পর্যন্ত এই সংস্থায় বিশ্বব্যাপী ২ লক্ষ ২১ হাজার কর্মী রয়েছে, এর মধ্যে আমেরিকাতেই রয়েছেন ১ লক্ষ ২২ হাজার জন কর্মী। গতবছরের জুলাই মাসেও হাজার কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছিল মার্কিন বহুজাতিক সংস্থাটি। অর্থাৎ মোট কর্মীর ১ শতাংশ বরখাস্ত করা হয়েছিল।

    উল্লেখ্য, এর আগে গতবছর নভেম্বরে প্রায় ১১,০০০ কর্মীকে একধাক্কায় ছাঁটাই করা হয়েছে মেটার তরফে। মেটা-র ১৮ বছরের ইতিহাসে এই প্রথম এত বড় সংখ্যক ছাঁটাই ঘোষিত হয়। মুদ্রাস্ফীতি, বিশাল ক্ষতির কারণে এই পদক্ষেপ করেছিল সংস্থা।

    কেন এই পদক্ষেপ?

    সূত্রের খবর অনুযায়ী, মন্দার আশঙ্কার জেরেই একই পদক্ষেপ নিয়েছে বিশ্বের অন্যতম বড় সংস্থা মাইক্রোসফটও। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা গিয়েছে, পার্সোনাল কম্পিউটার মার্কেটে কয়েক চতুর্থাংশ উইন্ডোজ এবং ডিভাইসের বিক্রিতে ক্ষতির পর মাইক্রোসফট তার ক্লাউড ইউনিট অ্যাজুরের গ্রোথ রেট বজায় রাখার জন্য আর্থিক চাপের মধ্যে রয়েছে। ফলে মাইক্রোসফটের পরিকল্পনা চূড়ান্ত হলে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসতে পারে ২৪ জানুয়ারির আগেই। ওই দিনই কোম্পানির আর্থিক অবস্থার বিষয়ে জানাবেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। প্রসঙ্গত, কিছুদিন আগেই সত্য নাদেলা এক সাক্ষাৎকারে সতর্ক করেছিলেন যে, আগামী দু’বছর মাইক্রোসফটের জন্য খুব চ্যালেঞ্জিং হতে চলেছে। আj এরপরেই এই গণ ছাঁটাইয়ের খবর প্রকাশ্যে এল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Internet Explorer Retirement: আলবিদা ইন্টারনেট এক্সপ্লোরার! নস্টালজিক নেটদুনিয়া

    Internet Explorer Retirement: আলবিদা ইন্টারনেট এক্সপ্লোরার! নস্টালজিক নেটদুনিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৭ বছর পর ইন্টারনেট এক্সপ্লোরারের পথ চলায় ইতি। আজ থেকে আর দেখা যাবে না ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer)। মাইক্রোসফ্টের (Microsoft) পুরনো ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার ১৯৯৫ সালে প্রথম দেখা যায় ‘উইনডোজ ৯৫’-এ (Windows 95)। এতবছর পর ইন্টারনেট এক্সপ্লোরারকে আলবিদা জানাতে হবে জেনে নস্টালজিক হয়ে পড়েছে নেটদুনিয়া। একসময় এর ওপর নির্ভর করেই চলত পুরো নেটিজেনরা।

    আরও পড়ুন: এই ভুলটা করলেই হ্যাক হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ! জেনে নিন এর থেকে বাঁচার উপায়…

    ‘উইন্ডোজ ৯৫’ অপারেটিং সিস্টেমের সঙ্গে আনা হয়েছিল এই ওয়েব ব্রাউজারটি (Web browser) যা ‘ওজি সার্চ ব্রাউজার’ ( OG search browser) নামে পরিচিত ছিল। ১৯৯৫ সাল থেকে এর পথচলা শুরু  হলেও ২০০৩ সাল থেকে এই ব্রাউজারটি জনপ্রিয় হয়ে উঠেছিল। তারপর মাইক্রোসফ্টের প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলি অন্যান্য ব্রাউজার তৈরি করায় ‘ইন্টারনেট এক্সপ্লোরার’-এর জনপ্রিয়তা কমতে শুরু করে।

    ২০১৩ সালেই এর শেষ ও ফাইনাল ভার্সান ‘ইন্টারনেট এক্সপ্লোরার ১১’ (Internet Explorer 11) লঞ্চ করেছিল মাইক্রোসফ্ট। তারপর ২০১৬ সাল থেকে কোম্পানী কোনও নতুন ভার্সান আনেনি। ২০২১ সালের অগাস্ট থেকেই মাইক্রোসফ্ট থেকে ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ হয়ে যাওয়ার কথা চলছিল। অবশেষে মাইক্রোসফ্ট সংস্থা ঘোষণা করল, ১৫ জুন থেকে ইন্টারনেট এক্সপ্লোরার পুরোপুরি বন্ধ হতে চলেছে।

    তবে কোম্পানি থেকে জানানো হয়েছে যে, ইন্টারনেট এক্সপ্লোরার-এর পরিবর্তে ‘উইনডোজ ১০’-এ ‘মাইক্রোসফ্ট এজ’ (Microsoft Edge) ব্যবহার করতে পারবে নেটদুনিয়া।  কোম্পানির তরফে  আরও জানানো হয়েছে যে,  মাইক্রোসফ্ট এজ ইন্টারনেট এক্সপ্লোরারের থেকে বেশি দ্রুত, বেশি নিরাপদ ও আরও আধুনিক ব্রাউজিং অভিজ্ঞতা দিতে সক্ষম। তাছাড়াও মাইক্রোসফট এজ-এ ‘ইনবিল্ট ইন্টারনেট এক্সপ্লোরার মোড’ (Internet Explorer mode) রয়েছে। যাতে আপনারা মাইক্রোসফ্ট এজ থেকে সরাসরি সেই ইন্টারনেট এক্সপ্লোরারের ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনগুলি অ্যাক্সেস করতে পারবেন। আবার কোম্পানি সমস্ত ব্যবহারকারীদের ধন্যবাদ জানিয়েছেন এতবছর ইন্টারনেট এক্সপ্লোরারের সঙ্গে থাকার জন্য।

    আরও পড়ুন: শীঘ্রই সোশ্যাল মিডিয়া-কেন্দ্রিক নিয়ম জারি করতে চলেছে কেন্দ্র?

    কিন্তু এই খবর পাওয়ার পর থেকেই পুরো নেটদুনিয়া আবেগঘন হয়ে পড়েছে। কারণ এটি শুধুমাত্র একটি সার্চ ইঞ্জিন-ই ছিল না, এটি ৯০ দশকের নেট ব্যবহারকারীদের কাছে ইমোশন ছিল। ইতিমধ্যেই ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে ট্যুইটারে পোষ্ট করতে শুরু করেছে নেটিজেনরা।

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

LinkedIn
Share