Tag: Mike Waltz

  • US Vice President: চলতি মাসেই ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স

    US Vice President: চলতি মাসেই ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত সফরে আসতে পারেন সস্ত্রীক আমেরিকান ভাইস প্রেসিডেন্ট (US Vice President) জেডি ভান্স। ভান্স এই মাসের শেষের দিকে দিল্লিতে আসবেন। তার আগে উপমহাদেশে আসতে পারেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। তুলসি গ্যাবার্ড এবং মাইক ওয়াল্টজ ১৫-১৮ মার্চের মধ্যে ভারতে আসবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মসনদে বসার পরে আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি, শুল্ক নীতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় দু’জনের মধ্যে। এর মাঝে গত সপ্তাহে ভারতের শুল্ক নীতি নিয়ে সমালোচনা করেছেন ট্রাম্প। এই আবহে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ভারত সফর।

    ভারতে ভান্স

    সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এই সফরে তাঁর সঙ্গে আসবেন আমেরিকার সেকেন্ড লেডি ঊষা ভান্স ৷ তিনি ভারতীয় বংশোদ্ভূত ৷ ঊষা ভান্সের পৈতৃক ভিটে অন্ধ্রপ্রদেশে। শুল্ক নীতি নিয়ে টানাপোড়েনের মাঝেই আমেরিকান ভাইস প্রেসিডেন্ট-এর ভারত সফর দুই দেশের পক্ষেই খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ভাইস প্রেসিডেন্ট হিসেবে এটাই ভান্সের দ্বিতীয় বিদেশ সফর হবে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, ফ্রান্সে এআই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জেডি ভান্সের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। ফ্রান্সে জেডি ভান্স এবং ঊষা ভান্সের ছেলে বিবেকের জন্মদিনের পার্টিতেও উপস্থিত ছিলেন মোদি।

    তুলসী ও ওয়ল্টজের আগমন

    ভারত সফরে আসছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। ডোনাল্ড ট্রাম্পে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার এই প্রথম কোনও মার্কিন প্রশাসনের শীর্ষ প্রতিনিধি ভারতে আসছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন তুলসী। ডেমোক্র্যাট দলের প্রাক্তন সদস্য তুলসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধু হিসাবেই পরিচিত। আমেরিকা সফরে গিয়ে তুলসীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান মোদি (PM Modi)। পাশাপাশি দু’জনের বৈঠকে ভারত-আমেরিকার সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেওয়া হয়েছে। সরকারি সূত্রের খবর, তুলসীর সফরে ভারতের গোয়েন্দা কর্তারা বাংলাদেশ ও পাকিস্তানের জঙ্গি তৎপরতার বিষয়ে মার্কিন গোয়েন্দা প্রধানকে অবহিত করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তাঁর এই বিষয়ে আলোচবা হয়েছে। এছাড়া মিঃ ওয়াল্টজের ভারতের অন্যতম প্রধান ভূ-রাজনৈতিক শীর্ষ সম্মেলন, রাইসিনা সংলাপে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে।

LinkedIn
Share