Tag: Ministry of External Affairs

Ministry of External Affairs

  • India Retaliates US: সংখ্যালঘু হামলা নিয়ে নিন্দা আমেরিকার, পালটা ‘বন্দুকবাজ’ খোঁচা  ভারতের 

    India Retaliates US: সংখ্যালঘু হামলা নিয়ে নিন্দা আমেরিকার, পালটা ‘বন্দুকবাজ’ খোঁচা  ভারতের 

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভোটের রাজনীতি করা হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের (US State Department) বিরুদ্ধে এমনই অভিযোগ আনল ভারতের বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)। গত বৃহস্পতিবার আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের তরফে আন্তর্জাতিক স্তরে ধর্মীয় স্বাধীনতা (Religiuos Freedom) সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয়। সেখানে ভারতে সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা হয়। এরপর রিপোর্টের কথা উল্লেখ করে ভারতকে আক্রমণ করেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন (Anthony Blinken)। তারই জেরে কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। ভারত তার উত্তরে আমেরিকাকে সে দেশের বন্দুকবাজ হানার কথাও স্মরণ করিয়ে দেয়। 

    আরও পড়ুন: “ভারত-মার্কিন সম্পর্ক আস্থার সম্পর্ক”, বাইডেনের সঙ্গে বৈঠকে মন্তব্য মোদির

    কিছুদিন আগেই ভারতকে নিশানা করে ব্লিঙ্কেন বলেন, “ভারতের ধর্মস্থানগুলি আক্রান্ত হচ্ছে। হামলার পরিমাণ দিন দিন বাড়ছে।” ঠিক এর পরেই প্রকাশ করা হয় ‘ধর্মীয় স্বাধীনতার রিপোর্ট’। সেখানেও একইভাবে আক্রমণ করা হয় ভারতকে। আরেক মার্কিন আধিকারিকের মতে, ভারতীয় আধিকারিকরা ইচ্ছাকৃত ভাবে এই হামলা থেকে মুখ ফিরিয়ে থাকেন। বিষয়টির তীব্র নিন্দা করে শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করা হয়। 

    আরও পড়ুন: মোদি-বাইডেন বৈঠকে উঠতে পারে ইউক্রেন, গম রফতানি প্রসঙ্গ

    বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “ভোট ব্যাংকের রাজনীতি ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। এটা অত্যন্ত দুঃখজনক। ভুল তথ্য এবং পক্ষপাতদুষ্ট মতামতের উপর ভিত্তি করে এই ধরণের রিপোর্ট তৈরি করা উচিৎ নয়। ধর্মীয় সংস্কৃতি এবং মানবাধিকার রক্ষায় যথেষ্ট উদ্যোগী ভারত।” বিবৃতিতে আমেরিকায় বন্দুকবাজ হামলার কথা উল্লেখ করে খোঁচা দেওয়া হয়েছে মার্কিন সাম্রাজ্যকে।

    [tw]


    [/tw]

    এর আগে ২০২০ এবং ২০২১ সালেও ধর্মীয় স্বাধীনতার ওপর রিপোর্ট পেশ করেছিল আমেরিকার ‘কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন উড়িয়ে দিয়েছিলেন এই দাবি। হিজাব বিতর্কেও মার্কিন তোপের মুখে পড়েছিল ভারত। তখনও ভারতের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয় মার্কিন মুলুককে। বলা হয়েছিল, “হিজাব বিতর্ক একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেখানে বিদেশের উস্কানি বরদাস্ত করা হবে না।”     
     

  • Job Vacancy: কর্মী নিয়োগ করবে বিদেশমন্ত্রক, জানুন বিস্তারিত

    Job Vacancy: কর্মী নিয়োগ করবে বিদেশমন্ত্রক, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের (MINISTRY OF EXTERNAL AFFAIRS) দিল্লির অফিসের জন্যে এক বছরের চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হবে।  

    অভিজ্ঞতার ওপর নির্ভর করে দেওয়া হবে পারিশ্রমিক। সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া হবে বছরে ১০ লক্ষ টাকা। শূন্যপদের সংখ্যা ১। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এই পদের জন্যে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ৩ অগাস্ট।  

    আরও পড়ুন: সিবিআইয়ে নিয়োগ, পদ সংখ্যা চার, পারিশ্রমিক ৪০ হাজার

    পদের নাম: কনস্যালটান্ট

    পদের সংখ্যা:

    বয়স সীমা: আবেদনকারীর বয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না।

    যোগ্যতা:

    • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। 
    • আবেদনকারীর এমএসসি, এমটেক অথবা তার বেশি ডিগ্রী থাকতে হবে।
    • সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদনকারীকে। 
    • বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
    • চিনা ভাষা জানা আবশ্যক না হলেও, চিনা ভাষা জানেন যারা তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বড় কোনও বিশ্ববিদ্যালয় বা সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। 
    • বড় কোনও জার্নালে লেখার অভিজ্ঞতা থাকলে বা পাবলিক রিলেশনের অভিজ্ঞতা আছে যাদের তারা অগ্রাধিকার পাবেন।

    বেতন: সর্বোচ্চ পারিশ্রমিক ১০ লক্ষ টাকা। কাজের অভিজ্ঞতার ওপর নির্ভর করে দেওয়া হবে পারিশ্রমিক।

    আরও পড়ুন: ৪৮১ শূন্যপদে নিয়োগ কোল ইন্ডিয়ায়, জানুন বিস্তারিত

    চুক্তির সময়: এক বছরের জন্যে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। পরে চুক্তির সময়সীমা বাড়ানোও হতে পারে। কোনও রকম অনিয়মের অভিযোগে উঠলে চাকরি থেকে বরখাস্তও করা হতে পারে। তার জন্যে ১ মাস আগে নোটিস দেওয়া হবে।

    কী করে আবেদন করবেন? 

    • যোগ্য প্রার্থীরা কাজ করার ইচ্ছা প্রকাশ করে সরাসরি বিদেশমন্ত্রকের অফিসে আবেদন করতে পারেন।
    • আবেদন পত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, পরিচয়পত্র অ্যাটাচ করে জমা দিতে হবে।
    • আবেদন পত্রের খামের মাথায় বড় বড় করে লিখতে হবে “Application for the position of Consultant in CCCS Division of Ministry of External Affairs”। 
    • Under Secretary (PF&PG), Ministry of External Affairs, Room No. 4071, Jawaharlal Nehru Bhawan, 23-D, Janpath, New Delhi-110011 – এই ঠিকানায় পাঠিয়ে দিন আবেদনপত্রটি। 
LinkedIn
Share