Tag: Mistaken Identity

Mistaken Identity

  • Noida: অবশেষে দেশে ফিরলেন নয়ডার ব্যবসায়ী, অপরাধীর সঙ্গে মুখের মিল থাকায় থাকতে হয়েছিল আবু ধাবির জেলে!

    Noida: অবশেষে দেশে ফিরলেন নয়ডার ব্যবসায়ী, অপরাধীর সঙ্গে মুখের মিল থাকায় থাকতে হয়েছিল আবু ধাবির জেলে!

    মাধ্যম নিউজ ডেস্ক: স্ত্রীকে নিয়ে ঘুরতে বেড়িয়ে বিপাকে পড়েছিলেন  এক ব্যবসায়ী। নয়ডার বাসিন্দা প্রবীণ কুমার, যাঁকে অপরাধীর সন্দেহে ভুলবশত আবু ধাবি-তে আটক করা হয়েছিল, তাঁকে আজ ভারতে ফিরিয়ে নিয়ে আসা হল। তিনি দেশে ফিরেই ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে (PM Modi)। প্রবীণ কুমার, উত্তর প্রদেশের নয়ডার বাসিন্দা। জানা গিয়েছে, আবুধাবি পুলিশ এক ‘ওয়ান্টেড ক্রিমিনাল’-কে বেশ কয়েকদিন ধরেই খুঁজছিল। আর তারপরেই প্রবীণ কুমারকে দেখতে সেই অপরাধীর মতো দেখতে হওয়ায় তাঁকে আবু ধাবি এয়ারপোর্টে আটক করা হয়েছিল।

    সূত্রের খবর অনুযায়ী, গত ১১ অক্টোবর, ফেস রেকগনিশন সফটওয়্যারে তাঁর মুখ এক ওয়ান্টেড ক্রিমিনালের সঙ্গে মিলে গিয়েছিল। আর এই সফটওয়্যারের ভুলের কারণেই তাঁকে সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি জানিয়েছিলেন, গ্রেটার নয়ডার হাবিবপুর গ্রামের বাসিন্দা  তিনি এবং একটি সিমেন্ট কোম্পানির ঠিকাদার হিসেবে কাজ করেন। তিনি এবং তাঁর স্ত্রী ঊষা সুইজারল্যান্ডে এক সপ্তাহের জন্য ঘুরতে বেরিয়েছিলেন। আর তাঁর আগেই এই ঘটনা। তাঁদের আত্মীয় অতুল শর্মা জানিয়েছেন, সুইজারল্যান্ডের সরাসরি ফ্লাইট খুঁজে না পাওয়ায় দিল্লি থেকে আবু ধাবির একটি ফ্লাইটে উঠেছিল যার পরে তাদের গন্তব্যে ফ্লাইট নেওয়ার কথা ছিল। তারা ১১ অক্টোবর রওনা দিয়েছিলেন। এরপর এই ঘটনা ঘটলে পরিবারের সদস্যরা এই বিষয়ে সহায়তা চাইতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং মন্ত্রকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ট্যুইট করেছিলেন। এরপরেই অবিলম্বে ভারত সরকারের তরফে পদক্ষেপ নেওয়া হয়।

    আরও পড়ুন: স্বাধীনতার অমৃতকালে ৭৫ জেলায় ৭৫ ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের উদ্বোধন মোদির

    প্রবীণ কুমার বলেছেন, “তারা আমাকে আটকে রেখেছিল, নিজের পরিচয় ত্যাগ করে এক ওয়ান্টেড ক্রিমিনালের পরিচয় নিতে বাধ্য করেছিল। সকালে আমাকে একটি হোল্ডিং সেলে রেখেছিল, আর জিজ্ঞাসাবাদ করেছিল। এরপর অন্য শহরে নিয়ে গিয়েছিল ও সেখানেও আটক করে চলে জেরা। এই বিষয়ে তাদের দ্রুত পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাতে চাই।”  

    রবিবার সকালে ভারতে ফিরেছেন প্রবীণ কুমার। নয়ডার বাসিন্দা প্রবীণকে (Praveen Kumar) এদিন ফুলের মালা পরিয়ে বরণ করা হয়েছে। ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রবীণ কুমার ও তাঁর স্ত্রী।

LinkedIn
Share