Tag: Mithali Raj Retirement

Mithali Raj Retirement

  • Mithali Raj Retirement: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর মিতালি রাজের

    Mithali Raj Retirement: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর মিতালি রাজের

    মাধ্যম নিউজ ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ (Mithali Raj)। বুধবার টুইটারে একটি পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রাক্তন ভারত মহিলা ক্রিকেট (Cricket) অধিনায়ক। তাঁর অবসর নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল।

    ২৩ বছরের দীর্ঘ কেরিয়ারে তিনি ক্রিকেট জগতে এক অতুলনীয় অবদান রেখে গেছেন। ২৩২টি একদিনের ক্রিকেট খেলায় তিনি ৭৮০৫ রান করে রেকর্ড গড়ে তুলেছিলেন। এছাড়াও মিতালি মহিলা ক্রিকেট জগতের সর্বোচ্চ রান অধিকারী ও তাঁর রানের সংখ্যা ১০৮৬৮।

    এদিন টুইটারে একটি বিবৃতিতে তিনি লেখেন, “ছোট থেকেই লক্ষ্য স্থির করে নিয়েছিলাম যে ভারতের হয়ে নীল জার্সি পরব। কারণ দেশের হয়ে প্রতিনিধিত্ব করাই সবথেকে বেশি সম্মানের। এই সফরের অধিকাংশ সময় ভাল ছিল। খুব কমই খারাপ অভিজ্ঞতা হয়েছে।“ তিনি আরও বলেন “প্রত্যেক অভিজ্ঞতাই আলাদা ছিল এবং গত ২৩ বছর, আমার জীবনের সবথেকে সুন্দর, পরিপূর্ণ সময় ছিল। কিন্তু সফর সবারই একদিন শেষ হয়। তাই আজকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবার অবসর নিচ্ছি।” বিসিসিআই (BCCI) এবং জয় শাহ-কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, “যখনই আমি মাঠে নেমেছি। ভারতকে জেতানোর জন্য নিজের সেরাটা দিয়েছি। তেরঙ্গার প্রতিনিধিত্ব করার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।“  

    [tw]


    [/tw]

    বিসিসিআই (BCCI) থেকে ট্যুইট করা হয় যে,  “ভারতের ক্রিকেট জগতে আপনার অবদান অতুলনীয়।”

    [tw]


    [/tw]

    ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) লেখেন, “দেশের হয়ে খেলা অনেকেরই স্বপ্ন। খুব কম মানুষই সেই স্বপ্ন বাস্তব করতে পারে। মিতালি তাদেরই একজন। ভারতে মহিলা ক্রিকেটের স্তম্ভ ছিলেন আপনি। প্রচুর তরুণ ক্রিকেটারের জীবন বদলেছে আপনাকে দেখে। অনবদ্য কেরিয়ারের জন্য অনেক শুভেচ্ছা।”

    [tw]


    [/tw] 

    বিসিসিআই ওমেন (BCCI women) থেকে ট্যুইট করা হয় যে, “ক্যাপ্টেন, লেজেন্ড, অনুপ্রেরণা।”

    [tw]


    [/tw]

     জয় শাহ বলছেন, “অনবদ্য একটা কেরিয়ারের ইতি হল। ভারতীয় ক্রিকেটে প্রচুর অবদান মিতালি রাজের। ওঁর নেতৃত্ব ভারতীয় ক্রিকেটে গৌরবের মুহূর্ত এসেছে।”

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

     

     

LinkedIn
Share