Shinzo Abe: মোদি-আবে রসায়নই কি চিন্তা বাড়িয়েছিল চিনের? ইন্দো-জাপান মধুর সম্পর্কের স্থপতি শিনজো
১৯৫৭ সালে দিল্লিতে এসেছিলেন শিনজোর দাদু জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী নোবুসুকে কিশি। তখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। সম্পর্কের সূচনা তখন থেকেই।
Modi
১৯৫৭ সালে দিল্লিতে এসেছিলেন শিনজোর দাদু জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী নোবুসুকে কিশি। তখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। সম্পর্কের সূচনা তখন থেকেই।
চিনের চোখ রাঙানিকে অগ্রাহ্য করেই মোদি তাঁর টুইটে শুভেচ্ছা জানানোর কথা জানিয়েছিলেন।
Droupadi Murmu: রাইসিনা হিল দখলের লড়াইয়ে কে শেষ হাসিটি হাসে তাই এখন দেখার অপেক্ষা।
প্রধানমন্ত্রীর কপ্টার আসা-যাওয়ার রুটকে সম্পূর্ণভাবে ‘নো-ফ্লাই জোন’ করে দেওয়া হয়। বেলুন, ড্রোন এমকী ঘুড়ি ওড়ানোয় পর্যন্ত নিষিদ্ধ।
দ্রাবিড় আন্দোলনের আইকন পেরিয়ার আমৃত্যু পৃথক রাষ্ট্রের দাবি করে এসেছেন। আমাদের মুখ্যমন্ত্রী আন্নাদুরাইয়ের পথে চলেন। আমাদের পেরিয়ারের পথে হাঁটতে বাধ্য করবেন না।
ডিজিটাল ইন্ডিয়া দুর্নীতি থেকে দরিদ্রদের রক্ষা করেছে…
এই প্রথম কোনও বাইরের দেশকে তেজস তৈরির প্রযুক্তি হস্তান্তর করতে পারে দিল্লি। এতে অস্ত্র রফতানি দেশ হিসেবে তালিকার আরও ওপরে উঠে আসবে ভারতের নাম।
“যোগা সমগ্র মানবজাতির জন্য প্রয়োজনীয়।” যোগ শক্তি বিশ্ব স্বাস্থ্যকে দিশা দেখাচ্ছে। বর্তমানে যোগব্যায়াম বিশ্বব্যাপী পারস্পরিক সহযোগিতার ভিত্তি হয়ে উঠছে।
আক্ষেপের সুরে মোদি বলেন দেশের নাগরিকদের ভালোর জন্য সরকার নানা প্রকল্পের পরিকল্পনা করে। তাতে রাজনীতির রং লেগে গেলে আসল উদ্দেশ্য ব্যাহত হয়।
দেশের প্রান্তিক মানুষের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুর এই জয় দেশবাসীকে গর্বিত করবে। দেশবাসীর কাছে উনি আশার আলো।