Tag: Mohammed Shami

Mohammed Shami

  • World T20: শেষ ওভারে শামি ম্যাজিক! অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয়ী ভারত

    World T20: শেষ ওভারে শামি ম্যাজিক! অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয়ী ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। কখনও করোনা তো কখনও অফ ফর্ম বাধা হয়েছিল অনেক কিছুই। শেষ পর্যন্ত চোটের কারণে জশপ্রীত বুমরাহ দল থেকে ছিটকে যাওয়ায় তাঁকেই বেছে নেন নির্বাচকেরা। তাঁরা যে ভুল করেননি, তা সোমবার ভালভাবে বুঝিয়ে দিলেন বাংলার পেসার মহম্মদ শামি। এদিন শেষ ওভারে শামিকে বল করতে ডাকেন অধিনায়ক রোহিত। সেই সময়ে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ১১ রান। ম্যাচে মাত্র এক ওভার বল পেয়েই কামাল করে দেন বঙ্গ পেসার। তিনটি উইকেট তুলে শেষ করে দেন বিপক্ষের লোয়ার অর্ডারকে। ছয় রানে ম্যাচ জেতে ভারত।  

    এদিন টসে জিতে ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ভারত তোলে ১৮৬ রান। কে এল রাহুল ৩৩ বলে দুর্দান্ত ৫৭ রানের ইনিংস খেলেন। ৬টি চার এবং ৩টি ছয় মারেন রাহুল। বিগত একাধিক সিরিজে দুর্দান্ত ছন্দে থাকা সূর্যকুমার যাদব এ দিনের অনুশীশন ম্যাচেও ধারাবাহিকতা বজায় রাখেন। তিনি করেন ৫০ রান। দীনেশ কার্তিকের ব্যাট থেকে আসে ২০ রান। তবে,অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়ার রান না পাওয়াটা চিন্তায় রাখবে থিঙ্ক ট্যাঙ্ককে।

    আরও পড়ুন: নাম মনে রেখো! কেন টুইট সচিনের?

    ভারতের ১৮৬ রানের জবাবে আগ্রাসী মেজাজে ইনিংসের শুরু করে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে প্রথম উইকেট নেন ভুবনেশ্বর কুমার। মাত্র ১৮ বলে ৩০ রান করে বিপজ্জনক হয়ে ওঠা মিচেল মার্শকে ফেরত পাঠান তিনি। হাফ সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৭৬ রান করে হর্ষল প্যাটেলের বলে আউট হয়ে যান তিনি। শেষপর্যন্ত অস্ট্রেলিয়া ২০ ওভারে ১৮০ রানে অল-আউট হয়ে যায়। ৬ রানের সংক্ষিপ্ত ব্যবধানে উত্তেজক ম্যাচ জেতে ভারত। 

  • Mohammed Shami: অভিজ্ঞতায় ভরসা! বুমরাহর পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শামি

    Mohammed Shami: অভিজ্ঞতায় ভরসা! বুমরাহর পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শামি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রশ্ন ছিল তারুণ্য না অভিজ্ঞতা? উত্তর মিলল। শেষ পর্যন্ত অভিজ্ঞতাকেই প্রাধান্য দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। টি-২০ বিশ্বকাপে জশপ্রীত বুমরাহর পরিবর্তে মহম্মদ শামিকে (Mohammed Shami)মূল স্কোয়াডে নিল বিসিসিআই । ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2022)। ভারত অভিযান শুরু করবে ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। টি-২০ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া রওনা দেওয়া ঠিক আগে চোট পান ভারতীয় দলের মুখ্য পেসার জশপ্রীত বুমরাহ। বিশ্বকাপ দলে পরিবর্তনের শেষ তারিখ ১৫ অক্টোবর। তার আগে শুক্রবার বুমরাহর পরিবর্তে শামির নাম ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে।  সেইসঙ্গে জানান হয়েছে, ব্যাকআপ পেসার হিসেবে অস্ট্রেলিয়ায় গিয়েছেন মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর।

    শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে বলা হয়েছে, ‘পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে জশপ্রীত বুমরাহের পরিবর্ত হিসেবে মহম্মদ শামির নাম ঘোষণা করেছে নির্বাচক কমিটি। ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন শামি এবং ওয়ার্ম-আপ ম্যাচের আগে ব্রিসবেনে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন।’ উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ভারত। দু’দিন পর (১৯ অক্টোবর) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচ আছে রোহিত শর্মাদের।

    আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

    চোট পেয়ে ছিটকে যাওয়া বুমরাহর জায়গায় বিশ্বকাপের দলে এসেছেন মহম্মদ শামি। বাংলার বোলারকে নিয়ে দলনায়ক রোহিত বলেছেন, “মহম্মদ শামিকে ইদানীং খেলতে দেখিনি। তবে শুনেছি ও ভাল ছন্দে রয়েছে। রবিবার ব্রিসবেনে আমাদের অনুশীলন রয়েছে। সেখানে শামিকে দেখার জন্যে মুখিয়ে রয়েছি।” দীর্ঘদিন পর টি-২০ ফরম্যাটে ভারতীয় দলের হয়ে মাঠে নামবেন মহম্মদ শামি। শেষবার ভারতের হয়ে খেলেছিলেন ২০২১ টি-২০ বিশ্বকাপে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • T-20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ তৈরি! টি-২০ বিশ্বকাপ শুরুর  আগে কী বললেন রোহিত?

    T-20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ তৈরি! টি-২০ বিশ্বকাপ শুরুর আগে কী বললেন রোহিত?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের (world cup schedule t20) প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। ওই ম্যাচে ভারতের মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান (india pakistan match)। ২০২১ সালে ভারত-পাক দ্বৈরথে শেষ হাসি হেসেছিল বাবর আজমরা। এবার ভারতীয় দলের উপর যে একটু বাড়তি চাপ থাকবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তবুও চিন্তিত নন ভারত অধিনায়ক। তিনি জানিয়ে দিয়েছেন শেষ সময়ে নয় ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ তৈরি করে ফেলেছেন তিনি।

    রোহিত শর্মা বলেছেন,’পাকিস্তান ম্যাচের প্রথম একাদশ ভেবে ফেলেছি। যারা খেলবে তাদের জানিয়েও দেওয়া হয়েছে। শেষ মুহূর্তের জন্য কিছু ফেলে রাখতে চাইছি না। তাই ছেলেদের আগে থেকেই সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দিয়েছি যাতে ওরা প্রস্তুত হয়ে নামতে পারে।’রোহিত আরও বলেছেন, “ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব কতটা, সেটা আমরা ভালই জানি। তবে সব সময় এই নিয়ে কথা বলি না। এশিয়া কাপের সময়েও অন্য কথা বলে নিজেদের ব্যস্ত রেখেছিলাম। আধুনিক ক্রিকেটে সব দলই ভয়ডরহীন হয়ে গিয়েছে। আমাদের সেই মানসিকতার সঙ্গে মানিয়ে নিতে হবে। আগে টি-টোয়েন্টিতে ১৪০ রান তুললেই জেতা যেত। এখন ১৪-১৫ ওভারেই সেই রান উঠে যায়।”

    পাকিস্তানের বিরুদ্ধে দলের প্রথম একাদশ তৈরি করার কথা জানালেও, কারা থাকতে চলেছেন সেই প্রথম একাদশে তা নিয়ে এখনও কিছু খোলাসা করে জানানি টিম ইন্ডিয়ার অধিনায়ক। তিনি এখন মজে রয়েছেন ফটোশ্যুটে।  কোথায় শত্রুতা! চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে যেখানে টানটান উত্তেজনার চোরাস্ত্রোত বয়ে চলে, সেখানে রোহিত শর্মা এবং বাবর আজমের ফটোশ্যুট  অন্য গল্প বলছে। খোশমেজাজে দুই অধিনায়ককে দেখে মনে হচ্ছিল, প্রতিবেশি দুই দেশের মাঝে ভ্রাতৃত্বের বিজ্ঞাপন করছেন রোহিত-বাবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফটোশ্যুট ছিল অধিনায়কদের। সেখানে রোহিত এবং বাবরের ছবিতেই পরিষ্কার, যে, রাজনৈতিক বা কূটনৈতিক জটিলতা এবং টানাপোড়েন, বিদ্বেষের বাইরে বেরিয়ে রোহিত-বাবরদের সম্পর্ক কিন্তু অত্যন্ত সুন্দর। আর সেটাই যেন আরও একবার প্রমাণিত হল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Jasprit Bumrah: বুমরাহর পরিবর্ত কে? টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার বিমানে উঠবেন শামি না চাহার

    Jasprit Bumrah: বুমরাহর পরিবর্ত কে? টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার বিমানে উঠবেন শামি না চাহার

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পিঠের চোটের কারণে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের নির্ভরযোগ্য বোলার জসপ্রীত বুমরাহ। তবে এখনও বুমরাহর পরিবর্তে ভারতীয় দলে কে জায়গা করে নেবেন তা জানায়নি বিসিসিআই। দলে পরিবর্ত ক্রিকেটারের নাম জানানোর জন্য আইসিসির নির্ধারিত সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। তবে আইসিসির অনুমতি সাপেক্ষে পরিবর্ত ক্রিকেটারের নাম জানাতে পারবে বিসিসিআই। তার জন্যই চলছে শেষ লগ্নের প্রস্তুতি। মহম্মদ শামি না দীপক চাহার না অন্য কেউ কে অস্ট্রেলিয়ার বিমানে উঠবে তা খুব শীঘ্রই জানাবে বিসিসিআই।  তবে ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান, ১২ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হতে পারেন শামি।

    আরও পড়ুন: কোহলি থেকে কার্তিক! সেরা পাঁচ ক্রিকেটারের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়ত এটাই

    ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়ার মাটিতে শামির দুরন্ত রেকর্ড রয়েছে। ২০১৫ সালে অসিভূমে ওয়ান ডে বিশ্বকাপের অন্যতম সেরা বোলার ছিলেন তিনি। গত আইপিএলেও বল হাতে জ্বলে উঠেছিলেন শামি। তাঁর অভিজ্ঞতা আছে, তা ছাড়া শামি পরিস্থিতি অনুযায়ী বল করতে সক্ষম। তবে করোনা আক্রান্ত হওয়ায় দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি শামি।  তবে এখন তিনি করোনা মুক্ত। বর্তমানে  শামি ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। নিজের ফিটনেসের দিকে নজর দিয়েছেন ভারত তথা বাংলার এই বোলার।  যদিও এখনও পর্যন্ত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি থেকে মেডিক্যাল ক্লিয়ারেন্স পাননি মহম্মদ শামি। যে কারণে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া যেতে পারেননি তিনি। তবে অনুমান, শীঘ্রই তিনি তা পেয়ে যাবেন।

    আরও পড়ুন: বিসিসিআই সভাপতি থাকছেন না মহারাজ! পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন রজার বিনি

    শামির সঙ্গে অস্ট্রেলিয়ার যেতে পারেন দীপক চাহারও। মনে করা হচ্ছে, দুই খেলোয়াড়ই রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন। তবে চাহার এখনও পর্যন্ত সুস্থ নয় বলে বিসিসিআই সূত্রে খবর। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা। ২২ অক্টোবর থেকে শুরু মূল পর্বের খেলা। ২৩ অক্টোবর বিশ্বকাপের প্রথম খেলায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন রোহিতরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Jasprit Bumrah: টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহর বিকল্প কে? শামি না সিরাজ দ্বিধাবিভক্ত নির্বাচকরা

    Jasprit Bumrah: টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহর বিকল্প কে? শামি না সিরাজ দ্বিধাবিভক্ত নির্বাচকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে ভারতীয় দল। প্রথম প্রস্তুতি ম্যাচে পারথে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারানোয় রোহিত শর্মাদের মনোবল তুঙ্গে। তবে জাতীয় নির্বাচকদের ঘুম উড়ে গিয়েছে যশপ্রীত বুমরাহর পরিবর্ত খুঁজতে গিয়ে। একটা সময় লড়াইয়ে ছিলেন মহম্মদ শামি, দীপক চাহার, মহম্মদ সিরাজ। যদিও চোট পাওয়ায় দীপক চাহারের বিশ্বকাপ খেলার আর কোনও সম্ভাবনা নেই। এখন শামি ও সিরাজের মধ্যে একজনকে বেছে নিতে হবে নির্বাচকদের।

    আরও পড়ুন: বিশ্বকাপের আগে বোলিং চিন্তায় ফেলেছে ভারতকে! বুমরাহর পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়া যেতে পারেন সামি

    শামি ও সিরাজের মধ্যে কোনও একজনকে বেছে নেওয়া সহজ কাজ নয়। একদিকে সামির অভিজ্ঞতা। অন্যদিকে সিরাজের তারুণ্য। দু’টোই বিশ্বকাপের মতো মঞ্চে খুবই গুরুত্বপূর্ণ। অতীতে শামি অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ বল করেছেন। সেই অভিজ্ঞতা কাজে দিতে পারে টিম ইন্ডিয়ার। আবার সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ একদিনের সিরিজে বল হাতে কার্যত আগুন ঝরিয়েছেন সিরাজ। তাঁর গতি অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে দারুণ কার্যকর হতে পারে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। স্বাভাবিকভাবেই দু’জনের মধ্যে একজনকে বেছে নেওয়া সহজ নয়। তাই বুমরাহর বিকল্প খুঁজতে গিয়ে ঘুম উড়ে গিয়েছে চেতন শর্মাদের।

    আরও পড়ুন: বিসিসিআই সভাপতি থাকছেন না মহারাজ! পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন রজার বিনি

    পাল্লা কিছুটা হলেও ভারী শামিরই। করোনা মুক্ত হওয়ার পর তিনি কোনও ম্যাচ খেলেননি। তবে ফিট। তাই অস্ট্রলিয়া উড়ে যাচ্ছেন। বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচে তাঁকে খেলানোর পর নির্বাচকরা হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছন সিরাজও। তবে যে রকম ফর্মে তিনি আছেন, তাতে বিশ্বকাপের চূড়ান্ত দলে তাঁকে না দেখার কোনও কারণ নেই। প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরও ব্যাট ধরেছেন সিরাজের হয়ে। তাঁর যুক্তি, ‘শামি অনেকদিন খেলার বাইরে। হঠাৎ করে ওকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে নামিয়ে দেওয়া ঠিক হবে না। তার চাইতে ফর্মে থাকা সিরাজকে খেলানো উচিত। ১৫ জনের দলে এখনও কেউ নির্বাচিত হননি। দেখা যাক নির্বাচকরা কাকে বেছে নেয়।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mohammed Shami: দশেরায় শুভেচ্ছা জানিয়ে মৌলবাদীদের আক্রমণের মুখে মহম্মদ শামি

    Mohammed Shami: দশেরায় শুভেচ্ছা জানিয়ে মৌলবাদীদের আক্রমণের মুখে মহম্মদ শামি

    মাধ্যম নিউজ ডেস্ক: দশেরার শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। আর তাতেই চরমপন্থী মুসলিমদের কুনজরে পড়লেন তিনি। পোস্টটির ছবিতে দেখা যাচ্ছে যে, রাম হাতে তীর-ধনুক নিয়ে রাবণের দিকে তীর নিক্ষেপ করার নিশানা করছেন। তিনি পোস্টটিতে লেখেন, “দশেরার দিন প্রার্থনা করব আপনাদের জীবন যেন আনন্দ সম্মৃদ্ধি এবং সাফল্য ভরে ওঠে। এই কামনা করি।” মহম্মদ শামির এই পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের শিকার হতে হয় তাঁকে।   

     

    শামি পোস্ট করা মাত্র তাঁর পোস্টটি ভাইরাল হয় এবং মৌলবাদীরা তাঁকে কাঠগড়ায় তোলা শুরু করে। তাদের দাবি, একজন মুসলমান হয়ে কেন তিনি হিন্দুদের উৎসবের শুভেচ্ছা জানাচ্ছেন? শারীরিক  কারণে ভারতের টি-টোয়েন্টি দলে ফেরার সুযোগ হারিয়েছিলেন এই তারকা পেসার। তিনি বিশ্বকাপের দলে জায়গা পাবেন কিনা তা নিয়েও এখনো বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। বিশ্বকাপের (T-20 World Cup) দলে সুযোগ পাওয়ার জন্য বিধর্মীদের মতো আচরণ করছেন শামি। এমন অভিযোগও তোলা হয়েছে শামির বিরুদ্ধে। অনেকে শামির বিরুদ্ধে ফতোয়া জারি করার দাবিও জানিয়েছেন।  

    অনেকেই প্রশ্ন তুলেছেন, শামি কি সত্যিই মুসলিম? প্রকৃত মুসলিম হয়ে এই কাজ কীভাবে করলেন তিনি? কেউ কেউ বলেছেন, পথ ভুলে গিয়েছেন শামি, আল্লা তাঁকে রক্ষা করুন। অধিকাংশের মতে, অত্যন্ত লজ্জাজনক কাজ করেছেন শামি। তাঁর ট্যুইটের কমেন্ট সেকশন ভরে গিয়েছে “শেম অন শামি” বার্তায়। 

    আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন শামি, কেন জানেন?
      
    কিছুদিন আগে ঠিক এমনটাই ঘটেছিল বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের সঙ্গে। তিনি মহালয়া উপলক্ষে শুভেচ্ছা জানান। আর তারপরেই তাঁকে মৌলবাদীদের আক্রমণের মুখে পড়তে হয়।

    তবে সেই সময়ে লিটনের মতোই এবার শামিও নিজের পাশে পেয়েছেন। শামির পাশে দাঁড়িয়ে তাকে পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন বহু ভক্ত। অনেকেই লিখেছেন, এটাই ভারতবর্ষ যেখানে সব ধর্ম একসঙ্গে অবস্থান করতে পারে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
  • Asia Cup India Squad: সামি বাদ পড়ায় ক্ষুব্ধ শ্রীকান্ত! বিশ্বকাপের দলে সামি ফিরলে অবাক হবেন না মোরে

    Asia Cup India Squad: সামি বাদ পড়ায় ক্ষুব্ধ শ্রীকান্ত! বিশ্বকাপের দলে সামি ফিরলে অবাক হবেন না মোরে

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসের শেষেই শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। এশিয়া কাপের দলে ফিরছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। সোমবার এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। বাদ পড়েছেন বাংলার ক্রিকেটার মহম্মদ সামি। অবশ্য সামি দীর্ঘদিন ধরেই টি–২০ দলে নেই। সামিকে টি-টোয়েন্টি সংস্করণে আর ভাবছেই না বিসিসিআই। সামি শেষ আন্তর্জাতিক টি–২০ খেলেছিলেন গত বিশ্বকাপে।

    সামির বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি বলেছেন, ‘‌আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে থাকলে সামিকে দলে রাখতাম। রবি বিষ্ণোইকে হয়ত দলে রাখতাম না। তবে বিশ্বাস করি, অক্ষর প্যাটেলকে দলে রাখা নিয়ে লড়াই চলত। আমার মতে, এই লড়াই হত অশ্বিন ও অক্ষরের মধ্যে। আমার ভোট কিন্তু অক্ষরের দিকেই থাকত।’‌ 

    সামির বাদ যাওয়াতে অবাক প্রাক্তন জাতীয় নির্বাচক কিরণ মোরে। তাঁর কথায়, “সদ্য শেষ হওয়া আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন সামি। সেখানে তাঁকে দলে রাখা হল না কেন তা বুঝতে পারছি না। দলে একজন নির্ভরযোগ্য পেসার দরকার ছিল।” এক কদম এগিয়ে শ্রীকান্ত বলেন, “আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সামি ফিরলে অবাক হব না।”

    লোকেশ রাহুল চোট সারিয়ে দলে ফিরলেন। এশিয়া কাপের দলে রয়েছে দুই উইকেটরক্ষক পন্থ ও কার্তিক। তিন জন স্পিনার রয়েছে দলে। হার্দিক ও জাদেজার মতো দুই অলরাউন্ডার। শ্রীকান্তের মতে, ‘‌দল যথেষ্টই ভাল হয়েছে। তবে আমার মতে দলে আর একজন মিডিয়াম পেসার থাকলে ভাল হত। দু’‌জন রিস্ট স্পিনার রয়েছে। তবে অক্ষরের জন্য সত্যিই খারাপ লাগছে। দীপক হুডার অন্তর্ভুক্তিতে খুশি। ব্যাট করতে পারে। বলটাও জানে।’‌ এরপরই ফের অক্ষর প্রসঙ্গে চলে গেলেন শ্রীকান্ত। বলে দিলেন, ‘‌অস্ট্রেলিয়ার পরিবেশে অক্ষর যথেষ্ট কার্যকরী। শুধু এশিয়া কাপের কথাই বলছি না। বিশ্বকাপের প্রসঙ্গও তুললাম। তবে বিশ্বকাপের এখনও কিছুটা দেরি আছে। নির্বাচকরা নিশ্চয়ই ভাবনাচিন্তা করবেন।’‌  

    তবে এশিয়া কাপ শুরুর আগেই ভারতীয় শিবির বড় ধাক্কা খেয়েছে। পিঠে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন দলের তারকা পেসার জশপ্রীত বুমরাহ। অর্থাৎ তাঁকে ছাড়াই সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে এশিয়া কাপে নামতে হবে রোহিতদের। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, পিঠে চোট থাকার কারণে এশিয়া কাপে (Asia Cup 2022) অংশ নিতে পারবেন না বুমরাহ। তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। তাই তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। সম্পূর্ণ ফিট হতে বেশ খানিকটা সময় লাগবে বুমরাহর। তবে আশা করা হচ্ছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC World T-20) আগেই দলে যোগ দেবেন তিনি।

    আরও পড়ুন: দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়াতে জানেন মোদি! জানুন কী বললেন পাক সাংবাদিক

    এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), দীপক হুডা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান।
    স্ট্যান্ড-বাই: শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল ও দীপক চাহার।

  • IPL Hardik: শামির উপর মেজাজ হারিয়ে সমর্থকদের রোষের মুখে হার্দিক

    IPL Hardik: শামির উপর মেজাজ হারিয়ে সমর্থকদের রোষের মুখে হার্দিক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমবার কোনও দলের অধিনায়কত্ব করছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চলতি আইপিএলে (IPL 2022) গুজরাত টাইটান্সের(gujrat titans নেতা তিনি। কিন্তু মাঠে সতীর্থদের একটু ভুল-ত্রুটি হলেই তাঁদের উপর চটে যাচ্ছেন হার্দিক। সিনিয়রদের সঙ্গে তাঁর আচরণের জন্য সোশ্যাল সাইটে সমালোচিত হচ্ছেন জাতীয় দলের এই ক্রিকেটার। 
    সানরাইজার্স হায়দরাবাদের(Sunrisers Hyderabad) কাছে হারের পরে এ বার বিতর্কের মুখে পড়েছেন তিনি। অভিযোগ, মাঠের মধ্যেই সতীর্থ মহম্মদ শামিকে (Mohammed Shami) কটূক্তি করেছেন তিনি। সেই কারণে হার্দিকের উপরে ক্ষুব্ধ গুজরাতের (Gujarat titans) সমর্থকরাই। দলের অধিনায়কের কাছে এই আচরণ মেনে নিতে পারছেন না তাঁরা।

    [tw]


    [/tw]
    এদিন ঠিক কী হয়েছিল মাঠের মধ্যে? ম্যাচের ১৩তম ওভারে বল করতে আসেন হার্দিক। তাঁকে পর পর দু’টি ছক্কা মারেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরেই রাহুল ত্রিপাঠি থার্ডম্যান অঞ্চলে একটি বল উঁচু করে মারেন। থার্ডম্যানে ফিল্ডিং করছিলেন শামি। তিনি ক্যাচ ধরার চেষ্টা করেননি। তাতেই বিরক্ত হন হার্দিক। শামির উদ্দেশে চিৎকার করে কিছু বলতে শোনা যায় তাঁকে। শামিও খানিকটা হতভম্ব হয়ে যান।
    প্রথম বার আইপিএল খেলতে নেমে শুরুটা খুব ভাল হয়েছিল গুজরাতের। পর পর তিন ম্যাচ জেতেন হার্দিকরা। কিন্তু এদিন উইলিয়ামসনের অর্ধশতরান ও শেষ দিকে নিকোলাস পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নেয় হায়দরাবাদ।

    [tw]


    [/tw]
    এটাই প্রথম নয় এর আগে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে সতীর্থ ডেভিড মিলারের সঙ্গেও খারাপ আচরণ করেন হার্দিক। শেষ ওভারে মিলার রান আউট হয়ে গেলে মেজাজ হারান গুজরাত অধিনায়ক। বারবার খেলার মাঠ সতীর্থ বা সিনিয়রদের উপর হার্দিকের মেজাজ হারানোর ঘটনা ভাল চোখে দেখছেন না সমর্থকেরা। এক ভারতীয় ক্রিকেটপ্রেমীর টুইট, ‘ প্রিয় হার্দিক, তুমি বাজে অধিনায়ক। সতীর্থদের সঙ্গে চিৎকার করা বন্ধ কর, বিশেষ করে, শামির মতো সিনিয়র কারও সঙ্গে।’ আরেকজনের টুইট, ‘হার্দিক পান্ডিয়ার মহম্মদ শামির সঙ্গে চিৎকার করার দৃশ্যটি অসম্মানজনক। শামি ভারতীয় দলের জন্য যা করেছে, পান্ডিয়া তার অর্ধেকও করতে পারেনি’। শামির মতো ক্রিকেটারের এই অসম্মান প্রাপ্য নয়। তাঁকে বুঝতে হবে দলে সিনিয়রদের সম্মান করতে হয়। না হলে দলের ভারসাম্য নষ্ট হতে পারে বলেই অভিযোগ সমর্থকদের।

LinkedIn
Share