Tag: mohammed Zubair

mohammed Zubair

  • Mohammed Zubair: হিন্দু ধর্ম সবচেয়ে সহনশীল, জানুন জুবের-জামিনকালে কী বলল আদালত

    Mohammed Zubair: হিন্দু ধর্ম সবচেয়ে সহনশীল, জানুন জুবের-জামিনকালে কী বলল আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু ধর্ম পৃথিবীর অন্যতম প্রাচীন এবং সহনশীল ধর্ম। এই ধর্মে যাঁরা বিশ্বাস রাখেন, তাঁরাও সহনশীলতার পরিচয় দেন৷ অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইরকে (Mohammed Zubair) জামিন দিতে গিয়ে এই মন্তব্য করলেন দিল্লি আদালতের বিচারক। তিনি আরও বলেন, গণতন্ত্রে বিরোধী মত থাকাটাও প্রয়োজন৷ তাই শুধুমাত্র কোনও রাজনৈতিক দলের সমালোচনা করার কারণে ১৫৩ (এ) বা ২৯৫ (এ)-র মতো গুরুতর ধারা প্রয়োগ করা উচিত নয়। তাই জুবেরের জামিন মঞ্জুর করছে আদালত।

    জামিনের আবেদন মঞ্জুর করার সময়ে আদালতের তরফে বলা হয়েছে, হিন্দু ধর্ম সবচেয়ে সহনশীল। তাই সরকারের বিরোধিতা করার সঙ্গে ধর্মের যোগ টেনে আনা একেবারেই উচিত নয়। ২০১৮ সালে জুবেইরের (Mohammed Zubair) একটি ট্যুইট ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে, সেই মামলায় শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে জুবেইরকে। ব্যক্তিগত বন্ডে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তাঁকে। দেশ ছেড়ে বেরতেও পারবেন না তিনি। আদালত জানিয়েছে, জুবেইরের ট্যুইটের ফলে কার আবেগে আঘাত লেগেছে, তার বিবরণ দিতে পারেনি দিল্লি পুলিশ। ট্যুইটের প্রভাব পড়েছে এমন কোনও ব্যক্তির বয়ানও আদালতে পেশ করতে পারেনি পুলিশ। 

    রায় দেওয়ার সময়ে পাটিয়ালা হাউস কোর্টের বিচারপতি বলেছেন, “সুস্থ গণতন্ত্রের জন্য বিরোধী কন্ঠস্বরের উপস্থিতি খুবই প্রয়োজন। কোনও রাজনৈতিক দলের সমালোচনা করলে সেই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৫৩এ বা ২৯৫এ ধারা কার্যকর করার মানেই হয় না।” প্রসঙ্গত, ধর্মের ভিত্তিতে অশান্তি তৈরির অভিযোগ দায়ের হয় ১৫৩এ ধারায়। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ দায়ের হয় ২৯৫এ ধারা অনুসারে। 

    আরও পড়ুন: জেলেই জুবের! ১৪ দিনের জেল হেফাজত অল্ট-নিউজের সহ-কর্ণধারের

    এরপরেই হিন্দু ধর্মের প্রসঙ্গ টেনে বিচারপতি বলেছেন, “সনাতন হিন্দু ধর্ম সবচেয়ে বেশি সহনশীল। হিন্দু ধর্মাবলম্বী মানুষও একইরকম সহনশীল। সাধারণ মানুষ অনেক সময়েই দেব দেবীর নামে নিজের সন্তানদের নাম রাখে। এমনকী কোনও প্রতিষ্ঠানের নামের সঙ্গেও জড়িয়ে থাকে দেবতার নাম।” হিন্দুদের ভগবানের নামে কোনও প্রতিষ্ঠান বা শিশুর নাম রাখা হলে তা আইন ভাঙে না। যতক্ষণ না তার মধ্যে অপরাধ প্রবণতা থাকে। কোনও অসৎ উদ্দেশে এই কাজ হলে তা অপরাধ।

    সুপ্রিম কোর্টের (Supreme Court) পরে পাটিয়ালা হাউস কোর্টেও জামিন পেলেন মহম্মদ জুবেইর। তবে বৃহস্পতিবার হাথরস আদালতে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল বলে আপাতত মুক্তি পাবেন না তিনি। উত্তরপ্রদেশে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে জুবেইরের বিরুদ্ধে। মোট সাতটি মামলা ঝুলছে তাঁর উপরে। সবক’টি মামলা খারিজ করতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন জুবেইর। সেই সঙ্গে জামিনের আরজিও জানিয়েছেন তিনি।

  • Prophet Row: জেলেই জুবের! ১৪ দিনের জেল হেফাজত অল্ট-নিউজের সহ-কর্ণধারের

    Prophet Row: জেলেই জুবের! ১৪ দিনের জেল হেফাজত অল্ট-নিউজের সহ-কর্ণধারের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপদ কাটল না অল্ট-নিউজের সহ-কর্ণধার মহম্মদ জুবেরের (Mohammed Zubair)। লখিমপুর খেরির স্থানীয় আদালত (Lakhimpur Kheri court) সোমবার জুবেরকে ১৪ দিনের জেল হেফাজতের (14-day judicial custody) নির্দেশ দেয়। গত বছর দুই গোষ্ঠীর মধ্যে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল লখিমপুরে। বর্তমানে জুবেরের ঠিকানা সীতাপুর জেল। এদিন, জেল থেকেই ভিডিও কনফারেন্সে শুনানিতে যোগ দেন জুবের।

    আরও পড়ুন: উদয়পুর-কাণ্ডে মুসলিমরাও স্বতঃস্ফূর্ত প্রতিবাদে সামিল হোন! আর্জি আরএসএসের

    সোমবার আদালতে পুলিশের তরফে জিজ্ঞাসাবাদের জন্য জুবেরকে ১৪ দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়। কিন্তু বিচারক রুচিরা শ্রীবাস্তব ভিডিও কনফারেন্সে শুনানিতে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৩ জুলাই পুলিশ হেফাজতের আবেদন শুনবে আদালত। ততদিন জেলেই থাকতে হবে জুবেরকে। পুলিশ সুপার সঞ্জীব সুমন জানিয়েছেন, সুপ্রিম কোর্টে শুনানির জন্য জুবেরকে মঙ্গলবার দিল্লি নিয়ে যাওয়া হবে জুবেরকে। একটি মামলায় উত্তরপ্রদেশ হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জুবের। শীর্ষ আদালতে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চে সেই মামলার শুনানি হবে।

    আরও পড়ুন: নতুন সংসদ ভবনের মাথায় ২০ ফুটের অশোক স্তম্ভ, উন্মোচন করলেন মোদি 

    প্রসঙ্গত, নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো ফাঁস করার নেপথ্যে মহম্মদ জুবেইরের নাম উঠে আসে। পুলিশ জানিয়েছে, আশিস কুমার কাটিয়ার নামে স্থানীয় এক সাংবাদিক গত বছর ১৮ সেপ্টেম্বর মহম্মাদি থানায় জুবেরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কাটিয়ারের দাবি ছিল, সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে জুবেরের অল্ট নিউজ ভুয়ো খবর পরিবেশন করে। প্রথমে পুলিশ কাটিয়ারের অভিযোগকে গুরুত্ব না দেওয়ায় পরে আদালতের দ্বারস্থ হন তিনি। এর পর আদালতের নির্দেশে জুবেরের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারায় এফআইআর দায়ের হয়। উল্লেখ্য, গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে জুবেরকে ৫ দিনের অন্তর্বর্তী জামিন দেয়। কিন্তু তা-ও জেলমুক্তি হয়নি তাঁর। তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে আনছে পুলিশ।

  • Mohammed Zubair: সুপ্রিম কোর্টে জামিন অল্ট নিউজের মহম্মদ জুবেরের, দিল্লি মামলায় থাকতে হচ্ছে জেলেই

    Mohammed Zubair: সুপ্রিম কোর্টে জামিন অল্ট নিউজের মহম্মদ জুবেরের, দিল্লি মামলায় থাকতে হচ্ছে জেলেই

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের সীতাপুরের মামলায় অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা (Alt News co-founder) মহম্মদ জুবেরের (Mohammed Zubair) ৫ দিনের শর্ত সাপেক্ষে জামিন (Interim Bail) মঞ্জুর করল শীর্ষ আদালত (Supreme Court)। তবে এখনই ছাড়া পাচ্ছেন না তিনি। জেলেই থাকতে হবে তাঁকে। কারণ দিল্লি পুলিশের মামলায় এখনও জামিন পাননি জুবের।  

    শুক্রবার জুবেরের শর্তাধীন জামিন মঞ্জুর করলেন শীর্ষ আদালতের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় (Indira Banerjee)। কিন্তু জামিন পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে মহম্মদ জুবেরকে। পাঁচ দিনের অন্তর্বর্তী জামিনে কোনও ট্যুইট করতে পারবেন না জুবের। ছাড়তে পারবেন না দিল্লি। পাঁচদিন পর মামলার পরবর্তী শুনানি হবে। অন্তর্বর্তী জামিনের নির্দেশকে সোমবার পর্যন্ত পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন সরকার পক্ষের আইনজীবী তুষার মেহতা। তবে তা মানতে নারাজ আদালত।  

    আরও পড়ুন: চারদিনের পুলিশ হেফাজতে অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের

    শুক্রবার শীর্ষ আদালতে অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও জেকে মহেশ্বরী এই মামলা শোনেন। মহম্মদ জুবেরের তরফে সওয়াল করেন আইনজীবী কলিন গনসালভেজ। পাশাপাশি এলাহাবাদ হাই কোর্টের (Allahabad High Court) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মহম্মদ জুবেরের করা আবেদন নিয়েও পদক্ষেপ করেছে শীর্ষ আদালত। এই আবেদনের ক্ষেত্রে উত্তরপ্রদেশ পুলিশকে (Uttar Pradesh Police) নোটিসও দেওয়া হয়েছে।  

    [tw]


    [/tw]

    প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়ে শুক্রবার শীর্ষ আদালতে দ্বারস্থ হন জুবের। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের যে এফআইআর উত্তরপ্রদেশ পুলিশ করেছে তা খারিজ করার আবেদন করেন আদালতের কাছে। উত্তরপ্রদেশের তিন হিন্দুত্ববাদী নেতা বিদ্বেষমূলক ভাষণ দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন জুবের। তাঁর আইনজীবী আদালতে জানান, বিদ্বেষ ছড়িয়েছিলেন ওই নেতারা। তথ্য যাচাই করা তাঁর মক্কেলের কাজ।   

    ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গত ২৭ জুন জুবেরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। হিন্দু দেবতাকে নিয়ে কুমন্তব্য করার অভিযোগ উঠেছে সাংবাদিকের বিরুদ্ধে। ১ জুন জুবেরের বিরুদ্ধে হিন্দু সাধুদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার অভিযোগে মামলা করে উত্তরপ্রদেশ পুলিশ।  

     

  • Mohammed Zubair Alt News: চারদিনের পুলিশ হেফাজতে অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের

    Mohammed Zubair Alt News: চারদিনের পুলিশ হেফাজতে অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের

    মাধ্যম নিউজ ডেস্ক: চারদিনের পুলিশ হেফাজতে মহম্মদ জুবের (Mohammed Zubair)। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে সোমবার রাতে গ্রেফতার করা হয় ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট (Fact Checking Website) অল্ট নিউজের (Alt News) সহ প্রতিষ্ঠাতা সাংবাদিককে। দিল্লি পুলিশ জানিয়েছে, জুবেরের বিরুদ্ধে অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ও ২৯৫ এ ধারায় মামলা দায়ের করা হয়েছে জুবেরের বিরুদ্ধে। এদিন দিল্লি আদালতে তোলা হলে তাঁকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

    আরও পড়ুন : গ্রেফতার তিস্তা, জালিয়াতি ও ষড়যন্ত্রের মামলা রুজু

    অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা এক ট্যুইট বার্তায় জানান, দিল্লি পুলিশের একটি তদন্তকারী দল জুবেরকে ডেকে পাঠায় ২০২০ সালের একটি মামলায়। ওই মামলায় আগাম জামিন নেওয়া রয়েছে তাঁর। এদিন সন্ধ্যায় জানতে পারি জুবেরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জুবেরের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ মেলায় অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। জুবেরকে একদিনের পুলিশি হেফাজতেও নেওয়া হয়েছে। যদিও তাঁর হয়ে আদালতে জামিনের আবেদন করেন তাঁর পরামর্শদাতারা। তবে জামিন মেলেনি। 

    আরও পড়ুন : কে এই তিস্তা শেতলবাদ? জানুন

    পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে করা একটি ট্যুইটের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে জুবেরকে। হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালিত একটি ক্লাসিক ছবির ক্লিপ শেয়ার করে একটি মন্তব্য করেছিলেন জুবের। অভিযোগ, ওই মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। দিল্লি পুলিশ জানিয়েছে, অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা জুবেরের বিরুদ্ধে ট্যুইট বার্তায় হিংসার অভিযোগ উঠেছে। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় তাঁকে। পরে করা হয় গ্রেফতার। জুবের তদন্তে সাহায্য করেননি বলেও অভিযোগ। পুলিশের দাবি, জুবেরের বিভিন্ন বক্তব্য এবং পোস্টে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে। ওই সব পোস্টের জন্য দেশে হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। এদিকে, জুবেরের মুক্তির দাবিতে সরব হয়েছেন প্রাক্তন আমলা, লেখক, চিন্তাবিদ এবং মানবাধিকার কর্মীরা।

     

LinkedIn
Share