Tag: mohan bhagwat in kolkata

mohan bhagwat in kolkata

  • Mohan Bhagwat: শহরে দফায় দফায় বৈঠক! ১১ দিনের ঠাসা কর্মসূচি নিয়ে বাংলায় সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

    Mohan Bhagwat: শহরে দফায় দফায় বৈঠক! ১১ দিনের ঠাসা কর্মসূচি নিয়ে বাংলায় সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) শতবর্ষ পূর্তি চলতি বছরেই। এর সঙ্গে সাযুজ্য রেখেই রাজ্যভিত্তিক একাধিক কর্মসূচি নিয়েছে সঙ্ঘ। সেই উপলক্ষ্যেই ৭ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যাতে কলকাতায় এসে গিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। টানা ১১ দিনের কর্মসূচি রয়েছে বাংলায়। ১৩ তারিখ পর্যন্ত রাজ্যে থাকছেন ভাগবত।

    ভাগবতের কর্মসূচি

    বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা বেজে ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামেন মোহন (Mohan Bhagwat)। সেখান থেকে সোজা চলে যান নিউটাউনে। সেখানেই এক গেস্ট হাউসে রাতে তাঁর থাকার ব্যবস্থা হয়েছিল। আগামী ৯ ও ১০ তারিখ কেশব ভবনের সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ১৩ তারিখ বর্ধমানে একটি মিটিংয়ে যোগ দেবেন বলে খবর। ইতিমধ্যেই নিউটাউনের অতিথিশালায় ২ দফায় তিনি বৈঠকও সেরে ফেলেছেন বলে খবর। মূলত দক্ষিণবঙ্গের আরএসএস নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা হয় বলে খবর।

    অশান্ত বাংলাদেশের আঁচ এপারেও

    নতুন করে ফের জ্বলছে বাংলাদেশ। হাত পড়েছে খোদ হাসিনার বাড়িতে। অশান্তির আঁচ পড়ছে ভারত-বাংলাদেশ সীমান্তেও। ওপার বাংলায় ‘প্রশাসনিক মদতে’ নারকীয় অত্যাচারের শিকার হচ্ছেন হিন্দু সম্প্রদায়। যার প্রভাব কাঁটাতার পেরিয়ে পড়েছে এপারেও। এই অবস্থায় আরএসএস প্রধানের (Mohan Bhagwat) বঙ্গে আগমণ, একইসঙ্গে দীর্ঘ সফর, তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচার নিয়ে এপার বাংলা থেকেই সরব হতে চান সঙ্ঘ প্রধান। বঙ্গ আরএসএসের এক প্রবীণ পদাধিকারীর কথায়, “দেশভাগের ক্ষত বাংলায় আজও দগদগে। ইসলামিক শাসন ও মুসলিম মৌলবাদের রমরমাও দেশের কোনও অংশের থেকে কম নয়। অথচ গত দুদশকে উত্তর ও মধ্য ভরতে হিন্দু আত্মমর্যাদার উল্লেখযোগ্য উন্মেষ হলেও বাংলা এক্ষেত্রে অনেকটাই পিছনে। কেন এই ব্যতিক্রম?” সঙ্ঘ প্রধান এই প্রশ্নের উত্তরও খুঁজবেন। সম্প্রতি বাংলাদেশের বর্তমান পুরিস্থিতির জেরে এপার বাংলাতেও হিন্দু তথা সনাতন ধর্ম নিয়ে আবেগ ও উচ্ছ্বাস বাড়ছে। তাই সংগঠন মজবুত করতেই বঙ্গে আগমন ভাগবতের।

    লক্ষ্য বিধানসভা নির্বাচন

    রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেছেন, আগামী বছরে বিধানসভা নির্বাচন। হিন্দুত্বের ভাবাবেগে শান দিয়েই ভোট রাজনীতিতে বাজিমাৎ করতে চাইছে গেরুয়া শিবির। আর সেই কারণেই দু’বছর পর বাংলায় এই দীর্ঘ সফর ভাগবতের। প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের ২৩ জানুয়ারি কলকাতার শহিদ মিনার ময়দানে একটি সমাবেশে অংশ নিয়েছিলেন তিনি। মনে করা হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এপার বাংলাতেও যাতে হিন্দুত্বকে হাতিয়ার করে বিজেপির ভোট ব্যাঙ্ক বাড়ানো যায়, সেই ব্যবস্থা পাকা করতেই এবারের সফরে বাংলায় লম্বা সময় কাটাবেন মোহন ভাগবত। মহারাষ্ট্রে পদ্ম-শিবিরের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আরএসএস। আগামী বছরের নির্বাচনে, পশ্চিমবঙ্গেও ২০১৯ সালের মতো সাফল্য পেতে চাইছে বিজেপি। নির্বাচনে আরও বেশি আসনে জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আরএসএস, মনে করছেন সঙ্ঘের নেতারা। এই কারণেই মোহন ভাগবতের এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তাঁরা।

    শতবর্ষে বাংলায় সংগঠনের শক্তি বৃদ্ধি 

    চলতি বছর শতবর্ষে পা রাখছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। সরকারিভাবে সঙ্ঘ কর্তারা জানাচ্ছেন, শতবর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে একের পর এক যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলি নিয়ে আলোচনা এবং সাংগঠনিক রুটিন বৈঠক করতেই বাংলায় এসেছেন ভাগবত ও অন্য শীর্ষ কর্তারা। মোহন ভাগবতের সঙ্গে এসেছেন সঙ্ঘের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী সরকার্যবহ দত্তাত্রেয় হোসাবলে-সহ আট শীর্ষ পদাধিকারী। তিনদিন কলকাতায় একাধিক রুদ্ধদ্বার বৈঠক সেরে ১১ ফেব্রুয়ারি বর্ধমান যাবেন তাঁরা। সেখানে মধ্যবঙ্গের সঙ্ঘ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন ১৫ তারিখ পর্যন্ত। বৈঠকের মূল আলোচ্যসূচি রাঢ়বঙ্গ, বিশেষত আদিবাসী ও কুড়মি প্রভাবিত এলাকায় সঙ্ঘের কর্ম তৎপরতা ও প্রভাববৃদ্ধি। ১৬ তারিখ সফরের শেষদিন বর্ধমানে জনসভা করবেন ভাগবত।

    রাজ্যে হিন্দুদের মধ্যে স্বদেশী মনোভাব বৃদ্ধি 

    সম্প্রতি সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন সরসঙ্ঘ চালক মোহন ভাগবত (Mohan Bhagwat)। হিন্দুত্ববাদী তকমা গায়ে থাকলেও সকলকে নিয়ে তারা চলতে চায়। আরএসএসের শতবর্ষ পূর্তি কর্মসূচিতেও সেই বার্তা স্পষ্ট। বংলাতেও একই ভাবধারায় চলবেন ভাগবত। আরএসএসের সাধারণ সম্পাদক জিষ্ণু বসু জানিয়েছেন, এই সফরে দু’দিন কলকাতায় থাকবেন মোহন ভাগবত। একাধিক জেলা সফর করার পাশাপাশি কলকাতায় অখিল ভারতীয় তোলি সমাজ এবং আরএসএসের বিভিন্ন শাখা এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গেও আলাদাভাবে আলোচনা করবেন তিনি। এই সফরে বর্ধমান-সহ একাধিক জেলায় সফর করবেন মোহন ভাগবত। সেখানে সংগঠনের আঞ্চলিক নেতা ছাড়াও বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ১৬ তারিখে বর্ধমানে একটি সভা করার কথাও আছে তাঁর। এটা আঞ্চলিক স্তরে তাদের তৎপরতা বৃদ্ধি করতে সাহায্য করবে বলেও জানিয়েছেন ওই নেতা। জিষ্ণু বসু জানিয়েছেন, রাজ্যের এই পরিস্থিতিতে হিন্দুদের মধ্যে স্বদেশী মনোভাব বৃদ্ধি করবে সঙ্ঘ প্রধানের এই সফর।

  • Mohan Bhagwat: ২ দিনের সফরে ফের বঙ্গে এলেন মোহন ভাগবত, রয়েছে কী কী কর্মসূচি?

    Mohan Bhagwat: ২ দিনের সফরে ফের বঙ্গে এলেন মোহন ভাগবত, রয়েছে কী কী কর্মসূচি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২ দিনের কর্মসূচি নিয়ে ফের বঙ্গ সফরে এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। সোমবার, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে অংশ নিয়েছিলেন সরসঙ্ঘচালক। গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশেই দেখা গিয়েছিল তাঁকে। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। সেখান থেকেই সরাসরি রাতের বিমান ধরে কলকাতায় আসেন সঙ্ঘ প্রধান। জানা গিয়েছে, ২৪ জানুয়ারি পর্যন্ত থাকবেন তিনি।

    ২ দিনের সফরে কলকাতায় মোহন ভাগবত

    সোমবার রাতে কলকাতায় আসেন মোহন ভাগবত (Mohan Bhagwat)। রাত্রিবাস করেন কেশব ভবনে। জানা গিয়েছে, আজ ও আগামিকাল— বঙ্গে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। যদিও, সূত্রের খবর, তাঁর এই সফর সাংগঠনিক নয়, ব্যক্তিগত। জানা গিয়েছে, মঙ্গলবার, উত্তর কলকাতায় শোভাবাজার এলাকায় এক সঙ্ঘকর্তার (RSS) মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এর পাশাপাশি, এদিনই বারাসাতে ‘নেতাজি লহ প্রণাম’ সংক্রান্ত একটি কর্মসূচিতে তিনি যোগ দেবেন। এদিন তিনি কলকাতায় সঙ্ঘের দফতর কেশব ভবনে থাকবেন। আগামিকাল তিনি ফিরে যাবেন।

    ২ মাসে ২ বার রাজ্যে এলেন মোহন ভাগবত

    ২ মাসে ২ বার রাজ্যে এলেন আরএসএস (RSS) প্রধান। এর আগে, ডিসেম্বরের গোড়ায় তিনি এসেছিলেন মোহন ভাগবত (Mohan Bhagwat)। সেবার তিনি দেখা করেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গে। এছাড়া, প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান তিনি। সেখান থেকে বিশিষ্ট তবলা বাদক বিক্রম ঘোষ ও তাঁর স্ত্রী জয়া শীলের বাড়িতে যান। শেষে বিজেপি নেতা কল্যাণ চৌবের বাড়িতেও গিয়েছিলেন তিনি। সঙ্ঘ প্রধানের বঙ্গ সফর নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছিলেন, উনি বছরে বেশ কয়েকবারই এ রাজ্যে আসেন। আরএসএসের কাজের কিছু ধরন রয়েছে। প্রচারে আসে না বলে অনেকে তা জানতে পারেন না।

    রাম মন্দিরের অনুষ্ঠানে কী বলেছেন ভাগবত?

    সোমবার, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে সরসঙ্ঘচালক (RSS) বলেন, “আজ ৫০০ বছর পরে, রামলালা এখানে ফিরে এসেছেন এবং তাঁর প্রচেষ্টার ফলে আমরা আজ এই সোনালী দিন দেখতে পাচ্ছি, আমরা তাঁকে আমাদের অশেষ শ্রদ্ধা জানাই। এই যুগের ইতিহাসে এতই শক্তি আছে যে, যেই রামলালার গল্প শুনবে তাঁর সব দুঃখ-বেদনা মুছে যাবে।” ভাগবত (Mohan Bhagwat) আরও বলেন, “আজকের অনুষ্ঠান এক নতুন ভারতের প্রতীক। যা সমগ্র বিশ্বকে সাহায্য করবে। সর্বত্র রাম আছেন জেনে আমাদের নিজেদের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। একত্রে থাকাই ধর্মের যথার্থ অনুশীলন।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share