Tag: monsoon in kerala

monsoon in kerala

  • Monsoon: ‘বিপর্যয়’ বাধা কাটিয়ে কেরলে ঢুকল বর্ষা! রাজ্যে কবে?

    Monsoon: ‘বিপর্যয়’ বাধা কাটিয়ে কেরলে ঢুকল বর্ষা! রাজ্যে কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাধা ছিল বির্পযয়! তা কাটিয়ে উঠে বর্ষা পাড়ি দিল কেরলে। শুরু হল বৃষ্টি। আসলে বিপর্যয় হল একটা ঘূর্ণাবর্ত। আরব সাগরে এই ঘূর্ণাবর্তের কারণেই বর্ষার (Monsoon) অনুকূল অবস্থা তৈরি হচ্ছিল না। কেন্দ্রীয় আবহাওয়া দফতর অবশ্য আগেই জানিয়েছিল, শুক্রবার দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়ে দেশের মূল ভূখণ্ডে ঢুকতে পারে বর্ষা। তবে তার এক দিন আগে, বৃহস্পতিবারই কেরলে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী দু’দিন লক্ষদ্বীপ, কেরল এবং উপকূলবর্তী কর্নাটকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যবাসী অবশ্য কেরলে বর্ষা ঢোকার কথায় আনন্দিত হতেই পারেন। কারণ এই মৌসুমি বায়ুই হিমালয়ে ধাক্কা খেয়ে ফিরবে রাজ্যের ওপর দিয়ে। প্রথমে ভিজবে উত্তরবঙ্গ পরে দক্ষিণবঙ্গ। কিন্তু আপাতত শনি বা রবিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহের দাপট। এমনটাই বলছে হাওয়া অফিস।

    রাজ্যে বর্ষা (Monsoon) কবে?  

    কেরলে বর্ষা ঢোকার একসপ্তাহ পরে সাধারণত তা বাংলায় আসে। তবে হিসাব সবসময় যে মিলবে এমনটা নয়। আবহাওয়া দফতর বলেছে, শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা। রবিবার থেকে তবে অবস্থা বদলাতে পারে। শুরু হতে পারে প্রাক বর্ষার বৃষ্টি। আগামী কয়েক দিন খুব হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায়। রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চাতক পাখির মতো দিন গোনা শুরু করেছে বাঙালি।

    বিগত বছরগুলিতে কখন এসেছিল বর্ষা (Monsoon)?

    এমনিতে কেরলে বর্ষা ঢোকে ১ জুন। তবে প্রতিবার এমন নিয়ম মানে না মৌসুমি বায়ু। গত বছর সময়ের আগেই ঢুকেছিল বর্ষা (২৯ মে)। ২০২১ সালে বর্ষা ঢুকেছিল ৩ জুন। ২০২০ সালে অবশ্য ক্যালেন্ডার অনুসরণ করেই কেরলে বর্ষা ঢুকেছিল। আবার ২০১৯ সালে চলতি বছরের মতোই ৮ জুন দেশে বর্ষা ঢুকেছিল।

    আরও পড়ুন: করমণ্ডল কেড়েছে ছেলের প্রাণ, সেই ট্রেনে চড়ে দেহ আনতে গেলেন বাবা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

LinkedIn
Share