Tag: Movie

Movie

  • The Legend of Moula Jatt: পাকিস্তানি ফিল্ম ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাঠ’-এর মুক্তি বন্ধ করা হল ভারতে, কেন জানেন?

    The Legend of Moula Jatt: পাকিস্তানি ফিল্ম ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাঠ’-এর মুক্তি বন্ধ করা হল ভারতে, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের তৈরি সিনেমা “দ্য লিজেন্ড অফ মৌলা জাঠ” (The Legend of Moula Jatt) এর প্রদর্শন বন্ধ করা হল ভারতে। ভারতের সিনেমা হলগুলিতে এটি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি সপ্তাহের শুক্রবার ৩০ ডিসেম্বর। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই সূত্রে জানা গেছে অনির্দিষ্টকালের জন্য ভারতে বন্ধ করা হয়েছে এই সিনেমা। সংবাদসংস্থা আরও জানাচ্ছে যে কোনও রকমের নতুন দিনও আপাতত ঘোষণা করা হয়নি সিনেমার মুক্তির বিষয়ে। ডিস্ট্রিবিউটাররা জানাচ্ছেন, এই সিনেমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। আইনক্স (INOX) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তাদেরকে দু-তিনদিন আগে বলা হয়েছে যে এই সিনেমার প্রদর্শনী যেন বন্ধ রাখা হয়।

    ১৯৭৯ সালে পাকিস্তানের একটি সিনেমাকে নতুন ভাবে রিমেক করা হচ্ছে। মৌলা জাঠকে রিমেক করে করা হচ্ছে “দ্য লেজেন্ড অফ মৌলা জাঠ” (The Legend of Moula Jatt)। মনে করা হচ্ছে এই সিনেমার বিতর্ক হামজা আলি আব্বাসি নামের পাকিস্তানি অভিনেতাকে নিয়ে। যে সিনেমায় নূরী নাথ এই ভূমিকায় অভিনয় করেছে। যখনই ভারতে এই সিনেমা মুক্তি পাওয়ার কথা প্রকাশ্যে আসে তখন থেকেই বিতর্ক শুরু হয় এবং এই ছবির (The Legend of Moula Jatt) প্রদর্শনী বন্ধ রাখার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠতে থাকে। তার কারণ হিসেবে বলা হয় যে পাকিস্তান ক্রমাগতভাবে ভারতের উপর সন্ত্রাস করছে, সন্ত্রাসকে আর্থিকভাবে সাহায্য করছে। এজন্য নেটিজেনরা দাবি জানাতে থাকেন যে এই ছবি যেন ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। 

    হামজা আলি আব্বাসির ট্যুইট

    বিভিন্ন মহল বলতে শুরু করে এই সিনেমার (The Legend of Moula Jatt) অভিনেতা হামজা আলি আব্বাসি একজন ভারত বিরোধী এবং হাফিজ সঈদের অনুগামী। প্রকাশ্যে এসেছে অভিনেতার ট্যুইট, যেখানে এই অভিনেতা ২৬/১১ এর অন্যতম ষড়যন্ত্রী হাফিজ সঈদকে সরাসরি সমর্থন করছেন।

    অন্য একটি পোস্টে মহম্মদ আলি জিন্নাকে ধন্যবাদ জানাতে দেখা যাচ্ছে হামজা আলি আব্বাসিকে।

    তাঁর এই ভারত বিরোধী পোস্টের জন্যই তাঁর যে কোনও রকমের ছবি ভারতে নিষিদ্ধ করার দাবি জানাতে থাকে বিভিন্ন মহল। প্রসঙ্গত এই সিনেমা (The Legend of Moula Jatt) মুক্তি পাওয়ার কথা ছিল পাঞ্জাব এবং দিল্লির বেশিরভাগ সিনেমা হলে, যেখানে পাঞ্জাবী ভাষী মানুষের সংখ্যা বেশি।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

  • Prithwiraj: অক্ষয় কুমারের ছবি পৃথ্বীরাজ, সিনেমা হলে গিয়ে দেখবেন অমিত শাহ 

    Prithwiraj: অক্ষয় কুমারের ছবি পৃথ্বীরাজ, সিনেমা হলে গিয়ে দেখবেন অমিত শাহ 

    মাধ্যম নিউজ ডেস্ক: মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের (Akshay Kumar) বিগ বাজেট ছবি ‘পৃথ্বীরাজ’ (Prithwiraj)। তার আগেই এই ছবি নিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখলেন বলিউডের খিলাড়ি কুমার। ছবিটি দেখবেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।  ছবির বিশেষ স্ক্রিনিং- এ উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আগামী ১ জুন দিল্লিতে সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে তৈরি ছবিটি বড় পর্দায় দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং পরিচালক চন্দ্রশেখর দ্বিবেদী। কোন সিনেমা হলে ছবিটি দেখবেন অমিত শাহ তা এখনও জানা যায়নি। খবরটি সামনে আসতেই উচ্ছসিত ছবির প্রযোজক, পরিচালক, অভিনেতাসহ কলা কুশলীরা। ছবিটি প্রযোজনা করেছে ‘যশরাজ ফিল্মস’। 

    জানা গিয়েছে, বেশ কয়েকজন আমলা, রাজনীতিবিদ এবং ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে নিয়ে ছবিটি দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

    এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন ২০১৭ সালের বিশ্বসুন্দরী মানসী চিল্লার। ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। মানসী তাঁর প্রেমিকা সংযুক্তার ভূমিকায়। ছবিতে তুলে ধরা হয়েছে মহম্মদ ঘোড়ীর বিরুদ্ধে পৃথ্বীরাজের লড়াইয়ের গল্প। 

    ছবিটির ট্রেলর যথেষ্ট পছন্দ করেছেন ভক্তরা। অক্ষয় কুমার এবিষয়ে বলেন, ‘পৃথ্বীরাজের ট্রেলরের প্রতিক্রিয়ায় আমি অভিভূত। আমরা ভারতের এই মহান সম্রাটকে ইতিহাস অক্ষুন্ন রেখে শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। এটা জেনে ভালো লাগছে যে এই সম্রাটের বিষয়ে মানুষ আরও জানতে আগ্রহী।”

    ছবি তৈরির আগে পড়াশোনায় কোনও খামতি রাখেননি প্রযোজকরা। চন্দ্রশেখর চেয়েছিলেন ইতিহাসকে অবিকৃত রাখতে। ইতিহাসের পাতা যেন উঠে আসে পর্দায়। এই প্রচেষ্টাই ছিল ছবি নির্মাতাদের।  প্রযোজক আদিত্য চোপড়াও উৎসাহ দিয়েছিলেন তাঁকে। যশরাজ ফিল্মসের দফতরের একটি তলা এই ছবির যাবতীয় গবেষণার জন্য ছেড়ে দিয়েছিলেন।

    এর আগে ‘চাণক্য’ ধারাবাহিকে চন্দ্রশেখরের কাজ প্রশংসিত হয়েছিল। এক সাক্ষাৎকারে চন্দ্রশেখর বলেন, “আমরা সম্রাট পৃথ্বীরাজকে সব চেয়ে বড় করে শ্রদ্ধার্ঘ্য দিতে চেয়েছিলাম। এই বীর হিন্দু যোদ্ধার জীবনকে যাতে সঠিক ভাবে পর্দায় আনা যায়, সে দিকে আমরা নজর দিয়েছি। তাঁর রাজত্বের সময়টাকে ঠিক ভাবে তুলে ধরতে চেয়েছি। এ ধরনের কাজ করার ক্ষেত্রে সব সময় রিসার্চের কথা সবার আগে মাথায় রাখতে হয়। আমরা সেটা খুব ভালো ভাবে করেছি।” 

    ১৫ বছর ধরে এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন ছবির পরিচালক। বহু তথ্য সংগ্রহ করেছেন। এমন এক ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের সুযোগ পেতেই তা লুফে নেন অক্ষয়। অক্ষয়ের বিপরীতে পৃথ্বীরাজের স্ত্রী সংযুক্তার ভূমিকায় দেখা যাবে মানসী চিল্লারকে। এছাড়াও থাকবেন সঞ্জয় দত্ত, সোনু সুদ, আশুতোষ রানা, মানব বীজ, সাক্ষী তানওয়ারের মতো বড় বড় অভিনেতারা।  আগামী ৩ জুন মুক্তি পাবে এই ছবি। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষাতেও এই ছবি দেখতে পাবেন দর্শকরা।

     

  • The Kashmir Files: “প্রশংসা না করে ওঁর উপায় ছিল না”, অক্ষয় কুমার প্রসঙ্গে কেন একথা বললেন বিবেক অগ্নিহোত্রী?

    The Kashmir Files: “প্রশংসা না করে ওঁর উপায় ছিল না”, অক্ষয় কুমার প্রসঙ্গে কেন একথা বললেন বিবেক অগ্নিহোত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্চ মাসে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। কাশ্মীরের গণহত্যা এবং কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) ভিটে-মাটি হারানোর গল্প নিয়ে তৈরি এই ছবি সাড়া ফেলেছিল গোটা দেশে। ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বলিউড (Bollywood) থেকে শুরু করে গোটা দেশ। প্রায় একই সময়ে মুক্তি পায় অক্ষয় কুমারের (Akshay Kumar) ‘বচ্চন পাণ্ডে’ (Bachchan Pandey)। কিন্তু বক্স অফিসে মুখ থুবরে পড়ে ‘খিলাড়ি’ কুমারের ছবি। কাশ্মীর ফাইলসের ঝড়ে উড়ে যায় অক্ষয়ের স্টারডম। এত কিছুর পরেও বিবেক অগ্নিহোত্রীর সিনেমার ভূয়সী প্রশংসা করেছিলেন অক্ষয়। 

    এই ঘটনার পর কেটে গেছে প্রায় দুমাস। হঠাতই অক্ষয়ের প্রশংসা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। তিনি বলেন, ‘১০০ জন মানুষকে জিজ্ঞাসা করেছেন, আমার ছবি কেন চলছে, ওঁর ছবি কেন চলছে না বা আমার ছবি কেমন লেগেছে? সেই সময়ে প্রশংসা না করে ওঁর উপায় ছিল না। তাই নিরুপায় হয়ে অক্ষয় আমার ছবিকে ভালো বলেছেন। ভোপালের যে অনুষ্ঠানে তিনি প্রশংসা করেছেন, সেখানে আমিও উপস্থিত ছিলাম।’

    সম্প্রতি বিবেকের পোস্ট করা একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অক্ষয় একদিকে যেমন বিবেকের ছবির প্রশংসা করছিলেন অন্যদিকে আবার হেসে বলেন সেই ছবি তাঁর ছবিকে ডুবিয়ে দিল। সেই ভাইরাল ভিডিওর জেরে ওড়িশার এক মাল্টিপ্লেক্সে বন্ধ হয়ে গিয়েছিল বচ্চন পাণ্ডের স্ক্রিনিং। জোর করে বিক্ষোভ করে বন্ধ হয়েছিল অক্ষয়ের ছবি। কিন্তু তাঁর দুমাস পরে কেন অক্ষয়ের প্রতি তোপ দাগলেন পরিচালক? তা নিয়েই উঠছে প্রশ্ন। 

    [tw]


    [/tw]

    ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা থেকে যেভাবে নির্মম অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই গল্প নিয়েই তৈরি সিনেমাটি। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী জোশিরা। সিনেমাটি মুক্তি পাওয়ার আগে থেকেই এই সিনেমা নিয়ে বিতর্কের অন্ত নেই। অনেকেই সিনেমাটিকে ‘সাম্প্রদায়িক’ আখ্যা দিয়েছেন। আবার অনেকেই সিনেমাটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। আজ মুক্তি পাওয়ার দুমাস পরেও এই সিনেমা নিয়ে বিতর্ক অব্যহত। 

     

LinkedIn
Share