Tag: Movies

Movies

  • Dilip Kumar: স্যান্ডউইচ বিক্রেতা থেকে ট্র্যাজেডি কিং! বলিউডের বর্ণময় চরিত্র দিলীপ কুমার

    Dilip Kumar: স্যান্ডউইচ বিক্রেতা থেকে ট্র্যাজেডি কিং! বলিউডের বর্ণময় চরিত্র দিলীপ কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান। বলিউডের দাপুটে নায়কদের অনেকেরই শুরুর দিনগুলি সহজ ছিল না। বহু কষ্ট করে সোনালি জগতে নাম খোদাই করেছেন তাঁরা। যাঁর হাত ধরে এই যাত্রার শুরু তিনিই হলেন দিলীপ কুমার (Dilip Kumar)। জন্মসূত্রে নাম মহম্মদ ইউসুফ খান, মুসলিম পরিবারের ছেলে। ১৯২২ সালের ১১ ডিসেম্বর অধুনা পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন দিলীপ কুমার। লালা গোলাম সারওয়ার খান এবং আয়েশা বেগমের ১২ সন্তানের মধ্যে অন্যতম দিলীপ।

    শুরুর দিনগুলো

    দিলীপ কুমারের (Dilip Kumar) বাবা ছিলেন ফলের ব্যবসায়ী। ১৯৩০ সালের শেষের দিকে, ১২ সদস্যের পরিবার নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান দিলীপ কুমারের বাবা। দিলীপ কুমার নাসিকের কাছাকাছি দেওলিয়ার বার্নস স্কুল থেকে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। তবে প্রথম থেকেই তাঁর বাবার সঙ্গে বনিবনা না হওয়ার দরুণ এক দিন বাড়ি ছেড়েই বেরিয়ে পড়লেন কিশোর ইউসুফ। তাঁর ছোটবেলার বন্ধু ছিলেন রাজ কাপুর। যিনি পরবর্তীকালে হিন্দি ইন্ডাস্ট্রিতেও তাঁর সহ-অভিনেতা হন।  পেশোয়ারে যেখানে পৈতৃক বাড়ি দিলীপের, সেখানেই বাড়ি ছিল রাজের। বাড়ি ছাড়ার পর ইউসুফ ওরফে দিলীপ আসেন পুনেতে। সেখানে পৌঁছে আলাপ হল এক ক্যাফে মালিকের সঙ্গে। পাশে পেলেন এক অ্যাংলো ইন্ডিয়ান দম্পতিকে। তাঁদের সহায়তাতেই দিলীপ কুমার সেনাবাহিনী ক্লাবের কাছে স্যান্ডউইচের দোকান খুলে ফেলেন। তাঁর ব্যবসাও রমরমিয়ে চলতে শুরু করে দেয়। সেখানেই একদিন দেশাত্মবোধ নিয়ে কথা বলে ব্রিটিশদের বিপাগ ভাজন হন দিলীপ। এমনকী কয়েক মাস তাঁকে জেলও খাটতে হয়। 

    দিলীপের প্রথম তিন ছবি ফ্লপ

    বাবার ভয়ে বেনামে ছবি করতে শুরু করেন দিলীপ (Dilip Kumar)। অভিনেত্রী তথা প্রযোজক দেবিকা রানির পরামর্শেই আসল নাম পাল্টে দিলীপ কুমার করে নেন। তাঁর প্রথম ছবি ‘জোয়ার ভাঁটা’  সে ভাবে সাড়া ফেলেনি। দ্বিতীয়, তৃতীয় ছবিও নয়। নুর জাহানের সঙ্গে চতুর্থ ছবি ‘জুগনু’ বিরাট সাফল্য পায়। এর পর ‘শহিদ’, ‘মেলা’, ‘অন্দাজ’-এর মতো হিট ছবি উপহার দেন।পাঁচের দশকে সবচেয়ে বেশি সাফল্য পান দিলীপ কুমার। ‘যোগন’, ‘বাবুল’, ‘দীদার, ‘তরানা’, ‘দাগ’, ‘নয়া দওর’-এর মতো ছবি করেন। ব্যবসার নিরিখে দেশের অন্যতমন সফল ছবি দিলীপ কুমার অভিনীত  ‘মুঘল-ই-আজম’ দীর্ঘ ১৫ বছর সেরা সফল ছবির খেতাব ধরে রেখেছিল, ১৯৭৫ সালে যা ভেঙে দেয় ‘শোলে’। 

    আরও পড়ুন: টোকিও-র পর গীতাই ছিল আশ্রয়, খেলার সঙ্গে পড়াশোনাতেও উজ্জ্বল মনু

    নানা সম্মান

    দিলীপ কুমারই (Dilip Kumar) প্রথম অভিনেতা, যিনি ফিল্মফেয়ার পুরষ্কার জেতেন, ‘দাগ’ ছবির জন্য। ছবি পিছু ১ লক্ষ টাকা পারিশ্রমিক নেওয়া প্রথম অভিনেতাও (Bollywood) তিনি। সুদীর্ঘ অভিনয় জীবনে একাধিক সুন্দরী নায়িকার সঙ্গে নাম জড়ায় দিলীপ কুমারের। মধুবালার সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিল তাঁর। ১৯৬৬ সালে বয়সে ২২ বছরের ছোট সায়রা বানুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিলীপকুমার। হিন্দকো, উর্দু, হিন্দি, পশতু, পঞ্জাবি, মারাঠি, ইংরেজি, বাংলা, গুজরাতি, ফারসি, ভোজপুরি এবং অওয়ধি ভাষায় ঝরঝর করে কথা বলতে পারতেন দিলীপ কুমার। ছবির কাজ করতে গিয়ে শিখেছিলেন সেতারও। ক্রিকেট খেলতে ভালবাসতেন। পদ্ম বিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে-সহ দেশ-বিদেশে অজস্র সম্মান পেয়েছেন দিলীপ কুমার। বছর তিনেক আগেই ৭ জুলাই, ২০২১ অনুরাগীদের কাঁদিয়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন দেশের প্রথম সুপারস্টার দিলীপ কুমার (Dilip Kumar)। এখনও তাঁর জনপ্রিয়তার কাছে হার মানেন নবপ্রজন্মের তারকারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • OTT Movies and Web Shows: মাসের শুরুতেই ধামাকা! ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজ

    OTT Movies and Web Shows: মাসের শুরুতেই ধামাকা! ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজ

    মাধ্যম নিউজ ডেস্ক: সিনেমা প্রেমীদের জন্য এবারে আসতে চলেছে দারুণ খবর। চলতি বছরের সেপ্টেম্বর মাস বেশ জমজমাট হতে চলেছে। কারণ প্রচুর সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজও রিলিজ হতে চলেছে এই মাসে। আর করোনা আবহের মধ্যে তো ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। আর এই ছবিগুলোর অনেক ছবি, ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে। ওটিটি প্ল্যাটফর্মের এক আলাদাই ফ্যানবেস রয়েছে, আর বহু প্রতীক্ষিত এই ছবিগুলো এই মাসে রিলিজ করার কারণে সবার উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। অনুমান করা হচ্ছে এই ফিল্ম গুলি বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করবে। দর্শকরা অধির আগ্রহের সঙ্গে অপেক্ষা করেছিল এই সিনেমাগুলি দেখার জন্য। তবে দেখে নেওয়া যাক আজ ওটিটি প্ল্যাটফর্মে কী কী ছবি রিলিজ হতে চলেছে…

    কাঠপুতলি (Cuttputlli)

    অক্ষয় কুমারের মুক্তি পাওয়া ৩ টি সিনেমা এই বছর বক্স অফিসে ফ্লপ হয়েছে। চলতি মাসের ২ তারিখে অর্থাৎ আজ অক্ষয়ের ‘কাঠপুতলি’ নামের আরেকটি ছবি ওটিটি প্ল্যাটফর্ম Disney+Hotstar-এ মুক্তি পেতে চলেছে। যেখানে তাঁকে আবারও পুলিশের চরিত্রে দেখা যাবে। রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত ছবিটি অ্যাকশন সিনেমাই হতে চলেছে। তবে দেখা যাক, অক্ষয় এবারে তাঁর অনুরাগীদের মন রাখতে পারনেন কি না।

    লর্ড অফ দ্য রিংস: রিংস অফ পাওয়ার  (Lord Of The Rings: Rings Of Power)

    এই সিরিজটি বিখ্যাত উপন্যাস ‘লর্ড অফ দ্য রিংস’-এর থেকে অনুপ্রাণিত হয়েই এই সিরিজটি তৈরি করা হয়েছে। এটি আমেরিকার একটি টেলিভিশন শো। যা ২ সেপ্টেম্বর Amazom Prime-ই রিলিজ হয়েছে।  এটি ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় রিলিজ হয়েছে।

    আরও পড়ুন: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘লাল সিং চাড্ডা’, পারিশ্রমিকে ‘না’ আমিরের

    ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস সিজন ২ (Fabulous Lives of Bollywood Wives Season 2)

    করণ জোহার পরিচালিত এই সিরিজটি একটি হিট আন্তর্জাতিক সিরিজ ‘দ্য রিয়েল হাউসওয়াইভস’ দ্বারা অনুপ্রাণিত বলে মনে করা হয়। এটি Netflix-এ আজ রিলিজ হতে চলেছে।

    খুদা হাফিজ ২(Khuda Haafiz Chapter 2)

    ফারুখ কবির পরিচালিত খুদা হাফিজ ২ একটি অ্যকশন-থ্রিলার সিনেমা এবং এটি খুদা হাফিজ ছবির দ্বিতীয় পার্ট। এই ছবিটি বড় পর্দায় ৮ জুলাই রিলিজ হয়েছিল তবে আজ Zee5-এ রিলিজ হতে চলেছে।

    বিক্রান্ত রোনা (Vikrant Rona)

    এই বছরে ২৮ জুলাই এই ছবিটি বড় পর্দায় এসেছে এবং এই ছবির ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই অনেক চর্চা শুরু হয়। এটি Zee5-এ ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় রিলিজ হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share