Tag: MS Dhoni Called Me When I Left Test Captaincy: Virat

MS Dhoni Called Me When I Left Test Captaincy: Virat

  • Virat Kohli to MS Dhoni: নম্বর তো অনেকেই জানে! অধিনায়কত্ব ছাড়ার সময়ে ফোন করেছিল শুধুই ধোনি, অকপট কোহলি

    Virat Kohli to MS Dhoni: নম্বর তো অনেকেই জানে! অধিনায়কত্ব ছাড়ার সময়ে ফোন করেছিল শুধুই ধোনি, অকপট কোহলি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপদের সময়ে বন্ধু চেনা যায়। যেমন চিনেছেন বিরাট। বোঝা যায় কে আপনাকে ভালবাসে, কে ভাল চায়। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের শেষে নিজের ক্ষোভ, অভিমান উজাড় করে দিলেন কোহলি। জানালেন খারাপ সময়ে অনেকেই সমালোচনা করেছেন কিন্তু কী করতে হবে তা বলেছিল বিরাট কোহলির অধিনায়ক, মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।

    পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে পাঁচ উইকেট হারের পরেই সাংবাদিক সম্মেলনে চলে এসেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর খারাপ সময় প্রশ্ন উঠতেই টিম ইন্ডিয়ার  প্রাক্তন অধিনায়ক ব্যাঙ্গের সুরে বললেন,  ‘আমার নম্বর অনেকের কাছে ছিল কিন্তু যখন আমি অধিনায়কত্ব ছেড়েছিলাম, সেইসময় একমাত্র মহেন্দ্র সিং ধোনিই আমাকে ফোন করেছিলেন। আর কেউ কোনও ফোন করেননি। কেউ নয়। এর থেকেই বোঝা যায় কে আমার ভাল চায়।’ বিরাটের কথায়, ‘আমি যদি কাউকে সত্যিই মন থেকে সাহায্য করতে চাই, তাহলে তো তাঁকে আলাদা করে বোঝাব যে তোমার এটা ভুল হচ্ছে কিংবা ঠিক হচ্ছে। সকলের সামনে তো আর সেটা বলব না। আমাদের দুজনের সম্পর্কের মধ্যে একটা আলাদা বোঝাপড়া রয়েছে।’

    আরও পড়ুন: বাজিমাত বাংলার! ভারতীয় ফুটবল ও ক্রিকেটের মসনদে দুই বাঙালির দাপট

    বিরাট আরও বলেন, “টিভিতে অনেকেই অনেক পরামর্শ দেন। তাঁদের কাছে বলার মতো অনেক কিছুই থাকে। আমার নম্বর থাকলেও তাঁদের কোনও মেসেজ আসেনি। কারও সঙ্গে  যে শ্রদ্ধার সম্পর্ক থাকে, সেটা কতদূর সত্যি তা, এমন পরিস্থিতিতেই বোঝা যায়। আমার আর ধোনির মধ্যে একটা নিঃস্বার্থ সম্পর্ক রয়েছে। না তিনি আমার কাছে কিছু চান, না তো আমি কিছু চাই তাঁর কাছে। কেউ কাউকে নিয়ে কোনওদিন নিরাপত্তাহীনতায় ভুগিনি। তাই সম্পর্কটা রয়ে গিয়েছে।”

    অনেকের দাবি ছিল ছন্দ হারানো বিরাটকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত নয়। তবে এ বারও নিন্দুকদের গ্যালারিতে ফেললেন ‘কিং কোহলি’। চলতি এশিয়া কাপের পারফরম্যান্স দেখলেই স্পষ্ট বোঝা যাবে, কথা বলতে শুরু করেছে বিরাটের ব্য়াট। পাকিস্তানের বিরুদ্ধে ৩৪ বলে ৩৫ করার পর, হংকং-এর বিরুদ্ধে করেছিলেন ৪৪ বলে ৫৯ রান। আর এ বার পাকিস্তানের কাছে দল হারলেও তাঁর ব্যাট থেকে এল ৪৪ বলে ৬০ রান। 

LinkedIn
Share