Tag: Mudra Loan

Mudra Loan

  • Union Budget 2024: মুদ্রা যোজনায় বরাদ্দ দ্বিগুণ, উঠল অ্যাঞ্জেল ট্যাক্স, ঋণে কাদের অগ্রাধিকার?

    Union Budget 2024: মুদ্রা যোজনায় বরাদ্দ দ্বিগুণ, উঠল অ্যাঞ্জেল ট্যাক্স, ঋণে কাদের অগ্রাধিকার?

    মাধ্যম নিউজ ডেস্ক: ছোট ব্যবসায়ী এবং উদ্যোগপতিদের মুখে হাসি ফোটাল কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫ (Union Budget 2024)। মোদি সরকারের অন্যতম প্রকল্প মুদ্রা যোজনায় বরাদ্দের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করল কেন্দ্র। ১০ লক্ষ টাকা থেকে মুদ্রা লোন বেড়ে হচ্ছে ২০ লক্ষ টাকা। সরকারি ব্যাঙ্ক এমএসএমই-র মূল্যায়ন করে ঋণ দেবে। আগের ঋণ শোধ করলে তাদের আরও বেশি ঋণ পাওয়ার অধিকার থাকবে। একই সঙ্গে উদ্যোগপতিদের মুখে হাসি ফুটিয়ে মঙ্গলবার স্টার্টআপগুলির ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ প্রত্যাহারের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।

    ২০ লক্ষ টাকা পর্যন্ত মুদ্রা-ঋণ

    প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে রয়েছে মুদ্রা ঋণ (Mudra Loan)। মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmal Sitharaman) বলেন, ‘সরকারের গ্যারান্টিতে ২০ লক্ষ টাকা মুদ্রা লোন দেওয়া হবে। ১০ লক্ষ টাকা থেকে মুদ্রা লোন বেড়ে হচ্ছে ২০ লক্ষ টাকা।’ এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, এমএসএমই-র (MSME) জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম থাকছে। ১০০ কোটি টাকা মূল্যের সেলফ ফাইনান্সিং গ্যারান্টি ফান্ড এর জন্য তৈরি হচ্ছে। এগুলির ঋণ (Union Budget 2024) দেওয়ার ক্ষেত্রে কাজ করবে সরকারি ব্যাঙ্ক। এই যোজনায় মূলত অ-কর্পোরেট এবং অ-কৃষি ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুবিধার জন্য ঋণ দেওয়া হয়। এই ক্ষেত্রের সুবিধার জন্য বিশেষ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। MSME-এর জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমের কথা বলা হয়েছে। এই শিল্পক্ষেত্রের জন্য যন্ত্র কিনতে এবং উন্নত পরিকাঠামো ব্যবহার করার জন্য় টার্ম লোনের সুবিধাও থাকছে। এছাড়া, এমএসএমই-দের (MSME) জন্য এক্সপোর্ট হাব তৈরি করা হবে। এদিন অর্থমন্ত্রী জানান, এমএসএমই-র জন্য একছাদের নীচে উৎপাদন থেকে রফতানির ব্যবস্থা থাকবে। 

    ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ প্রত্যাহার

    মোদি ৩.০ সরকারের বাজেটে স্টার্টআপগুলির উপর থেকে ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ (Angel Tax) প্রত্যাহার করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকার বছরের পর বছর ধরে স্টার্টআপগুলির জন্যে নানাবিধ উদ্যোগ নিলেও ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ বাতিলের ক্ষেত্রে সেভাবে নজর দেয়নি। তবে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে (Union Budget 2024) এই বিতর্কিত কর অপসারনের দাবি জানিয়ে স্টার্টআপগুলি জোরালো আওয়াজ তুলেছিল। ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ হল এমন একটি কর যা স্টার্টআপের বিনিয়োগ মূল্য যদি স্টার্টআপ কোম্পানির স্টকের বাজার মূল্যের থেকে বেশি হয়, তাহলে সেই নির্দিষ্ট স্টার্টআপের উপর এই কর বসানো হত ৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mudra Loan: নিজে ব্যবসা করতে চান? কেন্দ্রের প্রকল্পে ঋণ পেতে পারেন ১০ লাখ টাকা পর্যন্ত

    Mudra Loan: নিজে ব্যবসা করতে চান? কেন্দ্রের প্রকল্পে ঋণ পেতে পারেন ১০ লাখ টাকা পর্যন্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি ব্যবসা করে স্বনির্ভর হতে চাইছেন? তাহলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Mudra Loan) প্রকল্পে ঋণ নিয়ে, ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। এটি হল ভারত সরকারের একটি বিশেষ আর্থিক প্রকল্প। এই প্রকল্পে ব্যবসা করার জন্য স্বল্প সুদ এবং সহজ কিস্তিতে বিশেষ ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

    কী আছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় (Mudra Loan)?

    প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ঋণে (Mudra Loan) উৎপাদন, প্রক্রিয়াজাত, বাণিজ্য, পরিষেবা, অকৃষি এবং ছোট শিল্পের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের সুবিধা রয়েছে। সরকারি, বেসরকারি ব্যাঙ্ক, সমবায়, গ্রামীণ ব্যাঙ্ক এবং অন্যান্য যে কোনও ঋণ প্রদানকারী সংস্থা থেকে ঋণ পাওয়ার কথা বলা হয়েছে। এর অধীনে ঋণকে তিনটি ভাগে ভাগ করা রয়েছে। যথা শিশু, কিশোর এবং তরুণ। ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ হল শিশু বিভাগ, ৫০,০০১ থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত হল কিশোর বিভাগ এবং ৫,০০,০০১ থেকে ১০,০০,০০০ টাকা পর্যন্ত হল তরুণ বিভাগ। এই ঋণের জন্য আবেদন করতে প্রয়োজনীয় তথ্য হিসাবে লাগবে আইডি প্রুফ, রেসিডেন্স প্রুফ, পাসপোর্ট সাইজের ছবি এবং আধার।

    কারা আবেদন করতে পারবেন (Mudra Loan)?

    প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ঋণ (Mudra Loan) পেতে যে কোনও ব্যক্তি আবেদন করতে পারবেন। তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে আবেদনকারী যেন কোনও প্রকার ব্যাঙ্ক বা আর্থিক সংস্থার ঋণখেলাপির সঙ্গে যুক্ত না থাকেন। অপর দিকে আবেদনকারীর ক্রেডিট ট্র্যাক রেকর্ড যেন সন্তোষজনক থাকে। উল্লেখ্য এই মুদ্রাঋণ পেতে মধ্যস্বত্ত্বভোগীর প্রয়োজন নেই। উপভোক্তা বা আবেদনকারী নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন।

    কীভাবে আবেদন করবেন (Mudra Loan)?

    আবেদন করতে প্রথমে PM Mudra-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://www.mudra.org.in/ যান। এর পর Mudra Loan-এ ক্লিক করুন। এখানে আপনি “Apply Now” অপশন পাবেন। এরপর সব পূরণ করে OTP তৈরি করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করে “লোন অ্যাপ্লিকেশন সেন্টার” এ ক্লিক করতে হবে। এর পরে চাওয়া তথ্য পূরণ করে সমস্ত নথি জমা দিন। জমা দেওয়ার পরে, আপনি একটি আবেদন নম্বর পাবেন, যেখান থেকে আপনি আপনার ঋণের (Mudra Loan) অবস্থা জানতে পারবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share