Tag: Mumbai City FC

Mumbai City FC

  • ISL 2024: স্বপ্নভঙ্গ যুবভারতীর! ত্রিমুকুট জয় হল না মোহনবাগানের, আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই

    ISL 2024: স্বপ্নভঙ্গ যুবভারতীর! ত্রিমুকুট জয় হল না মোহনবাগানের, আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঁদল কলকাতা। যুবভারতীতে ৬০ হাজার মোহনবাগান সমর্থককে চুপ করিয়ে দিল মুম্বই সিটি এফসি। ত্রিমুকুট জয়ের স্বপ্ন অধরাই থাকল মোহনবাগানের। ২৩ বছর পর যে সুযোগ এসেছিল সবুজ-মেরুনের কাছে, তা তারা কাজে লাগাতে পারল না। ডুরান্ড কাপ, আইএসএল (ISL 2024) লিগ-শিল্ডেই সন্তুষ্ট থাকতে হল তাদের। আইএসএলের ফাইনালে বদলা নিল মুম্বই সিটি এফসি। শনিবার সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে মুম্বইয়ের হয়ে একটি করে গোল করলেন জর্জ পেরেইরা দিয়াজ, বিপিন সিং এবং জ্যাকুব ভোজতাস। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করলেন জেসন কামিন্স। 

    যোগ্য দল মুম্বই

    শনিবার যোগ্য দল হিসাবে জিতেছে মুম্বই। দুই অর্ধেই তাদের দাপট ছিল। ম্যাচের বেশির ভাগ সময়ে বল নিয়ন্ত্রণ করেছে তারাই। নিখুঁত পরিকল্পনামাফিক ফুটবল খেলেছে। এক দিকে যেমন একের পর এক আক্রমণ শাণিয়েছে শুভাশিস বসুর দিক থেকে, তেমনই অকেজো করে দেওয়া হয়েছে জনি কাউকোকে। খেলতে পারেননি দিমিত্রি পেত্রাতোস বা লিস্টন কোলাসোরাও। লিগ-শিল্ডের ম্যাচে যে খেলা মোহনবাগান খেলেছিল, তার ছিটেফোঁটাও দেখা গেল না এ দিন। দেখা গেল অন্য মুম্বইকে। 

    মুম্বইয়ের দাপট

    মোহনবাগান দল প্রথম থেকে গোলের সুযোগ পায়। তারা ৪১ মিনিটে একটি আক্রমণ করে। লিস্টন কোলাসো আক্রমণ শানান, কিন্তু আটকে যান। এরপর ৪৩ মিনিটে আক্রমণ করেন দিমিত্রি পেত্রাতোস। দূরপাল্লার শট নেন তিনি। বলটা মুম্বইয়ের গোলরক্ষক ফুরবা। কিন্তু তাঁর হাতে লাগায় বলটা চলে যায় কামিন্সের কাছে। আর তিনি সেটা থেকে গোল করতে কোনও ভুল করেননি। গোল করে দলকে এগিয়ে দেন। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়েও ৫৩ মিনিটে মুম্বই সিটি এফসি সমতা ফেরায়। বাগানের ডিফেন্ডারদের অনেকটাই ক্লান্ত দেখায় এদিন। শুভশিস, হেক্টর সকলেই মুম্বইকে যথেষ্ট জায়গা ছেড়ে দিয়েছে।

    মোহনবাগান সমর্থকদের এদিন আবারও কাঁদালেন মুম্বই সিটি এফসির বিপিন সিং। ২০২০-২১ মরশুমে তিনি বাগানের ট্রফি জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। এবারও ম্যাচের ৮১ মিনিটে তাঁর পা থেকেই বেরিয়ে আসে দুর্দান্ত একটা গোল। একেবারে শেষ বেলায় বাগানের কফিনে শেষ পেরেক পুঁতলেন জ্যাকুব ইয়াকুবু। ৯০+৭ মিনিটে জ্যাকুবের গোল যে মোহনবাগানের লজ্জা বাড়াল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বাগানের রক্ষণের কারণে এই ফাইনাল ম্যাচটা মেরিনার্সদের হাতছাড়া করতে হল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISL Final 2024: বদলার লড়াই মুম্বইয়ের, আজ যুবভারতীতে ত্রিমুকুটে নজর মোহনবাগানের

    ISL Final 2024: বদলার লড়াই মুম্বইয়ের, আজ যুবভারতীতে ত্রিমুকুটে নজর মোহনবাগানের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএলে (ISL Final 2024) লিগ-শিল্ড জিতেছে মোহনবাগান। এবার খেতাব জিততে পারলে ষোলকলা পূর্ণ হবে সবুজ-মেরুন শিবিরের। যুবভারতীতে মোট ৬৬ হাজার দর্শকের সামনে খেলতে নামা মানে মানসিকভাবে অনেকটা এগিয়ে যাওয়া। দলের অধিনায়ক শুভাশিস বসু থেকে গোলমেশিন দিমিত্রি পেত্রাতোসও সমর্থকদের কথা বললেন। জানালেন অনুরাগীদের জন্যই ভাল খেলতে হবে। ২০২৪ সালে মুম্বইয়ের সঙ্গে একবারই খেলেছে মোহনবাগান। সেই ম্যাচে ২-১ গোলে জেতে মোহনবাগান। ২০২৩ সালে দুইবার মুখোমুখি খেলেছিল এই দল। দুটি ম্যাচই ২-১ ও ১-০ গোলে জিতে মুম্বই। ২০২২ সালেও দুইবার মুখোমুখি খেলেছে এই দুই দল। দুটি ম্যাচই স্কোর ড্র হয়। এবার খেতাবি লড়াই।

    সমর্থকরা মনোবল বাগানের

    মোহনবাগান (Mohun Bagan vs Mumbai City) ফুটবলাররা নিজেদের মাঠে নামছেন বলে বাড়তি চাঙ্গা। মুম্বই দলের খেলোয়াড়রা মাঠে নেমে বাজিমাতের অপেক্ষায়। বিপক্ষ দল নিয়ে অবশ্য সমীহের সুর মোহন ফুটবলারদের মুখে। দলের অধিনায়ক শুভাশিস বসু বলেন, “ওরা ফাইনালে উঠেছে, ভাল দল বলেই। তবে আমরা আমাদের ছক অনুযায়ী খেলব। আমাদের লক্ষ্য হল ট্রফি। এত সমর্থকের সামনে খেলতে নামলেই আমরা চাঙ্গা হয়ে উঠি। সমর্থকদের জন্যই আমাদের ভাল খেলতে হবে।” অনুরাগীদের ভালবাসার কথা তুলে ধরেন, সবুজ-মেরুনের গোলমেশিন দিমিত্রি পেত্রাতোস। তাঁর কথায়, ‘‘ কলকাতার সমর্থকদের ভালবাসা অন্যরকম, অনেক বেশি আবেগ। আমি এত দেশে খেলেছি, তাই পার্থক্যটা বুঝতে পারি।’’ কোচ হাবাসের প্রশংসা করে শুভাশিস বলেন, “হাবাস স্যার আছে মানে আমরা কাপ জিতব। ওঁর যা কৌশল, সেটি সবাই আমরা বুঝতে পারি। ওই কৌশলে আমাদের খেলাও ভাল হয়। উনি আমাদের দলকে বদলে দিয়েছেন। ট্রফি জিতে আমরা কোচ ও সমর্থকদের উৎসর্গ করব।”

    বদলার ম্যাচ মুম্বইয়ের

    মোহনবাগান (Mohun Bagan vs Mumbai City) এসজি-র বিরুদ্ধে আইএসএলের লিগের শেষ ম্যাচ হেরে শিল্ড জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল মুম্বই সিটি এফসি-র। সেই ধাক্কা কাটিয়ে সেমিফাইনালে প্রতিপক্ষ এফসি গোয়াকে দুই লেগেই হারিয়ে ফাইনালে ওঠে মুম্বই। ফাইনালে ফের তারা মুখোমুখি মোহনবাগানের। আবার সেই যুবভারতীতেই ফাইনাল খেলতে হবে মুম্বইকে। এই মাঠেই তো লিগ শিল্ড হাতছাড়া করেছিল আর সাগরের পারের টিম। তবে এবার ফাইনালে বাগানকে হারিয়ে লিগ শিল্ডের বদলা নিতে মরিয়া মুম্বই সিটি এফসি। জয়ের জন্য মরিয়া থাকলেও, মোহনবাগানকে সমীহ করে মুম্বই কোচ ক্রাটকি বলেন, ‘মোহনবাগান ভালো দল। গোটা ম্যাচেই আক্রমণ এবং রক্ষণে নিখুঁত থাকতে হবে। তবে আমি আর আমার দলের খেলোয়াড়েরা শান্ত রাখছি। কোনও চাপ নেই দলে। আমি জানি ফুটবলারেরা কী করতে পারে।’

    আরও পড়ুন: বোলারদের দিনে ৪ উইকেট নিয়ে জবাব স্টার্কের, এক যুগ পর ওয়াংখেড়েতে জয় কলকাতার

    কখন দেখবেন

    আজ, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে যুবভারতীতে ভারত সেরার দৌড়ে নামেব মোহনবাগান ও মুম্বই সিটি। টেলিভিশনে আইএসএলের ম্যাচ সরাসরি দেখানো হয় স্পোর্টস ১৮ চ্যানেলে। তা ছাড়া জিয়ো সিনেম্যা অ্যাপেও খেলা দেখা যায়। কিন্তু শনিবারের ফাইনাল আরও একটি চ্যানেলে দেখানো হবে। বাঙালি দর্শকদের কথা মাথায় রেখে কালার্স বাংলা সিনেমা চ্যানেলেও সরাসরি দেখানো হবে আইএসএলের ফাইনাল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Mohun Bagan: ট্রফির রঙ-ও হোক সবুজ-মেরুন! আইএসএল নক-আউট সূচি ঘোষিত হতেই লক্ষ্য স্থির মোহনবাগানের

    Mohun Bagan: ট্রফির রঙ-ও হোক সবুজ-মেরুন! আইএসএল নক-আউট সূচি ঘোষিত হতেই লক্ষ্য স্থির মোহনবাগানের

    মাধ্যম নিউজ ডেস্ক: লিগ-শিল্ড জয় সম্পন্ন। এবার পরের লক্ষ্য নিয়ে ভাবতে শুরু করেছে সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগানের (Mohun Bagan) পাখির চোখ এখন নক-আউট পর্ব। ট্রফি জিততে মরিয়া হাবাসের ছেলেরা। নিজেদের পরবর্তী লক্ষ্য জানিয়ে দিলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। তিনি বলেন, “গত আট নয় মাসের চেষ্টার ফল পেলাম। পুরো দল পরিশ্রম করেছে। এবার লক্ষ্য নক আউট। আর দুটো ম্যাচ জিততে পারলেই ফাইনাল। সেই লক্ষ্যেই নামব আমরা। প্রত্যেকটা ম্যাচ যেভাবে খেলেছি সেই একই ভাবে পরবর্তী নক আউট স্টেজে নামবে মোহনবাগান।”

    নক আউটের খেলা

    আইএসএলের নক আউট শুরু হচ্ছে ১৯ এপ্রিল। লিগ পর্বে প্রথম ছ’টি দল মোহনবাগান, মুম্বই সিটি, এফসি গোয়া, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স এবং চেন্নাইয়িন এফসি নক আউটে খেলবে। এর মধ্যে প্রথম দুইয়ে থাকা মোহনবাগান এবং মুম্বই সিটি সরাসরি সেমিফাইনালে খেলবে। বাকি চারটি দলের মধ্যে থেকে দু’টি দলকে যোগ্যতা অর্জন করতে হবে। প্লে-অফের প্রথম ম্যাচ ১৯ এপ্রিল। ওড়িশা এবং কেরলের সেই ম্যাচ হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। প্লে-অফের দ্বিতীয় ম্যাচ ২০ এপ্রিল। সেই ম্যাচে মুখোমুখি গোয়া এবং চেন্নাইয়িন। ম্যাচ হবে গোয়ার জওহরলাল স্টেডিয়ামে। 

    কবে খেলা মোহনবাগানের

    সেমিফাইনালের প্রথম ম্যাচ ২৩ এপ্রিল। সেই দিন খেলবে মোহনবাগান (Mohun Bagan)। সেই ম্যাচে সবুজ-মেরুনের বিপক্ষে খেলবে ওড়িশা-কেরল ম্যাচের জয়ী দল। দ্বিতীয় সেমিফাইনাল ২৪ এপ্রিল। সেই ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে গোয়া এবং চেন্নাইয়িন ম্যাচের জয়ী দল। এই দু’টি ম্যাচই মোহনবাগান এবং মুম্বইকে প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলতে হবে। ফিরতি সেমিফাইনাল হবে ২৮ এবং ২৯ এপ্রিল। যুবভারতীতে মোহনবাগান খেলবে ২৮ এপ্রিল। মুম্বই ঘরের মাঠে সেমিফাইনাল খেলবে ২৯ এপ্রিল। আইএসএলের ফাইনাল ৪ মে। সেই ম্যাচ কোথায় হবে, তা এখনও জানায়নি আইএসএল। সব ম্যাচই শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে।

    হাবাসকে কৃতিত্ব

    সোমবার লিগ শিল্ড জয়ের পর সাফল্যের কৃতিত্ব কোচ আন্তোনিয়ো হাবাসকে দিলেন মোহন ফুটবলারেরা। খেলা শেষ হওয়ার পর অনিরুদ্ধ বলেন, ‘‘এই জয়ের কৃতিত্ব কোচের। হাবাস আসার পর আমাদের খেলা বদলে গেল। কোচ বড্ড কড়া। অনেক চাহিদা তাঁর। আমরা এমনই এক জনকে চেয়েছিলাম।’’ একই কথা শোনা গেল পেত্রাতোসের গলায়ও। মোহনবাগান মাঝমাঠের ভরসা বললেন, ‘‘এই কৃতিত্ব আসলে কোচ হাবাস এবং জনি কাউকোর। ওরা দু’জন আসার পর আমাদের খেলা বদলে গিয়েছে। পর পর ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিলাম আমরা। সেখান থেকে এই দু’জনের জন্যই ঘুরে দাঁড়াতে পেরেছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • AFC Champions League : ভারতে আসছেন নেইমার! চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি-আল হিলাল এক গ্রুপে

    AFC Champions League : ভারতে আসছেন নেইমার! চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি-আল হিলাল এক গ্রুপে

    মাধ্যম নিউজ ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions League) গ্রুপ ডি-তে সৌদি আরবের আল হিলাল ক্লাবের বিরুদ্ধে খেলবে ভারতের মুম্বই সিটি এফসি। সম্প্রতি রেকর্ড টাকায় সৌদি আরবের এই ক্লাবেই সই করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ফলে স্বপ্ন পূরণ হতে পারে ভারতীয় ফুটবলপ্রেমীদের। ভারতে আসতে পারেন নেইমার। পুনেতে হবে এই খেলা। ২০২৩-২৪ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শুরু হবে ১৮ সেপ্টেম্বর। চলবে ২০২৪ সালের ১৮ মে পর্যন্ত।

    কোন গ্রুপে খেলবে মুম্বই

    বৃহস্পতিবার কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে ওয়েস্ট জোন গ্রুপ ডিতে সৌদির আল হিলাল, ইরানের ক্লাব এফসি নাসাজি মাজানদারান এবং উজবেকিস্তানের ক্লাব পিএফসি নববাহর নামানগানের সঙ্গে রয়েছে ভারতের মুম্বই সিটি (Mumbai City FC)। এখনও নিশ্চিত না হওয়া গেলেও আল হিলালের (Al Hilal) হয়ে খেলতে ভারতে আসতে পারেন ব্রাজলিয়ান তারকা নেইমার (Neymar)। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই হোম ম্যাচগুলি খেলবে পুনের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে। সৌদির ক্লাব আল হিলাল হল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব। চার বার এশিয়ান চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে তাদের। পিএসজি থেকে সম্প্রতি সেই ক্লাবেই যোগ দিয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকাকে নায়কের মতো করে বরণ করেছে এশিয়ার ক্লাবটি।

    আরও পড়ুন: বিশ্বকাপের টিকিট কবে থেকে, কীভাবে মিলবে? আইসিসি জানালো সমস্ত খুঁটিনাটি

    একঝাঁক তারকা ফুটবলার 

    দেশের ফুটবলপ্রেমীরা আশা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসেরের হয়ে খেলতে ভারতে আসবেন। তবে, রোনাল্ডোর ক্লাব আল নাসের পড়ল অন্য গ্রুপে। যদি নেইমার না-ও আসেন, তা হলেও আন্তর্জাতিক ফুটবলের একাধিক তারকাকে খেলতে দেখার সুযোগ রয়েছে দেশের ফুটবল অনুরাগীদের। কারণ, আল হিলাল সম্প্রতি অনেক ফুটবলারকেই সই করিয়েছে।  ক্লাবে যোগ দিয়েছেন কাতার বিশ্বকাপে নজরকাড়া মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। সার্বিয়ার আলেকজান্ডার মিত্রোভিচকেও হিলালের জার্সি গায়ে দেখা যাবে। এ ছাড়া সৌদি আরবের জাতীয় দলে খেলা একাধিক ফুটবলার তো রয়েছেনই। তার মধ্যে বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে যে দু’জন গোল করেছিলেন, সেই আল-সেহরি এবং আল-দাওয়াসারি রয়েছেন আল হিলালে। গত আইএসএলের লিগ শিল্ড জেতার সুবাদে এ বার সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে মুম্বই। ড্রয়ের আগে মুম্বইয়ের কোচ দেস বাকিংহাম বলেছিলেন, তাঁর দলের ফুটবলাররা ‘বিশ্ব সেরা’ ফুটবলারের মুখোমুখি হতে তৈরি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share