Tag: mumbai Indians

mumbai Indians

  • IPL 2023: একা হাতেই গুঁড়িয়ে দিলেন লখনউকে! কে এই আকাশ মাধওয়াল?

    IPL 2023: একা হাতেই গুঁড়িয়ে দিলেন লখনউকে! কে এই আকাশ মাধওয়াল?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালের পুনরাবৃত্তি ২০২৩-এও (IPL 2023)। এলিমেনটর পর্যায় থেকে বিদায় নিল লখনউ সুপার জায়ান্টস। গতবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার দলকে। এবার, মুম্বই ইন্ডিয়ান্সের হাতে পর্যুদস্ত হয়ে প্রতিযোগিতা শেষ হল নবাবের শহরের দলটির। বলা যেতে পারে, একা হাতে লখনউকে ধ্বংস করলেন মুম্বইয়ের তরুণ তুর্কি আকাশ মাধওয়াল। এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে হার্দিক পাণ্ডিয়াদের মুখোমুখি হচ্ছেন রোহিত শর্মারা। 

    ক্রুনালকে হারিয়ে হার্দিকদের মুখোমুখি রোহিতরা

    বুধবার আইপিএল (IPL 2023) এলিমিনেটরের খেলায় চিপকে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে মুম্বই তোলে ১৮২। জবাবে ১০১ রানেই শেষ হয়ে যায় লখনউয়ের ইনিংস। ৮১ রানের ব্যবধানে ম্যাচ জিতে যায় মুম্বই। রোহিতদের জয়ে বড় অবদান রাখেন অখ্যাত পেসার আকাশ মাধওয়াল। মাত্র সাড়ে তিন ওভার হাত ঘুরিয়ে মাত্র পাঁচ রান খরচ করে তিনি তুলে নেন বিপক্ষের পাঁচ উইকেট। বলা ভালো, একা হাতেই আকাশ গুঁড়িয়ে দেন লখনউয়ের ব্যাটিং লাইন-আপ। ক্রুনাল পাণ্ডিয়ার দল জিতলে ফাইনালে ওঠার লড়াইয়ে দেখা হতো ভাই হার্দিকদের সঙ্গে। কিন্তু, আকাশ-গর্জনে তা অধরাই থেকে গেল লখনউয়ের। শুক্রবার দ্বিতীয় এলিমিনেটরে গুজরাত টাইটান্সের সামনে মুম্বই। সেই ম্যাচে জয়ী দল আগামী রবিবার মোতেরায় ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের।

    কে এই আকাশ মাধওয়াল?

    উত্তরাখণ্ডের রুরকির বাসিন্দা আকাশ মাধওয়ালকে গত বছর কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেবার সূর্যকুমার যাদব চোটের কারণে ছিটকে যাওয়ার পর তাঁকে দলে নেওয়া হয়েছিল। তবে, মুম্বইয়ের জার্সিতে (IPL 2023) অভিষেক হয় এবছর। চার বছর আগে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের এলাকাগুলিতে টেনিস বলে দাপিয়ে খেপ খেলতেন আকাশ। ২০১৯ সালে ওয়াসিম জাফরের নজরে পড়ে যান। সেখানেই জীবন বদলে যায়। রঞ্জি দলে সুযোগ পান পেশায় ইঞ্জিনিয়ার আকাশ। তার পর বাকিটা ইতিহাস। আকাশের এই বোলিং পরিসংখ্যান ভারতীয় বোলারদের মধ্যে যুগ্মভাবে সেরা। ২০০৯ সালের আইপিএলে ভারতের কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে ৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • IPL 2023: দশ বার আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস! আজ মুখোমুখি মুম্বই-লখনউ

    IPL 2023: দশ বার আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস! আজ মুখোমুখি মুম্বই-লখনউ

    মাধ্যম নিউজ ডেস্ক: দশ বার আইপিএলের (IPL 2023) ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CSK)। এমন কীর্তি আইপিএলের ইতিহাসে আর অন্য কোনও দলের নেই। মঙ্গলবার রাতে গুজরাট টাইটান্স হার মেনেছে মাহি-মস্তিষ্কের কাছে। গুজরাটকে ১৫ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে সিএসকে। আইপিএলের এলিমিনেটর ম্যাচে বুধবার মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস। 

    এটাই মাহির শেষ আইপিএল!

    আগামী বছর আইপিএলে (IPL 2023) খেলবেন কিনা, সেই ভাবনাচিন্তা করার জন্য হাতে আরও আট-নয় মাস আছে। তিনি যদি আগামী বছর আইপিএলে আর না খেলেন, তাহলে সেটা যে আগামী ডিসেম্বরের মিনি নিলামের আগেই সিএসকে কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন, তা স্পষ্ট করে দিয়েছেন মাহি। সেইসঙ্গে ধোনি এটাও বুঝিয়ে দিয়েছেন, আগামী বছর চেন্নাইয়ের জার্সি পরে মাঠে না নামলেও সিংহ ব্রিগেডের সঙ্গেই যুক্ত থাকবেন। তবে তার আগে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য মাহির।

    কেঁদেছিলেন ধোনিও

    ২৮ মে আমেদাবাদে দশম আইপিএল (IPL 2023) ফাইনালে খেলবে ধোনির ইয়েলোব্রিগেড। ২০২১ সালে শেষ বার আইপিএল ফাইনালে পৌঁছেছিল ধোনির দল। সে বার চতুর্থ আইপিএল ট্রফি গিয়েছিল সিএসকে শিবিরে। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে সে বার চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির চেন্নাই। সাধারণত আবেগ নিয়ন্ত্রণে রাখলেও দলের জন্য কেঁদে ফেলেছিলেন মাহিও। মঙ্গলবার সেকথা জানিয়েছেন একদা ধোনির সতীর্থ হরভজন সিং। টানা দু’বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৮ সালে চেন্নাই সুপার কিংস আবার আইপিএলে ফিরেছিল। টুর্নামেন্ট শুরুর আগে গোটা দল একত্র হয়েছিলেন। মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং, ইমরান তাহিররা। সেই রাতে মাহি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সতীর্থদের সামনেই কেঁদে ফেলেছিলেন। দীর্ঘবছর পর সেদিনের ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন হরভজন। ধোনিও কেঁদেছিলেন, ভাজ্জির মুখে এ কথা শুনে অবাক হয়েছেন অনেকে।

    আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিতে লন্ডন যাচ্ছেন বিরাট-সহ ৯ জন

    আজ মুখোমুখি মুম্বই-লখনউ

    লিগ পর্বে তৃতীয় হয়ে প্লে-অফে (IPL 2023) উঠেছে লখনউ। অন্য দিকে, প্রতিযোগিতায় ভাল শুরু না করেও শেষ চারে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মারা। বুধবার চেন্নাইয়ের ২২ গজে আইপিএলের প্রথম নকআউট ম্যাচে মুখোমুখি মুম্বই-লখনউ। লখনউয়ের দু’জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার অধিনায়ক লোকেশ রাহুল এবং জোরে বোলার জয়দেব উনাদকাট ছিটকে গিয়েছেন চোটের জন্য। তাতেও পরোয়া নেই লখনউয়ের। জোড়া ধাক্কাও লখনউয়ের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারেনি। কুণাল পান্ডিয়ার নেতৃত্বেও ধারাবাহিকতা বজায় রেখেছে কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। অন্য দিকে, পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই প্রতিযোগিতার শুরুটা ভাল করতে পারেনি। প্রথম দু’টি ম্যাচেই হেরে গিয়েছিলেন রোহিতরা। প্রতিযোগিতা যত এগিয়েছে মুম্বইকে তত চেনা ছন্দে দেখা গিয়েছে। সূর্যকুমার যাদবের ছন্দে ফেরা মুম্বইয়ের আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেকটা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cricket: পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টি-২০ সিরিজ জয় আফগানিস্তানের

    Cricket: পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টি-২০ সিরিজ জয় আফগানিস্তানের

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টি-২০ সিরিজ জিতল আফগানিস্তান। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবার উইমেন্স প্রিমিয়ার লিগ জিতল মুম্বই। আবার এক দিনের পর টি-টোয়েন্টি ক্রিকেটেও সব থেকে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা।

    আফগানিস্তানের জয়

    এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আফগানিস্তানের। সেই আফগানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হারল পাকিস্তান। পর পর দু’ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হল শাদাব খানদের। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। শারজার মাঠে পর পর দু’টি ম্যাচ হেরেছেন শাদাবরা। বাকি আর এক ম্যাচ। সিরিজে ৩-০ করার সুযোগ রয়েছে আফগানিস্তানের। টি-টোয়েন্টি ক্রমতালিকায় প্রথম ছয়ে থাকা দলগুলির বিরুদ্ধে এটিই আফগানিস্তানের প্রথম সিরিজ জয়। এর আগে বাংলাদেশ, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা।

    চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স

    রোহিত শর্মার হাত ধরে পাঁচ বার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার সেই জয়ের ধারা মেয়েদের আইপিএলেও (উইমেন্স প্রিমিয়ার লিগ) ধরে রাখলেন হরমনপ্রীত কউররা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। অস্ট্রেলিয়ার হয়ে দু’টি ৫০ ওভারের বিশ্বকাপ এবং পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি। ২০ ওভার খেলে দিল্লি তোলে ১৩১ রান। ১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২৩ রানে ২ উইকেট হারালেও হরমনপ্রীত এবং ন্যাট সিভার ব্রান্ট দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। এই প্রতিযোগিতায় সব থেকে বেশি রান এসেছে ল্যানিংয়ের ব্যাট থেকে। ৯ ম্যাচে ৩৪৫ রান করেছেন তিনি। কমলা টুপির মালিক তিনি। সব থেকে বেশি উইকেট নিয়েছেন ম্যাথুজ়। তিনি ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন।

    আরও পড়ুুন: ‘অঙ্গদান করুন’, ৯৯তম ‘মন কি বাতে’ দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীর

    রেকর্ড জয় দক্ষিণ আফ্রিকার

    দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে ব্যাটারদের দাপট দেখা গেল সেঞ্চুরিয়ানে। টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দল মিলে তুলল ৫১৭ রান। খেলা হল মোট ৩৮.৫ ওভার। অর্থাৎ ২৩৩ বলে ৫১৭ রান তুলল দুই দল। ক্যারিবিয়ানরা প্রথমে ব্যাট করে ২৫৮ রান করে। ১৮.৫ ওভারে সেই রান তাড়া করে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জনসন চার্লস একাই করেন ১১৮ রান। তাঁর ৪৬ বলের ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং ১১টি ছক্কা দিয়ে। চার্লসের ৩৯ বলে শতরান ক্যারিবিয়ান ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম। এর আগে ক্রিস গেল ৪৭ বলে শতরান করেছিলেন। রান তাড়া করতে নেমে শতরান করেন দক্ষিণ আফ্রিকার ডি’কক। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • IPL 2022: ১৫ তলা থেকে আমাকে নীচে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, মুখ খুললেন যুযবেন্দ্র চাহাল 

    IPL 2022: ১৫ তলা থেকে আমাকে নীচে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, মুখ খুললেন যুযবেন্দ্র চাহাল 

     নয়াদিল্লি: আমাকে একটি বহুতলের ১৫ তলা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন আমার এক সতীর্থ(teammate)। অন্তত এমনই অভিযোগ জানালেন ক্রিকেটার(cricketer) যুযবেন্দ্র চাহাল (Yuzvendra chahal)। চলতি মরশুমে তিনি রাজস্থান রয়্যালসের(rajasthan royals) হয়ে আইপিএল(ipl) খেলছেন। এর আগে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স(mumbai indians) এবং রয়েল চ্যালেঞ্জার্সে। সম্প্রতি তাঁর এক টিমমেটের মাদকাসক্তি নিয়ে বলতে গিয়ে তাঁর এক এমন অভিজ্ঞতার কথাই জানান চাহাল।
    ভারতীয় ক্রিকেটারদের অনেকেই নিয়মিত মদ্যপান করেন। একবার তেমনিই এক ক্রিকেটারের পাল্লায় পড়েছিলেন চাহাল। তাঁর সেই সতীর্থই তাঁকে ১৫ তলার ব্যালকনি থেকে ফেলে দেবেন বলে ভয় দেখাচ্ছিলেন বলে অভিযোগ। 
    সেদিনের সেই ঘটনার কথা বলতে গিয়ে আজও শিউরে ওঠেন চাহাল। ঘটনাটি ২০১৩ সালের। তখন তিনি ছিলেন মুম্বই ইন্ডিয়ানসে। তিনি বলেন, বেঙ্গালুরুতে একবার ম্যাচ শেষে গেট-টুগেদার হচ্ছিল। আমাদের কয়েকজন টিমমেট মদ্যপান করেছিলেন। তাঁদেরই একজন অনেকক্ষণ ধরে আমাকে নিরীক্ষণ করছিলেন। হঠাৎই তিনি আমাকে ডাকেন। উৎসবের আবহে আমিও সাতপাঁচ না ভেবে তাঁর কাছে চলে যাই। এর পর যা হল, তা ভাবলে আজও ঘুমের মধ্যে আমি চমকে উঠি। চাহাল বলেন, মদের নেশায় চুর আমার ওই সতীর্থ আমাকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে চলে যান। তারপর একেবারে ধারে নিয়ে গিয়ে দোলাতে থাকেন। আমি যে তাঁকে জাপটে ধরব, সে রকম কোনও সুযোগ ছিল না। ভয়ে আমার প্রাণপাখি উড়ে যাওয়ার জোগাড়। ১৫ তলা উঁচু জায়গা থেকে পড়লে আমার কী হবে, তা ভেবে শিউরে উঠছিলাম আমি। সেই সময় কয়েকজন এসে আমার ওই মত্ত সতীর্থের হাত থেকে আমাকে উদ্ধার করে। রাজস্থান রয়েলসের এই বোলার বলেন, এতদিন এই ঘটনার কথা আমি কাউকে বলিনি। এবার বললাম। সবাই জানল। তবে দয়া করে আমাকে কেউ আমার ওই সতীর্থের নাম জিজ্ঞেস করবেন না।  

LinkedIn
Share