Tag: Mumbai Murder

Mumbai Murder

  • Mumbai Murder: মুম্বাইতে খাবারে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে

    Mumbai Murder: মুম্বাইতে খাবারে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে,খাবারে বিষ মিশিয়ে নিজের স্বামীকে হত্যার (Mumbai Murder) অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বই-এর সান্তাক্রুজে।

    নিহতের স্ত্রী ও তার প্রেমিককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। দুজনকে ৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ষড়যন্ত্র এবং হত্যার (Mumbai Murder) ধারা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে।

    আরও পড়ুন: ব্রেন ম্যাপিং করা হতে পারে আফতাব পুনাওয়ালার, কী এই পরীক্ষা? 

    পুলিশের বিবৃতি

    পুলিশ সূত্রে জানা গেছে, কবিতা নামের ওই মহিলা কয়েক বছর আগে পারিবারিক অশান্তির কারণে, তার স্বামী কমলকান্তের থেকে আলাদা হয়েছিলেন, কিন্তু পরে সন্তানের ভবিষ্যতের কথা বলে সান্তাক্রুজে নিজের বাড়িতে আবার ফিরে আসেন।

     কবিতার প্রেমিক হিতেশ জৈন, কমলাকান্তের ছোটবেলার বন্ধু ছিল এবং দুজনেই ব্যবসায়ী পরিবার থেকে উঠে এসেছিল বলে পুলিশ জানিয়েছে।

    কয়েকমাস আগে হঠাৎ পেটের অসুখে কমলকান্তের মা মারা যান। পুলিশ এখন তদন্ত করছে যে নিহতের মাকেও বিষ দেওয়া হয়েছিল কি না। কারণ কমলকান্তের অসুস্থতার লক্ষণগুলি তার মায়ের মতোই ছিল। গত নভেম্বর মাসে কমলকান্তের পেটে ব্যথা শুরু হয় এবং স্বাস্থ্যের অবনতি হয়। বম্বে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর কমলকান্তের মৃত্যু  (Mumbai Murder) হয়। তার রক্তপরীক্ষার রিপোর্টে উচ্চ মাত্রায় আর্সেনিক এবং থ্যালিয়াম পাওয়া গেছে। ডাক্তাররা বলছেন, মানুষের রক্তে পাওয়া এগুলি অস্বাভাবিক ধাতব পদার্থ।

    পুলিশ প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছিল, কিন্তু ষড়যন্ত্রের সন্দেহে তদন্তের ভার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ নেয়।  তখনই কবিতা এবং তার প্রেমিক হিতেশকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশের মতে, মৃতের মেডিক্যাল রিপোর্ট, স্ত্রী এবং পরিবারের সদস্যদের বিবৃতি, সেইসঙ্গে কমলাকান্তের খাবার সম্পর্কিত বিভিন্ন তথ্য এই খুনের ((Mumbai Murder) পিছনে ষড়যন্ত্রকে সামনে আনতে সাহায্য করেছে।

    তদন্তে জানা যায়, অভিযুক্ত কবিতা এবং তার প্রেমিক হিতেশ, কমলকান্তকে হত্যার উদ্দেশ্যে প্রতিদিন তার খাবারে বিষ মিশিয়ে দিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Mumbai Murder: লিভ-ইন সঙ্গীকে খুন, দেহ টুকরো করে প্রেসার কুকারে ফোটাল প্রেমিক

    Mumbai Murder: লিভ-ইন সঙ্গীকে খুন, দেহ টুকরো করে প্রেসার কুকারে ফোটাল প্রেমিক

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির শ্রদ্ধা-কাণ্ডের ছায়া দেখা গেল মুম্বইয়ে (Mumbai Murder)। রাগের বশে লিভ-ইন পার্টনারকে খুন করে তাঁর দেহাংশ কেটে ফ্ল্যাটে লুকিয়ে রেখেছিল ৫৬ বছরের এক প্রৌঢ়। প্রমাণ লোপাটের জন্য সঙ্গীর দেহাংশগুলিকে কুকারে সেদ্ধও করেছিল সে। মুম্বইয়ের মীরা রোডের এই নৃশংস ঘটনায় অভিযুক্ত ওই প্রৌঢ়কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মুম্বই পুলিশ। 

    শ্রদ্ধা খুনের ছায়া

    উল্লেখ্য, আফতাব শ্রদ্ধাকে খুনের পর দেহাংশ কুচি কুচি করে কেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল। তবে মুম্বইয়ের (Mumbai Murder) ঘটনায় অভিযুক্ত আরও নৃশংসতার পরিচয় দিয়েছেন। মুম্বই পুলিশ সূত্রে খবর, লিভ-ইন পার্টনারকে খুন করে মৃতদেহটি একটি গাছ কাটার যন্ত্র দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলে অভিযুক্ত। সেগুলি নিয়ে প্রেসার কুকারে সেদ্ধও করে। ঘটনার বীভৎসতায় শিউরে উঠেছেন প্রতিবেশীরা। অভিযুক্ত ওই প্রৌঢ় মনোজ সাহানির সঙ্গে দীর্ঘ দিন একত্রে বাস করতেন ৩৬ বছর বয়সি সরস্বতী বৈদ্য। মুম্বইয়ের মীরা রোডের গঙ্গানগর অঞ্চলের আকাশদীপ নামের একটি আবাসনে ৩ বছর ধরে ভাড়া থাকতেন তাঁরা।

    আরও পড়ুন: ৩৬ ঘণ্টা পর! সানফ্রান্সিসকো উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিকল্প বিমান

    তদন্তে পুলিশ

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোরিওয়ালি এলাকায় একটি ছোট দোকান চালাতেন মনোজ। মনোজ এবং সরস্বতীর ফ্ল্যাট থেকে পচা গন্ধ আসতে থাকায় স্থানীয় থানায় খবর দেন আবাসনের অন্য বাসিন্দারা। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ফ্ল্যাটের ভিতর ঢুকে এদিক ওদিক খোঁজ চালাতেই চোখে পড়ে সেদ্ধ করা সেই দেহাংশগুলি। এরপর সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মনে করা হচ্ছে, গত তিন-চারদিন আগেই খুন করা হয়েছে ওই মহিলাকে। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার জয়ন্ত বজবলে জানিয়েছেন, জেরায় খুনের কথা কবুল করেছেন মনোজ। তবে ঠিক কী কারণে সরস্বতীকে খুন করা হল এবং এর পিছনে অন্য কোনও কারণে আছে কি না, তা জানার চেষ্টা করছে মুম্বই (Mumbai Murder) পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Mumbai Murder: মুম্বাইয়ের একটি খুনের মামলায় ২০ বছর ধরে পলাতক অভিযুক্ত, আদতে তিনি ছিলেন জেলে

    Mumbai Murder: মুম্বাইয়ের একটি খুনের মামলায় ২০ বছর ধরে পলাতক অভিযুক্ত, আদতে তিনি ছিলেন জেলে

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০ বছর পর এক হত্যা রহস্যের পর্দা উন্মোচন হল। এতদিন ধরে নিখোঁজ ছিল ওই হত্যা মামলার (Mumbai Murder) মূল অভিযুক্ত। ১৯৯৯ সালের একটি হত্যা মামলায় ছোটা শাকিল গ্যাংয়ের একজন অভিযুক্ত শার্প শুটারকে ২০ বছর ধরে সনাক্ত করতে মুম্বাই পুলিশ নাকানি চোবানি খেয়েছে। এতদিন পরে জানা গেল সেই খুনি অন্য একটি মামলায় এতদিন ধরে জেলবন্দি ছিলেন।

    মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (MCOCA) মামলার বিশেষ বিচারক, এ এম পাতিল ৩ ফেব্রুয়ারি, ১৯৯৯ সালে বোম্বে আমান কমিটির সভাপতি ওয়াহিদ আলি খানকে হত্যার অভিযুক্ত মাহির সিদ্দিকীকে অন্য মামলায় মুক্তি দেন। 

    আদালত প্রসিকিউশনের মামলায় একাধিক অসঙ্গতির কথা উল্লেখ করেছে আদালত (Mumbai Murder) । প্রসিকিউশন অনুসারে, সিদ্দিকী এবং আরও একজন অভিযুক্ত ১৯৯৯ সালের জুলাই মাসে  মুম্বাইয়ের এল টি মার্গ এলাকায় তার বাড়ির কাছে খানকে গুলি করে হত্যা করেছিল বলে অভিযোগ রয়েছে। অপরাধ করার পর দুজনেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    ২০১৯ সালের মে মাসে, পুলিশ সিদ্দিকীকে খুঁজে বের করে এবং তাঁকে গ্রেফতার (Mumbai Murder) করে। তারা তাঁর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পেয়েছে এবং এর মাধ্যমে তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। তদন্তে পুলিশ সিদ্দিকী ও ছোট শাকিলসহ ছয়জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে। তাঁরা এও জানতে পেরেছেন যে, ছো্টা শাকিলের নির্দেশেই এই অপরাধ সংঘটিত হয়েছিল। 

    আদালত জানায়, সিদ্দিকীর বিরুদ্ধে চার্জশিট পেশ করার সময় সময় প্রসিকিউশন (Mumbai Murder) দাবি করেছিল যে ঘটনার তারিখ থেকে গ্রেফতার হওয়া পর্যন্ত তিনি পলাতক ছিলেন।
    কিন্তু তিনি ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে অন্য একটি মামলায় বিচারাধীন বন্দী ছিলেন। তাঁকে সিআইডি গ্রেফতার করেছিল। এরপর কারাগারে থাকা  অবস্থায় পুলিশ কীভাবে তাঁকে খুঁজে বের করতে পারল না, সেই প্রশ্ন করে আদালত।

    বিচারক বলেন, “পুলিশ তাঁকে খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে। কিন্তু তাঁরা তো পলাতক আসামি এবং ইউটিপি (আন্ডারট্রায়াল বন্দী) এর রেকর্ড বজায় রাখে। এটি একটি অপ্রত্যাশিত ঘটনা।”

    আরও পড়ুন: দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, জানুন বিস্তারিত

    প্রসিকিউশনের মামলার অসঙ্গতিগুলিকে আরও স্পষ্ট করে (Mumbai Murder) তুলে ধরে আদালত বলে, কোনও প্রত্যক্ষদর্শী মৃত ব্যক্তির উপর গুলি চালানোর সময় অভিযুক্তকে দেখেছেন বলে দাবি করেননি। তথ্যদাতার সাক্ষ্যতেও অনেক অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে।

    আদালত আরও বলেন, “উপরের আলোচনা বিবেচনা করে, এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে প্রসিকিউশন যুক্তিসঙ্গত সন্দেহের বাইরে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

       

       

  • Mumbai Murder: মুম্বাইয়ে বোর্খা পরতে অস্বীকার করায় হিন্দু স্ত্রীকে খুন মুসলিম স্বামীর

    Mumbai Murder: মুম্বাইয়ে বোর্খা পরতে অস্বীকার করায় হিন্দু স্ত্রীকে খুন মুসলিম স্বামীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বোর্খা (Burkha) পরতে চাননি। অপরাধ শুধু এইটুকুই। আর এই ‘অপরাধ’- এই নিজের স্ত্রীকে খুন (Murder) করলেন ট্যাক্সিচালক স্বামী। অভিযোগ, ইসলামিক রীতিনীতি পালন নিয়ে বিয়ের পর থেকেই ঝামেলা চলত হিন্দু স্ত্রী এবং মুসলিম স্বামীর মধ্যে। দু’জনে আলাদাও থাকছিল। তারইমধ্যে ওই ব্যক্তি স্ত্রী’কে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি মুম্বইয়ের (Mumbai)।     

    এক পুলিশ আধিকারিক এ বিষয়ে জানান, বছরতিনেক আগে বিয়ে হয়েছিল ইকবাল শেখ (৩৬) এবং রুপালি চন্দদানশিবের (২০)। পরে রুপালি নিজের নাম পরিবর্তন করেছিলেন। নতুন নাম হয়েছিল জারা। তবে বিয়ের পর থেকেই ইসলামিক রীতিনীতি পালন নিয়ে স্বামী ও স্ত্রী’র মধ্যে অশান্তি শুরু হয়েছিল। দম্পতির দুই বছরের ছেলেও আছে। মাসছয়েক আগে থেকে ইকবাল এবং জারা আলাদাও থাকতে শুরু করেছিলেন।           

    আরও পড়ুন: হায়দ্রাবাদে নবরাত্রি প্যান্ডেলে দুই বোর্খা পরিহিতার তাণ্ডব, ভাঙা হল মূর্তি 

    সংবাদমাধ্যম সূত্রের খবর, সোমবার রাতে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। কার কাছে ছেলে থাকবে, তা নিয়েও অশান্তি হয়। তারপর রাত ২ টো ৩০ মিনিট নাগাদ ইকবাল জারার গলার নলি কেটে দেন বলে অভিযোগ। ঘটনার পর গা ঢাকা দেন ইকবাল। পরে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ততক্ষণে মৃত্যু হয়েছে জারার। ইকবালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আওতায় খুনের মামলা রুজু করা হয়েছে। 

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে সেক্স ট্র্যাপ, ভিডিও কলের ফাঁদে ৫.২৮ লক্ষ টাকা খোয়ালেন এক মুম্বইবাসী  

    জারার পরিবারের জানায়, প্রেম করে বিয়ে করেন ওই যুগল। কিন্তু বিয়ের পর থেকেই তরুণীকে বোরখা পরা এবং ইসলামিক রীতিনীতি পালনের জন্য জোর করা হত। কিন্তু তাতে রাজি হননি রুপালি। তা নিয়ে হামেশাই ইকবাল এবং রুপালির মধ্যে ঝামেলা হত। আলাদাও থাকছিলেন গত কয়েক মাস। তবে দু’জনের ফোনে কথা হত। সোমবার রাতে ইকবালকে ডিভোর্সের কথা বলেন তরুণী। কিন্তু বিবাহ-বিচ্ছেদে রাজি ছিলেন না ওই ব্যক্তি। তারপর ছেলেকে নিজের কাছে রাখার দাবি করেন। তা নিয়ে রুপালির সঙ্গে ঝগড়া শুরু হয়। তারপরই ইকবাল রুপালির গলার নলি কেটে দেন বলে অভিযোগ উঠেছে।         

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Mumbai Murder: মুম্বাইয়ে বোর্খা পরতে অস্বীকার করায় হিন্দু স্ত্রীকে খুন মুসলিম স্বামীর

    Mumbai Murder: মুম্বাইয়ে বোর্খা পরতে অস্বীকার করায় হিন্দু স্ত্রীকে খুন মুসলিম স্বামীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বোর্খা (Burkha) পরতে চাননি। অপরাধ শুধু এইটুকুই। আর এই ‘অপরাধ’- এই নিজের স্ত্রীকে খুন (Murder) করলেন ট্যাক্সিচালক স্বামী। অভিযোগ, ইসলামিক রীতিনীতি পালন নিয়ে বিয়ের পর থেকেই ঝামেলা চলত হিন্দু স্ত্রী এবং মুসলিম স্বামীর মধ্যে। দু’জনে আলাদাও থাকছিল। তারইমধ্যে ওই ব্যক্তি স্ত্রী’কে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি মুম্বইয়ের (Mumbai)।     

    এক পুলিশ আধিকারিক এ বিষয়ে জানান, বছরতিনেক আগে বিয়ে হয়েছিল ইকবাল শেখ (৩৬) এবং রুপালি চন্দদানশিবের (২০)। পরে রুপালি নিজের নাম পরিবর্তন করেছিলেন। নতুন নাম হয়েছিল জারা। তবে বিয়ের পর থেকেই ইসলামিক রীতিনীতি পালন নিয়ে স্বামী ও স্ত্রী’র মধ্যে অশান্তি শুরু হয়েছিল। দম্পতির দুই বছরের ছেলেও আছে। মাসছয়েক আগে থেকে ইকবাল এবং জারা আলাদাও থাকতে শুরু করেছিলেন।           

    আরও পড়ুন: হায়দ্রাবাদে নবরাত্রি প্যান্ডেলে দুই বোর্খা পরিহিতার তাণ্ডব, ভাঙা হল মূর্তি 

    সংবাদমাধ্যম সূত্রের খবর, সোমবার রাতে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। কার কাছে ছেলে থাকবে, তা নিয়েও অশান্তি হয়। তারপর রাত ২ টো ৩০ মিনিট নাগাদ ইকবাল জারার গলার নলি কেটে দেন বলে অভিযোগ। ঘটনার পর গা ঢাকা দেন ইকবাল। পরে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ততক্ষণে মৃত্যু হয়েছে জারার। ইকবালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আওতায় খুনের মামলা রুজু করা হয়েছে। 

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে সেক্স ট্র্যাপ, ভিডিও কলের ফাঁদে ৫.২৮ লক্ষ টাকা খোয়ালেন এক মুম্বইবাসী  

    জারার পরিবারের জানায়, প্রেম করে বিয়ে করেন ওই যুগল। কিন্তু বিয়ের পর থেকেই তরুণীকে বোরখা পরা এবং ইসলামিক রীতিনীতি পালনের জন্য জোর করা হত। কিন্তু তাতে রাজি হননি রুপালি। তা নিয়ে হামেশাই ইকবাল এবং রুপালির মধ্যে ঝামেলা হত। আলাদাও থাকছিলেন গত কয়েক মাস। তবে দু’জনের ফোনে কথা হত। সোমবার রাতে ইকবালকে ডিভোর্সের কথা বলেন তরুণী। কিন্তু বিবাহ-বিচ্ছেদে রাজি ছিলেন না ওই ব্যক্তি। তারপর ছেলেকে নিজের কাছে রাখার দাবি করেন। তা নিয়ে রুপালির সঙ্গে ঝগড়া শুরু হয়। তারপরই ইকবাল রুপালির গলার নলি কেটে দেন বলে অভিযোগ উঠেছে।         

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share