Tag: Murder

Murder

  • Viral News: হত্যার অপরাধে ৩ বছরের কারাদণ্ড ভেড়ার! জানুন কোথায় ঘটল এমন ঘটনা…

    Viral News: হত্যার অপরাধে ৩ বছরের কারাদণ্ড ভেড়ার! জানুন কোথায় ঘটল এমন ঘটনা…

    মাধ্যম নিউজ ডেস্ক: আমরা সাধারণত প্রাণী হত্যার অপরাধে মানুষের শাস্তি পাওয়ার ঘটনা এর আগে অনেকবারই শুনেছি। তবে এবারের ঘটনাটি একেবারেই উল্টো। মানুষের হত্যার অভিযোগে প্রাণীর শাস্তি, এমন ঘটনা সত্যিই বিরল।

    অবিশ্বাস্য মনে হলেও, এমনই একটি ঘটনা ঘটেছে আফ্রিকার দক্ষিণ সুদানে, যেখানে এক মহিলাকে গুঁতিয়ে খুনের অপরাধে একটি ভেড়াকে তিন বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

    সুদানের আই রেডিও-এর (Eye Radio) খবর অনুযায়ী, ৪৫ বছরের অ্যাডিউ চ্যাপিং নামে এক মহিলাকে হত্যা করার ফলে প্রাণীটিকে পুলিশ থানায় নিয়ে যায়। অভিযুক্ত ভেড়াটি বারবার চ্যাপিংয়ের মাথায় আঘাত করেছিল এবং তাঁর পাঁজর ভেঙে দিয়েছিল, ফলে তখনই মহিলাটির মৃত্যু হয়। 

    এলিজাহ মাবো নামে এক পুলিশকর্মী সুদানের সংবাদমাধ্যমে জানিয়েছেন, “ভেড়াটি মহিলাটির পাঁজরে আঘাত করেছিল এবং তার সেখানেই মৃত্যু হয়।” তিনি আরও বলেন, “মালিক নির্দোষ এবং ভেড়াটি যে অপরাধ করেছে তা গ্রেফতারের যোগ্য। পরে মামলাটি স্থানীয় আদালতে পাঠানো হয়। সেখানেই ভেড়াটিকে দোষী সাব্যস্ত করা হয়।”

    এদিকে দোষী সাব্যস্ত হওয়া ঘাতক ভেড়াটিকে এখন আগামী তিন বছর সামরিক ঘাঁটিতে কাটাতে হবে। ছাড়া পাওয়ার পর, তাকে তুলে দেওয়া হবে নিহতের পরিবারের হাতে। তবে এখানেই শেষ নয়, এর জল গড়িয়েছে অনেক দূর। ভেড়াটির কারাদণ্ডের পাশাপাশি ভেড়াটির মালিক ডুয়োনি মানয়াং ধল-কে (Duony Manyang Dhal) দিতে হয়েছে জরিমানা। ক্ষতিপূরণ বাবদ মৃতার পরিবারকে দিতে হয়েছে চ্যাপিংয়ের পাঁচটি গরু। 

    গতবছরও এমনই একটি বিরল ঘটনা দেখতে পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি খামারে একটি ভেড়ার আক্রমণে মৃত্যু হয় এক ৭৩ বছর বয়সী মহিলা কিম টেলারের। ভেড়াটি তার উপর আক্রমণ করলে তিনি গুরুতর আহত হন এবং হৃদরোগে আক্রান্ত হন। ফলে তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

  • Bidisha Dey Majumdar: ফের রহস্যমৃত্যু! পল্লবীর পর আরও এক টলিউড অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

    Bidisha Dey Majumdar: ফের রহস্যমৃত্যু! পল্লবীর পর আরও এক টলিউড অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

    মাধ্যম নিউজ ডেস্ক: পল্লবী দে-র (Pallavi Dey) পর এবার বিদিশা দে মজুমদার (Bidisha Dey Majumdar)। টলিউডে অপমৃত্যুর (mysterious death) ঘটনা যেন থামছেই না। পল্লবী দে-র মৃত্যু নিয়ে এখনও জট পুরোপুরি কাটেনি, তার আগেই আরও এক মডেল এবং অভিনেত্রীর মৃত্যুতে হতবাক টলিপাড়া (Tollywood)। দমদমের ফ্ল্যাট থেকে উদ্ধার হল উঠতি অভিনেত্রী বিদিশার দে মজুমদারের দেহ। ২১ বছর বয়সী অভিনেত্রী সেই বাড়িতে ভাড়া থাকতেন।  

    ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় উদ্ধার হয়েছে বিদিশার দেহ। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, খুন না আত্মহত্যা তা এখনও জানা যায়নি। বিদিশার পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। এখনও পর্যন্ত বিশেষ কোনও তথ্য পায়নি পুলিশ।

    অভিনেত্রীর দেহ ইতিমধ্যেই আরজি কর মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে তাঁদের কাছেও ধোঁয়াশা রয়েছে। 

    আরও পড়ুন: দক্ষিণ কলকাতার আবাসন থেকে টেলি অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা?

    বিদিশার প্রতিবেশীদের দাবি, দেড় মাস আগে ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকতে এসেছিলেন বিদিশা। নিয়মিত মডেলিং করতেন বিদিশা। এর পাশপাশি ‘ভাঁড়: The Clown’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় শেষ বুধবার ভোরে অনলাইন দেখা গিয়েছে বিদিশাকে। তারপর আর ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অনলাইন দেখা যায়নি। 

    কাজ না থাকলে বেলা করে ঘুম থেকে উঠতেন অভিনেত্রী। অনেকেই জানতেন সেকথা। তাই অনেক বেলা অবধি দরজা না খুললেও কারও কোনও সন্দেহ হয়নি। কিন্তু  বিকেল গড়িয়ে গেলেও ঘরের দরজা বন্ধ থাকায় বিদিশার ফ্ল্যাটমেট দিশানী দুশ্চিন্তায় পড়েন। তিনি কলেজ গিয়েছিলেন। ফিরে এসে সাড়া না পেয়ে ঘরের দরজা ঠেলে ঢুকে দেখেন, গলায় ফাঁসি দিয়ে ঝুলছেন মৃত অভিনেত্রী।  তারপরেই তিনি ফোন করে এক পরিচিতকে জানান বিষয়টি। নৈহাটির মেয়ে বিদিশা। কাজের সূত্রে থাকতেন নাগের বাজারের রামগড় কলোনির একটি ফ্ল্যাটে। দিশানীও থাকতেন তাঁর সঙ্গে। 

     

LinkedIn
Share