Tag: murshidabad news

murshidabad news

  • Murshidabad: খড়গ্রামে গুলি, নবগ্রামে বোমা! মুখ্যমন্ত্রীর সভার দিন উত্তপ্ত মুর্শিদাবাদ

    Murshidabad: খড়গ্রামে গুলি, নবগ্রামে বোমা! মুখ্যমন্ত্রীর সভার দিন উত্তপ্ত মুর্শিদাবাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলায় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সভার দিনেই মুর্শিদাবাদে (Murshidabad) চলল গুলি। এদিন জেলায় সভা ছিল মুখ্যমন্ত্রীর। সভা শুরু আগে মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা। হাতাহাতির মাঝেই গুলি চালানোর অভিযোগ। বুধবার দুপুরে দিয়ারা মল্লিকপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও ওই গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্যা জিতা খাতুন ও তার অনুগামীদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। হাতাহাতিতে চলাকালীন এক যুবক পিস্তল বের করে পর পর দুই রাউণ্ড গুলি চালায় বলে অভিযোগ। 

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এই ঘটনায় কংগ্রেসের (INC) ব্লক সভাপতি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের (TMC)  অঞ্চল সভাপতি আলতামাস কবীরের বিরুদ্ধে। যদিও গুলি চলার ঘটনা অস্বীকার করে, ঘটনাকে পারিবারিক অশান্তি বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ঘটনাস্থলে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ। লোকসভা নির্বাচনের আগে জেলায় মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সভার দিন দিবালোকে গুলি চালানোর ঘটনায় প্রশাসনের সতর্কতা প্রশ্নের মুখে। গুলি চলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম। 

     নবগ্রামে বোমা উদ্ধার 

    অন্যদিকে এদিন বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের (Murshidabad)  নবগ্রামে। বুধবার সকালে রাস্তার পাশের একটি ঝোপে ব্যাগভর্তি তাজা বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ওই এলাকা ঘিরে রাখে। বোমা উদ্ধারের জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে (Bomb Squad) । জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রাম থানা এলাকার মুহুরুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামদিঘি এলাকার রাজ্য সড়কের পাশের ঝোপে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। ব্যাগটিতে প্রচুর তাজা বোমা রাখা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের নিরাপত্তার কথা ভেবে এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে (Bomb Squad)। মনে করা হচ্ছে ভোটে ব্যবহারের জন্য বোমা নিইয়ে আশা হয়েছিল। কিন্তু শেষ প্রাপকের কাছে পৌঁছনর আগেই তা বাজেয়াপ্ত হয়েছে। প্রসঙ্গত রাজ্য জুড়ে যে পরিমাণ বোমা উদ্ধার হচ্ছে তাতে ভোটর আবহ দক্ষিণবঙ্গে (South Bengal) পৌঁছলে অশান্তি বাড়ার ইঙ্গিত মিলেছে।

    আরও পড়ুন: রাতভর বিদ্যুৎহীন এলাকা! রাস্তাতেই রাত কাটালেন দক্ষিণ দমদমের বাসিন্দারা

    তৃণমূলকে আক্রমণ সুকান্তর

    বারবার বোমা উদ্ধারে তৃণমূলকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন,”তৃণমূলের বোমা তৈরি কুটির শিল্পে পরিণত হয়েছে।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Murshidabad News: মহাষ্টমীর রাতে খুন মুর্শিদাবাদে, মালদায় নতুন বাইক প্রাণ কাড়ল দুই ভাইয়ের

    Murshidabad News: মহাষ্টমীর রাতে খুন মুর্শিদাবাদে, মালদায় নতুন বাইক প্রাণ কাড়ল দুই ভাইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাষ্টমীর রাতে দুর্গোৎসবের আনন্দের মাঝেই রক্ত ঝরল মুর্শিদাবাদের (Murshidabad News) ইসলামপুর থানা এলাকায়। রবিবার রাতে জেলার ইসলামপুরের শিশাপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটল। এই ঘটনায় এলাকায় আতঙ্কের ছবি ধরা পড়েছে। সোমবার মহানবমীর সকালেও ওই এলাকার আনাচে কানাচে চলছে এই আলোচনা। জানা গিয়েছে, নিহত ব্যবসায়ীর নাম সফিকুল ইসলাম। পুজোর মাঝেই এমন ঘটনায় এলাকার ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলাম থানার  পুলিশ। অন্যদিকে মালদায় (Murshidabad News) মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুর খবর সামনে এসেছে। নতুন বাইক কিনে সারারাত ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় দুই জনের।

    ঠিক কীভাবে ঘটল এমন ঘটনা?

    জানা গিয়েছে, রবিবার রাতে সফিকুল ইসলাম নামের ওই ব্যক্তি শিশাপাড়া ক্লাবের মোড়ে একটি মুদিখানার (Murshidabad News) দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখনই টিয়ারুল ওরফে পানসু নামের এক ব্যক্তি ধারাল অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর ওপর ঝাঁপিয়ে পড়ে বলে জানা যায়। আচমকা আক্রমণে সফিকুল মাটিতে লুটিয়ে পড়েন। এরপরে এলোপাথারি কোপ চালাতে থাকে টিয়ারুল। মুদিখানার দোকানের সামনের রাস্তা তখন রক্তাক্ত হয়ে ওঠে। সফিকুলের চিৎকারে ওই অঞ্চলে ভিড় জমা হয়ে যায়। বাজারের লোকজন তাকে উদ্ধার করে মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসকরা সফিকুলকে  মৃত বলে ঘোষণা করেন।

    পুলিশ তদন্ত করছে

    জানা গিয়েছে, খুনি এখনও পর্যন্ত পলাতক। তবে কেন এই খুনের ঘটনা ঘটল সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। ইসলামপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। আক্রমণকারী সফিকুলের (Murshidabad News) গলায় তিনটি কোপ মারে বলে খবর। তারপরেই সেখান থেকে সে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সফিকুলের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা ছিল, এসমস্ত বিষয়গুলিই খতিয়ে দেখা হচ্ছে।

    অষ্টমীতে নতুন বাইক, সারা রাত ঠাকুর দেখা, মহানবমীর ভোরে প্রাণ গেল দুই ভাইয়ের

    অষ্টমীতে নতুন বাইক কিনে সেদিন রাতেই ঠাকুর দেখতে বেরিয়েছিলেন মালদার দুই ভাই অভিষেক হালদার এবং সুজন হালদার। সারারাত ঠাকুর দেখার পরে নবমীর ভোরে মিনি বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুইজনের। মালদার হাবিবপুর থানার ছাতিয়ানগাছি এলাকার এই দুই ভাইয়ের মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অষ্টমীর রাতেই নতুন বাইক এসেছিল বাড়িতে। তা নিয়েই মামাতো ভাই সুজনের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন অভিষেক। মালদার বুলবুলচণ্ডী এলাকাতেই নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসের সঙ্গে ধাক্কা লাগে বাইকের। ঘটনাস্থলেই মারা যান সুজন। অভিষেককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁরও মৃত্যু হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Murshidabad News: ‘‘নাম মমতা, কিন্তু অন্তরে এত পাপ?’’, তীব্র কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

    Murshidabad News: ‘‘নাম মমতা, কিন্তু অন্তরে এত পাপ?’’, তীব্র কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘নাম মমতা কিন্তু এত পাপ অন্তরে’’, ঠিক এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। বৃহস্পতিবার থেকেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী মুর্শিদাবাদে (Murshidabad News) রয়েছেন দলীয় কাজে। শুক্রবার বহরমপুর বিধানসভার অন্তর্গত হাতিনগর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের মাঠে নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করার এক দলীয় কর্মসূচিতে (Murshidabad News) অংশগ্রহণ করেন মন্ত্রী। এরপরই সাধ্বী নিরঞ্জন জ্যোতি সাংবাদিক বৈঠক করে মমতা বন্দোপাধ্যায় এবং কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরীকে এক হাত নেন (Murshidabad News)। 

    কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

    কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেন, ‘‘বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, নাম মমতা কিন্তু সেই মমতার রাজ্যে মহিলার কাপড় খুলে রাস্তায় ঘোরানো হয়েছে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমি বুঝতে পারছি না মমতা মহিলা না অন্য কিছু। মুখ্যমন্ত্রীর দায়িত্ব কে ভোট দিল, কে দিল না, সে দিকে না তাকিয়ে রাজ্যের মানুষকে পালন করা (Murshidabad News)।’’ রাজ্যে বেড়ে চলা নারী নির্যাতন নিয়েও সরব হন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরও বলেন, ‘‘মমতার রাজ্যে মেয়েরা ধর্ষিতা হচ্ছে, নানান রকম দুর্নীতি চলছে, যে দুর্নীতির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের আধিকারিকরাও জড়িত।’’ রাজ্যের সন্ত্রাস ইস্যুতে তাঁর মন্তব্য, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্ত্রাস বাহিনী এবং পুলিশ যদি প্রার্থী এবং ভোটারদের উপর সন্ত্রাস না চালাতো, তাহলে এই পঞ্চায়েতেই মমতা বন্দোপাধ্যায়কে গদি ছাড়তে হতো।’’ তিনি আরও বলেন, ‘‘কংগ্রেস নেতা এখানে (Murshidabad News) মমতার বিরুদ্ধে চিৎকার করছেন আর দিল্লিতে গিয়ে দোস্তি করছেন! অধীর চৌধুরীর এ কী হলো?’’ বাংলায় একরূপ আর দিল্লিতে অন্য রূপ! তিনি জনগণের সঙ্গে এখানে প্রতারণা করছেন।’’

    লোকসভা ভোটে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী 

    কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘এই বাংলায় আমাদের ৭০ জন বিধায়ক আছেন, ১৬ জন সাংসদ আছেন। আগামী ২৪ সালে (Murshidabad News) লোকসভা ভোট। মানুষ দেখতে পাচ্ছে ভারতবর্ষের বিজ্ঞানীদের কৃতিত্ব, গত পরশুদিন চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে পা রেখেছে। এই আনন্দে গোটা ভারতবর্ষের মানুষ আনন্দে মেতে উঠেছেন। ভারত আজ বিশ্ব আর্থিক ব্যবস্থায় পঞ্চম স্থানে আছে কিন্তু মনমোহন সিংয়ের সরকারে সময়  ১০ বছরে বিশ্বে দশম স্থানে ছিল। তাই পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করেন আসুন সবাই মিলে একত্রিত হয়ে এই ভারতকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে চলি।’’ এদিনের সাংবাদিক বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা (Murshidabad News) সভাপতি শাখারভ সরকার ও অন্যান্য জেলা নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share