Tag: namaz

namaz

  • Agra Fort: এবার নমাজ বন্ধের দাবি আগরা ফোর্টের ভিতরের বেগম কি মসজিদে

    Agra Fort: এবার নমাজ বন্ধের দাবি আগরা ফোর্টের ভিতরের বেগম কি মসজিদে

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার নমাজ (Namaz) বন্ধের দাবি উঠল আগরা ফোর্টের ভিতরে থাকা মসজিদে। এই দুর্গের ভিতরে রয়েছে ‘বেগম কি মসজিদ’ (Begum ki Masjid)। এই মসজিদেই নমাজ বন্ধের দাবি উঠেছে। হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, মুঘল আমলে এই মসজিদের সিঁড়ির নীচে হিন্দু দেবদেবীদের সমাহিত করা হয়েছে। তাই মসজিদে নমাজ পাঠ বন্ধ করতে হবে বলে দাবি ওই সংগঠনের। শুক্রবার এই মর্মে মথুরা আদালতে আবেদন করেন মহেন্দ্র প্রতাপ সিং সহ আরও কয়েকজন।

    আরও পড়ুন : জ্ঞানবাপী মসজিদ চত্বরে নিষিদ্ধ করা হোক মুসলমানদের প্রবেশ, আদালতে ভিভিএসএস প্রধান

    কাশী বিশ্বনাথ মন্দির-জ্ঞানবাপী মসজিদ (Kashi Viswanath Temple-Gyanvapi Mosque controversy) বিতর্কের জেরে সরগরম গোটা দেশ। হিন্দুত্ববাদী একাধিক সংগঠনের দাবি, বিশ্বেশ্বরের মন্দির ভেঙে তৈরি হয়েছিল জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque)। মুঘল শাসক ঔরঙ্গজেবের (Mughal emperor Aurangzeb) নির্দেশে ওই মন্দির ভাঙা হয়েছিল। গড়ে তোলা হয়েছিল মসজিদ। পরবর্তীকালে ফের মন্দির গড়ে ওঠে। এই মন্দির তৈরি করেন রানি অহল্যাবাই। সেই মন্দিরই এখনও রয়েছে।

    জ্ঞানবাপী বিতর্কের মধ্যেই লাউডস্পিকার ব্যবহার করে আজান নিষিদ্ধ করার দাবি উঠেছে মথুরার শাহি ইদগাহ মসজিদে (Shahi Idgah Mosque)। বৃহস্পতিবার নতুন করে মথুরা আদালতে আবেদন করে হিন্দুত্ববাদী একটি সংগঠন। ওই সংগঠনের দাবি, মথুরার একটি জমিতে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। এই জমিরই একাংশে রয়েছে শাহি ইদগাহ মসজিদ। হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, যে জায়গায় মসজিদটি রয়েছে, সেখানেই জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ (Shri Krishna Janmabhoomi)। তাই শাহি ইদগাহ অপসারণের দাবি জানিয়ে হয়েছে মামলা।

    আরও পড়ুন : জ্ঞানবাপী মসজিদ চত্বরে মিলল পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ, হিন্দু মোটিফ!

    এই মামলা চলাকালীনই এবার নমাজ বন্ধের দাবি উঠল আগ্রা ফোর্টের ভিতরে থাকা মসজিদে।আবেদনকারীদের দাবি, শ্রীকৃষ্ণ জন্মভূমিতে থাকা মন্দিরটি ভেঙে দিয়েছিলেন ঔরঙ্গজেব। আগরা ফোর্টের ভিতরের মসজিদের সিঁড়ির নীচে সমাহিত করেছিলেন মন্দিরের বিগ্রহদের। মহেন্দ্র বলেন, নমাজ পড়তে যখন লোকজন মসজিদে আসেন তখন নিত্য পদদলিত হন দেবতারা। এটা হিন্দুদের অনুভূতিতে আঘাত করে। তাই মসজিদে নমাজ নিষিদ্ধ করা উচিত।

    আদালত অবশ্য এই অভিযোগ নিতে অস্বীকার করে। অভিযোগকারীকে নোটিশও দিতে বলা হয়েছে আদালতের তরফে।  প্রসঙ্গত, ইউনেস্কোর (UNESCO) তালিকায় রয়েছে আগরা ফোর্ট (Agra Fort)। মুঘল রাজাদের দ্বারা সেটি নির্মিত বলেও উল্লেখ করা হয়েছে। ইতিহাসবিদদের একাংশের মতে, মুঘল আমলে বহু মন্দির ভেঙে মসজিদ গড়ে তোলা হয়েছিল। জোর করে ধর্মান্তকরণও করা হত। সেই সময়ই এই মন্দিরগুলি ভেঙে মসজিদ গড়ে তোলা হয়েছিল কিনা, সেটাই দেখার।

  • Hanuman Chalisa: মোদির বাসভবনের সামনে নমাজ, হনুমান চালিশা পাঠ করতে চেয়ে অমিত শাহকে চিঠি এনসিপি নেত্রীর

    Hanuman Chalisa: মোদির বাসভবনের সামনে নমাজ, হনুমান চালিশা পাঠ করতে চেয়ে অমিত শাহকে চিঠি এনসিপি নেত্রীর

    মাধ্য়ম নিউজ ডেস্ক: এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) বাসভবনের সামনে নমাজ  (Namaz), হনুমান চালিশা (Hanuman Chalisa) সহ একাধিক মন্ত্রপাঠ করার অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি দিলেন শরদ পাওয়ারের (Sharad Pawar) দল এনসিপির (NCP) এক নেত্রী। যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে।
     
    মহারাষ্ট্রে (Maharashtra) নামাজ বিতর্ক (namaz row) নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বাড়ি ‘মাতোশ্রী’র (Matoshree) বাইরে হনুমান চালিশা পাঠের হুমকি দিয়েছিলেন নির্দল সাংসদ-বিধায়ক দম্পতি নবনীত রাণা (Navneet Rana) ও রবি রাণা (Ravi Rana)। ঘটনার জেরে গ্রেফতারও করা হয় তাঁদের। 

    এরই মাঝে এই ইস্যুতে নতুন মাত্রা যোগ করলেন এনসিপি নেত্রী তথা উত্তর মুম্বইয়ের দলের কার্যকরী সভাপতি ফামিদা হাসান খান (Fahmida Hasan Khan)। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে হনুমান চালিশা ও নমাজ পাঠের অনুমতি চেয়ে চিঠি লিখলেন অমিত শাহকে (Amit Shah)। রাজনৈতিক মহলের মতে, উদ্ধব ঠাকরের বাড়ির সামনে রাণা-দম্পতির হনুমান চালিশা পাঠ করার হুঁশিয়ারির প্রতিশোধ নিতেই এই পন্থা অবলম্বন করেছেন ওই নেত্রী। 

    স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে ফামিদা আবেদন জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গের বাসভবনের সামনে একাধিক ধর্মীয়গ্রন্থ পাঠ করতে চান। এবং ধর্মগ্রন্থের যে তালিকা তিনি দিয়েছেন তা রীতিমতো দীর্ঘ। চিঠিতে ওই নেত্রী জানিয়েছেন, মোদির বাসভবনের সামনে নামাজ, হনুমান চালিশা, দুর্গা চালিশা, নমোকর মন্ত্র-সহ একাধিক ধর্মগ্রন্থ পাঠ করতে চান তিনি। এনসিপি নেত্রী আরও জানিয়েছেন, তিনি নিয়মিত হনুমান চালিশা পাঠ করে থাকেন, এমনকী বাড়িতে দুর্গা পুজোও করেন। 

    যদিও এরপরেই বিজেপি সরকার ও মোদিকে চরম কটাক্ষ করেন ফামিদা। চিঠিতে তিনি লেখেন, ‘দেশে যেভাবে মূল্যবৃদ্ধি চলছে এবং বেকারত্ব বাড়ছে, তাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জাগানোর প্রয়োজন হয়ে উঠেছে। যদি উদ্ধব ঠাকরের হিন্দুত্ববাদীকে জাগাতে রবি রানা এবং নবনীত রানা ‘মাতোশ্রী’র বাইরে হনুমান চালিসা পাঠ করার ঘোষণা করতে পারেন, তবে প্রধানমন্ত্রীকে জাগাতে আমাকেও দিল্লিতে মোদির বাসভবনের বাইরে বসে নমাজ, হনুমান চালিশা এবং দুর্গা চালিশা পাঠের অনুমতি দেওয়া হোক।’

    মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়িতে হনুমান চালিশা পাঠের হুঁশিয়ারি দিয়েছিলেন সাংসদ-বিধায়ক দম্পতি নবনীত রানা ও রবি রানা। এই ঘটনার পর তাঁদের বাড়িতে বিক্ষোভ দেখান শিবসেনা সমর্থকরা। শুধু তাই নয়, রানা দম্পতির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের করে শিবসেনা। এর পরেই নবনীত ও তাঁর স্বামীকে এক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে পুলিশ। তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

     

LinkedIn
Share