Tag: Narendra Modi Birthday

Narendra Modi Birthday

  • E Auction: বিশিষ্ট জনেদের প্রধানমন্ত্রীকে দেওয়া ১২০০ উপহার নিলামে তুলছে কেন্দ্র, জানুন বিস্তারিত

    E Auction: বিশিষ্ট জনেদের প্রধানমন্ত্রীকে দেওয়া ১২০০ উপহার নিলামে তুলছে কেন্দ্র, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৭ সেপ্টেম্বর থেকে নিলাম (E Auction) করা শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাওয়া ১২০০ টি উপহার। আজ দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিন (Narendra Modi)। তাই এই বিশেষ দিনকেই বেছে নেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রক প্রধানমন্ত্রীর পাওয়া মর্যাদাপূর্ণ এবং স্মরণীয় উপহারগুলির অনলাইনে নিলামের চতুর্থ সংস্করণের আয়োজন করছে।   

    এই নিলাম ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে। সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন মন্ত্রী, জি কিষাণ রেড্ডি বলেছেন, “২০১৯ সালে এই আইটেমগুলি খোলা নিলামে সাধারন মানুষের জন্য নিলাম করা হয়েছিল। সেই সময়ে প্রথম রাউন্ডে ১৮০৫ টি উপহার নিলামে রাখা হয়েছিল এবং দ্বিতীয় রাউন্ডে ২৭৭২ টি উপহার সামগ্রী নিলামে রাখা হয়েছিল। ২০২১ সালে, সেপ্টেম্বরেও অনলাইনে নিলামে আয়োজন করা হয়েছিল এবং আমাদের নিলামে ১৩৪৮ টি আইটেম ছিল। এই বছর প্রায় ১২০০ টি স্মারক ও উপহার সামগ্রী ই-নিলামে রাখা হয়েছে। স্মারকগুলি প্রদর্শন করা হয়েছে ন্যাশনাল গ্যালারী অফ মডার্ন আর্ট, নয়াদিল্লিতে। এই আইটেমগুলি ওয়েবসাইটেও দেখা যাবে।”

    আরও পড়ুন: ‘সিট অন ল্যাপ’ প্রতিবাদের জের, তিরুবন্তপুরমে তৈরি হবে নতুন লিঙ্গ নিরপেক্ষ বাসস্ট্যান্ড 

    কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “নিলামের স্মৃতিচিহ্নগুলির মধ্যে রয়েছে চমৎকার চিত্রকর্ম, ভাস্কর্য, হস্তশিল্প এবং লোকশিল্প। এগুলোর মধ্যে বেশ কিছু জিনিস সাধারণত উপহার হিসেবে দেওয়া হয়, যেমন ঐতিহ্যবাহী অঙ্গবস্ত্রম, শাল, হেডগিয়ার, তলোয়ার। অন্যান্য স্মারকগুলির মধ্যে রয়েছে অযোধ্যার শ্রী রাম মন্দির এবং বারাণসীর কাশী-বিশ্বনাথ মন্দিরের প্রতিলিপি এবং মডেল। আমাদের স্পোর্টস মেমোরাবিলিয়ার একটি গুরুত্বপূর্ণ বিভাগও রয়েছে।” 

    নিলামের অর্থ কোথায় যাবে সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন, “নরেন্দ্র মোদি হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি নমামি গঙ্গের মাধ্যমে গঙ্গা নদীকে দেশের জীবনরেখা সংরক্ষণের একটি মহৎ উদ্দেশ্যে তিনি তাঁর প্রাপ্ত সমস্ত উপহার নিলাম করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি সকলকে নিলামে উদারভাবে অংশগ্রহণ করার এবং মহৎ মিশনে অবদান রাখার জন্য অনুরোধ করছি।”

    আরও পড়ুন: ৭০ দশক পর চিতা ফিরল দেশে, ছাড়া হল কুনো জাতীয় উদ্যানে

    নিলামে ওঠা জিনিসের মূল্য শুরু ১০০ টাকা থেকে। আর সর্বোচ্চ দাম ১০ লক্ষ টাকা। যে কেউ এই নিলামে অংশ নিতে পারেন ৷ এবার অনেক ধরনের সামগ্রী রয়েছে নিলামের জন্য ৷ কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি হল রামমন্দির (Ram Mandir) ও কাশী বিশ্বনাথ মন্দিরের (Kashi Vishwanath Temple) রেপ্লিকা ৷ এছাড়া রয়েছে কমনওয়েলথ গেমস-সহ একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের তরফে প্রধানমন্ত্রীকে দেওয়া উপহারও ৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Narendra Modi: মোদির জন্মদিনে পুজো বা কেক কাটা নয়  আজ  থেকে সেবাপক্ষ শুরু বিজেপির

    Narendra Modi: মোদির জন্মদিনে পুজো বা কেক কাটা নয় আজ থেকে সেবাপক্ষ শুরু বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)জন্মদিন। একাত্তর পূর্ণ করে বাহাত্তর বছরে পা দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। তাঁর জন্মদিন উপলক্ষে পুরীর সৈকতে সুদর্শন পট্টনায়েকের (Sudarsan Pattnaik) শিল্পকলায় বালিতেই মূর্ত হয়ে উঠেছে নরেন্দ্র মোদির অবয়ব। পাশেই রয়েছে জন্মদিনের শুভেচ্ছা বার্তা।

    শনিবার, জন্মদিনের আগে শুক্রবার সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের পার্শ্ববৈঠকে মোদির মুখোমুখি হয়েছিলেন রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের বন্ধু দেশ রাশিয়া। বহুবার প্রতিকূল পরিস্থিতিতে সেই সম্পর্কের পরীক্ষা হয়েছে। কোনওবারই ভারতকে হতাশ হতে হয়নি। পালটা,ইউক্রেন যুদ্ধের আবহে মার্কিন চাপ সত্ত্বেও বন্ধুরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে ভারত। কিন্তু,তারপরও উজবেকিস্তানে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাননি রুশ প্রেসিডেন্ট। কিন্তু কেন তিনি এমন করলেন? আসলে রাশিয়ার প্রথা মতে কাউকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানানো হয় না। তাই বিষয়টি মনে থাকলেও মোদিকে শুভেচ্ছা জানাননি পুতিন। তিনি বলেন, “আমি জানি, কাল আমার বন্ধুর কাছে একটি বিশেষ দিন। জন্মদিনে নানান কর্মসূচিতে অংশ নেবেন তিনি।” 

    আরও পড়ুন: ‘‘এটা যুদ্ধের সময় নয়, বন্ধু…’’, পুতিনকে যখন এই কথা বললেন মোদি

    মোদির জন্মদিনটি এবার একটু অন্যভাবে পালন করতে চলেছেন বিজেপি (BJP) কর্মীরা। শোনা গিয়েছে, জন্মদিনে কেক কাটবেন না মোদি। হবে না কোনও যজ্ঞ। তার বদলে দান-ধ্যানের আয়োজন থাকছে বিভিন্ন জায়গায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শনিবার থেকে ১৫ দিনের সেবাপক্ষ শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দিল্লির কনট প্লেসের এক রেস্তরাঁ তৈরি করেছে ৫৬ ইঞ্চির বিশেষ থালি। মোদিকে সম্মান জানিয়ে ৫৬ রকম পদের আয়োজন করা হয়েছে ওই বিশেষ থালিতে। শনিবার চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতককে সোনার আংটি দেওয়ার কথা ঘোষণা করেছে তামিলনাড়ু বিজেপি। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নমো অ্যাপে থাকছে বিশেষ ব্যবস্থা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Cheetah in India: প্রথমে রাখা হবে কোয়ারান্টাইনে! আফ্রিকা থেকে বিশেষ বিমানে আসছে আটটি চিতা

    Cheetah in India: প্রথমে রাখা হবে কোয়ারান্টাইনে! আফ্রিকা থেকে বিশেষ বিমানে আসছে আটটি চিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ৭০ বছর পর ফের ভারতের মাটিতে দেখতে পারবেন চিতা (Cheetah)। কারণ খুব শীঘ্রই কিছু চিতা আফ্রিকার নামিবিয়া থেকে ভারতে আনা হচ্ছে। ফলে ভারতে চিতা আনার প্রস্তুতি জোরকদমে চলছে। শুধু তাই নয়, ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁর জন্মদিন পালন করবেন মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানে (Kuno National Park) আফ্রিকা থেকে আনা চিতা ছেড়ে।

    জানা গিয়েছে, সুদূর দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে ভারতের মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানে চিতাকে স্থানান্তরিত করা হবে। বহুদিন ধরেই দেশে চিতাকে আনা হবে বলে চেষ্টা করা হচ্ছিল। এবার খুব শীঘ্রই চিতা স্থানান্তরের কাজ সফল হতে চলেছে। ১৬ সেপ্টেম্বর নামিবিয়ার রাজধানী উইন্ডহোক থেকে একটি বিশেষ বিমানে মোট ৮টি চিতা আনা হবে, এর মধ্যে পাঁচটি মহিলা চিতা ও তিনটি পুরুষ এবং ১৭ সেপ্টেম্বর সকালে জয়পুর বিমানবন্দরে অবতরণ করবে। এরপর চিতাগুলিকে হেলিকপ্টারে করে কুনো পালপুর অভয়ারণ্যে নিয়ে যাওয়া হবে, যার জন্য ৪০-৪২ মিনিট সময় লাগবে। এই চিতাগুলোর বয়স ৪-৬ বছর।

    সাত সমুদ্র পেরিয়ে যারা দেশের মাটিতে আসতে চলেছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। আফ্রিকার জঙ্গল থেকে এখানে নিয়ে আসার পর তাদের পরীক্ষা করা করার জন্যে এক বিশেষ ঘরের ব্যবস্থা করা হয়েছে। নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে রাখার জন্য বেশ কয়েকদিন আলাদা করে রাখা হবে ও শারীরিক পরীক্ষার পর সংরক্ষিত অরণ্যে ছেড়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রীই তাঁর জন্মদিনের দিন চিতাগুলিকে একটি বিশেষ ঘরে ছেড়ে দেবেন, যেখানে তাদের ৩০ দিনের জন্য নিভৃতবাসে রাখা হবে। আটটি চিতার জন্য প্রায় ৬ বর্গমিটারের একটি পৃথক স্থানের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে আবার রয়েছে ৯টি পৃথক এলাকা। ফলে নতুন অতিথিদের স্বাগত করার জন্যে কুনো জাতীয় উদ্যান রীতিমতো সেজে উঠেছে।

    আরও পড়ুন: চিতা বাঁচাতে কুনো ন্যাশনাল পার্ক এলাকায় হাজার কুকুরকে অ্যান্টি র‌্যাবিস প্রতিষেধক

    আগামী ১৭ সেপ্টেম্বর চিতাগুলি মুক্ত প্রকৃতিতে ছাড়ার কর্মসূচিতে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, তাই এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এছাড়াও রবিবার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব কুনো পালপুর অভয়ারণ্য পরিদর্শনে গিয়েছিলেন। তিনি তখন জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা অথবা নামিবিয়া থেকে আগামী পাঁচ বছর ধরে ধাপে ধাপে ৫০টি চিতা ভারতে আনা হবে। ভারতে যাতে আবার চিতার বংশবৃদ্ধি করানো যায়, তার জন্যেই ভারত সরকারের এই পদক্ষেপ।

    প্রসঙ্গত উল্লেখ্য,  ১৯৫২ সালে ভারত থেকে চিতা বিলুপ্তপ্রাণী হিসেবে ঘোষণা করা হয়। ভারতের শেষ চিতা ১৯৪৭ সালে ছত্তিশগড়ের কোরিয়ার সাল জঙ্গলে মারা গিয়েছিল। ফলে সরকারের এই চিতা স্থানান্তরের প্রকল্পের জন্য দেশের মাটিতে ফের দেখা পাওয়া যাবে বিশ্বের দ্রুততম প্রাণীর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
LinkedIn
Share