Tag: narendra modi wishes amitabh bachchan birthday

narendra modi wishes amitabh bachchan birthday

  • Amitabh Bachchan Birthday : জন্মদিনে অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

    Amitabh Bachchan Birthday : জন্মদিনে অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের তিনি ‘মহীরূহ’। তাঁর অভিনয় দক্ষতা এখনও তাক লাগিয়ে দেয় দর্শকমহলে। যুগ যুগ ধরে রুপোলি পর্দায় তাঁর উজ্জ্বল উপস্থিতি অটুট রয়েছে। তাঁর ক্যারিশ্মায় এখনও মেতে রয়েছে আসমুদ্রহিমাচল। তিনি অমিতাভ বচ্চন। মঙ্গলবার আশি বছরে পদার্পণ করলেন ‘বিগ বি’। জন্মদিনে (Amitabh Bachchan Birthday) অগণিত শুভেচ্ছাবার্তা ইতিমধ্যেই পেয়েছেন মেগাস্টার। যার মধ্যে অন্যতম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা।

    অমিতাভের জন্মদিনে (Amitabh Bachchan Birthday) টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মোদি। শুভেচ্ছাবার্তায় মোদি লিখেছেন, ‘‘৮০ তম জন্মদিনে অমিতাভ বচ্চনজিকে অনেক শুভেচ্ছা। দেশের অন্যতম অসাধারণ চলচ্চিত্র ব্যক্তিত্ব তিনি। প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মনোরঞ্জন করে মুগ্ধ করেছেন। ওঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি।’’

    বস্তুত, নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অমিতাভ। গুজরাত সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবেও দেখা গিয়েছিল বিগ বি-কে।

    আরও পড়ুন: “মা না থাকলে আজ আমি কোথায় থাকতাম জানি না…” অবসাদ নিয়ে ফের মুখ খুললেন দীপিকা পাডুকোন 

    জবাবে অমিতাভ লিখলেন, ‘শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদিজি, আপনার শুভেচ্ছার জন্য আমি কৃতজ্ঞ। আপনার আশীর্বাদ, সর্বদা আমার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রণাম।’

    প্রবীণ অভিনেতার মেয়ে শ্বেতা বচ্চনও সোশ্যাল মিডিয়ায় তার “গ্র্যান্ড বুড়ো” কে একটি হৃদয়গ্রাহী বার্তা দিয়েছেন। শ্বেতা তার বাবার সাথে কাটানো শৈশবের স্মৃতি সমন্বিত ছবি শেয়ার করেছেন।

    [insta]

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by S (@shwetabachchan)


    [/insta]

    অন্য দিকে, জন্মদিনের আগের দিনই, সোমবার সমাজমাধ্যমে নিজের নতুন ছবির পোস্টার প্রকাশ্যে এনে চমকে দিয়েছেন বিগ বি। আগামী ১১ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘উঁচাই’। এই ছবিতে অমিতাভের চরিত্রের নাম অমিত শ্রীবাস্তব। পোস্টারের ছবি পোস্ট করে বিগ বি লিখেছেন, ‘‘রাজশ্রী ফিল্মসের বিশেষ ছবি… ১১ নভেম্বর উঁচাইয়ে অমিত শ্রীবাস্তব রূপে আমায় দেখুন। সুরজ বরজাতিয়ার এই ছবি বন্ধুত্ব ও জীবন নিয়ে উদ্‌যাপনের।’’

    প্রসঙ্গত, মিঃ বচ্চন ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ফিল্ম দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন এবং ‘আনন্দ’ (১৯৭১), ‘জাঞ্জির’ (১৯৭৩) এবং দিওয়ার (১৯৭৫) এর মতো সিনেমাগুলি দর্শকদের কাছে আজও সমাদৃত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share