Tag: Natasa Stankovic

Natasa Stankovic

  • Hardik Pandya: হার্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা নাতাশার! ৩ বছরের ছেলের কাস্টডি পেলেন কে?

    Hardik Pandya: হার্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা নাতাশার! ৩ বছরের ছেলের কাস্টডি পেলেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে সত্যি হল জল্পনা। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন নাতাশা স্তানকোভিচ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে বিবাহবিচ্ছেদ (Hardik-Natasa Divorce) ঘোষণা করলেন তিনি। একই পোস্ট করেছেন হার্দিকও। বেশ কিছু দিন ধরেই হার্দিক এবং নাতাশার বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল। বৃহস্পতিবার নাতাশা সেই সব জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিলেন যে, তাঁদের চার বছরের সম্পর্কে ইতি টানছেন।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by @natasastankovic__

    পুত্র অগস্ত্যকে নিয়ে কী সিদ্ধান্ত? (Hardik-Natasa Divorce) 

    বৃহস্পতিবার নাতাশা ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, “চার বছর একসঙ্গে থাকার পর হার্দিক (Hardik Pandya) এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে থাকার সব রকম চেষ্টা আমরা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার। এটাই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। আমরা একটা পরিবার তৈরি করেছিলাম। একে অপরের সঙ্গে আনন্দের সময় কাটিয়েছিলাম। আমাদের পুত্র অগস্ত্য রয়েছে। আমাদের দুজনের জীবনের অংশ হিসাবে থাকবে ও। আমরা একসঙ্গে বড় করব অগস্ত্যকে। ওকে আনন্দে রাখার জন্য আমরা সব কিছু করব। এই কঠিন সময়ে আমাদের একটু নিজেদের মতো থাকা প্রয়োজন। আশা করব আপনারা আমাদের সেই সহযোগিতাটুকু করবেন।”

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Hardik Himanshu Pandya (@hardikpandya93)

    চার বছরের ব্যাবধানে বদলে গেল সবকিছু

    চার বছর আগে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে রূপকথার বাগদান সেরেছিলেন হার্দিক পান্ডিয়া। একেবারে ফিল্মি স্টাইলে দুবাইয়ের মাঝ সমুদ্রে হাঁটু গেড়ে বসে নাতাশাকে প্রোপোজ করেন ভারতীয় দলের এই তারকা অল-রাউন্ডার। এরপর ২০২০ সালের ৩১ মে বিয়ে করেছিলেন হার্দিক (Hardik Pandya) ও নাতাশা। বড় কোনও উত্‍সব নয়, আইনি মতেই চার হাত এক হয়েছিল। সেবছরই ৩০ জুন মা হন নাতাশা। ছেলের নাম অগস্ত্য। এরপর গতবছর অর্থাত্‍ ২০২৩ সালে ১৪ ফ্রেরুয়ারি হার্দিক-নাতাশার বিয়ের অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দুজনের পরিবার, বন্ধু ও ছেলে অগস্ত্যও। ১২ দিন পর অগস্ত্যের জন্মদিন। চার বছর পূর্ণ হবে তার। কিন্তু চার বছরের ব্যাবধানে বদলে গেল সবকিছু।

    আরও পড়ুন: ‘‘বিশ্বকে সুখ-শান্তির দিশা দেখিয়েছে ভারত’’, বললেন মোহন ভাগবত

    প্রসঙ্গত, আগেই হার্দিক এবং নাতাশা ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবি সরিয়ে দিয়েছিলেন। তবে অগস্ত্যের সঙ্গে ছবি ছিল তাঁদের। তখনই জল্পনা তৈরি হয়েছিল হার্দিকদের বিবাহবিচ্ছেদ (Hardik-Natasa Divorce) নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরও নাতাশাকে কোনও রকম পোস্ট করতে দেখা যায়নি। এক সময় হার্দিকের (Hardik Pandya) খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত থাকতেন নাতাশা। কিন্তু এ বছর আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যায়নি তাঁকে। বিশ্বকাপের পর দেশে ফিরেও নাতাশার সঙ্গে দেখা করেননি হার্দিক। আর এর পরেই নাতাশা ও হার্দিকের এই পোষ্ট। স্বাভাবিকভাবেই এমন খবর পেয়ে মন খারাপ ফ্যানেদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hardik-Natasa: দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে হার্দিক-নাতাশা, ভাইরাল ছবি

    Hardik-Natasa: দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে হার্দিক-নাতাশা, ভাইরাল ছবি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বিয়ের পিঁড়িতে হার্দিক পাণ্ডিয়া এবং নাতাশা স্টানকোভিচ (Hardik-Natasa)। ভালোবাসার দিনে ২ বছরের ছেলেকে নিয়ে আবার সাত পাকে বাঁধা পড়লেন যুগল। বিয়ে হল খ্রীষ্টান নিয়মে। নিমিষেই বিয়ের ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। 

    ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও সার্বিয়ান মডেল নাতাশা (Hardik-Natasa) এদিন রাজস্থানের উদয়পুরে ছেলে অগ্যস্তকে সঙ্গে নিয়েই দ্বিতীয়বার বিয়ে সারলেন। উদয়পুরে বসেছিল জমকালো বিয়ের আসর। বলিউড-ক্রিকেটের এই বিয়ের মরসুমে যোগ হলেন আরও এক যুগল।

    এর আগেই আইনি বিয়ে সেরেছেন যুগল 

    ২০২০ সালে নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেন হার্দিক পান্ডিয়া (Hardik-Natasa)। কোনও অনুষ্ঠান না করেই আইনি বিয়ে সেরেছিলেন তিনি। করোনার কড়া বিধিনিষেধের গেরোয় পরিবারের সদস্যদের নিয়েই এই বিয়ে সারেন হার্দিক। কিছুদিন পরেই তাঁদের জীবনে আসে ছেলে অগস্ত্য। এখন আর কোনও বিধিনিষেধ নেই। আর তাই এই জমজমাট বিয়ের অনুষ্ঠান তারকা দম্পতির।

     

    বিয়েতে সাদা গাউনে নেটিজেনদের চোখ ধাধিয়েছেন নাতাশা (Hardik-Natasa)। চোখ ফেরানো যাচ্ছে না তাঁর থেকে। অন্যদিকে হার্দিক পরেছিলেন কালো রঙের স্যুট-প্যান্ট। আর তাঁদের দু বছরের সন্তানও সেজেছিলেন বাবা-মার সঙ্গে তাল মিলিয়ে। উদয়পুরে আয়োজিত হয় নাতাশা-হার্দিকের বিয়ের অনুষ্ঠান। সোমবার থেকেই সেই অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং মঙ্গলবার ভ্যালেন্টাইন্স ডের দিন দু’জন আবারও সাত পাকে ঘোরেন। বিয়ের পর নাতাশার ঠোঁটে ডুব দেন হার্দিক। ছেলে অগস্ত্যকেও আদর করতেও দেখা যায় নবদম্পতিকে।

    আরও পড়ুন: আইএসআইএস সমর্থকদের খোঁজে তিন রাজ্যের ৬০ জায়গায় তল্লাশি চালাল এনআইএ     

    হার্দিক-নাতাশার (Hardik-Natasa) বিয়েতে যান বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, কেএল রাহুল ও আথিয়া শেট্টি। মঙ্গলবার সকালেই তাঁরা উদয়পুর পাড়ি দেন। প্রসঙ্গত, করোনার সময় নাতাশার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন হার্দিক। তারপরই জানা যায় চুপিসারে বাগদান সারেন তাঁরা। মে মাসে লকডাউনের মধ্যেই আবার ভক্তদের জানিয়ে দেন, বাবা হতে চলেছেন তিনি। তখনও অবশ্য হার্দিকের বিয়ের খবর কেউ জানত না। পরে জানা যায়, লকডাউনের মধ্যে ঘরোয়া ভাবেই অন্তঃসত্ত্বা বান্ধবী নাতাশার সঙ্গে চারহাত এক হয়েছে তাঁর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Asia Cup 2022: ‘তুমিই আমার তারকা…!’ হার্দিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন স্ত্রী নাতাশা?

    Asia Cup 2022: ‘তুমিই আমার তারকা…!’ হার্দিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন স্ত্রী নাতাশা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘তুমিই আমার তারকা’, স্বামী হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) উদ্দেশে ইনস্টাগ্রামে পোস্ট স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের (Natasa Stankovic)।  সার্বিয়ান নৃত্যশিল্পী, মডেল তথা অভিনেত্রী নাতাশা সবসময়ই স্বামীর পাশে থাকেন। আইপিএল (IPL) থেকে আন্তর্জাতিক ম্যাচ গ্যালারিতে বসে হার্দিককে চিয়ার করতে থাকেন নাতাশা।

    ২০২২ আইপিএলে গুজরাট টাইটান্সের (Gujrat Titans) সব ম্যাচেই গ্যালারিতে হাজির থাকতেন নাতাশা স্ট্যানকোভিচ। রীতিমতো চিয়ার লিডারের ভূমিকায় দেখা যেত। সারাক্ষণ চিৎকার করে উৎসাহিত করতেন হার্দিক পান্ডিয়াকে। ভারত–পাকিস্তান (India vs Pakistan) ম্যাচেও সেই একই ছবি। গ্যালারিতে বসে হার্দিককে চিয়ার করেছেন নাতাশা। 

    আরও পড়ুন: পাক বধের পর রোহিতদের ‘হার্দিক’ অভিনন্দন সৌরভ, সচিন, সেহবাগ, লক্ষণদের

    এশিয়া কাপ (Asia Cup 2022) ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচের জয়ের নায়ক হার্দিক। তাঁর ব্যাটে-বলে পারফরম্যান্সে মুগ্ধ সকলে। মুগ্ধ, বিস্মিত, গর্বিত নাতাশাও। এদিনের  ম্যাচে হার্দিক করেন অপরাজিত ৩৩ রান, যার মধ্যে রয়েছে জয়সূচক শট। বল হাতে তুলে নেন ৩ উইকেট। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ৬ মেরে দলকে কাঙ্খিত জয় এনে দেন। হার্দিকের দুর্দান্ত পারফরমেন্স দেখে স্থির থাকতে পারেননি নাতাশা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিগুলো নিয়ে একটা ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে একটা ‘‌মিষ্টি’ ক্যাপশন‌। হার্দিককে অভিহিত করেছেন তাঁর তারকা বলে। হার্দিকের ‘ম্যান অফ দ্য ম্যাচ’ এর ছবিও শেয়ার করেন নাতাশা।

    আরও পড়ুন: ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে যাবে দেশ! জানুন রাষ্ট্রীয় খেল দিবসে কী বললেন প্রধানমন্ত্রী

    প্রকাশ ঝা পরিচালিত রাজনৈতিক সিনেমা ‘সত্যাগ্রহ’র মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে নাতাশার। ২০১৪ সালে তিনি ‘বিগ বস’ সিজন ৮-এ অংশগ্রহণ করেছিলেন। ‘নাচ বলিয়ে’ সিজন ৯-তেও অংশগ্রহণ করেছিলেন সার্বিয়ান মডেল। ২০২০ সালের শুরুতেই নাতাশার সঙ্গে বাগদান পর্ব সেরে সকলকে চমকে দিয়েছিলেন হার্দিক। এরপর মাস কয়েক যেতে না যেতেই নাতাশার মা হতে চলার খবর প্রকাশ্যে আসে। ওই বছরের ৩০শে জুন ফুটফুটে পুত্র সন্তানের মা হন নাতাশা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share