Tag: national ganga council

national ganga council

  • National Ganga Council: জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী মোদি

    National Ganga Council: জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বন্দে ভারত রেলের উদ্বোধন তো ছিলই, তার সঙ্গে একগুচ্ছ কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু মা হীরাবেনের প্রয়াণে সফর বাতিল হলেও বহাল থাকল প্রধানমন্ত্রীর কর্মসূচি। এদিন কোনও কথা বললেন না, ভার্চুয়ালি সবুজ পতাকা নেড়ে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন মোদি। এর পরেই জাতীয় গঙ্গা পরিষদের দ্বিতীয় বৈঠকেও (National Ganga Council) যোগ দিলেন তিনি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠকে নেতৃত্ব দেন তিনি।

    ভার্চুয়ালি অংশ নিলেন একাধিক কর্মসূচিতে

    মায়ের শেষকৃত্য সেরেই ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেস, জোকা-তারাতলা মেট্রো রুটের মত প্রকল্পের সূচনা করেন তিনি। এর পর বৈঠকে নেতৃত্ব দেন। গঙ্গা নদী এবং এর উপনদীগুলির দূষণ প্রতিরোধ এবং পুনর্জীবন প্রকল্পগুলি তত্ত্বাবধানের সামগ্রিক দায়িত্ব রয়েছে জাতীয় গঙ্গা পরিষদের উপর। এই পরিষদের আওতায় ‘নমামি গঙ্গে’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হল, গঙ্গার দূষণ কার্যকরভাবে হ্রাস করা, গঙ্গা সংরক্ষণ এবং পুনর্জীবনের জন্য বিভিন্ন মন্ত্রক ও রাজ্যের মধ্যে সমন্বয় করা। ২০১৪ সালের জুনে এই প্রকল্পের জন্য ২০,০০০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার (National Ganga Council)।

    ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG) -এর কার্যনির্বাহী কমিটির ৪৬তম সভায় কার্যনির্বাহী বৈঠকে আদি গঙ্গার সংস্কারে ৬৫৪ কোটি টাকা অনুমোদন করা হয়েছে ‘নমামী গঙ্গে’ প্রকল্পের আওতায়। আর এই প্রকল্পের অধীনেই ব্রীজি রোড, বাঁশদ্রোণী, গল্ফগার্ডেনে তিনটি বিজ্ঞানসম্মত আধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ৫০ কিলোমিটার ভূগর্ভস্থ নিকাশি পাইপ লাইন, ১২ টি নতুন ড্রেনেজ পাম্পিং স্টেশন, ১১ টি পাম্পিং স্টেশনের সংস্কার ও আধুনিকীকরণ করা হবে। সেমি অটোমেটিক নতুন ৬ টি পেন স্টক গেট বসানো হবে। ৬৮ টি পুরনো গেটের সংস্কার ও৪ টে ট্রেসল ব্রিজ তৈরি করা হবে। আর এগুলোর ফলে প্রায় ৬ লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন।  প্রধানমন্ত্রী এদিন ভার্চুয়ালি এই সব সংস্কার কাজের জন্য একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন (National Ganga Council)।

    কে কে উপস্থিত ছিলেন?

    জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে (National Ganga Council) এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী ও পরিষদের অন্যান্য সদস্যরা। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পরিবর্তে এই বৈঠকে যোগ দেন তার ডেপুটি তেজস্বী যাদব।

  • National Ganga Council: কলকাতায় আসছেন মোদি, হাওড়ায় করবেন জনসভা, রয়েছে গুচ্ছ কর্মসূচিও

    National Ganga Council: কলকাতায় আসছেন মোদি, হাওড়ায় করবেন জনসভা, রয়েছে গুচ্ছ কর্মসূচিও

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষের আগেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা কাউন্সিলের (National Ganga Council) বৈঠক হবে কলকাতায়। এই বৈঠকে যোগ দিতেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। এদিনই হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে এক জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। একুশের বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার বাংলায় সভা করবেন তিনি। তার আগে সূচনা করতে পারেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের। এদিন, জোকা মেট্রোর যাত্রার সূচনাও করতে পারেন তিনি।

    নরেন্দ্র মোদি…

    জাতীয় গঙ্গা কাউন্সিলের সভাপতি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর সদস্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ ছাড়াও গঙ্গা কাউন্সিলের সদস্য রাজ্য হল উত্তর প্রদেশ, বিহার, উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ড। জাতীয় গঙ্গা কাউন্সিলের বৈঠকের পর বারাণসী এক্সপ্রেসওয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। ৩০ তারিখের বৈঠকে এনিয়ে আলোচনাও হতে পারে। প্রকল্প রূপায়নে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।

    ৩০ তারিখের ওই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর  আগে চলতি মাসেরই পাঁচ তারিখে জি ২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে এক মঞ্চে হাজির ছিলেন মোদি-মমতা। কলকাতা থেকেও জি ২০র একটি প্রস্তুতি বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা। ভার্চুয়ালি সেই বৈঠকে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এদিকে, গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকের পর নবান্নের চোদ্দতলায় মুখোমুখি হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর ৩০ তারিখের বৈঠকে ফের একবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে চলেছেন মমতা। 

    আরও পড়ুন: দেশে ফের কোভিড-হানার আশঙ্কা, রুখতে তৎপর কেন্দ্র, উচ্চপর্যায়ের বৈঠকে মোদি

    এদিকে, এদিনই হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রেনটি চালু হলে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে সময় লাগবে ৫ থেকে ৬ ঘণ্টা। যেটা এখন লাগে ৮ থেকে ১০ ঘণ্টা। রেলমন্ত্রক সূত্রে খবর, পূর্ব ভারতে অন্তত পাঁচটি রুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস। এগুলি হল, হাওড়া রাঁচি, হাওড়া ঝাড়সুগুদা, হাওড়া ভুবনেশ্বর, হাওড়া পাটনা এবং হাওড়া নিউ জলপাইগুড়ি। মন্ত্রকের এক কর্তার মতে, মূলত পর্যটক ও সময় বাঁচাতে চাওয়া ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই চালু হবে এই পরিষেবা। অন্যদিকে, এদিন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে এক জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২০২১ সালে লোকসভা নির্বাচনের পর এটাই হবে বঙ্গে তাঁর প্রথম জনসভা। এদিনই জোকা মেট্রোর উদ্বোধনও করতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরের দিন পূর্ব রেল ও উত্তর সীমান্ত রেলের একাধিক প্রকল্পের সঙ্গেই যাত্রী পরিবহণের জন্য খুলে দেওয়া হতে পারে ওই মেট্রোপথ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PM Modi: ফের একবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে পারেন মমতা, কেন জানেন?

    PM Modi: ফের একবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে পারেন মমতা, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি দীর্ঘদিন সচেতনভাবে এড়িয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)। তবে সম্প্রতি জি ২০ (G20) প্রস্তুতি বৈঠকে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হয়েছিলেন তিনি। তারপর এবার বছর শেষে ফের একবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চলতি বছরের ৩০ ডিসেম্বর কলকাতায় হতে চলেছে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক। ওই বৈঠকে যোগ দিতে কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ওই পরিষদের সভাপতি। সেখানেই ফের একবার মুখোমুখি হতে পারেন মোদি-মমতা। জাতীয় গঙ্গা পরিষদের সদস্য হিসেবে ওই বৈঠকে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    গঙ্গা পরিষদ…

    গঙ্গা পরিষদের সদস্য কেন্দ্রের প্রায় ১০টি মন্ত্রক। এছাড়া যে রাজ্যগুলির ওপর দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা, তারাও ওই পরিষদের সদস্য। রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড ও বিহার। ৩০ তারিখে উচ্চ পর্যায়ের ওই বৈঠকের প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন। ওই দিন সারাদিন ধরে নানা কর্মসূচি পালিত হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) উপস্থিতিতে আলোচনা যেমন হবে, তেমনি হতে পারে গঙ্গাবক্ষে ক্রুজভ্রমণও। প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালে শেষবার গঙ্গা পরিষদের বৈঠক হয়েছিল উত্তর প্রদেশের কানপুরে। ওই বৈঠকে যোগ দেননি মমতা। অনুপস্থিত ছিল ঝাড়খণ্ডও। তবে এবার সম্ভবত ফের একবার মুখোমুখি হতে চলেছেন মোদি-মমতা।

    আরও পড়ুন: আজ শাহী দরবারে শুভেন্দু, সুকান্তরা! দেখা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও

    দুর্নীতির অভিযোগ ওঠায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। ওই টাকা পেতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মমতা। তার পরে জট কাটে। কিছু প্রকল্পের বরাদ্দ রাজ্যকে দেয় কেন্দ্র। এর পর দিল্লিতে হয় জি ২০-র প্রস্তুতি বৈঠক। সেই বৈঠকেও হাজির হন মমতা। সেখানেও মোদির সঙ্গে মুখোমুখি হন তিনি। সম্প্রতি কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূ্র্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। দীর্ঘ দিন পরে এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে নবান্নের চোদ্দতলায় হয় একান্তে বৈঠক। তখনও বকেয়া বরাদ্দের প্রসঙ্গ তোলেন মমতা। এবার ফের প্রধানমন্ত্রীর (PM Modi) মুখোমুখি হচ্ছেন তিনি। এখন দেখার, প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার একান্তে বৈঠক হয় কিনা!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share